Class 12 Semester 3 Political Science Chapter 4 Question Answer WBCHSE

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যার সমূহ থেকে প্রশ্ন উত্তর

*** জাতি গঠনের সমস্যার সমূহ ***

পরীক্ষায় চারটা অপশন দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আমরা এখানে শুধু উত্তরটি পড়বো। 



প্রশ্ন ও উত্তর :-

১) দেশীয় রাজ্যের অর্থ হলো -

উত্তর - ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য। 



২) কোন তিনটি দেশীয় রাজ্য ভারতের যোগ দিতে অস্বীকার করে ?

উত্তর - কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদ।



৩) কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল -

উত্তর - মহীশূর। 



৪) মুসলিম লীগের জন্ম হয় -

উত্তর - ১৯০৬ খ্রিস্টাব্দে। 



৫) বঙ্গভঙ্গ পরিকল্পনার সূত্রপাত ঘটে --

উত্তর - ১৯০৫ খ্রিস্টাব্দে। 



৬) খিলাফত আন্দোলন শুরু হয় -

উত্তর - ১৯২০ খ্রিস্টাব্দে। 



৭) মন্ত্রী মিশন ভারতে আসে -

উত্তর - ১৯৪৬ খ্রিস্টাব্দে। 



৮) ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় -

উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দে। 



৯) ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন -

উত্তর - বল্লভভাই প্যাটেল।



১০) ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে সৃষ্ট দুইটি রাষ্ট্র হল -

উত্তর - ভারত ও পাকিস্তান। 



১১) ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন -

উত্তর - হরি সিং।



১২) স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল -

উত্তর - হায়দ্রাবাদ। 



১৩) মনিপুর ভারতের সংযুক্ত হয় -

উত্তর - ১৯৪৯ খ্রিস্টাব্দে। 



১৪) ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল -

উত্তর - ন্যাশনাল কনফারেন্স। 



১৫) জম্বু ও কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয় -

উত্তর - ১৯১৯ সালে। 



১৬) সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর কে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল --

উত্তর - ৩৭০ নং ধারা। 



১৭) কাশ্মীরের মহারাজা হরিসিন ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন --

উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর। 



১৮) ১৯৪৮ খ্রিস্টাব্দের ৩১ শে ডিসেম্বর কাশ্মীরের যুদ্ধবিরতি সীমারেখা LOC চিহ্নিত করে --

উত্তর - নিরাপত্তা পরিষদ। 



১৯) নেহেরু - লিয়াকৎ চুক্তির অপর নাম হল -

উত্তর - দিল্লি চুক্তি। 



২০) লৌহ মানব বা আয়রন ম্যান আখ্যা দেওয়া হয়েছে -

উত্তর - সরদার বল্লভভাই প্যাটেলকে।



২১) ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক -

উত্তর - খুশবন্ত সিং। 



২২) পুনর্বাসনের যুগ বলা হয় কোন সময়কালকে -

উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত। 



২৩) ভারতের কোন রাজ্যে ভারত বিভাজনের সময় জনসংখ্যার স্থানান্তর হয়েছিল --

উত্তর - পাঞ্জাবে।



২৪) উদবাস্তু সমস্যা সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য CAA আইন পাশ হয় -

উত্তর - ২০১৯ সালে। 



২৫) উদবাস্তু গ্রন্থের লেখক --

উত্তর - হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। 



২৬) ১৯৪০ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন -

উত্তর - লাহোর অধিবেশনে। 



২৭) গণপরিষদের প্রথম অধিবেশন বসে -

উত্তর - ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর। 



২৮) পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন -

উত্তর - চৌধুরী রহমত আলী। 



২৯) ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র পরিণত হয় -

উত্তর - ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি। 



৩০) সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন --

উত্তর - খান আব্দুল গফফার খান। 



৩১) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -

উত্তর - লর্ড মাউন্টব্যাটেন ।



৩২) স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন -

উত্তর - চক্রবর্তী রাজা গোপালাচারি। 



৩৩) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন -

উত্তর - ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 



৩৪) স্বাধীনতার প্রাক্কালে ভারতে দেশীয় রাজ্য ছিল -

উত্তর - প্রায় ৬০০ টি। 



৩৫) "ভারত স্বাধীন হলো"গ্রন্থটি কার লেখা -

উত্তর - মৌলানা আবুল কালাম আজাদ। 



৩৬) র‍্যাডক্লিফ সীমানা নির্ধারিত হয় --

উত্তর - ভারত ও পাকিস্তানের মধ্যে। 



৩৭) ভারতে দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল কোন দুটি রাজ্য ?

উত্তর - পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। 



৩৮) ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল --

উত্তর - পাঞ্জাব ও বাংলা। 



৩৯) "ভারতের বিসমার্ক" বলা হয় ----

উত্তর - সরদার বল্লভভাই প্যাটেলকে।



৪০) পুনর বাসর নীতি ঘোষণা করেন -

উত্তর - জওহরলাল নেহেরু।



৪১) উদবাস্তু কথার অর্থ হল --

উত্তর - বাস্তু থেকে উৎখাত হওয়া। 



৪২) ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরীর দায়িত্ব গ্রহণ করেন -

উত্তর - র‍্যাডক্লিফ।



৪৩) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন --

উত্তর - জওহরলাল নেহেরু।



৪৪) ভারতে গোয়া নতুন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে --

উত্তর - ১৯৮৭ খ্রিস্টাব্দে।



৪৫) পাঞ্জাবেশিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল -

উত্তর - অকালি দল। 



৪৬) নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি হয় --

উত্তর - ১৯৬৩ খ্রিস্টাব্দে। 



৪৭) সিকিম ভারতের অংশ রূপে অন্তর্ভুক্ত হয় --

উত্তর - ১৯৭৫ খ্রিস্টাব্দে। 



৪৮) বোম্বাইকে বিভক্ত করে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য গঠিত হয় --

উত্তর - ১৯৬০ খ্রিস্টাব্দে। 



৪৯) এক ভাষা এক রাষ্ট্র তত্ত্বকে প্রত্যাখ্যান করে --

উত্তর - ফজল আলী কমিশন। 



৫০) হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল --

উত্তর - পাঞ্জাব থেকে। 



৫১) হায়দ্রাবাদ রাজ্যের ভারতভক্তি ঘটে -

উত্তর - ১৯৪৮ খ্রিস্টাব্দে। 



৫২) জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন বসে -

উত্তর - ১৯১৭ খ্রিস্টাব্দে। 



৫৩) নাগপুর অধিবেশন অনুষ্ঠিত হয় --

উত্তর - ১৯২০ খ্রিস্টাব্দে। 



৫৪) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় --

উত্তর - ১৯৪৮ খ্রিস্টাব্দে। 



৫৫) বিহার বিভাজন করে ঝাড়খন্ড রাজ্য সৃষ্টি হয়েছিল -

উত্তর - ২০০০ সালে। 



৫৬) ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে গঠন করা হয় --

উত্তর - তেলেঙ্গানা রাজ্য। 



৫৭) মধ্যপ্রদেশ থেকে ছত্রিশগড় রাজ্যের সৃষ্টি হয় ---

উত্তর - ২০০০ সালে। 



৫৮) বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হল --

উত্তর - ২৮ টি। 



৫৯) ১৯৭২ খ্রিস্টাব্দে মেঘলা রাজ্য তৈরি হয় ---

উত্তর - অসম থেকে।



৬০) পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় --

উত্তর - ১৯৬২ খ্রিস্টাব্দে। 



৬১) " দ্য গ্রেট ক্যালকাট্টা কিলিং " দাঙ্গাটি ঘটেছিল --

উত্তর - হিন্দু ও মুসলিমদের মধ্যে। 



৬২) " অমরজীবি " উপাধি প্রদান করা হয়েছিল --

উত্তর - পাত্তি শ্রীরামালু কে। 



৬৩) স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল -

উত্তর - অন্ধ্রপ্রদেশ। 



৬৪) ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল -

উত্তর - ১৯৫৩ খ্রিস্টাব্দে। 



৬৫) রাজ্য পুনর্গঠন কমিশন ১৯৫৩ খ্রি: তৈরি হয় --

উত্তর - ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। 



৬৬) ভারতে ভাষাভিত্তিক পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল --

উত্তর - তেলেঙ্গানা। 



৬৭) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় --

উত্তর - ১৯৫৬ খ্রিস্টাব্দে। 



৬৮) রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন --

উত্তর - জওহরলাল নেহেরু।



৬৯) ভারতের স্বাধীনতা আইনে ভারত কয়টি Dominion এ বিভক্ত হয় ?

উত্তর - দুটি। 



৭০) ভারতে ১৯৪৭ খ্রিস্টাব্দে উদবাস্তু সমস্যা হলো ---

উত্তর - ভারত বিভাজনের ফলাফল। 



শেষ কথা ঃ-

এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যার সমূহ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url