দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা থেকে প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 Philosophy Chapters 6 Question Answer WBCHSE 

পরীক্ষায় চারটি করে বিকল্প দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে শুধু উত্তরটি আমরা পড়বো 

-: পরিবেশ নীতিবিদ্যা :-


প্রশ্ন ও উত্তর :-

১) পরিবেশের উপাদান কি ?

উত্তর - জল, মাটি, বাতাস, নদীনালা, পশুপখি, কীটপতঙ্গ ইত্যাদি। 



২) পরিবেশের প্রতি মানুষের মনোভাব --

উত্তর - অচেতন। 



৩) পরিবেশের প্রতি মানব সমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ -

উত্তর - অনৈতিক।



৪) পরিবেশ নীতিবিদ্যা হলো - 

উত্তর - ব্যবহারিক নীতিবিদ্যার শাখা।



৫) পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো --

উত্তর - যা পরিবৃত করে।



৬) পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো -

উত্তর - Environment.



৭) Environ শব্দের অর্থ হলো  -----

উত্তর - পারিপার্শ্বিক অবস্থা। 



৮) Environ শব্দটি  ---

উত্তর - ফরাসি শব্দ।




৯) উদ্ভিদ ও প্রাণি-সহ সমগ্র অ-মানসী প্রকৃতি হল ----

উত্তর - সংকীর্ণ অর্থে পরিবেশ। 



১০) ব্যাপক অর্থে পরিবেশ হলো ---

উত্তর - প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ।



১১) পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে ?

উত্তর - ব্যাপক অর্থে। 



১২) মানুষ ও প্রকৃতির সম্বন্ধ  হলো ---

উত্তর - প্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ। 



১৩) পরিবেশের কোন প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে ?

উত্তর - পরিমাণ ও গুণ উভয় প্রকার অবনমন। 



১৪) পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ও মনোভাব কেমন হওয়া উচিত ?

উত্তর - নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত। 



১৫) জীবন সুরক্ষা তন্ত্র বলা হয় --

উত্তর - প্রাকৃতিক পরিবেশকে।



১৬) পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল -

উত্তর - প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো। 



১৭) পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি --

উত্তর - সুদূর বিস্তৃত। 



১৮) পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্যতা --

উত্তর - স্থানগত এবং কালগত।



১৯) মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে পরতমূল্য আছে --

উত্তর - প্রকৃতির। 



২০)  অ্যারিস্টটল কোন প্রকার পরিবেশ সম্পর্কিত নৈতিক মতবাদের সমর্থক ?

উত্তর - মানবকেন্দ্রিক মতবাদ। 



২১) মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন --

উত্তর - অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস, মানুয়েল কান্ট। 



২২) প্রজাতিবাদ অনুসারে ---

উত্তর - মনুষ্য প্রজাতির মূল্য ও মর্যাদা ইতর প্রাণীর তুলনায় বেশি। 



২৩) পরিবেশের দুটি প্রকার হলো --

উত্তর - প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ।



২৪) বিংশ শতাব্দীর কোন সময় থেকে দর্শন আলোচনায় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা লক্ষ্য করা যায় ?

উত্তর - সত্তরের দশক। 



২৫) পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন -

উত্তর - রিচার্ড রর্টি।



২৬) কোন ভারতীয় দর্শন সম্প্রদায় গুলিতে পরিবেশের প্রভাব সর্বাধিক লক্ষণীয় -

উত্তর - বৌদ্ধ ও জৈন দর্শন। 



২৭) মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে --

উত্তর - পরিবেশ নীতিবিদ্যা। 



২৮) পরিবেশ নীতিবিদ্যার প্রকার নয় ---

উত্তর - জৈবিক নীতিশাস্ত্র।



২৯) পরিবেশ বিষয়ে মানুষের কয় প্রকার দৃষ্টিভঙ্গি লক্ষণীয় ?

উত্তর - দুই প্রকার। 



৩০) পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হল --

উত্তর - প্রকৃতিকেন্দ্রিক ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি।



৩১) মানবকেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে --

উত্তর - প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ। 



৩২) " মানুষ সর্বোচ্চ সুখ সমৃদ্ধি ভোগের অধিকারী " -- এই ধারণাটি যে দৃষ্টিভঙ্গি থেকে নিঃসৃত হয় সেটি হল --

উত্তর - মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। 



৩৩) প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে --

উত্তর - মানুষের তুলনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদান গুলির গুরুত্ব বেশি। 



৩৪) মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল --

উত্তর = নৃ- কেন্দ্রিক।



৩৫) মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে ---

উত্তর - নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ। 



৩৬) মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে স্বত:মূল্য আছে -

উত্তর - একমাত্র মানুষের। 



৩৭) সংবেদীতত্ত্বের প্রবক্তা হলেন -

উত্তর - জেরেমি বেন্থাম।



৩৮) " Respect for Nature "--- গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর - পল টেলর।



৩৯) নীতিবিদ্যার সঙ্গে বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছেন --

উত্তর - আল্ডো লিওপোল্ড। 



৪০) "একান্ত প্রয়োজনীয় না হলে, কেবল সুখ স্বাচ্ছন্দের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়।"- উক্তিটি কার ?

উত্তর - পিটার সিঙ্গার। 



৪১) পরিবেশের দুই প্রকার নৈতিক মূল্য হল -

উত্তর - স্বত:মূল্য ও পরতমূল্য।



৪২) অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় -

উত্তর - স্বত:মূল্য।



৪৩) স্বত:মূল্য অনুসারে কোন বস্তুর মূল্য নির্ভর করে -

উত্তর - বস্তুটির নিজ মূল্যের উপর।



৪৪) কোন বস্তুর পরতমূল্য বলতে বোঝায় -

উত্তর - বস্তুটি দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয়। 



৪৫) গাছ থেকে লেখার কাগজ পাই। এটি হলো গাছের -

উত্তর - পরতমূল্য।



৪৬) প্রকৃতির প্রতি আমাদের ক্রিয়াকলাপ আমাদের কিভাবে দায়ী করে ?

উত্তর - প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। 



৪৭) প্রকৃতির ক্ষতি মানবজাতির পক্ষে --

উত্তর - ক্ষতিজনক। 



৪৮) পরিবেশ সংক্রান্ত নীতিবিদ্যা কে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর - তিন ভাগে।



৪৯) প্রজাতি বাদের কয়টি রূপ বর্তমান ?

উত্তর - তিনটি। 



৫০) মানবকেন্দ্রিক মতবাদের সমালোচক হলেন-

উত্তর - পিটার সিঙ্গার, পল্ টেলর, জন পাসমোর ।



৫১) মানবকেন্দ্রিক মতবাদের বিরুদ্ধ মতবাদ হল --

উত্তর = অ-নৃ-কেন্দ্রিক মতবাদ। 



৫২)  অ- মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল - 

উত্তর = অ-নৃ-কেন্দ্রিক মতবাদ। 



৫৩) Ecology শব্দটি প্রথম ব্যবহার করেন -

উত্তর -  আর্নস্ট হেগেল।



৫৪) Oikos শব্দটির অর্থ হলো --

উত্তর - বাসস্থান। 



৫৫) বাস্তুবিদ্যা কে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর - দুই ভাগে। 



৫৬) গভীর বস্তুবিদ্যা অনুসারে --- 

উত্তর - বাস্তুসংস্থানের স্বত্:মুল্য বিদ্যমান।



৫৭) বাস্তুসংস্থাকে কারা গভীর অর্থে গ্রহণ করেছেন ?

উত্তর = অ-নৃ-কেন্দ্রিক মতবাদী।



৫৮) গভীর বাস্তব বিদ্যা ও গভীর বাস্তব বিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন ?

উত্তর - আর্নে নেস।



৫৯) গভীর বাস্তুবিদ্যার বা Deep Ecology এর প্রবক্তা কে ?

উত্তর - আর্নে নেস।



৬০) প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায় ---

উত্তর - গভীর বাস্তুবিদ্যায়।



৬১) Practical Ethics গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর - পিটার সিঙ্গার। 



৬২) পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয় ?

উত্তর - রাচেল কারসন।



৬৩) Silent Spring গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর - রাচেল কারসন।



৬৪) বিনোদনের স্বার্থে পশু হত্যা কোন প্রকার অন্যায় কাজ ?

উত্তর - সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ।



৬৫) Environmental Ethics গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর -  হোমস রোলস্টন।



৬৬) বাস্তুবিদ্যার সঙ্গে দর্শনচিন্তার আলোচনা সংযুক্ত হয়ে কোন বিদ্যা চর্চার সৃষ্টি হয় ?

উত্তর - বাস্তুদর্শন।



৬৭) আর্নে নেস তার বাস্তুদর্শনের নাম কি দিয়েছেন ?

উত্তর - Ecosophy -T



৬৮) বাস্তবাত ও নারীবাদের মিলিত রূপটি কি ?

উত্তর - বাস্তুনারীবাদ।



৬৮) প্রকৃতি ও নারীর প্রতি পুরুষতান্ত্রিক কাঠামোর আধিপত্যের কথা সর্বপ্রথম কে বলেন ?

উত্তর - ভাল প্লামউড।



৬৯) সামাজিক বাস্তববিদ্যার প্রবর্তক কে ?

উত্তর - মারি বুকচিন।



৭০) অ-মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে -

উত্তর - মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীরও স্বত:মূল্য আছে।



৭১) জীব মাত্রেরই স্বত:মূল্য স্বীকার করা হয় --

উত্তর - জীবকেন্দ্রিকতাবাদে। 



৭২) জীবকেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা হলেন --

উত্তর - আলবার্ট শয়েৎজার।



৭৩) জীবনের প্রতি শ্রদ্ধা নীতির প্রবক্তা কে ?

উত্তর - আলবার্ট শয়েৎজার।



৭৪) জীবকেন্দ্রিকতাবাদের ওপর একটি রূপ কি ?

উত্তর - সংবেদীতত্ত্ব।



৭৫) ইকোলজি অফ ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর - মারি বুকচীন।



৭৬) ভূমি কেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে ?

উত্তর - আল্ডো লিওপোল্ড। 



৭৭) লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন ?

উত্তর - যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সবকিছু। 



৭৮) লিওপোল্ড এর মতে বিশ্ব প্রকৃতি কি ?

উত্তর - এক বিহৎ পরিবার। 



৭৯) প্রকৃতির স্বরূপ কে বোঝানোর জন্য লিওপোল্ড কি প্রকার পিরামিডের কথা বলেছেন ?

উত্তর - জৈবিক পিরামিড।



৮০) কালিকটের মতে নৈতিকতার ভিত্তি কি ?

উত্তর - আবেগ অনুভূতি। 



৮১) জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়ায় এই শৃঙ্খলটিকে কি বলা হয় ?

উত্তর - খাদ্যশৃঙ্খল।


-: শূন্যস্থান পূরণ করো :-

১) মানুষ এবং পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক নিয়ে নীতিবিদ্যার যে শাখা আলোচনা করে সেটি হল _____

উত্তর - পরিবেশ নীতিবিদ্যা। 



২) ভারতীয় দর্শনে পরিবেশের প্রভাবটি ______

উত্তর - সুপ্রাচীন। 



৩) পরিবেশের ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে বৈজ্ঞানিক গবেষণা _______ উচিত। 

উত্তর - বন্ধ করা। 



৪) যে দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষ প্রকৃতির সৃষ্ট সকল প্রজাতির সেরা এবং সমগ্র জগতে মানুষকে কেন্দ্র করেই নৈতিকতার আদর্শটি আবর্তিত হয় তাকে ______ দৃষ্টিভঙ্গি বলা হয়। 

উত্তর - মানবকেন্দ্রিক। 



৫) যে দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষ সহ প্রকৃতির সমস্ত উপাদান সমান গুরুত্বপূর্ণ তাকে _______ দৃষ্টিভঙ্গি বলা হয়। 

উত্তর - প্রকৃতিকেন্দ্রিক।



৬) _______ মতবাদ অনুসারে জগতের সকল কিছুর কেন্দ্রে আছে মানবজাতি। 

উত্তর = নৃ- কেন্দ্রিক। 



৭) নীতিবিদ ______ মানবকেন্দ্রিক মতবাদের বিরুদ্ধবাদী। 

উত্তর - পিটার সিঙ্গার। 



৮) জেরেমি বেন্থাম ________ তত্ত্বের প্রবক্তা ।

উত্তর - সংবেদী। 



৯)  Ecology শব্দটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ ______ এবং ______ থেকে।

উত্তর - Oikos, Logos.



১০) দুই প্রকার বাস্তুবিদ্যা হল _______ ও _________বাস্তুবিদ্যা। 

উত্তর - গভীর, অগভীর। 



১১) পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে (উদ্ভিদসহ) যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকে বলা হয় ______।

উত্তর - বাস্তুতন্ত্র।



১২) মাটি, জল, উদ্ভিদ, প্রাণী, মানুষ এই সমস্ত কিছু সমষ্টিগতভাবে ____________।

উত্তর - ভূমি। 



১৩) _______ এর মতে আবেগ অনুভূতি হল নৈতিকতার ভিত্তি। 

উত্তর - জে বি কালিকট।



১৪) ভূমি পিরামিডের অপর নাম হল ______ পিরামিড। 

উত্তর - জৈবিক। 



১৫) তুমি পিরামিডের ক্ষেত্রে প্রতিটি স্তর তার নিম্নের স্তরের ______।

উত্তর - ভোক্তা। 




শেষ কথা ঃ-

এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায় পরিবেশ ও নীতিবিদ্যা থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url