দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 দর্শন দ্বিতীয় অধ্যায় ( কার্যকারণ সম্বন্ধ ) প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো | Class 12 Semester 3 Philosophy Second Chapter Karjo Karon Somondha Question Answer


-ঃ কার্যকারণ সম্বন্ধ প্রশ্ন উত্তর ঃ-



 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ-


১) কারণ কি ?

উত্তর - যার জন্য কোন কিছু ঘটে তাই হলো কারণ। 



২) " গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান " - কে একথা বলেছেন ?

উত্তর - কার্ভেথ রিড 



৩) কার্যকারণ সম্পর্কে লৌকিক মত কি ?

উত্তর - কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে। 



৪) লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক কি ?

উত্তর - অকালিক। 



৫) লৌকিক মতে কার্যকারণের মধ্যে কি সম্বন্ধ বর্তমান ?

উত্তর - অবশ্যম্ভব।



৬) বৈজ্ঞানিক মতে শক্তি হলো ______

উত্তর - কার্য ও কারণ। 



৭) কাদের মতে কার্য ও কারণ এর মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে ?

উত্তর - বুদ্ধিবাদীদের মতে।



৮) ' কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায় '- উক্তিটি কাদের ?

উত্তর - বুদ্ধিবাদীদের। 



৯) কার্যকারণের ধারণা হলো সহজাত - কারা একথা বলেন ?

উত্তর - বুদ্ধিবাদীরা। 



১০) কারণ কার্যকে প্রসক্ত করে - উক্তিটি কার ?

উত্তর - বুদ্ধিবাদীদের। 




১১) প্রসক্তি সম্পর্ক কে বলা হয় _____

উত্তর - যৌক্তিক সম্পর্ক। 



১২) বুদ্ধিবদীদের কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম কি ?

উত্তর - প্রসক্তিতত্ত্ব।



১৩) কার্যকারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর - ইউয়িং।



১৪) প্রসক্তি তত্ত্বের একজন সমর্থকের নাম লেখ ?

উত্তর - দেকার্ত।



১৫) কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা - একথা কে বলেছেন ?

উত্তর - ইউয়িং।



১৬) কার্যকারণ সম্বন্ধ বিষয়ক ইউয়িং এর গ্রন্থটির নাম কি ?

উত্তর - The Fundamental Questions of Philosophy.



১৭) প্রসক্তিবাদীদের মতে, যদি A,B এর কারণ হয় তবে --

উত্তর - A ঘটলে B অবশ্যই ঘটবে। 



১৮) কি ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন ?

উত্তর - বার্কলে। 



১৯) শক্তির ধারণা কাল্পনিক - কে এ কথা বলেছেন ?

উত্তর - হিউম। 



২০) " কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যকভাবে কার্য উৎপাদন করে " - উক্তিটি কার ?

উত্তর - লক। 



২১) কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন ?

উত্তর - অভিজ্ঞতাবাদীরা। 



২২) মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে গ্রহণ করেছেন কে ?

উত্তর - বার্কলে। 



২৩) 'কারণ হলো কার্যের নিহত পূর্ববর্তী ঘটনা '- উক্তিটি কার ?

উত্তর - হিউম। 



২৪) " আমাদের অভ্যাসজাতো মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়।"- উক্তিটি কার ?

উত্তর - হিউম। 



২৫) ' অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোন জ্ঞান হয় না।' - কে একথা বলেছেন ?

উত্তর - হিউম। 



২৬) উদ্দেশ্য মূলক কার্যকারণবাদে বিশ্বাসী হলেন ____

উত্তর - ভাববাদী দার্শনিক। 



২৭) কার্য কি ?

উত্তর - যা কিছু ঘটে তাই হলো কার্য। 



২৮) কারণ হলো কার্যের _____ ঘটনা।

উত্তর - পূর্ববর্তী ঘটনা। 



২৯) কার্য হলো কারণের _____ ঘটনা।

উত্তর - পরবর্তী ঘটনা। 



৩০) কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মত কে বলা হয় -

উত্তর - লৌকিকবাদ।



৩১) "কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে" - কারা একথা বলেন ?

উত্তর - লৌকিকবাদিগণ।



৩২) "কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, কার্যের মধ্যেও সেই পরিমাণ শক্তি থাকে। "- এটি কাদের মত ?

উত্তর - বৈজ্ঞানিক মত। 



৩৩) বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধ হলো ---

উত্তর - পরিমাণগত। 




৩৪) " আগুনে হাত দিলে হাত পুড়বে। "- এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক কি ?

উত্তর - অনিবার্য সম্পর্ক। 



৩৫) যান্ত্রিক কার্যকারণ বাদে বিশ্বাসী হলেন ---

উত্তর - জড়বাদী দার্শনিক।



৩৬) "কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতসিদ্ধ জ্ঞান নয়"--উক্তিটি কার ?

উত্তর - হিউম। 



৩৭) সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর - হিউম। 



৩৮) কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয় ?

উত্তর - সতত সংযোগবাদী। 



৩৯) সতত সংযোগতত্ত্বের অপর নাম কি ?

উত্তর - নিয়তসংযোগতত্ত্ব।



৪০) " ভোরের স্বপ্ন সত্যি হয়।"- দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ কি ?

উত্তর - আকস্মিক। 



৪১) "কার্যকারণ সম্বন্ধ হল কালিক পৌর্বাপর্য সম্বন্ধ।"-- উক্তিটি কার ?

উত্তর - হিউম।



৪২) "কারণ ও কার্যের সম্বন্ধ হল সহ অবস্থিতির সম্বন্ধ।" - উক্তিটি কার ?

উত্তর - হিউম। 



৪৩) "কার্যকারণ সম্পর্ক পৌনঃপুনিক সম্পর্ক" -- উক্তিটি কার ?

উত্তর - হিউম।



৪৪) হিউমের সতর্ক সংযোগতত্ত্ব হলো যুক্তিহীন - একথা বলেছেন __

উত্তর - হোয়াইটহেড।



৪৫) বর্তমান কালের কোন দার্শনিক হিউমের মতবাদকে খন্ড করেছেন ?

উত্তর - রাসেল। 



৪৬) জলপান করা ও তৃষ্ণা নিবারণ হওয়ার মধ্যে কি সম্পর্ক ?

উত্তর - কার্যকারণ সম্পর্ক। 



৪৭) কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন ---

উত্তর - মিল ও বেইন।



৪৮) কোন দার্শনিকের মতে,কার্যকারণ সম্বন্ধের ভিত্তি অভিজ্ঞতা ?

উত্তর - কান্ট। 



৪৯) কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধ কে বুদ্ধির আকার বলেছেন ?

উত্তর - কান্ট। 



৫০) কান্ট বলেন কার্যকারণ মূলক বাক্য হল ---

উত্তর - পূর্বতসিদ্ধ।



৫১) কোন দার্শনিক কার্য ও কারনের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ স্বীকার করেন ?

উত্তর - মিল।



৫২) কারণ ও কার্যের মধ্যে বস্তুগত্য অস্তিত্ব আছে। - উক্তিটি কার ?

উত্তর - হেগেল।
 

শূন্যস্থান পূরণ করো :-

১) প্রশক্তি কথাটির অর্থ হলো _____

উত্তর - যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ। 



২)_____ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ। 

উত্তর - বুদ্ধিবাদী। 



৩)______ এর মতে কার্য ও কারণের সম্বন্ধ আবশ্যিক নয়। 

উত্তর - হিউম। 



৪) দৃষ্টিবাদী মতে কারণ ও কার্য দুটি বিচ্ছিন্ন ______।

উত্তর - ঘটনা। 



৫) হিউমের মতে কারণ হলো কার্যের ____ ঘটনা এবং কার্য হল কারণের ____ ঘটনা। 

উত্তর - পূর্ববর্তী, অনুবর্তী। 



৬) কারনকে বলা হয় _____

উত্তর - স্রষ্টা। 



৭) কার্যকে বলা হয় ____

উত্তর - সৃষ্টি। 



৮) হিউমের মতে কারণ ও কার্যের সম্পর্ক হল ____

উত্তর - বাহ্যিক সম্পর্ক। 



৯) "কারণ ও কার্যের ধারণা স্বতন্ত্র।"- একথা বলেছেন ___

উত্তর - হিউম। 



১০) অবরোহ যুক্তির হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে ______ সম্বন্ধ থাকে। 

উত্তর - প্রসক্তি।



১১) " কার্যকারণের সম্বন্ধটি কেবল অবভাসিক জগতেই প্রযোজ্য।" একথা বলেছেন ______

উত্তর - কান্ট।



শেষ কথা ঃ-

এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url