দ্বাদশ শ্রেণী সেমিস্টার ৩ দর্শন চতুর্থ অধ্যায় বেদান্ত প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন চতুর্থ অধ্যায় বেদান্ত থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো | Class 12 Semester 3 Philosophy Chapter 4 Vedanta Question Answer WBCHSE 


 -ঃ বেদান্ত  প্রশ্ন ও উত্তর  ঃ-


পরীক্ষায় চারটি করে অপশন দেয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে শুধু সঠিক উত্তরটি দেওয়া হলো।


প্রশ্ন ও উত্তর :-

১) ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যাকয়টি ?
উত্তর - ছয়টি। 


২) বেদের অংশ নয় ---
উত্তর - সাম।


৩) প্রাচীন উপনিষদের সংখ্যা কয়টি ?
উত্তর - ১২ টি। 


৪) বেদান্ত দর্শনের প্রবর্তক কে ?
উত্তর - মহর্ষি বাদরায়ণ।


৫) " ব্রহ্মসূত্র " গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর - মহর্ষি বাদরায়ণ।


৬) " ব্রহ্মসূত্র " আর কি নামে পরিচিত ?
উত্তর - বেদান্তসূত্র।


৭) মহর্ষি বাদরায়ণের অন্য নাম কি ?
উত্তর - বেদব্যাস।


৮) " চতুর্কাধ্যায়ী " কে বলা হয় ?
উত্তর - ব্রহ্মসূত্রকে। 


৯) বেদান্তসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মের তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে ?
উত্তর - সমন্বয় অধ্যায়। 


১০) শংকরাচার্যের অদ্বৈতবাদের সূত্রটি কি ?
উত্তর - ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রোহ্মৈব নাপর:


১১) ' ব্রহ্মসত্য জগৎ মিথ্যা '- উক্তিটি কার ?
উত্তর - শংকরাচার্য। 


১২) " জীব ও ব্রহ্ম অভিন্ন "- কে একথা বলেছেন ?
উত্তর - শংকরাচার্য। 


১৩) "ব্রহ্ম ও আত্মা অভিন্ন"-- এ কথা কি বলেন ?
উত্তর - শংকরাচার্য। 


১৪)  শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ কি ?
উত্তর - সৎ, চিৎ ও আনন্দস্বরূপ।


১৫) " ব্রহ্মচারা ঈশ্বর সত্যাহীন।"-- উক্তিটি কার ?
উত্তর - শংকরাচার্য। 


১৬) শংকরাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল --
উত্তর - মায়া উপহিত। 


১৭) অদ্বৈত মতে পরব্রহ্মকে বলা হয় ?
উত্তর - ব্রহ্ম। 


১৮) শংকরাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন ?
উত্তর - তিন প্রকার।


১৯) শংকরাচার্যের মতে জগৎ হল -
উত্তর - মিথ্যা।


২০) অদ্বৈত বেদান্ত দর্শনে জগতকে কোন অর্থে মিথ্যা বলা হয় ?
উত্তর - পারমার্থিক অর্থে। 


২১) অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো --
উত্তর - জগত ব্রহ্মের বিবর্ত।


২২) অদ্বৈত মতে মুক্তি হল --
উত্তর - ব্রহ্মসাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি 


২৩) অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো --
উত্তর - অনির্বচনীয়। 


২৪) " সপ্তধা অনুপপত্তি "- কার মতবাদ ?
উত্তর - রামানুজ।


২৫) রামানুজ হলেন -
উত্তর - বিশিষ্টা দ্বৈতবাদী দার্শনিক।


২৬) রামানুত তার মতবাদে ব্রহ্মকে বলেছেন --
উত্তর - সবিশেষ, বিশেষণযুক্ত।


২৭) রামানুজ মতে সগুণ ব্রহ্ম হলেন --
উত্তর - ঈশ্বর।
 

২৮) " ত্রিতত্ত্ব "- মতবাদটিকে স্বীকার করেছেন ?
উত্তর - রামানুজ।


২৯) রামানুজের মতে জগৎ হল --
উত্তর - ব্রহ্মের পরিনাম। 


৩০) রামানুজের মতে ব্রহ্ম ও জীবের সম্পর্ক হল --
উত্তর - ভেদাভেদের সম্পর্ক 


৩১) " মায়া মিথ্যা নয় "- উক্তিটি কার ?
উত্তর - রামানুজ। 


৩২) রামানুজের মতে " প্রপত্তি " হল--
উত্তর - ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা।


৩৩) মদ্ধাচার্য হলেন --
উত্তর - দ্বৈতবাদী দার্শনিক। 


৩৪) ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হল --
উত্তর - নয়টি। 


৩৫) বেদ কয়টি ?
উত্তর - বেদ চারটি।


৩৬) বেদের অংশগুলি কয়টি কাণ্ডে বিভক্ত ?
উত্তর - দুটি কাণ্ডে বিভক্ত। 


৩৭) বেদের কর্মকান্ড বলা হয় ?
উত্তর - সংহিতা ও ব্রাহ্মণকে।


৩৮) বেদের জ্ঞানকাণ্ড বলা হয় ?
উত্তর - অরণ্যক ও উপনিষদকে। 


৩৯) বেদান্ত শব্দের ধাতুগত অর্থ কি ?
উত্তর - বেদের শেষ বা অন্ত।


৪০) বেদান্ত বলা হয় ---
উত্তর - উপনিষদ কে। 


৪১) উপনিষদের আলোচনার বিষয় কি ?
উত্তর - বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তাভাবনা। 


৪২) অবিদ্যা বা অজ্ঞানকে অদ্বৈত বেদান্তে কি নামে বর্ণনা করা হয় ?
উত্তর - মায়া। 


৪৩) শঙ্করের মতে ব্রহ্ম হলেন ?
উত্তর - চৈতন্যস্বরূপ।


৪৪) পঞ্চিকরণ ও সিদ্ধান্ততত্ত্ববিন্দু গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর - শংকরাচার্য। 


৪৫) শংকরাচার্য কয়টি অদ্বৈত মঠ স্থাপন করেছিলেন ?
উত্তর - চারটি। 


৪৬) বেদান্ত দর্শনে কয়টি উপসম্প্রদায় রয়েছে ?
উত্তর - পাঁচটি। 


৪৭) কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন --
উত্তর - শংকরাচার্য। 


৪৮) বিশিষ্টাদৈত্যবাদের প্রবর্তক কে ?
উত্তর - রামানুজ। 


৪৯)  দ্বৈতাদ্বৈতবাদের প্রবর্তক হলেন ---
উত্তর - নিম্বারকাচার্য। 


৫০) দ্বৈতবাদ এর প্রবক্তা হলেন -
উত্তর - মধ্বাচার্য।


৫১) অদ্বৈত বাদের মূল বক্তব্য কি ?
উত্তর - প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয়। 


৫২) ব্রহ্ম একমেবাদ্বিতীয়ম - এর অর্থ কি ?
উত্তর - ব্রহ্ম এক ও অদ্বিতীয়। 


৫৩) অদ্বৈত বাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - গৌড়পাদ।


৫৪) উপনিষদের মহাবাক্য "তত্ত্বমসি বা তৎ তম অসি "এর অর্থ কি ?
উত্তর - তুমিই ব্রহ্ম। 


৫৫) আচার্য শংকর হলেন ---
উত্তর - বেদান্ত দার্শনিক। 


৫৬) পরিনামবাদীর সমর্থক হলেন -
উত্তর - রামানুজ।


৫৭) রামানুজের মতে জগৎ হল -
উত্তর - ব্রহ্মের পরিনাম। 


৫৮) পঞ্চমবেদ কি ?
উত্তর - পুরান। 


৫৯) শংকরাচার্যের মতে কোন কর্মের ফল ভোগ না হওয়া পর্যন্ত শরীরের বিনাশ হয় না ?

উত্তর - প্রারব্ধ।



৬০) " ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য।"-- এ কথা কে বলেছেন ?
উত্তর - রামানুজ।



শূন্যস্থান পূরণ করো :-

১) অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে ______ এর দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ। 

(ক) জীব  (খ) জগৎ (গ) মায়া (ঘ) ব্রহ্ম

উত্তর - মায়া। 



২) মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপপত্তির উত্থাপক হলেন ________

(ক) বল্লভ (খ) মধ্বাচার্য (গ) নিম্বার্ক  (ঘ) রামানুজ।

উত্তর - রামানুজ।



৩) শঙ্করের মতে _______ ব্রহ্মে জগৎ প্রপঞ্চ আরোপ করে।

(ক)  মায়া (খ) জীব (গ) জড়  (ঘ) উদ্ভিদ।

উত্তর - মায়া। 


৪) ' জীব ও ব্রহ্ম অভিন্ন।'- একথা মেনেছেন _____ দর্শন।

(ক) অদ্বৈত দর্শন (খ) বৌদ্ধ (গ) ন্যায় (ঘ) যোগ দর্শন।

উত্তর - অদ্বৈত দর্শন।



৫) শঙ্করের দৃষ্টিতে ______ হলো একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে। 

(ক) প্রত্যক্ষ (খ) শব্দ (গ) অর্থাপত্তি (ঘ) অনুমান।

উত্তর - শব্দ। 


৬) তত্ত্বমসী বাক্যে তৎ শব্দের অর্থ হলো _____ ।

(ক) নির্গুণ ব্রহ্ম (খ) মায়াব্রহ্ম (গ) জীবই ব্রহ্ম (ঘ) জীবিত ব্রহ্ম ভিন্ন।

উত্তর - নির্গুণ ব্রহ্ম। 



৭) অদ্বৈত বেদান্ত মতে ________ ই একমাত্র সত্য। 

(ক) জীব (খ) জগৎ (গ) মায়া (ঘ) ব্রহ্ম।

উত্তর - ব্রহ্ম। 



৮)  শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় ________।

(ক) বিশিষ্টাদ্বৈতবাদ (খ) কেবলাদ্বৈতবাদ (গ) দ্বৈতবাদ (ঘ) দ্বৈতাদ্বৈতবাদ।

উত্তর - কেবলাদ্বৈতবাদ।



৯) অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন _____।

(ক) শংকর (খ) গৌড়পাদ (গ) রামানুজ (ঘ) বাচস্পতি মিশ্র। 

উত্তর - গৌড়পাদ।



১০) " তত্ত্বমসি "- মহাকাব্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয় ________।

(ক) জীব ও জগৎ অভিন্ন (খ) জীব ও জগৎ ভিন্ন (গ) জিপ ও ব্রহ্ম ভিন্ন (ঘ) জীব ও ব্রহ্ম অভিন্ন।

উত্তর - জীব ও ব্রহ্ম অভিন্ন।



১১) শংকরাচার্যের মতে মিথ্যা শব্দের অর্থ হলো -

(ক) সৎ (খ) অনির্বাচনীয়  (গ) অলীক (ঘ) একটিও নয়।

উত্তর - অলীক।



১২) শঙ্করের মতে শরীর ____ দ্বারা সৃষ্ট।

(ক) মায়া (খ) তেজ (গ) ক্ষিতি (ঘ) বায়ু। 

উত্তর - মায়া। 



১৩) যখন অবিদ্যার কারণে যে বারবার সংসার চক্রে আবর্তিত হয়, সেই জীব হলো _______ |

(ক) মুক্তজীব (খ) বদ্ধ জীব (গ) বদ্ধ মুক্ত জীব (ঘ) নিত্য মুক্ত জীব। 


উত্তর - বদ্ধজীব।



১৪) বল্লভাচার্যের মতে ব্রহ্ম ও জীবজগৎ মূলত ______ |

(ক) ভিন্ন (খ) অভিন্ন (গ) ভিন্ন ভিন্ন (ঘ) একটিও নয়। 

উত্তর - অভিন্ন। 



১৫) আচার্য শংকর এর মতে জগৎ _____ ।

(ক) সদাসৎ (খ) সৎ (গ) সদ সদ বিলক্ষণ (ঘ) অসৎ।
 
উত্তর - সদ সদ বিলক্ষণ।



শেষ কথা ঃ-

এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন চতুর্থ অধ্যায় বেদান্ত থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url