দ্বাদশ শ্রেণী সেমিস্টার ৩ দর্শন অধ্যায় ৩ ( দেহ মন সমস্যা ) প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো | Class 12 3rd Semester Philosophy Chapter 3 Mind Body Problem Question and Answer Discuss WBCHSE 

-ঃ দেহ-মন-সমস্যা প্রশ্ন  ও উত্তর ঃ-

পরীক্ষায় চারটে অপশন দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে।


প্রশ্ন ও উত্তর :-

১) দেহ মন সম্পর্কিত দার্শনিক মতবাদ হল ----

উত্তর - ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ ও ভিন্নতাবাদ।



২) দেকার্ত এর দেহ ও মন সম্পর্কিত মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত ?

উত্তর - দ্বৈতবাদ নামে পরিচিত। 



৩) তে কার্ড কোন গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন ?

উত্তর - Meditations গ্রন্থে। 



৪) আত্মার সঙ্গে দেহের সম্পর্ককে বেকার কি বলে উল্লেখ করেছেন ?

উত্তর - স্পষ্ট ও বিবিক্ত।



৫) ডেকারত দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন ?

উত্তর - জাহাজ ও জাহাজের পাইলট, যন্ত্র ও যাত্রী, চালক ও চালিত। সবকটি ব্যবহার করেছেন। 



৬) দেকার্তের মতে দেহ ও মনের ঐক্য কোথায় ঘটে ?

উত্তর - পিনিয়াল গ্রন্থিতে। 



৭) দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে "কার্তেজীয় ও কলঙ্ক" কে বলেছেন ?

উত্তর - বার্নার্ড উইলিয়ামস।



৮) স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম কি ?

উত্তর - দ্বিভঙ্গিবাদ।



৯) স্পিনোজার দ্রব্য তত্ত্বের সারকথা কি ?

উত্তর - দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি। 



১০) দ্বিভঙ্গিবাদের অপর নাম কি ?

উত্তর - দিপার্শ্ববাদ।



১১) স্পিনোজা দেহ ও মন সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন উপমার উল্লেখ করেছেন ?

উত্তর - বক্র কাচ।



১২) Ethics গ্রন্থটি কার লেখা ?

উত্তর - স্পিনোজা। 



১৩) মানুষের কয়টি সত্তা আছে ?

উত্তর - দুটি সত্তা আছে। 



১৪) দেহ হলো _____

উত্তর - জড়ধর্মী। 



১৫) মন হল _______

উত্তর - চেতনাধর্মী। 



১৬) দেহ ও মন পরস্পর _____ ধর্মী। 

উত্তর - বিপরীত। 



১৭) " The Passions of the Soul "- গ্রন্থটির লেখক কে ?

উত্তর - ডেকার্ত।



১৮)  দেকার্তের মতে দ্রব্য হল ---

উত্তর - স্বনির্ভর। 



১৯) দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়া বাদের অপর নাম কি ?

উত্তর - মিথস্ক্রিয়াবাদ।



২০) বিস্তৃত ও স্থানান্তরযোগ্য দ্রব্য কোনটি ?

উত্তর - দেহ।



২১) দেকার্তের মতে আমরা যা জানি তা হল ---

উত্তর - বাহ্যজগতের ছাপ।



২২)  মন সম্পর্কে আমরা যে শব্দ ব্যবহার করি, রাইল তাকে কি বলেছেন ?

উত্তর - আচরণগত শব্দ। 



২৩) দেহ মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে কে উল্লেখ করেছেন ?

উত্তর - হসপার্স।



২৪) "দেহ ও মন ঈশ্বরের দুটি দিক "- উক্তিটি কার ?

উত্তর - স্পিনোজা। 



২৫) লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎপরমাণু হল ---

উত্তর - ঈশ্বর। 



২৬) লাইবনিজের মতে দেহ মনের সম্পর্কের মূলে রয়েছে --

উত্তর - পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম।



২৭) দেকার্তির ক্রিয়া প্রতিক্রিয়া বাদের সমালোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কারা ?

উত্তর - গিলবার্ট রাইল ও বার্নার্ড উইলিয়ামস।



২৮) কি অনুসারে দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রীড়া মধ্যে কোন কার্যকারণ সম্বন্ধে নেই ?

উত্তর - সমান্তরালবাদ। 



২৯) লাইভ নিজের মতে নিশ্ছিদ্র মনাড গুলির মধ্যে কি সম্বন্ধ থাকা সম্ভব নয় ?

উত্তর - কার্যকারণ। 



৩০) জগতের নিয়মশৃঙ্খলা কি ব্যাখ্যা করার জন্য লাইবোনির কোন নিয়মের উল্লেখ করেছেন ?

উত্তর - পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য।


শূন্যস্থান পূরণ করো :-

১) স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ ___________ নামেও পরিচিত ।

(ক) বহুত্ববাদ (খ) জোড়বাদ (গ) অদ্বৈতবাদ (ঘ)দ্বৈতবাদ।

উত্তর- অদ্বৈতবাদ নামেও পরিচিত।



২) স্পিনোজার মতে দেহ ও মনের সম্পর্ক হল ________ সম্পর্ক। 

(ক) অভিন্নতার সম্পর্ক  (খ) ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্পর্ক      (গ) কার্যকারণ সম্পর্ক  (ঘ) সহ পরিবর্তনের সম্পর্ক।

উত্তর - সহ-পরিবর্তনের সম্পর্ক।



৩) ___________ রা বলেন দেহ ও মন পরস্পর নিরপেক্ষ। 

(ক) দ্বৈতবাদী (খ) সমান্তরালবাদী (গ) অভিন্নতাবাদী (ঘ) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদী।

উত্তর - সমান্তরালবাদী।



৪) লাইবনিজ ছিলেন __________দার্শনিক। 

(ক) বহুত্ববাদী (খ) দ্বৈতবাদী (গ) অদ্বৈতবাদী  (ঘ)কোনোটিই নয়

উত্তর - বহুত্ববাদী। 


) স্পিনোজা তার সমান্তরাল বাদে ঈশ্বরকে ________ সত্তা হিসেবে মেনেছেন। 

(ক) পরনির্ভর (খ) স্বয়ংসম্পূর্ণ (গ) দ্রব্য নির্ভর (ঘ) গুণ নির্ভর।

উত্তর - স্বয়ংসম্পূর্ণ। 



৬) __________তত্ত্বে বক্র কাচকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে।

(ক) উপলক্ষ্য (খ) দ্বৈতবাদ (গ) অভিন্নতা (ঘ) দ্বিভঙ্গি

উত্তর - দ্বিভঙ্গি তত্ত্বে।



৭) দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ___________ নামে পরিচিত। 

(ক) অদ্বৈতবাদ (খ) সমান্তরালবাদ (গ) ক্রিয়া- প্রতিক্রিয়াবাদ (ঘ) দ্বৈতবাদ।

উত্তর - ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ।



৮) দেকার্তের মতে দেহ ও মন পরস্পর ____________ ও ____________ দ্রব্য।

(ক) সাপেক্ষ, জড় (খ) নিরপেক্ষ, স্বতন্ত্র (গ) নিরপেক্ষ, সাপেক্ষ (ঘ) জড়, দেহ।

উত্তর - নিরপেক্ষ, স্বতন্ত্র। 



৯) দেকার্তের মতে দ্রব্য হল _________ এর আধার। 

(ক) গুণ (খ) চেতনা (গ) মন (ঘ) জড়

উত্তর - গুণ। 



১০) চেতন জগতের মূলে আছে ________ দ্রব্য। 

(ক) দেহ (খ) চেতন (গ) জড়ো (ঘ) কোনোটিই নয়।

উত্তর - চেতন।



১১) লাইবনিজের মতে মনাড স্বয়ংসম্পূর্ণ হওয়ায় তা _______।

(ক) গবাক্ষহীন (খ) পরমাণু (গ) নিশ্চেতন (ঘ) কোনোটিই নয়।

উত্তর - গবাক্ষহীন।



১২)  দেহ ও মনকে ___________ বিরোধী মনে হলেও তাদের মধ্যে _____________ পার্থক্য নেই। 

(ক) মানসিকভাবে, বস্তুগতভাবে (খ) প্রকৃতিগতভাবে, মানসিকভাবে (গ) প্রকৃতিগতভাবে, মূলগতভাবে (ঘ)মানসিকভাবে, দৈহিকভাবে।

উত্তর - প্রকৃতিগতভাবে, মূলগতভাবে 



১৩)  দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ায় দুটি বিষয়ের মধ্যে _________ ও ________ সাদৃশ্যের সমতা থাকা প্রয়োজন। 
(ক) গুণগত, লক্ষণগত (খ) গুণগত, পরিমাণগত (গ) পরিমাণগত, দিকগত (ঘ) কালগত, দিকগত।

উত্তর - গুণগত, পরিমাণগত। 



১৪) দেহ মনের সম্বন্ধের ব্যাখ্যার জন্য লাইবনিজ ______________ রূপকের সাহায্য নিয়েছেন। 

(ক) দুটি একই সময় নির্দেশ করা ঘড়ির (খ) চালক - চালিতের (গ) যন্ত্র - যান্ত্রির (ঘ) জাহাজ - জাহাজের পাইলটের।

উত্তর - দুটি একই সময় নির্দেশ করা ঘড়ি। 



১৫) সকল পরিবর্তনশীল বস্তু মাত্রই ঈশ্বরের _______ ও _________ গুণের বিচার। 

(ক) বিস্তার, চিন্তন (খ) বিস্তার, দেহ (গ) চিন্তার, মন (ঘ)বিস্তার, জড়

উত্তর - বিস্তার, চিন্তন।



১৬) লাইবনিজের মতে দেহ ও মনের সৃষ্টিকর্তা হলেন _____________ ।

(ক) জড় (খ) অজড় (গ) ঈশ্বর (ঘ) কোনোটিই নয় 

উত্তর - ঈশ্বর। 


১৭) স্পিনোজার সমান্তরাল তত্ত্বে ঈশ্বর _______ ও ______ প্রতিষ্ঠা লাভ করেছে। 

(ক) এক, অদ্বিতীয়রুপে (খ) ঈশ্বর, দ্রব্যরূপে (গ) দ্রব্য, মনরূপে (ঘ) দ্বৈতবাদ, আদৈতবাদরূপে।

উত্তর - এক , অদ্বিতীয়রুপে।



১৮) দেকার্তের মতে দ্রব্য হল গুণের ______

(ক) আধার (খ) আকার (গ) অবয়ব (ঘ) একটিও নয়। 

উত্তর - আধার।



১৯) মন পদার্থটি হল _______

(ক) বিভাজ্য (খ) বিনাশী (গ) অবিভাজ্য (ঘ) কোনোটিই নয়। 

উত্তর - অবিভাজ্য। 



২০) দেকার্তের মতে দ্রব্য হল ______

(ক) ঈশ্বর (খ) মন (গ) দেহ (ঘ) সবকটি।


উত্তর - সবকটি।



শেষ কথা ঃ-

এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url