Class 12 Semester 3 Philosophy Chapter 5 Question Answer Wbchse

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন পঞ্চম অধ্যায় আত্মহত্যা ও কৃপাহত্যা থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা।Class 12 Semester 3 Philosophy Chapter 5 Question Answer Wbchse

-ঃ দর্শন পঞ্চম অধ্যায় আত্মহত্যা ও কৃপাহত্যা ঃ-


পরীক্ষায় চারটে করে বিকল্প দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আমরা এখানে শুধু সঠিক উত্তরটি পড়বো। 


প্রশ্ন ও উত্তর :-

১) "Suicide" গ্রন্থটি কার লেখা ?

উত্তর - এলিম দুরখেয়েম।



২) দুরখেয়েম সুইসাইড গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন ?

উত্তর - চার প্রকার। 



৩) "সতীদাহ প্রথা" কোন ধরনের আত্মহত্যার উদাহরণ ?

উত্তর - পরার্থবাদী আত্মহত্যা।



৪) পদার্থবাদী আত্মহত্যাকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর - তিন ভাগে।



৫) " জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ " কোন ধরনের আত্মহত্যার উদাহরণ ?

উত্তর - ঐচ্ছিক পরার্থবাদী।



৬) "শর্তহীন আদেশ" নীতি প্রণয়ন করেছেন কোন দার্শনিক ?

উত্তর - ইমানুয়েল কান্ট। 



৭) আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে ?

উত্তর - অ্যারিস্টটল। 



৮) 'Laws' গ্রন্থটি কার লেখা ?

উত্তর - প্লেটো। 



৯) কোন ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে ?

উত্তর - অহংবাদী আত্মহত্যা।



১০) ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা কয়টি ?

উত্তর - দুটি। 



১১) " ইরোজ " শব্দটির অর্থ কি --

উত্তর - বাঁচার প্রবৃত্তির কারণ। 



১২) আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কি নামে পরিচিত ?

উত্তর - অধঃপতনজনিত আত্মহত্যা। 



১৩) 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্যের লেখক কে ?

উত্তর - হোমার। 



১৪) "মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা " উক্তিটি কার ?

উত্তর - সক্রেটিস। 



১৫) আত্মহত্যার অন্যতম কারণ কি ?

উত্তর - মানসিক কারণ। 



১৬) আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয় কে একথা বলেছেন ?

উত্তর - সিগমুন্ড ফ্রয়েড।



১৭) কোন রোগই সাধারণত কয় ধরনের যন্ত্রণা ভোগ করে ?

উত্তর - দুই।



১৮) "রোগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটি তার কাছে অসহনীয় বলে বোধ হচ্ছে" এটি ইউ থ্যানেসিয়ার কোন শর্ত ?

উত্তর - প্রথম শর্ত। 



১৯) কোন মতবাদে বলা হয় আত্মসচেতন ও বিচারশীল মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবে কাম্য ?

উত্তর - উপযোগবাদ। 



২০) 'Practical Ethics' গ্রন্থটির লেখক কে ?

উত্তর - পিটার সিঙ্গার। 




২১) "Moral Problems" গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর - আর বি ব্রান্ট।



২২) যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয়--

উত্তর - অনৈচ্ছিক কৃপাহত্যা।



২৩) কোন ধরনের কৃপা হত্যাকে "হত্যা" বা "Killing" বলা হয় ?

উত্তর - অনৈচ্ছিক কৃপাহত্যা ও সক্রিয় কৃপাহত্যা। 



২৪) আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উত্তর - ল্যাটিন। 



২৫) "নির্জ্ঞান মন হল আত্মহণন ক্রিয়ার আধার" -- কে বলেছেন ?

উত্তর - সিগমুন্ড ফ্রয়েড।



২৬) "Suicide" শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তর - থমাস ব্রাউন।


২৭) যখন রোগীর বেঁচে থাকার উপায় গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন প্রকার কৃপাহত্যা বলা হয় ?

উত্তর - নিষ্ক্রিয় কৃপাহত্যা।



২৮) "Elements of Moral" - গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর - জেমস র‍্যাচেল।



২৯) "তুমি অন্যের কাছে যে রূপ আচরণ প্রত্যাশা করবে, অন্যের প্রতিও তুমি স্বরূপ আচরণ করবে।"- ইউথ্যানেসিয়ার সাপক্ষে এই যুক্তিটি কি নামে পরিচিত ?

উত্তর - স্বর্ণনীতির যুক্তি। 



৩০) কাদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেসিয়ার মধ্যে কোন গুণগত পার্থক্য নেই ?

উত্তর - পরিণামবাদী।



৩১) "The Metaphysics of Morals"- গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর - ইমানুয়েল কান্ট।



৩২) কান্টের মতে কোন ধরনের মানুষ আত্মহত্যার ইচ্ছা করতে পারেনা ?

উত্তর - বিচারবুদ্ধি সম্পন্ন মানুষ। 



৩৩) "যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ" এই মতবাদের সমর্থক কারা ?

উত্তর - উপযোগবাদ। 



৩৪) কোমায় আচ্ছন্ন ব্যক্তির হয়ে ইউথ্যানেসিয়া করার সিদ্ধান্ত যে ব্যক্তি নেবে একদিক থেকে তাকে কি বলা যায় ?

উত্তর - প্রতিবন্ধী। 



৩৫) কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন ?

উত্তর - ডেভিড হিউম। 



৩৬) চিকিৎসকের মূল ব্রত কি ?

উত্তর - রোগীর জীবন রক্ষা করা। 



৩৭) Thanatos কথার অর্থ কি ?

উত্তর - মৃত্যু। 




৩৮) সর্বপ্রথম কোন দেশে কৃপাহত্যা বা ইউথ্যানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয় ?

উত্তর - নেদারল্যান্ড। 



৩৯) একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করল -- এটি কোন ধরনের হত্যা ?

উত্তর - সক্রিয় হত্যা। 



৪০) প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে কোন ক্ষেত্রে ?

উত্তর - ইউথ্যানেসিয়া।



৪১) মানুষের জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ। এটিকে সমর্থন করেন -

উত্তর - জেরেমি বেন্থাম।



৪২) ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ হলো ---

উত্তর - Mercy Killing, Good Death, Gentle Death.



-: শূন্যস্থান পূরণ করো :-

১) কান্টের মতে কখনোই মানুষকে লক্ষ্য পূরণের _____ বিবেচনা করা উচিত নয়। 

(ক) উদ্দেশ্য রূপে (খ) শর্ত রুপে (গ) উপায়রূপে (ঘ) আদেশ রুপে। 

উত্তর - উপায়রূপে। 



২) _________ হলেন একজন অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক। 

(ক) ইমানুয়েল কান্ট (খ) এলিম দুরখেইম  (গ) থমাস অ্যাকুইনাস  (ঘ) আলবেয়র কামু।

উত্তর - আলবেয়র কামু।



৩) ________ হল হত্যার একটি পরিমার্জিত রূপ।

(ক) আত্মহত্যা (খ) ভ্রূণহত্যা (গ) কৃপাহত্যা  (ঘ) প্রাণী হত্যা। 

উত্তর - কৃপাহত্যা।



৪) 'Eu' কথার অর্থ হল _________

(ক) সহজ  (খ) কঠিন  (গ) মৃত্যু  (ঘ) কাঙ্খিত।

উত্তর - সহজ। 



৫) উথ্যানেসিয়া কে অনেক সময় _________ হত্যা বলে উল্লেখ করা হয়।

(ক) অনুকম্পাজনিত (খ) বিবেচনামূলক  (গ) অনুমোদনজনিত (ঘ) প্রতিশোধমূলক।

উত্তর - অনুকম্পাজনিত।




৬) কৃপাহত্যার জন্য রোগী নিজে ইচ্ছা প্রকাশ করলে এই জাতীয় মৃত্যুকে _________  বলা হয়।

(ক) সক্রিয় কৃপাহত্যা (খ) নিষ্ক্রিয় কৃপাহত্যা (গ) ঐচ্ছিক কৃপাহত্যা (ঘ) অনৈচ্ছিক কৃপাহত্যা। 

উত্তর -  ঐচ্ছিক কৃপাহত্যা



৭) সক্রিয় হত্যা _____ নামে পরিচিত।

(ক) Act of Omission (খ) Act of Permission (গ) Act of Commission (ঘ) Act of Perfume.

উত্তর - Act of Commission



৮) নীতিবিদরা প্রধানত _______ প্রকার কর্তব্যের কথা বলেন।

(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার।

উত্তর - দুই।



৯) " Suicide " শব্দটি এসেছে _______ শব্দ থেকে।

(ক) Suicidus (খ) Sociodous (গ) Suicidium (ঘ) Suicidone.

উত্তর - Suicidium.



১০) রোগাক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটানোর ব্যাপারটি কোন ______ এর সহায়তায় হতে হবে।

(ক) বন্ধু (খ) নার্স (গ) ডাক্তার (ঘ) প্রিয়জন। 

উত্তর - ডাক্তার।



১১) কোমা হলো রোগীর ________ অবস্থা।

(ক) সচেতন (খ) স্বজ্ঞান (গ) অচেতন (ঘ) সুখময়। 

উত্তর - অচেতন।



১২) ইউথ্যানেসিয়া __________ দেশের পরিমাণ হ্রাস করে _______ এর পরিমাণ বৃদ্ধি করে।

(ক) সুখ, দুঃখ (খ) দুঃখ ,কান্না (গ) দুঃখ,সুখ (ঘ) আনন্দ, সুখ। 

উত্তর - দুঃখ, সুখ।



১৩) কোমা অবস্থায় ব্যক্তি _______ তে পরিণত হয়।

(ক) জড়বস্তু (খ) সজীব বস্তু (গ) সচেতন বস্তু (ঘ) কোনোটিই নয়। 

উত্তর - জড়বস্তু। 



১৪) অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নারস ডিকশনারিতে আত্মহত্যার সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ হলো _________।

(ক) ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করা 

(খ) পরের ইচ্ছায় নিজেকে হত্যা করা 

(গ) বিপদের আশঙ্কায় নিজেকে হত্যা করা 

(ঘ) ভাইয়ের আশঙ্কায় নিজেকে হত্যা করা।


উত্তর -  ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করা।



১৫)  দুরখেইম হলেন একজন _______ |

(ক) নীতি বিজ্ঞানী (খ) সমাজ বিজ্ঞানী (গ) পরিবেশ বিজ্ঞানী (ঘ) রাষ্ট্রবিজ্ঞানী। 

উত্তর - সমাজ বিজ্ঞানী।



১৬) সক্রেটিসের মতে মানুষ হলো ______ অস্থাবর সম্পত্তি।

(ক) রাষ্ট্রের (খ) ঈশ্বরের (গ) সমাজের (ঘ) প্রকৃতির।

উত্তর - ঈশ্বরের।



১৭) প্লেটো ______ ও _________ গ্রন্থে আত্মহত্যা বিরোধী যুক্তি দিয়েছেন।

(ক) রিপাবলিক, মেনো (খ) ফেডো, লজ (গ) থিয়েটিটাস্, ক্রিটো (ঘ) সোফিস্ট, জর্জিয়াস। 

উত্তর - ফেডো, লজ ।



১৮) মৃত্যুর প্রবৃত্তির কারণ। এই প্রেষণাটি হলো ______

(ক) ইরোজ (খ) থানাটোস (গ) ইউডোমনিয়া  (ঘ) ইউথ্যানেসিয়া।

উত্তর - থানাটোস।



১৯) মধ্যযুগের ধর্ম দার্শনিক ______ আত্মহন কি ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন।

(ক) থমাস অ্যাকুইনাস (খ) সেন্ট আনসেলেস  (গ) সেন্ট অগাস্টিন (ঘ) পিটার অ্যাবেলার্ড।

উত্তর - সেন্ট অগাস্টিন ।



২০) নৈতিকতার নীতি কে কান্ট ______ বলেছেন।

(ক) শর্তাধীন আদেশ (খ) শর্তহীন আদেশ (গ) ' ক ' ও 'খ ' উভয়ই (ঘ) কোনোটিই নয়।

উত্তর - শর্তহীন আদেশ|



শেষ কথা ঃ-

এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন পঞ্চম অধ্যায় আত্মহত্যা ও কৃপাহত্যা থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url