Class XI Semester 2 Computer Application Chapter 6 Question Question Answer Wbchse

Class XI Semester 2 Computer Application Chapter 6 Question Answer Wbchse | একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন ষষ্ঠ অধ্যায়  html প্রশ্ন উত্তর 




CHAPTER - 6  HTML


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও  :- 

1. HTML এর পূর্ণরূপ লেখ। HTML কে তৈরি করেন? 

উত্তর - HTML এর পূর্ণরূপ হল হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ। টিম বার্নার্সলি HTML উদ্ভাবন করেন।


2. HTML ট্যাগ বলতে কী বোঝো? OL এবং UL ট্যাগের কাজ লেখো?

উত্তর - যে কোনো HTML ডকুমেন্টের মূল ভিত্তি হল HTML ট্যাগ। ট্যাগ হলো কতগুলি সাংকেতিক চিহ্ন। এই ট্যাগের সাহায্যে html program লেখা হয়। ট্যাগ বিভিন্ন প্রকার হয়। যেমন - হেডিং ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ ইত্যাদি।

ট্যাগগুলি জোড়ায় জোড়ায় লেখা হয়। যেমন - <html></html> । এখানে '/' চিহ্ন দ্বারা ট্যাগের সমাপ্তি বোঝানো হয়।


3. HTML এর শুরু ও শেষ ট্যাগ দুটির নাম লেখ। 

উত্তর - HTML এর শুরুর ট্যাগ হলো <HTML> এবং শেষ ট্যাগ হলো </HTML>


4. HTML ডকুমেন্টের দুটি প্রধান সেকশনের নাম লেখ। 

উত্তর - HTML ডকুমেন্টের দুটি প্রধান সেকশন হল কন্টেনার এলিমেন্ট ও কন্টেনার ট্যাগ।


5. Container tag ও Empty tag এর পার্থক্য লেখো।

উত্তর - Container Tag এর ক্ষেত্রে শুরু ট্যাগ ও শেষের ট্যাগ উভয়ই ব্যবহার করা হয়। যেমন- <p></p>, <b></b> ইত্যাদি।

 Empty tag এর ক্ষেত্রে শেষের ট্যাগ বা অন্তিম ত্যাগ থাকে না। যেমন - <br> , <hr> ইত্যাদি।

6. <TITLE> tag এর কাজ লেখো।

উত্তর - টাইটেল ট্যাগের সাহায্যে ডকুমেন্টের টাইটেল শুরু ও শেষ করা হয়।

7. body ট্যাগের দুটি attribute উল্লেখ কর। 

উত্তর - body ট্যাগের দুটি এট্রিবিউট হল bgcolor, background , left margin, text color ইত্যাদি।

উদাহরণ -
<bgcolor= "yellow"   text color="black" left margin="3">


8. font ট্যাগের দুটি attribute উল্লেখ কর। 

উত্তর - font ট্যাগের দুটি এট্রিবিউট হলো Size, Face, color .

উদাহরণ - 
<font size= "18"   face="arial"  color="red">


9. <BODY> ও <HEAD> ট্যাগের কাজ কি?

উত্তর - বডি ট্যাগের মধ্যে ওয়েব পেজের মূল বিষয়বস্তু লেখা হয়। এখানে বডি শুরু করতে <body> এবং শেষ করতে </body> Tag ব্যবহৃত হয়।

হেড ট্যাগের মধ্যে ডকুমেন্টের টাইটেল থাকে। head শুরু করতে <head> এবং শেষ করতে </head> ট্যাগ ব্যবহার করা হয়।


10. HTML এ কোন টেক্সটের কালার সেট করার সিনটেক্স টি লেখ। 

উত্তর - color সেট করার syntaxt টি হলো 
<font color= "blue"> Edu Hostar </font>


11. কোন লেখাকে BOL11D ও ITALIC করার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়?

উত্তর - কোন লেখাকে বোল্ড করতে <b> </b> এবং ইটালি করতে <i> </i> ট্যাগ ব্যবহৃত হয়।


12. প্যারাগ্রাফ লিখতে কোন tag ব্যবহৃত হয় ? 

উত্তর- প্যারাগ্রাফ লিখতে <p> Tag ব্যবহৃত হয়।


13.<img> tag এর কাজ কি? <img> tag এর দুটি attribute উল্লেখ করো।

উত্তর - ডকুমেন্টে ছবি বা পিকচার ব্যবহারের জন্য <img> Tag ব্যবহার করা হয়। 

<img> Tag এর দুটি এট্রিবিউট হল src, height,width
যেমন -

<img src= "home. jpg" height= "300" width = "200">


14. <br> ট্যাগের কাজ কি?

উত্তর -  কোন লাইন সমাপ্তি বা নতুন লাইন শুরু করতে <br> ট্যাগ ব্যবহৃত হয়।


15. HTML এ VALIGN attribute দিয়ে কি হয়?

উত্তর -  Valign এট্রিবিউটের সাহায্যে টেবিলের ডেটা গুলিকে সেলের মধ্যে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানো হয়।

উদাহরণ - 
<th valign = "top"> computer </th>


16. হাইপারলিঙ্ক বলতে কী বোঝো? 

উত্তর - হাইপারলিঙ্ক এর সাহায্যে কোন HTML ডকুমেন্টের যেকোনো টেক্সট বা ছবির সাথে অন্য কোন HTML ডকুমেন্ট বা ছবির লিংক করানো যায়। অর্থাৎ হাইপারলিংক ওয়েব পেজে একাধিক পৃষ্ঠার সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে। হাইপার লিঙ্কে ক্লিক করে আমরা একপিস থেকে সরাসরি অন্য একটি পেজে চলে আসতে পারি। হাইপার লিঙ্ক তৈরির জন্য অ্যাঙ্কার ট্যাক ব্যবহার করা হয়।

উদাহরণ- 
<A href = " car.html"> More Car </A>



17. হাইপারলিঙ্ক এর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? একে কি বলে?

উত্তর - হাইপারলিঙ্ক এর জন্য ব্যবহৃত ট্যাগ হলো <A> ট্যাগ। একে অ্যাঙ্কার ট্যাগ বলা হয়।


18. HTML এ প্যারাগ্রাফ ট্যাগ এর সাথে কি কি আলাইনমেন্ট ব্যবহৃত হয়? 

উত্তর - প্যারাগ্রাফ ট্যাগের সাথে <b>, <i>, <u> ইত্যাদি অ্যালাইনমেন্ট ব্যবহৃত হয়।


19. bgcolor  অ্যাট্রিবিউট টি কি কাজে ব্যবহার করা হয়? 

উত্তর - bgcolor অ্যাট্রিবিউটটি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রং দিতে ব্যবহৃত হয়।


20. <OL> এবং <UL> ট্যাগের পার্থক্য লেখ।

উত্তর - <OL> এর পূর্ণরূপ হল অর্ডারড লিস্ট। যা সাধারণত সংখ্যা দ্বারা শুরু হয়। এবং<UL> এর পূর্ণরূপ হল আন অর্ডার লিস্ট। যা বুলের দ্বারা শুরু হয়।


21. Marquee ট্যাগের কাজ কি? 

উত্তর - ওয়েব পেজে কোন চলমান লেখা দেখতে চাইলে মারকিউ ট্যাগ ব্যবহার করা হয়। লেখাগুলি ডিফল্ট ডানদিক থেকে বাঁ দিকে চলতে পারে। এই লেখাগুলির রং, পিছনের রং পরিবর্তন করা যায়।


22. HTML এ <frame> ট্যাগ কি? এর Syntax লেখ। 

উত্তর - একটি ব্রাউজার উইন্ডকে একাধিক হাগি বিভক্ত করতে HTML এ frame ট্যাগ ব্যবহার করা হয় এবং প্রতিটি ভাগে থাকে একটি স্বতন্ত্র html ডকুমেন্ট। কোন টেবিল যেমন একাধিক রো এবং কলাম দ্বারা সজ্জিত থাকে, তেমনি একটি ব্রাউজার উইন্ডোকে একাধিক ভাগে বিভক্ত করা হয় ফ্রেমের সাহায্যে। কোন ব্রাউজারে ফ্রেম তৈরি করার জন্য <frameset> ট্যাগ ব্যবহৃত হয়।


23.Colspan ও Rowspan এর কাজ কি?

উত্তর - Colspan ও Rowspan অ্যাট্রিবিউট দুটির সাহায্যে যথাক্রমে টেবিলের এক বা একাধিক কলাম ও রোগলিকে মার্চ করা যায়।


24. Cellspacing ও Cellpadding এট্রিবিউট দুটির ব্যাবহার লেখ। 

উত্তর - Cellspacing :- দুই বা ততোধিক ছেলের মধ্যে দূরত্ব কমাতে বা বাড়াতে এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়।
Cellspacing="5"

 Cellpadding :- এই এট্রিবিউটি টেবিলের ছেলের ডাটা থেকে সেল বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। যেমন - Cellpadding="4" ।


25. <b> ও<p> এবং <br> tag এর কাজ লেখো?

উত্তর - <b> tag লেখা বোল্ড করতে ব্যবহৃত হয়।
<p> tag লেখাগুলিকে প্যারাগ্রাফে বিন্যস্ত করতে ব্যবহৃত হয়।
 <br> tag কোন লাইন সমাপ্তি বা নতুন লাইন শুরু করতে ব্যবহৃত হয়।


26. HTML এ অনুভূমিক লাইন আকার ট্যাগ কোনটি? এই ট্যাগের দুটি এট্রিবিউটের নাম লেখ?

উত্তর - HTML এ অনুভূমিক লাইন আঁকার ট্যাকটি হল <HR> । এই ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হলো size, width, align, color ইত্যাদি।


27. কোনো টেক্সটকে underline করার ট্যাগ কোনটি?

উত্তর - কোন টেক্সটকে আন্ডারলাইন করার জন্য <u> Tag ব্যবহৃত হয়।


28. Size অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এমন দুটি ট্যাগের নাম লেখ? 

উত্তর - Size অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এমন দুটি ট্যাগ হলো <Font> ও <HR> ।


29. Frameset ট্যাগের দুটি attribute এর নাম লেখ।

উত্তর - Frameset ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হলো Rows এবং Cols ।


30. href এর পূর্ণরূপ লেখ? <ol> tag এর Syntax টি লেখো।
উত্তর - href এর পূর্ণরূপ হল হাইপারটেক্সট রেফারেন্স। 

Syntax - <ol> <Li>
                       <Li>
                </ol>



31. HTML এ superscript ও subscript - এর ব্যাবহার লেখো?

উত্তর - HTML এ কোন টেক্সটকে superscript করার জন্য যে HTML ট্যাগ ব্যবহার করা হয় সেটি হল <sup> এবং subscript করার জন্য যে HTML ট্যাগ ব্যবহার করা হয় সেটি হল <SUB> ।

যেমন -
A2 + B 2  টেক্সটি Superscript | এটিকে লেখার কোড হল -
A<SUP>2</SUP> + B <SUP>2</SUP>

H2O টেক্সটি SUBSCRIPT । এটি কি লেখার কোডটি হল - 
H<SUB>2</SUB>O


32. Marquee ট্যাগের যেকোনো দুটি অ্যাট্রিবিউটর নাম লেখ। 

উত্তর - Marquee Tag এর দুটি অ্যাট্রিবিউট হল height, width, behaviour ইত্যাদি।


33. Marquee tag এর Behavior attribute এর তিনটি ভ্যালুর নাম লেখো।

উত্তর - Marquee tag এর Behavior attribute এর তিনটি ভ্যালু হলো scroll,slide ও alternate।


34. HTML ফাইলের এক্সটেনশন নাম কি? 

উত্তর - HTML ফাইলের এক্সটেনশন নাম হলো .htm বা .html


35. Table ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলির নাম লেখ।

উত্তর - Table ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলির হলো border,bodercolor, bgcolor,height, width ।


37. TH, TD, TR এগুলির পূর্ণরূপ লেখ। 

উত্তর - TH এর পূর্ণরূপ Table Header.
TD এর পূর্ণরূপ Table Data.
TR এর পূর্ণরূপ Table Row.


38. Marquee ট্যাগে ব্যবহৃত Loop অ্যাট্রিবিউট এর কার্যকারিতা লেখ।

উত্তর - সাধারণত ব্রাউজারে Marquee টেক্সট ক্রমাকত স্ক্রলিং করতে থাকে।Loop অ্যাট্রিবিউট এর সাথে নির্দিষ্ট ভ্যালু হিসাবে সংখ্যা ব্যবহার করে মারকিউ টেক্সটি কতবার school করবে তা নির্ধারণ করা যায়। 
<marquee  Loop="5"> I love India </marquee>
এক্ষেত্রে Marquee text টি পাঁচবার স্ক্রল করবে। 

39. HTML এ<form> tag এর কাজ কি? এই ট্যাগের যেকোনো দুটি এলিমেন্টের নাম লেখ।

উত্তর - HTML এ কোন ফর্ম তৈরি করতে <form> ট্যাগ ব্যবহার করা হয়। ব্যবহারকারীর ইনপুট সংগ্রহ করতে একটি HTML Form ব্যবহার করা হয়। ব্যবহারকারীর ইনপুট প্রায়ই প্রক্রিয়াকরণের জন্য একটি সার্ভারে পাঠানো হয়। 

HTML এ ফর্ম তৈরি করতে যে সকল উপাদান বা এলিমেন্ট ব্যবহৃত হয় তা হল- <input>, <text area>, <button>, <select>, <output> ইত্যাদি।


40. HTML এ Class attribute এর দুটি ব্যাবহার লেখো।

উত্তর - Class attribute এর দুটি ব্যাবহার হলো -
১. HTML এ Class attribute একটি HTML উপাদানের জন্য এক বা একাধিক শ্রেণীর নাম বরাদ্দ করতে ব্যবহৃত হয়।
২. একটি HTML ডকুমেন্টে বিভিন্ন উপাদানের সাথে একই ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়।


41.Video ট্যাগের সাথে ব্যবহৃত দুটি অ্যাট্রিবিউটের নাম লেখ।

উত্তর - Video ট্যাগের সাথে ব্যবহৃত দুটি অ্যাট্রিবিউট হলো width, height, controls ।



42. CSS এর পূর্ণরূপ কি?

উত্তর - CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheet।


43. Table এর heading লিখতে কি ব্যবহৃত হয়?

উত্তর- Caption ব্যবহৃত হয়। 


44. মোট কয় ধরনের heading আছে?

উত্তর - ৬ ছয় ধরনের heading  আছে।


45. টেবিল heading লিখতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?

উত্তর - টেবিল হেডিং লিখতে<th> ট্যাগ ব্যবহৃত হয়।


46. টেবিলে Data রাখার জন্য কি Tag ব্যবহার করা হয়?

উত্তর - টেবিলে Data রাখার জন্য <td> Tag ব্যবহার করা হয়।


47. কয়েকটি Empty ট্যাগের উদাহরণ দাও।

উত্তর - কয়েকটি Empty ট্যাগ হল <br>, <img>, <HR> ইত্যাদি। 


48. <Div> tag এর কাজ কি?

উত্তর -  <Div> tag টি ডিভিশন ট্যাগ নামে পরিচিত। Div ট্যাগটি HTML ই ওয়েব পেজের বিষয়বস্তু (যেমন টেক্সট ,ইমেজ, নেভিগেশনবার ইত্যাদি) ভাগ করতে ব্যবহৃত হয়।


49. HTML এ<video> ট্যাগে ব্যবহৃত Control ও autoplay অ্যাট্রিবিউট দুটির কাজ লেখো।

উত্তর - Control - এই অ্যাট্রিবিউটটি ভিডিও চালু করা, বন্ধ করা এবং ভলিয়ম, ফুল স্ক্রিন ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়।

autoplay - এই অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজে কোন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু করা যায়।


50. HTML 5.0 তে সাপোর্ট করে এমন কয়েকটি ভিডিও ফরম্যাট উল্লেখ কর।

উত্তর - MP4, WebM এবং Ogg  html 5.0 তে সাপোর্ট করে।



আন্তিম কথা  ঃ-

এই  প্রতিবেদনে  
একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার কম্পিউটার আপ্লিকেশন ষষ্ঠ অধ্যসস্ত এইচ . টি . এম . এল থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। আশাকরি, ছাত্রছাত্রীদের উপকারে আসবে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আপডেট পেতে আমাদের সাথে থাকুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url