দ্বাদশ শ্রেণি সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর|Class 12 Semester 3 Political Science First Chapter Question Answer WBCHSE
-ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক প্রশ্ন ও উত্তর ঃ-
পরীক্ষায় চারটি অপশন দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। আমরা এখানে শুধু উত্তরগুলো দেখব।
প্রশ্ন ও উত্তর :-
১) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে ?
উত্তর - ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ শে জুলাই।
২) মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের মধ্যে ?
উত্তর - গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইতালি।
৩)মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনবো অনুসরণ করে আসছে ?
উত্তর - ১৮২৩ খ্রিস্টাব্দ থেকে।
৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
উত্তর - ১৯৩৯ খ্রিস্টাব্দে।
৫) ঠান্ডা লড়াই হল ---
উত্তর - যুদ্ধের উত্তেজনা কর পরিবেশ।
৬) ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে ?
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
৮) ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে --
উত্তর - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে।
৯) প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশ কোনটি ?
উত্তর - জাপান।
১০) দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি জয়লাভ করেছিল ?
উত্তর - মিত্রশক্তি।
১১) ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ?
উত্তর - যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধ যুদ্ধ অবস্থা।
১২) প্রক্সিযুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল -
উত্তর - ঠান্ডা লড়াইয়ে।
১৩) আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন প্রক্রিয়াকে কি বলা হয় ?
উত্তর - ক্যু দেতা।
১৪) ঠান্ডা যুদ্ধের প্রধান দুই-পতিপক্ষ কারা ?
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
১৫) ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশগুলি হলো -
উত্তর - জার্মানি, ইতালি, স্পেন ও জাপান।
১৬) ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল -
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র।
১৭) ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো -
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
১৮) " ঠান্ডা লড়াই " শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর - বার্নার্ড বারুচ।
১৯) কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন ?
উত্তর - ওয়াল্টার লিপম্যান।
২০) "ওয়ার্ল্ড পলিটিস" গ্রন্থটি কার লেখা ?
উত্তর - পিটার ক্যালভোকোরেসি।
২১) ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কবে ?
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
২২) সর্বপ্রথম ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল কোথায় ?
উত্তর - ইউরোপে।
২৩) ঠান্ডা লড়াই এর কয়টি পর্যায়েআছে ?
উত্তর - ৬ টি।
২৪) ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় কোন সম্মেলনকে ?
উত্তর - পটসডাম সম্মেলন।
২৫) ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে ?
উত্তর - চার্চিল।
২৬) পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ?
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
২৭) ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো --
উত্তর - ফালটন বক্তৃতা।
২৮) সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন কে ?
উত্তর - ট্রুম্যান।
২৯) ট্রুম্যান ডকট্রিন ঘোষিত হয় কবে ?
উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দে ২২ মার্চ।
৩০) মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে ?
উত্তর - জর্জ মার্শাল।
৩১) মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় কবে ?
উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দে।
৩২) OAS গঠিত হয় কবে ?
উত্তর - ১৯৪৮ খ্রিস্টাব্দে।
৩৩) NATO গঠিত হয় কবে ?
উত্তর - ১৯৪৯ খ্রিস্টাব্দে ৪ এপ্রিল
৩৪) NATO গঠিত হয় কার উদ্যোগে ?
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র।
৩৫) NATO এর পুরো নাম কি ?
উত্তর - নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
৩৬) COMECON গঠিত হয় কবে ?
উত্তর - ১৯৪৯ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি।
৩৭) COMECON এর পুরো নাম কি ?
উত্তর - কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিসটেন্স।
৩৮) " শান্তিপূর্ণ সহাবস্থান "- এর কথা তুলে ধরেছিলেন কোন সোভিয়েত নেতা ?
উত্তর - নিকিতা ক্রুশ্চেভ।
৩৯) এশিয়ার একটি সামরিক জোটের নাম লেখ ?
উত্তর - সিয়াটো।
৪০) এশিয়ার একটি অসামরিক জোটের নাম লেখ ?
উত্তর - আসিয়ান।
৪১) ন্যাটো জোটের পাল্টা জোট কোনটি ?
উত্তর - ওয়ারশ।
৪২) ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে ?
উত্তর - সোভিয়েত ইউনিয়ন।
৪৩) মধ্যপ্রাচী সুরেশ সংকট কবে দেখা যায় ?
উত্তর - ১৯৫৬ খ্রিস্টাব্দে।
৪৪) কিউবা সংকট দেখা যায় কত সালে ?
উত্তর - ১৯৬২ খ্রিস্টাব্দে।
৪৫) বার্লিন অবরোধ করে --
উত্তর - সোভিয়েত ইউনিয়ন।
৪৬) ঠান্ডা লড়াই এর বিপরীত অবস্থা হল -
উত্তর - দাতাঁত ।
৪৭) পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি হয় কত সালে ?
উত্তর - ১৯৬৮ খ্রিস্টাব্দে।
৪৮) তাসখণ্ড চুক্তি হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর - ১৯৬৬ খ্রিস্টাব্দে।
৪৯) NPT কথাটির পূর্ণরূপ কি ?
উত্তর - নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন ট্রিটি।
৫০) NPT তে স্বাক্ষর করেনি কোন দেশ ?
উত্তর - ভারত।
৫১) সল্ট ১ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে ?
উত্তর - ১৯৭২ খ্রিস্টাব্দে |
৫২) আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন নেতৃত্বে পুঁজিবাদী জোট ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের যে বিভক্তি করন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়, তাকে কি বলে ?
উত্তর - দিমেরুকরণ।
৫৩) SALT এর পূর্ণরূপ কি ?
উত্তর - স্ট্রাটেজিক আর্মস লিমিটেশন ট্রেটি।
৫৪) সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে ?
উত্তর - ১৯ ৯১ খ্রিস্টাব্দে।
৫৫) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে ?
উত্তর - ১৯৫৫ খ্রিস্টাব্দে।
৫৬) বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা কয়টি ?
উত্তর - ১০ টি।
৫৭) ভারতের পঞ্চশীল নীতির একটি আদর্শ লেখো ?
উত্তর - শান্তিপূর্ণ সহাবস্থান।
৫৮) ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কবে ?
উত্তর - ১৯৫৪ খ্রিস্টাব্দে।
৫৯) কোন দেশের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ?
উত্তর - ভারত ও চীন।
৬০)পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে ?
উত্তর - কে এস মূর্তি।
৬১) জোট নিরপেক্ষ নীতি কার প্রচেষ্টায় রাজনীতিতে পরিণত হয় ?
উত্তর - জহরলাল নেহেরু।
৬২)জোট নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর - জওহরলাল নেহেরু।
৬৩) বর্তমানে রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে ?
উত্তর - দ্বিমেরুকরণ থেকে এক মেরুকরণের দিকে।
৬৪) দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল কোন দেশ ?
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র।
৬৫) একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি ?
উত্তর - আমেরিকা।
৬৬) তৃতীয় বিশ্বের প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হলো -
উত্তর - ভারত।
৬৭) নেহেরু জোট নিরপেক্ষ আন্দোলনের --
উত্তর - প্রবক্তা।
৬৮) তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে ?
উত্তর - 2012 সালে।
৬৯) জোট নিরপেক্ষ আন্দোলন এর ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কত সালে ?
উত্তর - ২০১৯ সালে।
৭০) NACB এর পূর্ণরূপ কি ?
উত্তর - নন আলাইনড কোরডিনেটিং ব্যুরো।
৭১) ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কবে ?
উত্তর - ১৯৭৪ খ্রিস্টাব্দে।
৭২) START এর পুরো নাম কি ?
উত্তর - স্ট্রাটিজিক আর্ম রিডাকশন ট্রিটি।
৭৩) বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ?
উত্তর - ১৯৬১ খ্রিস্টাব্দে।
৭৪) জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর - ১৯৬১ খ্রিস্টাব্দের ১ থেকে ৬ সেপ্টেম্বর যুগশ্লাভিয়ার বেলগ্রেডে।
৭৫) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর - বেলগ্রেডে।
৭৬) জোট নিরপেক্ষতা হলো একটি ---
উত্তর - শান্তিপূর্ণ আন্দোলন।
৭৭) জোট নিরপেক্ষ আন্দোলন হল --
উত্তর - ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য।
৭৮) দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্র হল ?
উত্তর - ভারত ও শ্রীলংকা।
৭৯) জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় কোন দেশে ?
উত্তর - ভারতে
৮০) SEATO এর পূর্ণরূপ কি ?
উত্তর - সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন।
শূন্যস্থান পূরণ করো :-
১) ______ (১৯৭০/ ১৯৫০ /১৯৯০/১৯৩০) এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে|
উত্তর - ১৯৯০.
২) "আমরা কোন সামরিক জোটের অন্তর্ভুক্ত নই আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হল শান্তির পক্ষ।"- উক্তিটি হলো _______ ( নাসের/সুকর্ণ/জহরলাল নেহেরু/নক্রুমা ) র।
উত্তর - জহরলাল নেহেরু।
৩) লৌহ যবনিকার ধারণাটি হল _______ (ট্রুম্যান /কেন্নান / হওয়ার / চার্চিল/ র।
উত্তর - চার্চিল।
৪) বর্তমান বিশ্বে ________ (দ্বিমেরুবাদ/এক মেরুবাদ /বহুমেরুবাদ) প্রচলিত।
উত্তর - একমেরুপাদ
৫) ১৯৫৫ খ্রিস্টাব্দে সোভিয়েত নেতৃত্বে গঠিত সমাজতান্ত্রিক দেশগুলির সামরিক জোটটি হল ___________ ( কমেকন/ওয়ারশচুক্তি/কমিনফর্ম/সিয়াটো)।
উত্তর - ওয়ারশচুক্তি
৬) ______ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করে ( ১৯২০/১৯৪৯/১৯১২/১৯৮৭)।
উত্তর - ১৯৪৯.
৭) মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নাম হল _______ ( CIA/CID/KGB/CIC)।
উত্তর - CIA.
৮) দ্বিতীয় পর্যায়ে ______ কেন্দ্র করে ঠান্ডা লড়াই এশিয়া মহাদেশে কেন্দ্রীভূত হয়েছিল ( চীনকে/কোরিয়াকে/কিউবাকে/জাপানকে)|
উত্তর - কোরিয়াকে।
৯)_____ খ্রিস্টাব্দে পাকিস্তান SEATO এর সদস্য পদত্যাগ করেছিল ( ১৯৬৩/ ১৯৬৪ /১৯৬৫ /১৯৭২)।
উত্তর - ১৯৭২.
১০) বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ______ খ্রিস্টাব্দে ( ১৯৭০/১৯৭১/১৯৭২/১৯৭৩)।
উত্তর- ১৯৭১.
শেষ কথা ঃ-
এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url