গল্পবুড়ো পঞ্চম শ্রেণী প্রশ্ন উত্তর | Golpo Buro Class V Question Answer

গল্পবুড়ো পঞ্চম শ্রেণী প্রশ্ন উত্তর | Golpo Buro Class V Question Answer

এখানে 'গল্পবুড়ো' কবিতার সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।

গল্পবুড়ো - হাতে কলমে প্রশ্ন উত্তর :-

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১) ' উত্তুরে হাওয়া ' বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে__________(গ্রীষ্ম/শরৎ/শীত/বর্ষা) কালে হওয়া বয় ।

উত্তর - উত্তুরে হাওয়া ' বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে শীত কালে হওয়া বয় ।


১.২) থুত্থুড়ে শব্দটির অর্থ_______ ( চনমনে/জড়সড়ো/ জ্ঞানী/ নড়বড়ে ) ।

উত্তর - থুত্থুড়ে শব্দটির অর্থ নড়বড়ে


১.৩) রূপকথার গল্পে যেটি থাকেনা_______ (দত্যি-দানো/ পক্ষীরাজ/ রাজপুত্তুর /উড়োজাহাজ) ।

উত্তর - রূপকথার গল্পে যেটি থাকেনা উড়োজাহাজ


১.৪) রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো । (আশাপূর্ণা দেবী/ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার /সত্যজিৎ রায়/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।

উত্তর - রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার |


২.১) লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ?

উত্তর - লেখালিখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন।


২.২) তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো ?

উত্তর - তাঁর লেখা দুটি বইয়ের নাম হলো - ' বেড়ে মজা ' ও ' কথা শেখা '।


৩) এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি কর :

থা রূ ক প = রূপকথা ;

র ত্তু জ রা পু = রাজপুত্তুর ;

জ ক্ষী রা প = পক্ষীরাজ ;

ব প ম ন ন = মন পবন ;

জ গু বি আ = আজগুবি ;


৪) অন্ত্যমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো :

উত্তর : উত্তুরে - থুত্থুড়ে, বাঁধা - ধাঁধা, যক্ষিরাজ - পক্ষীরাজ, ঝোলা - ভোলা, ঝলমলে - টলটলে ।


৫) বাক্য বাড়াও :

৫.১) শীতকালে হাওয়া বইছে । ( কেমন হাওয়া ? ) 

উত্তর - শীতকালে উত্তরে হওয়া বইছে ।


৫.২) গল্পবুড়ো ডাকছে । ( কেমন বুড়ো ? )

উত্তর - থুত্থুড়ে গল্পবুড়ো ডাকছে ।


৫.৩) গল্পবুড়োর মুখ ব্যথা । ( মুখ ব্যথা কেন ? )

উত্তর - রূপকথা চাই, রূপকথা বলে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা ।


৫.৪) গল্পবুড়োর ঝোলা আছে । ( কোথায় ঝোলা ? )

উত্তর - গল্পবুড়োর ঝোলা কাঁধে আছে।


৫.৫) দেখবি যদি , আয় । ( কীভাবে আসবে ? )

উত্তর - দেখবি যদি জলদি আয় ।


৬) ' ক ' এর সঙ্গে ' খ ' স্তম্ভ মিলিয়ে লেখো :

তল্পি কাল্পনিক গল্প
রূপকথা বাতাস
ভোরে দ্রুত
পবন ঝোলা
সত্বর বিহানে

উত্তর - 

তল্পি ঝোলা
রূপকথা কাল্পনিক গল্প
ভোরে বিহানে
পবন বাতাস
সত্বর দ্রুত

   

৭) নিজে চেষ্টা করো :-

৮) শব্দঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

উত্তুরে , থুত্থুড়ে, তল্পি,ঝোলা , জলদি ,আজগুবি, সত্বর , শীত,রাজপুত্তুর ,কারখানা

উত্তর -  

বিশেষ্য বিশেষণ
তল্পি,ঝোলা, শীত,রাজপুত্তুর ,কারখানা উত্তুরে , থুত্থুড়ে, , জলদি ,আজগুবি, সত্বর


৯) পক্ষীরাজ এর মত ( ক + ষ্ = ' ক্ষ্ ') রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো :

উত্তর - পক্ষীরাজ, যক্ষিরাজ, পরীক্ষা, পক্ষে, রক্ষী 


১০) ক্রিয়ার নীচে দাগ দাও :

১0.১) বইছে হাওয়া উত্তুরে।

উত্তর - বইছে হাওয়া উত্তুরে।


১০.২) ডাক ছেড়ে সে ডাকছে রে।

উত্তর - ডাক ছেড়ে সে ডাকছে রে।


১০.৩) আয় রে ছুটে ছোট্টরা ।

উত্তর - আয় রে ছুটে ছোট্টরা ।


১০.৪) দেখবি যদি জলদি আয়।

উত্তর - দেখবি যদি জলদি আয়


১০.৫) চেঁচিয়ে যে তার মুখ ব্যাথা।

উত্তর - চেঁচিয়ে যে তার মুখ ব্যাথা।


১১) তোমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ-পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো:

উত্তর - নিজে আঁকার চেষ্টা করো।


১২) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১২.১) গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে ?

উত্তর - 'গল্পবুড়ো' কবিতায় শীতের ভোরে যখন উত্তুরে হাওয়া বয় তখন গল্পগুড়ো গল্প শোনাতে আসে।


১২.২) গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে ?

উত্তর - ' কবিতায়' গল্পবুড়োর ঝোলায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর ,পক্ষীরাজ, আজগুবি কারখানা, কড়ির পাহাড়, সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট প্রভৃতি গল্প রয়েছে।


১২.৩) গল্পবুড়ো শীতকালের ভরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায় ?

উত্তর - ' গল্পবুড়ো' কবিতায় গল্পবুড়ো শীতের ভোরে 'রূপকথা চাই ,রূপকথা' বলে ডাক দিয়ে , তার ঝোলায় কি আছে দেখতে হলে জলদি আয় বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। 


১২.৪) 'রূপকথা'র কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে ?

উত্তর- '' কবিতায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর ,পক্ষীরাজ প্রভৃতি বিষয় কবিতাটিতে রয়েছে।


১২.৫) গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না ?

উত্তর - 'গল্পবুড়ো ' কবিতায় শীতের প্রখর সকালে যারা গল্পবুড়োর ডাক শুনে ঘুম থেকে উঠে জলদি আসবে না। গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না, তাঁদের শত্রু মনে করবে।


শেষ কথা ঃ -

এই পোস্টে পঞ্চম শ্রেণির বাংলা গল্পবুড়ো থেকে প্রশ্ন ও উত্তর আলচনা করা হলো। পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর আপডেট দেওয়া হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url