Class 12 Semester 3 Political Science Chapter 3 Question Answer WBCHSE

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 Political Science Chapter 3 Question Answer WBCHSE 


-ঃ তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ থেকে প্রশ্ন উত্তর ঃ-


পরীক্ষায় চারটে করে অপশন দেওয়া থাকবে সেখান থেকে 
সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 


প্রশ্ন ও উত্তর :-

১) নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর - দুই ভাগে। 



২) ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় --

উত্তর - ৪ মার্চ। 



৩) জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ?

উত্তর - নিরস্ত্রীকরণ। 



৪) যৌথ নিরাপত্তা ধারণাটি প্রথম ব্যক্ত করেন -

উত্তর - উড্র উইলসন।



৫) ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কি বিঘ্নিত করেছে এমন একটি আন্দোলনের নাম হল -

উত্তর - পাঞ্জাবের খনিস্তান আন্দোলন। 



৬) কত খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যা কে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?

উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দে। 



৭) কারগিল যুদ্ধ হয়েছিল -

উত্তর - ১৯৯৯ খ্রিস্টাব্দে। 



৮) অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো -

উত্তর - দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। 



৯) ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্প টি হল-

উত্তর - স্মাইলিং বুদ্ধ। 



১০) স্মাইলিং বুদ্ধ প্রকল্পটি সংঘটিত হয়েছিল -

উত্তর - ১৯৭৪ খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে। 



১১) ভারত মহাসাগরের চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত একটি জোট হল --

উত্তর - কোয়াড জোট।



১২) কোয়াড এর সদস্য রাষ্ট্র হল -

উত্তর - ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।



১৩) ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তন হয় কিসের ভিত্তিতে ?

উত্তর - জাতীয় স্বার্থ। 



১৪) রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো --

উত্তর - অভিবাসন। 



১৫) বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় ---

উত্তর - ১৯৯০ খ্রিস্টাব্দে। 



১৬) ঐতিহ্যগত নিরাপত্তার একটি প্রতিবন্ধকতা হল ---

উত্তর - সাইবার আক্রমণ। 



১৭) ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান ?

উত্তর - প্রথাগত নিরাপত্তা। 



১৮) অপ্রথাগত নিরাপত্তার কোন ক্ষেত্রে শক্তির ব্যবহার অনুমোদিত এবং প্রয়োগ করা হয় ?

উত্তর - শত্রু রাষ্ট্রের প্রতি। 



১৯) অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হলো --

উত্তর - মানব নিরাপত্তা। 



২০) জাতিপুঞ্জো মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছে ?

উত্তর - ৭ টি।



২১) মানব নিরাপত্তার ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে --

উত্তর - ১৯৯৪ খ্রিস্টাব্দে। 



২২) শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা কোন ধরনের নিরাপত্তার লক্ষ্য -

উত্তর - ব্যক্তিগত নিরাপত্তা। 



২৩) কোন প্রতিষ্ঠান প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল ?

উত্তর - জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি। 



২৪) মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল -

উত্তর - ২০০১ সালে। 



২৫) সন্ত্রাসবাদ বা Terrosism শব্দটি এসেছে ---

উত্তর - লাতিন শব্দ Terrere থেকে।



২৬) Terrorism History and Facets গ্রন্থটি কার লেখা--

উত্তর - এন এস সাক্সেনা। 



২৭) বর্তমানে সন্ত্রাসবাদ হল --

উত্তর - আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। 



২৮) নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে কোন উগ্রপন্থী গোষ্ঠী হামলা করে ?

উত্তর - আল কায়দা।



২৯) মুম্বাইয়ের ২৬/১১ র ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল ?

উত্তর - লস্কর-ই-তৈবা।



৩০) LTTE কোন দেশের জঙ্গিগোষ্ঠী ?

উত্তর - শ্রীলংকা। 



৩১) জাতিগত সন্ত্রাসবাদীদের উদ্যোগে গঠিত একটি আন্দোলনের নাম হল --

উত্তর - খলিস্থান আন্দোলন।



৩২) আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থায় ৯/১১ এর সন্ত্রাসবাদি আক্রমণের ঘটনাটি ঘটেছিল ---

উত্তর - ২০০১ সালের ৯ সেপ্টেম্বর। 



৩৩) মুম্বাইয়ের ২৬/১১ র সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল -

উত্তর - ২০০৮ সালে। 



৩৪) ২০২৩ সালে গাঁজা ভূখণ্ডে ইসরাইলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি সেটি হল --

উত্তর - হামাস। 



৩৫) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ্য বিষয়টি হলো --

উত্তর - চরমপন্থী আদর্শ ও হিংসার প্রসার। 



৩৬) কত সালে গুজরাটের গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছিল ?

উত্তর - ২০০২ সালে। 



৩৭) CCTI এর পূর্ণরূপ কি ?

উত্তর - কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম। 



৩৮) আঞ্চলিক সন্ত্রাস বিরোধী পরিকাঠামো কোন সংস্থা কর্তৃক স্থাপিত হয়েছে ?

উত্তর - সাংহাই সহযোগিতা সংস্থা। 



৩৯) যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদের বলে ?

উত্তর - উদবাস্তু।


৪০) যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তাকে বলে ?

উত্তর - অভিবাসন। 



৪১) সমসাময়িক বিশ্বে ব্যাপক পরিমাণ অভিবাসনের কারণ হলো -

উত্তর - অর্থনৈতিক। 



৪২) অভিবাসনের একটি রাজনৈতিক কারণ হলো --

উত্তর - রাজনৈতিক  অস্থিতিশীলতা।



৪৩) UNHCR - এর পূর্ণরূপ কি ?

উত্তর - ইউনাইটেড নেশন হাইকমিশনার ফর রিফিউজি। 



৪৪) যখন উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা চাকরির আশায় উন্নয়নশীল দেশগুলি থেকে উন্নত দেশে গমন করে তাকে বলে -- 

উত্তর - শ্রম অভিবাসন। 



৪৫) যখন চাকরির আশায় ও উন্নত দেশগুলির শিক্ষিত তরুণ তরুণীরা উন্নত দেশ গুলিকে তাদের মেধার দ্বারা সমৃদ্ধ করে তোলে তাকে বলা হয় -- 

উত্তর - ব্রেন ড্রেইন।



৪৬) নর্মদা নদীর উপর গড়ে উঠেছে -

উত্তর - সর্দার সরোবর বাঁধ।



৪৭) বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কারণ --

উত্তর - অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। 



৪৮) অভিবাসনের ফলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষের আগমনের ফলে নষ্ট হয় --

উত্তর - সংস্কৃতির বিশুদ্ধতা। 



৪৯) সম্পদ সংকট বৃদ্ধি পাচ্ছে --

উত্তর - অভিবাসনের ফলে। 



৫০) কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি গুগল কোম্পানির CEO বা মুখ্য প্রশাসনিক আধিকারিক ছিলেন -

উত্তর - সুন্দর পিচাই। 



৫১) IOM এর পূর্ণরূপ কি ?

উত্তর - ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। 



৫২) IOM বা আন্তর্জাতিক অভিবাসন সংগঠন স্থাপিত হয় ?

উত্তর - ১৯৫১ খ্রিস্টাব্দে। 



৫৩) কোন সংগঠনিক বাস্তু চ্যুত ব্যক্তি, অভিবাসী শ্রমিক দের নিরাপত্তা, সুরক্ষা ও সুযোগ-সুবিধা প্রদান নিয়ে কাজ করে -

উত্তর - IOM.



৫৪) বর্তমানে IOM এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হল --

উত্তর - ১৭৬ টি। 



৫৫) ভারত কত সালে আন্তর্জাতিক অভিবাসন সংগঠনে যোগদান করে ?

উত্তর - ২০০৮ সালে। 



৫৬) IOM এর সদর দপ্তরটি অবস্থিত -

উত্তর - জেনেভা। 



৫৭) "Property and Femines : An Entitlement and Deprivation" গ্রন্থটির লেখক হলেন -

উত্তর - অমর্ত্য সেন। 


৫৮) উন্নয়নশীল দেশগুলিতে ব্যক্তির দৈনিক আয়ের উপর ভিত্তি করে একটি মাপকাঠি নির্ধারণ করা হয়। একে বলে -

উত্তর - দারিদ্ররেখা। 



৫৯) দারিদ্র্য রেখার নিচে বসবাসকারী ব্যক্তিদের বলা হয় ?

উত্তর - Bellow Proverty Level বা BPL.



৬০) জাতিপুঞ্জের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা Mellenium Development Goals গৃহীত হয় -

উত্তর - ২০০৩ সালে। 



৬১) কোন দিনটিকে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয় ?

উত্তর - ১৭ অক্টোবর। 



৬২) উন্নয়নশীল ও উন্নত দেশগুলির দারিদ্রতা বৃদ্ধির প্রধান কারণ হলো - 

উত্তর -  বিপুল জনসংখ্যা। 



৬৩) দক্ষিণ আফ্রিকার দেশ গুলিতে অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন মহামারী প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে -

উত্তর - HIV, এইডস|



৬৪) বর্তমানে মহামারি রুপে দেখা দিচ্ছে এমন একটি রোগের নাম -

উত্তর - এইচ আই ভি।



৬৫) ২০২০ সালে কোভিড-১৯ মহামারী প্রথম দেখা দিয়েছিল--

উত্তর - চিন দেশে।



৬৬) একটি বায়ুবাহিত রোগের নাম হলো -

উত্তর - ইনফ্লুয়েঞ্জা। 



৬৭) একটি জলবাহিত রোগের নাম হল --

উত্তর - কলেরা। 



৬৮) ভেক্টর জনিত একটি রোগের নাম হল -

উত্তর - ম্যালেরিয়া। 



৬৯) যৌন ঘটিত একটি রোগের নাম হল -

উত্তর - সিফিলিস।



৭০) কত সালে সোয়াইন ফ্লু মহামারী সৃষ্টি হয়েছিল ?

উত্তর - ২০০৯ সালে। 



৭১) রোগটির বিস্তারের মাধ্যম হলো ?

উত্তর - ইঁদুর। 



৭২) কত খ্রিস্টাব্দে ব্ল্যাক ডেথ রোগটির উদ্ভব হয় ?

উত্তর - ৬৬৭ অব্দে। 



৭৩) মহামারী চলাকালীন ভ্যাকসিনের ভূমিকা হল -

উত্তর - রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণ কমানো। 



৭৪) কোভিড মহামারীতে ব্যবহৃত একটি ভ্যাকসিন হল -

উত্তর - কোভ্যাকসিন।



৭৫) AIDS এর পূর্ণরূপ কি ?

উত্তর - Acquired Immunity Deficiency Syndrome.



৭৬) HIV এর পূর্ণরূপ হল -

উত্তর - Human Immunodeficiency Virus.



৭৭) কোন দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা CDK সর্বপ্রথম এডস রোগ টি সনাক্ত করে ?

উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র। 



৭৮) কোভিড ১৯ রোগটির উদ্ভব ঘটে চীনের -

উত্তর - উহান শহরে। 



৭৯) কত সালে কোভিড ১৯ লোকটিকে বৈশ্বিক মহাবানী হিসেবে আখ্যা দেওয়া হয় ?

উত্তর - ২০২০ সালে।



৮০) সম্প্রতি Covid -19 মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে ?

উত্তর - WHO. 


৮১) ERF এর পূর্ণরূপ কি ?

উত্তর - ইমারজেন্সি রেসপন্স ফ্রেন্ড ওয়ার্ক। 



৮২) GVSI এর পূর্ণরূপ কি ?

উত্তর - গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটিভ। 



৮৩) PIP এর পূর্ণরূপ কি ?

উত্তর - প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জ প্রিপেয়ার্ডনেস ফ্রেমওয়ার্ক।



৮৪) GHSA এর পূর্ণরূপ কি ?

উত্তর - গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যাজেন্ডা। 



৮৫) বর্তমান বিশ্বে পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সমস্যা হল -

উত্তর - জলবায়ুর পরিবর্তন। 



৮৬) FAO এর পূর্ণরূপ কি ?

উত্তর - ফুট এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন।



৮৭) FSI এর পূর্ণরূপ হল --

উত্তর - ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। 



৮৮) বায়ু দূষণকারী একটি গ্যাস হল -

উত্তর - সালফার ডাই অক্সাইড। 



৮৯) অ্যাসিড বৃষ্টিফলে মার্বেল নির্মিত ভাস্কর্যে যে ক্ষতি সাধন ঘটে তাকে বলে - 

উত্তর - স্টোন ক্যান্সার। 



৯০) কোন গ্যাসের প্রভাবে ওজোনস্তরের বিনাশ ঘটছে ?

উত্তর - গ্রীনহাউজ গ্যাস। 



৯১) রেফ্রিজারেটর থেকে নির্গত একটি গ্যাস হল ?

উত্তর - ক্লোরোফ্লোরোকার্বন।



৯২) এমন একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় ?

উত্তর - নাইট্রোজেন। 



৯৩) কত খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে ?

উত্তর - ১৯৮৪ খ্রিস্টাব্দে। 



৯৪) আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয় -

উত্তর - ব্ল্যাক ফুট ডিজিজ। 



৯৫) পারদ দূষণের ফলে সৃষ্টি হয় ?

উত্তর - মিনামাটা। 



৯৬) ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি হয় ?

উত্তর - ইটাই ইটাই। 



৯৭)  সিসা ঘটিত সংক্রমনের ফলে সৃষ্ট একটি রোগ হল-

উত্তর - ডিসলেক্সিয়া। 



৯৮) একটি তেজস্ক্রিয় পদার্থ হল --

উত্তর - ইউরেনিয়াম। 



৯৯) তেজস্ক্রিয় দূষণ ঘটায় এমন একটি পদার্থ হল --

উত্তর - রেডিয়াম। 



১০০)কত খ্রিস্টাব্দে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর - ১৯৭১ খ্রিস্টাব্দে ২ ফেব্রুয়ারি। 



১০১) ভারতে রামসার সাইটের সংখ্যা -

উত্তর - ৭৫ টি। 



১০২) স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -

উত্তর - ১৯৭২ খ্রিস্টাব্দে 



১০৩) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?

উত্তর - ৫ জুন। 



১০৪) বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর - ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে।



১০৫) বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

উত্তর - ১৯৯২ খ্রিস্টাব্দে। 



১০৬) জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয় ?

উত্তর - ২০০২ সালে। 



১০৭) UNFCCC এর পূর্ণরূপ কি ?

উত্তর - United Nations Framework Convention on Climate Change.



১০৮)  COP এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল -

উত্তর - বার্লিন জার্মানি। 



১০৯) বিশ্বের কতগুলি দেশ মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করে ?

উত্তর - ১৯৭



১১০) কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয় ?

উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে। 



১১১) কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় ?

উত্তর - ১১ ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে। 



১১২) IPCC এর সচিবালয় কোথায় অবস্থিত ?

উত্তর - জেনেভাতে। 



১১৩) IPCC কত সালে নোবেল পুরস্কার পায় ?

উত্তর - ২০০৭ সালে। 



১১৪) IPCC কিসের জন্য নোবেল পুরস্কার পায় ?

উত্তর - শান্তি। 



১১৫) UNEP এর পূর্ণরূপ কি -- 

উত্তর - ইউনাইটেড নেশনস ইনভাইরনমেন্ট প্রোগ্রাম। 



১১৬) বৈশ্বিক দারিদ্র্যের একটি মূল উৎস হলো -- 

উত্তর - নিরাপত্তাহীনতা। 



১১৭) " সাইলেন্ট স্প্রিং " গ্রন্থটির রচয়িতা হলেন --

উত্তর - র‍্যাচেল কারসন।



১১৮) UNEP এর প্রধান কার্যালয় অবস্থিত --

উত্তর - নাইরুবিতে, কেনিয়া 



১১৯) ভারত কত সালে কিয়টো চুক্তি স্বাক্ষর করে ?

উত্তর - ২০০২ সালে। 


১২০) জোহানেসবার্গ সম্মেলন কি অন্য কি নামে পরিচিত --

উত্তর - Rio-10.




শেষ কথা ঃ-

এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url