দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 দর্শন দ্বিতীয় অধ্যায় ( কার্যকারণ সম্বন্ধ ) প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো | Class 12 Semester 3 Philosophy Second Chapter Karjo Karon Somondha Question Answer
-ঃ কার্যকারণ সম্বন্ধ প্রশ্ন উত্তর ঃ-
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ-
১) কারণ কি ?
উত্তর - যার জন্য কোন কিছু ঘটে তাই হলো কারণ।
২) " গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান " - কে একথা বলেছেন ?
উত্তর - কার্ভেথ রিড
৩) কার্যকারণ সম্পর্কে লৌকিক মত কি ?
উত্তর - কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে।
৪) লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক কি ?
উত্তর - অকালিক।
৫) লৌকিক মতে কার্যকারণের মধ্যে কি সম্বন্ধ বর্তমান ?
উত্তর - অবশ্যম্ভব।
৬) বৈজ্ঞানিক মতে শক্তি হলো ______
উত্তর - কার্য ও কারণ।
৭) কাদের মতে কার্য ও কারণ এর মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে ?
উত্তর - বুদ্ধিবাদীদের মতে।
৮) ' কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায় '- উক্তিটি কাদের ?
উত্তর - বুদ্ধিবাদীদের।
৯) কার্যকারণের ধারণা হলো সহজাত - কারা একথা বলেন ?
উত্তর - বুদ্ধিবাদীরা।
১০) কারণ কার্যকে প্রসক্ত করে - উক্তিটি কার ?
উত্তর - বুদ্ধিবাদীদের।
১১) প্রসক্তি সম্পর্ক কে বলা হয় ______
উত্তর - যৌক্তিক সম্পর্ক।
১২) বুদ্ধিবদীদের কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম কি ?
উত্তর - প্রসক্তিতত্ত্ব।
১৩) কার্যকারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর - ইউয়িং।
১৪) প্রসক্তি তত্ত্বের একজন সমর্থকের নাম লেখ ?
উত্তর - দেকার্ত।
১৫) কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা - একথা কে বলেছেন ?
উত্তর - ইউয়িং।
১৬) কার্যকারণ সম্বন্ধ বিষয়ক ইউয়িং এর গ্রন্থটির নাম কি ?
উত্তর - The Fundamental Questions of Philosophy.
১৭) প্রসক্তিবাদীদের মতে, যদি A,B এর কারণ হয় তবে --
উত্তর - A ঘটলে B অবশ্যই ঘটবে।
১৮) কি ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন ?
উত্তর - বার্কলে।
১৯) শক্তির ধারণা কাল্পনিক - কে এ কথা বলেছেন ?
উত্তর - হিউম।
২০) " কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যকভাবে কার্য উৎপাদন করে " - উক্তিটি কার ?
উত্তর - লক।
২১) কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন ?
উত্তর - অভিজ্ঞতাবাদীরা।
২২) মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে গ্রহণ করেছেন কে ?
উত্তর - বার্কলে।
২৩) 'কারণ হলো কার্যের নিহত পূর্ববর্তী ঘটনা '- উক্তিটি কার ?
উত্তর - হিউম।
২৪) " আমাদের অভ্যাসজাতো মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়।"- উক্তিটি কার ?
উত্তর - হিউম।
২৫) ' অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোন জ্ঞান হয় না।' - কে একথা বলেছেন ?
উত্তর - হিউম।
২৬) উদ্দেশ্য মূলক কার্যকারণবাদে বিশ্বাসী হলেন ____
উত্তর - ভাববাদী দার্শনিক।
২৭) কার্য কি ?
উত্তর - যা কিছু ঘটে তাই হলো কার্য।
২৮) কারণ হলো কার্যের _____ ঘটনা।
উত্তর - পূর্ববর্তী ঘটনা।
২৯) কার্য হলো কারণের _____ ঘটনা।
উত্তর - পরবর্তী ঘটনা।
৩০) কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মত কে বলা হয় -
উত্তর - লৌকিকবাদ।
৩১) "কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে" - কারা একথা বলেন ?
উত্তর - লৌকিকবাদিগণ।
৩২) "কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, কার্যের মধ্যেও সেই পরিমাণ শক্তি থাকে। "- এটি কাদের মত ?
উত্তর - বৈজ্ঞানিক মত।
৩৩) বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধ হলো ---
উত্তর - পরিমাণগত।
৩৪) " আগুনে হাত দিলে হাত পুড়বে। "- এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক কি ?
উত্তর - অনিবার্য সম্পর্ক।
৩৫) যান্ত্রিক কার্যকারণ বাদে বিশ্বাসী হলেন ---
উত্তর - জড়বাদী দার্শনিক।
৩৬) "কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতসিদ্ধ জ্ঞান নয়"--উক্তিটি কার ?
উত্তর - হিউম।
৩৭) সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর - হিউম।
৩৮) কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয় ?
উত্তর - সতত সংযোগবাদী।
৩৯) সতত সংযোগতত্ত্বের অপর নাম কি ?
উত্তর - নিয়তসংযোগতত্ত্ব।
৪০) " ভোরের স্বপ্ন সত্যি হয়।"- দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ কি ?
উত্তর - আকস্মিক।
৪১) "কার্যকারণ সম্বন্ধ হল কালিক পৌর্বাপর্য সম্বন্ধ।"-- উক্তিটি কার ?
উত্তর - হিউম।
৪২) "কারণ ও কার্যের সম্বন্ধ হল সহ অবস্থিতির সম্বন্ধ।" - উক্তিটি কার ?
উত্তর - হিউম।
৪৩) "কার্যকারণ সম্পর্ক পৌনঃপুনিক সম্পর্ক" -- উক্তিটি কার ?
উত্তর - হিউম।
৪৪) হিউমের সতর্ক সংযোগতত্ত্ব হলো যুক্তিহীন - একথা বলেছেন __
উত্তর - হোয়াইটহেড।
৪৫) বর্তমান কালের কোন দার্শনিক হিউমের মতবাদকে খন্ড করেছেন ?
উত্তর - রাসেল।
৪৬) জলপান করা ও তৃষ্ণা নিবারণ হওয়ার মধ্যে কি সম্পর্ক ?
উত্তর - কার্যকারণ সম্পর্ক।
৪৭) কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন ---
উত্তর - মিল ও বেইন।
৪৮) কোন দার্শনিকের মতে,কার্যকারণ সম্বন্ধের ভিত্তি অভিজ্ঞতা ?
উত্তর - কান্ট।
৪৯) কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধ কে বুদ্ধির আকার বলেছেন ?
উত্তর - কান্ট।
৫০) কান্ট বলেন কার্যকারণ মূলক বাক্য হল ---
উত্তর - পূর্বতসিদ্ধ।
৫১) কোন দার্শনিক কার্য ও কারনের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ স্বীকার করেন ?
উত্তর - মিল।
৫২) কারণ ও কার্যের মধ্যে বস্তুগত্য অস্তিত্ব আছে। - উক্তিটি কার ?
উত্তর - হেগেল।
শূন্যস্থান পূরণ করো :-
১) প্রশক্তি কথাটির অর্থ হলো _____
উত্তর - যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ।
২)_____ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ।
উত্তর - বুদ্ধিবাদী।
৩)______ এর মতে কার্য ও কারণের সম্বন্ধ আবশ্যিক নয়।
উত্তর - হিউম।
৪) দৃষ্টিবাদী মতে কারণ ও কার্য দুটি বিচ্ছিন্ন ______।
উত্তর - ঘটনা।
৫) হিউমের মতে কারণ হলো কার্যের ____ ঘটনা এবং কার্য হল কারণের ____ ঘটনা।
উত্তর - পূর্ববর্তী, অনুবর্তী।
৬) কারনকে বলা হয় _____
উত্তর - স্রষ্টা।
৭) কার্যকে বলা হয় ____
উত্তর - সৃষ্টি।
৮) হিউমের মতে কারণ ও কার্যের সম্পর্ক হল ____
উত্তর - বাহ্যিক সম্পর্ক।
৯) "কারণ ও কার্যের ধারণা স্বতন্ত্র।"- একথা বলেছেন ___
উত্তর - হিউম।
১০) অবরোহ যুক্তির হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে ______ সম্বন্ধ থাকে।
উত্তর - প্রসক্তি।
১১) " কার্যকারণের সম্বন্ধটি কেবল অবভাসিক জগতেই প্রযোজ্য।" একথা বলেছেন ______
উত্তর - কান্ট।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url