স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে কি কি ডকুমেন্ট লাগে | Swami Vivekananda Scholarship 2024-25 New Update
Swami Vivekananda Scholarship 2024-25 New Update - which Documents Required | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে কি কি ডকুমেন্ট লাগে
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা আবেদন করতে পারবে ?
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এবং স্নাতক স্তরে সাইন্স, আর্টস , কমার্স,ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ,টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছে তারা এবং পোস্ট গ্রাজুয়েট লেভেল এ সাইন্স, আর্টস ,কমার্স ,টেকনিক্যাল ,ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে।
NON NET M.PHIL./NON NET PH.D যাদের রেজিস্ট্রেশন/এনরোলমেন্ট 01.04. 2017 এর আগে হয়েছে তারা আবেদন করতে পারবে
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হলে কত শতাংশ নাম্বার লাগবে ?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করতে হলে,
উচ্চ মাধ্যমিক , স্নাতক ( আর্টস/কমার্স /সাইন্স/ প্রফেশনাল কোর্স ) ছাত্র-ছাত্রীদের ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে।
স্নাতক উত্তর বা পোস্ট গ্রাজুয়েট ( আর্টস/ কমার্স /সাইন্স এবং অন্যান্য প্রফেশনাল কোর্স ) ছাত্র-ছাত্রীদের ৫৩ শতাংশ নাম্বার থাকতে হবে এবং কন্যাশ্রী K3 ছাত্র-ছাত্রীদের ৪৫% নাম্বার থাকতে হবে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষায়।
এছাড়াও ডিএলএড, পলিটেকনিক ডিপ্লোমা কোর্স , UG মেডিকেল এবং ডিপ্লোমা কোর্স এর ক্ষেত্রে ৬০% নাম্বার থাকতে হবে।
সাথে বাৎসরিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে ?
ফ্রেশ এবং কন্যাশ্রী অ্যাপ্লিকেশন
১) মাধ্যমিকের মার্কশীট (উভয় পৃষ্ঠা)
২) শেষ উত্তীর্ণ হওয়া বোর্ড/ কাউন্সিল/ ইউনিভার্সিটি/ কলেজ পরীক্ষার মার্কশিট (উভয় পেজ)
৩) ইনকাম সার্টিফিকেট
( এই ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে BDO,SDO, Joint BDO,BLRO এবং পৌরসভা এলাকার ক্ষেত্রে Executive Officer, Finance Officer, Education Officer ,Commissioner ,Dy Commissioner , Municipal Secretary , G.R-A Gazetted Officer এর কাছ থেকে নিতে হবে। )
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা সরকারি প্রমাণ পত্র।
৫) ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড থাকবে।
৬) যে সকল ছাত্রছাত্রীরা 2022 এবং তার আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অর্থাৎ Year Gap ছাত্রছাত্রীদের হেড অফ দ্য ইনস্টিটিউশনের ( HOI )এর কাছ থেকে ডিক্লারেশন ফর্ম নিতে হবে।
রিনিউয়াল অ্যাপ্লিকেশন
১) বর্তমান পাঠরত কোর্সের শেষ পরীক্ষার মার্কশিট (উভয় পৃষ্ঠা) যদি সেমিস্টার সিস্টেম হয় সেক্ষেত্রে উভয় সেমিস্টারের মার্কশিট
২) ভর্তির রশিদ
৩) ইনকাম সার্টিফিকেট বা বাৎসরিক আয়ের শংসাপত্র।
আবেদন পদ্ধতি
প্রথমেই svmcm.wb.giv.in ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করতে হবে তারপর অ্যাপ্লিকেশন লগইনে লগইন করে আবেদন সম্পূর্ণ করতে হবে।
কোন COURSE - এ কত টাকা পাবে
এখানে প্রতিমাসে কত টাকা পাবে সেটা দেওয়া হল তোমরা বছরে কত পাবে সেটা হিসাব করে দেখে নিও।
উচ্চ মাধ্যমিক, স্নাতক(Arts Commerce) , ডি এল এড ছাত্রছাত্রীরা প্রতি মাসে ১০০০ টাকা করে পাবে।
স্নাতক ( সাইন্স, প্রফেশনাল কোর্স) , পলিটেকনিক ডিপ্লোমা , স্নাতক ডিপ্লোমা মেডিকেল, কোর্সের ছাত্রছাত্রীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে।
স্নাতকোত্তর (আর্টস /কমার্স) ছাত্র-ছাত্রীরা প্রতিমাসে ২০০০ টাকা এবং স্নাতকোত্তর সাইন্সের ছাত্রছাত্রীরা প্রতি মাসে ২৫০০ টাকা পাবে।
স্নাতক ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য প্রফেশনাল কোর্স (AICTE APPROVED), স্নাতক মেডিকেল ডিগ্রী ছাত্র-ছাত্রীরা প্রতি মাসে ৫০০০ টাকা পাবে।
NON NET M.PHIL./NON NET PH.D যাদের রেজিস্ট্রেশন/এনরোলমেন্ট 01.04 . 2017 এর আগে হয়েছে তারা প্রতি মাসে ৫০০০ থেকে ৮০০০ টাকা করে পাবে
শেষ কথা ঃ-
এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে, কারা আবেদন করতে পারবে , আবেদন পদ্ধতি আলোচনা করা হল । যারা আবেদনের যোগ্য তাদের বলব দেরি না করে আবেদন করে ফেলুন। এই স্কলারশিপ পেলে পড়াশুনার খরচের ক্ষেত্রে অনেক সাহায্য হবে । পরবর্তী সময়ে আরও আপডেট আসলে জানানো হবে। আরও অন্যান্য স্কলারশিপের আপডেট পেতে এই ওয়েবসাইটে নজর রাখুন।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url