Class 12 Semester 3 Philosophy Chapter 5 Question Answer Wbchse
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন পঞ্চম অধ্যায় আত্মহত্যা ও কৃপাহত্যা থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা।Class 12 Semester 3 Philosophy Chapter 5 Question Answer Wbchse
-ঃ দর্শন পঞ্চম অধ্যায় আত্মহত্যা ও কৃপাহত্যা ঃ-
পরীক্ষায় চারটে করে বিকল্প দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আমরা এখানে শুধু সঠিক উত্তরটি পড়বো।
প্রশ্ন ও উত্তর :-
১) "Suicide" গ্রন্থটি কার লেখা ?
উত্তর - এলিম দুরখেয়েম।
২) দুরখেয়েম সুইসাইড গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন ?
উত্তর - চার প্রকার।
৩) "সতীদাহ প্রথা" কোন ধরনের আত্মহত্যার উদাহরণ ?
উত্তর - পরার্থবাদী আত্মহত্যা।
৪) পদার্থবাদী আত্মহত্যাকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তর - তিন ভাগে।
৫) " জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ " কোন ধরনের আত্মহত্যার উদাহরণ ?
উত্তর - ঐচ্ছিক পরার্থবাদী।
৬) "শর্তহীন আদেশ" নীতি প্রণয়ন করেছেন কোন দার্শনিক ?
উত্তর - ইমানুয়েল কান্ট।
৭) আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে ?
উত্তর - অ্যারিস্টটল।
৮) 'Laws' গ্রন্থটি কার লেখা ?
উত্তর - প্লেটো।
৯) কোন ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে ?
উত্তর - অহংবাদী আত্মহত্যা।
১০) ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা কয়টি ?
উত্তর - দুটি।
১১) " ইরোজ " শব্দটির অর্থ কি --
উত্তর - বাঁচার প্রবৃত্তির কারণ।
১২) আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কি নামে পরিচিত ?
উত্তর - অধঃপতনজনিত আত্মহত্যা।
১৩) 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্যের লেখক কে ?
উত্তর - হোমার।
১৪) "মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা " উক্তিটি কার ?
উত্তর - সক্রেটিস।
১৫) আত্মহত্যার অন্যতম কারণ কি ?
উত্তর - মানসিক কারণ।
১৬) আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয় কে একথা বলেছেন ?
উত্তর - সিগমুন্ড ফ্রয়েড।
১৭) কোন রোগই সাধারণত কয় ধরনের যন্ত্রণা ভোগ করে ?
উত্তর - দুই।
১৮) "রোগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটি তার কাছে অসহনীয় বলে বোধ হচ্ছে" এটি ইউ থ্যানেসিয়ার কোন শর্ত ?
উত্তর - প্রথম শর্ত।
১৯) কোন মতবাদে বলা হয় আত্মসচেতন ও বিচারশীল মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবে কাম্য ?
উত্তর - উপযোগবাদ।
২০) 'Practical Ethics' গ্রন্থটির লেখক কে ?
উত্তর - পিটার সিঙ্গার।
২১) "Moral Problems" গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর - আর বি ব্রান্ট।
২২) যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয়--
উত্তর - অনৈচ্ছিক কৃপাহত্যা।
২৩) কোন ধরনের কৃপা হত্যাকে "হত্যা" বা "Killing" বলা হয় ?
উত্তর - অনৈচ্ছিক কৃপাহত্যা ও সক্রিয় কৃপাহত্যা।
২৪) আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর - ল্যাটিন।
২৫) "নির্জ্ঞান মন হল আত্মহণন ক্রিয়ার আধার" -- কে বলেছেন ?
উত্তর - সিগমুন্ড ফ্রয়েড।
২৬) "Suicide" শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর - থমাস ব্রাউন।
২৭) যখন রোগীর বেঁচে থাকার উপায় গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন প্রকার কৃপাহত্যা বলা হয় ?
উত্তর - নিষ্ক্রিয় কৃপাহত্যা।
২৮) "Elements of Moral" - গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর - জেমস র্যাচেল।
২৯) "তুমি অন্যের কাছে যে রূপ আচরণ প্রত্যাশা করবে, অন্যের প্রতিও তুমি স্বরূপ আচরণ করবে।"- ইউথ্যানেসিয়ার সাপক্ষে এই যুক্তিটি কি নামে পরিচিত ?
উত্তর - স্বর্ণনীতির যুক্তি।
৩০) কাদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেসিয়ার মধ্যে কোন গুণগত পার্থক্য নেই ?
উত্তর - পরিণামবাদী।
৩১) "The Metaphysics of Morals"- গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর - ইমানুয়েল কান্ট।
৩২) কান্টের মতে কোন ধরনের মানুষ আত্মহত্যার ইচ্ছা করতে পারেনা ?
উত্তর - বিচারবুদ্ধি সম্পন্ন মানুষ।
৩৩) "যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ" এই মতবাদের সমর্থক কারা ?
উত্তর - উপযোগবাদ।
৩৪) কোমায় আচ্ছন্ন ব্যক্তির হয়ে ইউথ্যানেসিয়া করার সিদ্ধান্ত যে ব্যক্তি নেবে একদিক থেকে তাকে কি বলা যায় ?
উত্তর - প্রতিবন্ধী।
৩৫) কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন ?
উত্তর - ডেভিড হিউম।
৩৬) চিকিৎসকের মূল ব্রত কি ?
উত্তর - রোগীর জীবন রক্ষা করা।
৩৭) Thanatos কথার অর্থ কি ?
উত্তর - মৃত্যু।
৩৮) সর্বপ্রথম কোন দেশে কৃপাহত্যা বা ইউথ্যানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয় ?
উত্তর - নেদারল্যান্ড।
৩৯) একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করল -- এটি কোন ধরনের হত্যা ?
উত্তর - সক্রিয় হত্যা।
৪০) প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে কোন ক্ষেত্রে ?
উত্তর - ইউথ্যানেসিয়া।
৪১) মানুষের জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ। এটিকে সমর্থন করেন -
উত্তর - জেরেমি বেন্থাম।
৪২) ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ হলো ---
উত্তর - Mercy Killing, Good Death, Gentle Death.
-: শূন্যস্থান পূরণ করো :-
১) কান্টের মতে কখনোই মানুষকে লক্ষ্য পূরণের _____ বিবেচনা করা উচিত নয়।
(ক) উদ্দেশ্য রূপে (খ) শর্ত রুপে (গ) উপায়রূপে (ঘ) আদেশ রুপে।
উত্তর - উপায়রূপে।
২) _________ হলেন একজন অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক।
(ক) ইমানুয়েল কান্ট (খ) এলিম দুরখেইম (গ) থমাস অ্যাকুইনাস (ঘ) আলবেয়র কামু।
উত্তর - আলবেয়র কামু।
৩) ________ হল হত্যার একটি পরিমার্জিত রূপ।
(ক) আত্মহত্যা (খ) ভ্রূণহত্যা (গ) কৃপাহত্যা (ঘ) প্রাণী হত্যা।
উত্তর - কৃপাহত্যা।
৪) 'Eu' কথার অর্থ হল _________
(ক) সহজ (খ) কঠিন (গ) মৃত্যু (ঘ) কাঙ্খিত।
উত্তর - সহজ।
৫) উথ্যানেসিয়া কে অনেক সময় _________ হত্যা বলে উল্লেখ করা হয়।
(ক) অনুকম্পাজনিত (খ) বিবেচনামূলক (গ) অনুমোদনজনিত (ঘ) প্রতিশোধমূলক।
উত্তর - অনুকম্পাজনিত।
৬) কৃপাহত্যার জন্য রোগী নিজে ইচ্ছা প্রকাশ করলে এই জাতীয় মৃত্যুকে _________ বলা হয়।
(ক) সক্রিয় কৃপাহত্যা (খ) নিষ্ক্রিয় কৃপাহত্যা (গ) ঐচ্ছিক কৃপাহত্যা (ঘ) অনৈচ্ছিক কৃপাহত্যা।
উত্তর - ঐচ্ছিক কৃপাহত্যা
৭) সক্রিয় হত্যা _____ নামে পরিচিত।
(ক) Act of Omission (খ) Act of Permission (গ) Act of Commission (ঘ) Act of Perfume.
উত্তর - Act of Commission
৮) নীতিবিদরা প্রধানত _______ প্রকার কর্তব্যের কথা বলেন।
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার।
উত্তর - দুই।
৯) " Suicide " শব্দটি এসেছে _______ শব্দ থেকে।
(ক) Suicidus (খ) Sociodous (গ) Suicidium (ঘ) Suicidone.
উত্তর - Suicidium.
১০) রোগাক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটানোর ব্যাপারটি কোন ______ এর সহায়তায় হতে হবে।
(ক) বন্ধু (খ) নার্স (গ) ডাক্তার (ঘ) প্রিয়জন।
উত্তর - ডাক্তার।
১১) কোমা হলো রোগীর ________ অবস্থা।
(ক) সচেতন (খ) স্বজ্ঞান (গ) অচেতন (ঘ) সুখময়।
উত্তর - অচেতন।
১২) ইউথ্যানেসিয়া __________ দেশের পরিমাণ হ্রাস করে _______ এর পরিমাণ বৃদ্ধি করে।
(ক) সুখ, দুঃখ (খ) দুঃখ ,কান্না (গ) দুঃখ,সুখ (ঘ) আনন্দ, সুখ।
উত্তর - দুঃখ, সুখ।
১৩) কোমা অবস্থায় ব্যক্তি _______ তে পরিণত হয়।
(ক) জড়বস্তু (খ) সজীব বস্তু (গ) সচেতন বস্তু (ঘ) কোনোটিই নয়।
উত্তর - জড়বস্তু।
১৪) অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নারস ডিকশনারিতে আত্মহত্যার সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ হলো _________।
(ক) ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করা
(খ) পরের ইচ্ছায় নিজেকে হত্যা করা
(গ) বিপদের আশঙ্কায় নিজেকে হত্যা করা
(ঘ) ভাইয়ের আশঙ্কায় নিজেকে হত্যা করা।
উত্তর - ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করা।
১৫) দুরখেইম হলেন একজন _______ |
(ক) নীতি বিজ্ঞানী (খ) সমাজ বিজ্ঞানী (গ) পরিবেশ বিজ্ঞানী (ঘ) রাষ্ট্রবিজ্ঞানী।
উত্তর - সমাজ বিজ্ঞানী।
১৬) সক্রেটিসের মতে মানুষ হলো ______ অস্থাবর সম্পত্তি।
(ক) রাষ্ট্রের (খ) ঈশ্বরের (গ) সমাজের (ঘ) প্রকৃতির।
উত্তর - ঈশ্বরের।
১৭) প্লেটো ______ ও _________ গ্রন্থে আত্মহত্যা বিরোধী যুক্তি দিয়েছেন।
(ক) রিপাবলিক, মেনো (খ) ফেডো, লজ (গ) থিয়েটিটাস্, ক্রিটো (ঘ) সোফিস্ট, জর্জিয়াস।
উত্তর - ফেডো, লজ ।
১৮) মৃত্যুর প্রবৃত্তির কারণ। এই প্রেষণাটি হলো ______
(ক) ইরোজ (খ) থানাটোস (গ) ইউডোমনিয়া (ঘ) ইউথ্যানেসিয়া।
উত্তর - থানাটোস।
১৯) মধ্যযুগের ধর্ম দার্শনিক ______ আত্মহন কি ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন।
(ক) থমাস অ্যাকুইনাস (খ) সেন্ট আনসেলেস (গ) সেন্ট অগাস্টিন (ঘ) পিটার অ্যাবেলার্ড।
উত্তর - সেন্ট অগাস্টিন ।
২০) নৈতিকতার নীতি কে কান্ট ______ বলেছেন।
(ক) শর্তাধীন আদেশ (খ) শর্তহীন আদেশ (গ) ' ক ' ও 'খ ' উভয়ই (ঘ) কোনোটিই নয়।
উত্তর - শর্তহীন আদেশ|
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url