Class 12 Semester 3 Political Science Chapter 2 Question Answer WBCHSE
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ থেকে প্রশ্ন উত্তর|Class 12 Semester 3 Political Science Chapter 2 Question Answer WBCHSE
-ঃ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ প্রশ্ন উত্তর ঃ-
পরীক্ষায় চারটি অপশন দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আমরা এখানে শুধু উত্তরটি পড়বো।
প্রশ্ন ও উত্তর :-
১) সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য হলো --
উত্তর - আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
২) জাতিপুঞ্জের সনদে মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে ?
উত্তর - চারটি।
৩) সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণীত হয়েছে ---
উত্তর - ২ নং ধারায়।
৪)সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলটি কি নামে পরিচিত
উত্তর - সনদ।
৫) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি ?
উত্তর - ১১১ টি।
৬) বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের ------
উত্তর - ১ নং ধারায়।
৭) জাতিপুঞ্জের মূল লক্ষ্য গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে --
উত্তর - প্রস্তাবনায়।
৮) জাতিপুঞ্জের সনদ মোট কয়টি প্রস্তাবনা ও অধ্যায় নিয়ে গঠিত ?
উত্তর - একটি প্রস্তাবনা ও ১৯ টি অধ্যায় নিয়ে গঠিত।
৯) আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল --
উত্তর - সম্মিলিত জাতিপুঞ্জ।
১০) সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
১১) লীগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর - ১৯২০ খ্রিস্টাব্দে।
১২) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো --
উত্তর - জাতিসংঘ।
১৩) বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো -
উত্তর - জাতিসংঘ।
১৪) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
১৫) ১৯৫০ খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে কোন সংস্থা ?
উত্তর - সাধারণ সভা।
১৬) বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি ?
উত্তর - সাধারণ সভা।
১৭) কোন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যের কত অংশের সম্মতি প্রয়োজন হয়?
উত্তর - ২/৩ অংশের।
১৮) প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে ?
উত্তর - পাঁচজন।
১৯) কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ?
উত্তর - ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট।
২০) ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয় --
উত্তর - ১৯৪২ খ্রিস্টাব্দে।
২১) আটলান্টিক সনদে স্বাক্ষরিত হয় -
উত্তর - ৮ টি ধারা।
২২) জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত -
উত্তর - নিউ ইয়র্কে।
২৩) জাতিসংঘ গঠিত হয়েছিল -
উত্তর - প্যারিস সম্মেলনে।
২৪) সম্মিলিত জাতিপুঞ্জু আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ করে -
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর।
২৫) কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ?
উত্তর - ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন এর মধ্যে।
২৬) জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?
উত্তর - ২৪ অক্টোবর।
২৭) সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল -
উত্তর - ১৯৩.
২৮) জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্র হল ---
উত্তর - দক্ষিণ সুদান।
২৯) জাতিপুঞ্জে প্যালেস্টাইন পর্যবেক্ষক রাষ্ট্র এর মর্যাদা পায় কত সালে ?
উত্তর - ২০১২ সালে।
৩০) সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থার সংখ্যা --
উত্তর - ছয়টি।
৩১) ভারত জাতিপুঞ্জের সদস্য হয় --
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
৩২) জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি পরস্পরের উপর --
উত্তর - বল প্রয়োগ করবেনা।
৩৩) সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু -
উত্তর - সার্বভৌম রাষ্ট্র।
৩৪) কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন ?
উত্তর - রুজভেল্ট।
৩৫) কত খ্রিস্টাব্দে তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তর - ১৯৪৩ খ্রিস্টাব্দে।
৩৬) ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় -
উত্তর - ১৯৪৫ খ্রিস্টাব্দে।
৩৭) জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল ---
উত্তর - সানফ্রান্সিসকো সম্মেলনে।
৩৮) সম্মিলিত জাতিপুঞ্জি বাজেট প্রস্তুত করেন --
উত্তর - সাধারণ সভা।
৩৯) সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন ?
উত্তর - বিজয়া লক্ষ্মী পন্ডিত।
৪০) কোন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভায় প্রথম শান্তির জন্য ঐক্য প্রস্তাবৃহীত হয় ?
উত্তর - কোরিয়া যুদ্ধ।
৪১) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতিবছর -
উত্তর - ১০ ডিসেম্বর।
৪২) সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতিবছর --
উত্তর - সেপ্টেম্বর মাসে।
৪৩) বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো --
উত্তর - সাধারণ সভা।
৪৪) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল --
উত্তর - ১৫.
৪৫) নিরাপত্তা পরিষদে ভিডিও ক্ষমতা প্রয়োগ করতে পারে ?
উত্তর - স্থায়ী সদস্যরা।
৪৬) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় --
উত্তর - ভিটো।
৪৭) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল --
উত্তর - ২ বছর।
৪৮) শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করতে পারে --
উত্তর - নিরাপত্তা পরিষদ।
৪৯) নিরাপত্তা পরিষদের সভাপতিরা নির্বাচিত হন ?
উত্তর - এক মাসের জন্য।
৫০) নিরাপত্তা পরিষদের সবচেয়ে বেশি ভিডিও প্রদানকারী রাষ্ট্র হল --
উত্তর - রাশিয়া।
৫১) নিরাপত্তা পরিষদে সবচেয়ে কম ভিডিও প্রয়োগকারী দেশ হলো --
উত্তর - চীন।
৫২) ECOSOC এর পূর্ণরূপ কি ?
উত্তর - ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল।
৫৩) সচিবালয়ের কার্যালয় অবস্থিত --
উত্তর - নিউইয়র্কে।
৫৪)সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন ?
উত্তর - মহাসচিব।
৫৫) মহাসচিব এর কার্যকালের মেয়াদ -
উত্তর - পাঁচ বছর।
৫৬) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ?
উত্তর - ট্রিগভি লি।
৫৭) প্রথম শান্তি রক্ষা বাহিনী প্রেরিত হয় -
উত্তর - মধ্যপ্রাচ্যে।
৫৮) জাতিপুঞ্জের শান্তি রক্ষা বাহিনী কে বলা হয় ?
উত্তর - ব্লু হেলমেটস।
৫৯) UNICEF এর পূর্ণরূপ কি ?
উত্তর - ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিল্ড্রেন্স ইমার্জেন্সি ফান্ড।
৬০) UNICEF স্থাপিত হয় --
উত্তর - ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর।
৬১) UNICEF এর সদর দপ্তরটি অবস্থিত ?
উত্তর - নিউইয়র্কে।
৬২) UNICEF সক্রিয়ভাবে কাজ করে --
উত্তর - ১৯০ টি দেশে।
৬৩) UNICEF এর বর্তমান নাম কি ?
উত্তর - ইউনাইটেড নেশনস চিল্ড্রেন্স ফান্ড।
৬৪) ইউনেস্কো - র পূর্ণরূপ কি ?
উত্তর - ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন।
৬৫) ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত -
উত্তর - প্যারিসে।
৬৬) ভারত ইউনেস্কোর সদস্যপদ গ্রহণ করে -
উত্তর - ১৯৪৬ খ্রিস্টাব্দে।
৬৭) প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় --
উত্তর - ৭ এপ্রিল।
৬৮) WHO এর পুরো নাম কি ?
উত্তর - ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
৬৯) WHO এর সদর দপ্তর অবস্থিত --
উত্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
৭০) ভারত কবে WHO এর সদস্যপদ গ্রহণ করে ?
উত্তর - ১৯৪৮ সালের ১২ জানুয়ারি।
৭১) বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কয়টি ?
উত্তর - ১৮৯ টি।
৭২) বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত -
উত্তর - ওয়াশিংটনে।
৭৩) WEO এর পুরো নাম কি ?
উত্তর - ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক।
৭৪) IMF এর পূর্ণরূপ কি ?
উত্তর - International Monetary Fund.
৭৫) IFC এর পূর্ণরূপ কি ?
উত্তর - ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন।
৭৬) IDA এর পূর্ণরূপ কি ?
উত্তর - ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি।
৭৭) বিশ্ব ব্যাংক কোন দুটি সংস্থার যৌথ রূপ ?
উত্তর - IBRD ও IDA.
৭৮) আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় --
উত্তর - ওয়াশিংটনে।
৭৯) সম্মিলিত জাতিপুঞ্জ দিবস --
উত্তর - ২৪ অক্টোবর।
৮০) কন্যাশ্রী প্রকল্পটিকে "ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড" টে সম্মানিত করা হয় ---
উত্তর - ২০১৭ সালে জুন মাসে।
শেষ কথা ঃ-
এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url