দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 দর্শন প্রথম অধ্যায় ( দ্রব্য ) প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন প্রথম অধ্যায় দ্রব্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো | Class 12 semester 3 Philosophy First Chapter Question Answer wbchse |
দ্রব্য
অধ্যায় -১
প্রশ্ন ও উত্তর :---
১) দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয় ?
উত্তর - অধিবিদ্যা।
২) দ্রব্য কথাটি এসেছে কোন ধাতু থেকে ?
উত্তর - ' দ্রু ' ধাতু থেকে।
৩) ' দ্রু ' ধাতুর অর্থ হল _____
উত্তর - পরিবর্তন।
৪) ' Substance ' শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে ?
উত্তর - Substantia.
৫) দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মত কে বলা হয় ____
উত্তর - লৌকিক মত
৬) সাধারণ মানুষ মনে করে ___
উত্তর - দ্রব্য + গুণ = বস্তু
৭) দ্রব্য হল ক্রিয়া ও শক্তির উৎস এটি হলো ____ মত।
উত্তর - লৌকিক মত।
৮) চিনির স্বাদ মিষ্টি - এখানে চিনি হল ____
উত্তর - দ্রব্য।
৯) সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন _____
উত্তর - প্লেটো।
১০) " দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন।"--- এই উক্তিটি কার ?
উত্তর - প্লেটো।
১১) "ধারণা বা জাতি হল সদ্বস্তু।" --- কে একথা বলেছেন।
উত্তর - প্লেটো।
২২) " দ্রব্য হল বস্তুর সারস্বত্তা - যা ও চঞ্চল শাশ্বত ও স্বনির্ভর।"--- উক্তিটি কার ?
উত্তর - প্লেটো।
২৩) অ্যারিস্টটলের মতে কোন সত্তাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ?
উত্তর - দ্রব্য।
২৪) "দ্রব্য হল সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র।"----উক্তিটি কার ?
উত্তর - অ্যারিস্টটল।
২৫) "বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল " কে এ কথা মেনেছেন ?
উত্তর - অ্যারিস্টটল।
২৬) "সামান্য ও বিশেষের সংযোগে যে গুণসমন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য " -- কে একথা বলেছেন ?
উত্তর - অ্যারিস্টটল।
২৭) "দ্রব্য হল পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা।"---একথা কে বলেছেন ?
উত্তর - অ্যারিস্টটল।
২৮) অ্যারিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি কি ?
উত্তর - সারসত্তা।
২৯) " দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়।"--- কে একথা বলেছেন ?
উত্তর - অ্যারিস্টটল।
৩০) "মেটাফিজিকস ও ক্যাটাগরিস"--- গ্রন্থদুটির লেখক কে ?
উত্তর - অ্যারিস্টটল।
৩১) " দ্রব্য হল স্ব - সত্ত্বাবান। " -- দ্রব্যের এই লক্ষণটির উপর সর্বাধিক গুরুত্ব দেন ___
উত্তর - দেকার্ত ও স্পিনোজা।
৩২) স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন কে ?
উত্তর - দেকার্ত।
৩৩) দেকার্তের মতে দ্রব্য কে জানা যায় কিসের মাধ্যমে ?
উত্তর - গুণের মাধ্যমে।
৩৪) " দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে।" -- কে এ কথা বলেছেন ?
উত্তর - দেকার্ত।
৩৫) দেকার্তের মতে দ্রব্যের ধারণা হলো ______
উত্তর - সহজাত ধারণা।
৩৬) দেকার্তের মতে দ্রব্যের প্রকার কয়টি ?
উত্তর - দুটি।
৩৭) দেকার্তের মতে দ্রব্য কয়টি ?
উত্তর - তিনটি।
৩৮) সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন কে ?
উত্তর - দেকার্ত।
৩৯) দেকার্তের মতে প্রাথমিক দ্রব্য হল -----
উত্তর - ঈশ্বর।
৪০) " জড় ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য।"-- কে এ কথা বলেছেন ?
উত্তর - দেকার্ত।
৪১) দেকার্তের মতে চেতনা যার স্বরূপত ধর্ম সেটি হল --
উত্তর - মন।
৪২) " জড় দ্রব্য ও মন উভয়ই ঈশ্বর সৃষ্ট দ্রব্য।" -- এ কথা বলেছেন ?
উত্তর - দেকার্ত।
৪৩) " বিস্তৃতি ও চেতনা হল দ্রব্যের দুটি গুণ"-- কে একথা বলেছেন ?
উত্তর - দেকার্ত।
৪৪) দেকার্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হলো ---
উত্তর - মুখ্যগুণ।
৪৫) দেকার্তের মতে জড় দ্রব্যের সাধারণ ধর্ম হলো ---
উত্তর - বিস্তৃতি।
৪৬) দেকার্তের মতে মুখ্য গুনগুলি দ্রব্যের কিরূপ ধর্ম ?
উত্তর - স্বরূপগত ধর্ম।
৪৭) দেকার্ত গৌণ গুণগুলিকে দ্রব্যের কিরূপ ধর্ম বলেছেন ?
উত্তর - বিকার।
৪৮) দেকার্তের মতে চেতনা মনের কিরূপ গুণ ?
উত্তর - মুখ্যগুণ।
৪৯) দেকার্তের মতে যে দ্রব্যের রূপান্তর হয় তা হল --
উত্তর - জড় ও আত্মা।
৫০) দেকার্তের মতে যে দ্রব্যের রূপান্তর হয় না তা হল --
উত্তর - ঈশ্বর।
৫১) দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় --
উত্তর - অদ্বৈতবাদ।
৫২) " যা স্বয়ম্ভু ও স্ববেদ্য তাই হল দ্রব্য।"-- কে এ কথা বলেছেন ?
উত্তর - স্পিনোজা।
৫৩) স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন ?
উত্তর - একটি।
৫৪) দ্রব্যের ধারণায় এক তত্তবাদী বলা হয় ---
উত্তর - স্পিনোজাকে।
৫৫) " ঈশ্বরই একমাত্র দ্রব্য।"- কে এই কথা বলেছেন ?
উত্তর - স্পিনোজা।
৫৬) জড়দ্রব্য ও আত্মাকে দ্রব্য বলেই স্বীকার করেন না কোন দার্শনিক ?
উত্তর - স্পিনোজা।
৫৭) অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক ছিলেন ---
উত্তর - স্পিনোজা।
৫৮) স্পিনোজা হলেন একজন ____ দার্শনিক।
উত্তর - সর্বেশ্বরবাদী।
৫৯) " দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি।" - কে একথা বলেছেন ?
উত্তর - স্পিনোজা।
৬০) স্পিনোজার মতে সমগ্র জগত হল --
উত্তর - ব্যক্ত প্রকৃতি।
৬১) " স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা।"- কে একথা বলেন ?
উত্তর - হেগেল।
৬২) লাইবনিজের দ্রব্য তত্ত্বের নাম কি ?
উত্তর - মোনাডতত্ত্ব।
৬৩) লাইবনিজ হলেন একজন ____ দার্শনিক।
উত্তর - বহুতত্ত্ববাদী দার্শনিক।
৬৪) " স্বাধীন আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ।"-- কে একথা বলেছেন ?
উত্তর - লাইবনিজ।
৬৫) মনাড বা চিৎপরমাণুর অস্তিত্ব মেনেছেন --
উত্তর - লাইবনিজ।
৬৬) কোন দার্শনিকের মতে দ্রব্য হল মুখ্য গুণের আধার ?
উত্তর - লক।
৬৭) " ধারণা দুই প্রকার- সরল ও জটিল।"-- কি এ কথা বলেছেন ?
উত্তর- লক।
৬৮) " দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেও আধার।"-- কে একথা বলেছেন ?
উত্তর - লক।
৬৯) "দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না।"--- কে একথা বলেছেন ?
উত্তর - লক।
৭০) কার মতে জন্মের সময় মন থাকে অলিখিত সাদা কাগজের মত ?
উত্তর - লক।
৭১) বাহ্য ও আন্তর দ্রব্য স্বীকার করেছেন কে ?
উত্তর - লক।
৭২) " দ্রব্য নেই, আছে শুধু মন ও মনের ধারণা।"--- কে একথা বলেছেন ?
উত্তর - বার্কলে।
৭৩) " দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয়।"-- কে এ কথা বলেছেন ।
উত্তর - বার্কলে।
৭৪) জড় দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন ---
উত্তর - বার্কলে।
৭৫) " বিমুর্ত জড় দ্রব্যের অস্তিত্ব নেই।" -- এটি কার উক্তি ?
উত্তর - বার্কলে।
৭৬) বার্কলের দ্রব্য সম্পর্কিত মতবাদের অনিবার্য পরিণতি কি ?
উত্তর - অহংসর্বস্ববাদ।
৭৭) অহংসর্বস্ববাদের মূল অর্থ কি ?
উত্তর - শুধু আমি ও আমার মনের ধারণাই অস্তিত্বশীল।
৭৮) বাকলের মতে আত্মা কয় প্রকার ?
উত্তর - দুই প্রকার।
৭৯) পাশ্চাত্য দর্শনে একজন সংশয়বাদীর নাম লেখ ?
উত্তর -- হিউম।
৮০) কোন দার্শনিকের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি ?
উত্তর - হিউম।
৮১) " দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই।"-- একথা বলেছেন ---
উত্তর - হিউম।
৮২) " ইন্দ্রিয়জ + ধারণা = প্রত্যক্ষণ।" -- কে একথা বলেছেন ?
উত্তর - হিউম।
৮৩) হিউমের মতে, বাজলো জগতে জড় দ্রব্য হল ---
উত্তর - সংবেদন সমষ্টি।
৮৪) আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন --
উত্তর - হিউম।
৮৫) হিউমের মতে মুদ্রণ হয় না ---
উত্তর - স্থায়ী আত্মার।
৮৬) " দ্রব্যের ধারণা জ্ঞানের অভিজ্ঞতাপূর্ব আকার "- এটি কার উক্তি ?
উত্তর - কান্ট।
৮৭) হিউমের দ্রব্য সম্পর্কিত মতবাদের চরম পরিণতি কি ?
উত্তর - সংশয়বাদ।
৮৮) দেকার্তের মতে ঈশ্বর হলেন ---
উত্তর - নিরপেক্ষ দ্রব্য।
৮৯) অ্যারিস্টটলের মতে দ্রব্য হল --
উত্তর - চেয়ার।
৯০) অ্যারিস্টটল মেটাফিজিকস গ্রন্থে কয় প্রকার দ্রব্যের কথা বলেছেন ?
উত্তর - চার প্রকার দ্রব্যের কথা বলেছেন।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url