দ্বাদশ শ্রেণী সেমিস্টার ৩ দর্শন সপ্তম অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার দর্শন সপ্তম অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো | Class 12 Semester 3 Philosophy Chapter 7 Question Answer WBCHSE
পরীক্ষায় চারটি করে বিকল্প দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তর টি নির্বাচন করতে হবে। এখানে আমরা শুধু উত্তরটি পড়বো।
-: প্রশ্ন ও উত্তর :-
১) Society গ্রন্থটির রচয়িতা হলেন --
উত্তর - ম্যাকাইভার ও পেজ।
২) Communitas শব্দটির অর্থ হল --
উত্তর - জনগণের চেতনা।
৩) Community শব্দটি কোন শব্দ থেকে এসেছে।
উত্তর - ফরাসি শব্দ Communaute থেকে।
৪) কোন সম্প্রদায়ের কাজ হল পশুপালন করা ?
উত্তর - মেষ পালক সম্প্রদায়।
৫) যে সম্প্রদায়ের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো খাদ্য সংগ্রহের জন্য ঘুরে বেড়ায় তাদের বলে -
উত্তর - শিকারী সম্প্রদায়।
৬) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত ধারণাকে কি বলা হয় ?
উত্তর - ভূমিকাবোধ।
৭) শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায় ?
উত্তর - পরিবার।
৮) হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত ?
উত্তর - সংঘ।
৯) রাজনৈতিক সংগঠন কিসের অন্তর্ভুক্ত ?
উত্তর - সংঘ।
১০) নাট্য সমিতি হল --
উত্তর - সংঘ।
১১) ব্যবসায়িক সংগঠন হলো -
উত্তর - সংঘ।
১২) শিক্ষক সংগঠন হলো -
উত্তর - সমিতি।
১৩) "Institution" শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে ?
উত্তর - Institutio.
১৪) "Institutio" শব্দের অর্থ হল -
উত্তর - প্রতিষ্ঠা করা।
১৫) কোন দার্শনিক সর্বপ্রথম সমাজতত্ত্ব বা সোশিয়লজি শব্দটি ব্যবহার করেন ?
উত্তর - অগাস্ট কোঁৎ।
১৬) সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল। এটি কার মত ?
উত্তর - পি গিসবার্ট।
১৭) "Society" শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর - ফরাসি শব্দ Societe থেকে।
১৮) ল্যাটিন শব্দ Socius এর অর্থ হলো -
উত্তর - সঙ্গী।
১৯) সমাজের মানদন্ড হল -
উত্তর - সামাজিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ।
২০) " সংঘ হল এমন একটি জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়।"- এটি কার মত ?
উত্তর - ম্যাকাইভার ও পেজ।
২১) "Association" কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে ?
উত্তর - ল্যাটিন শব্দ Associatio থেকে।
২২) সম্প্রদায় বলা যায় না -
উত্তর - জাতি বা বর্ণ।
২৩) কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ জেলে পাঠানো হলো। সেখানে সেই অপরাধীর কাছ থেকে জেলখানা হলো -
উত্তর - সম্প্রদায়।
২৪) "State" শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর - ল্যাটিন শব্দ Status থেকে।
২৫) কে প্রথম State কথাটি ব্যবহার করেন ?
উত্তর - ম্যাকেয়াভেলি।
২৬) "Republic" গ্রন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা হবেন--
উত্তর - দার্শনিক।
২৭) সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর কে আইন প্রণয়ন করতে সক্ষম ?
উত্তর - রাষ্ট্র।
২৮) আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান ?
উত্তর - চারটি।
২৯) এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর উপর উৎপিরনের যন্ত্র হলো রাষ্ট্র। এটি কার উক্তি ?
উত্তর - লেনিন।
৩০) গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত -
উত্তর - শিক্ষায়তন।
৩১) গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয় -
উত্তর - সুপ্রিম কোর্ট।
৩২) অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত --
উত্তর - বাজার, কারখানা।
৩৩) বন্য বা বর্বর অনুষ্ঠানের অন্তর্ভুক্ত --
উত্তর - কুস্তি।
৩৪) সরকারি অনুষ্ঠানের অন্তর্গত --
উত্তর - রিজার্ভ ব্যাংক।
৩৫) দার্শনিক প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন ?
উত্তর - রিপাবলিক।
৩৬) রাষ্ট্র হল সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন।-- এটি কার অভিমত ?
উত্তর - পি গিসবার্ট।
৩৭) কত ধরনের সার্বভৌমিকতা লক্ষ্য করা যায় ?
উত্তর - দুই।
৩৮) কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় ?
উত্তর - সরকার।
৩৯) ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ নির্দিষ্ট একটি অঞ্চল কে কি বলে ?
উত্তর - ভূখণ্ড।
৪০) একটি অল্প সংখ্যক জনসমষ্টি বিশিষ্ট রাষ্ট্রের নাম হলো --
উত্তর - মোনাকো।
৪১) যারা রাষ্ট্রের সভ্য হিসেবে আইনত স্বীকৃত এবং যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাদের কি বলা হয় ?
উত্তর - নাগরিক।
৪২) গার্নারকে অনুসরণ করে রাষ্ট্রের প্রধানত কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় --
উত্তর - পাঁচটি।
৪৩) প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন ?
উত্তর - রিপাবলিক।
৪৪) রাষ্ট্র দর্শনের কাজ প্রধানত কয় প্রকার ?
উত্তর - তিন প্রকার।
৪৫) ডি ডি র্যাফেলের লেখা রাষ্ট্রদর্শন সম্পর্কিত বইটির নাম কি ?
উত্তর - প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসোফি।
৪৬) দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শনসম্মত আলোচনা করা হয় তাকে বলে ---
উত্তর - রাষ্ট্রদর্শন।
৪৭) পাড়ার ফুটবল ক্লাব হলো -
উত্তর - সংস্কৃতিক প্রতিষ্ঠান।
৪৮) একটি সামাজিক প্রতিষ্ঠান হল --
উত্তর - আদালত।
৪৯) কোন দার্শনিকের মতে, " আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কার্যসম্পাদন করি।" ?
উত্তর - গিসবার্ট।
৫০) 'বিবাহ প্রথা', 'উপাসনা' এগুলি হলো --
উত্তর - অনুষ্ঠান।
৫১) সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা হলো --
উত্তর - গণতন্ত্রের ভিত্তি।
৫২) গণতান্ত্রিক আদর্শ বলতে কী বোঝায় ?
উত্তর - স্বাধীনতার, সাম্য ও সৌভ্রাতৃত্ব।
৫৩) গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কত প্রকার -
উত্তর - দুই।
৫৪) প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে লক্ষ্য করা যায় ?
উত্তর - রোম।
৫৫) কোন গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয় ?
উত্তর - প্রত্যক্ষ গণতন্ত্র।
৫৬) মুক্ত মঞ্চ পার্লামেন্ট কোন দেশে আছে ?
উত্তর - এথেন্স।
৫৭) কোথায় সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয় ?
উত্তর - চীন।
৫৮) সমাজতন্ত্র কত প্রকার ?
উত্তর - দুই।
৫৯) " রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র "- এ কথা কে বলেছেন ?
উত্তর - কার্ল মার্কস।
৬০) কোন মতবাদের রাষ্ট্রকে অর্থহীন ও অযৌক্তিক বিষয় বলা হয় ?
উত্তর - নৈরাজ্যবাদ।
৬১) 'Anarchism' শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর - Anarchia.
৬২) 'Anarchia' শব্দটির অর্থ কি ?
উত্তর - শাসন হীনতা।
৬৩) আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত --
উত্তর - আইন সভা।
৬৪) " আইন হলো সার্বভৌমের নির্দেশ।" উক্তিটি কার ?
উত্তর - জন অস্টিন।
৬৫) প্রাকৃতিক আইনের ধারণা কে দিয়েছেন ?
উত্তর - রোমান দার্শনিক।
৬৬) " রাষ্ট্রের আইন হলো দুর্বল ও বিপ্লবীদের নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার " - উক্তিটি কার ?
উত্তর - কার্ল মার্কস।
৬৭) রিপাবলিক গ্রন্থে প্লেটো কত প্রকার শাসন ব্যবস্থার কথা বলেছেন ?
উত্তর - পাঁচ প্রকার।
৬৮) গণতন্ত্র বলতে বোঝায় -
উত্তর - বিশেষ রাষ্ট্রীয় শাসনববস্থা।
৬৯) 'Democracy' শব্দটি কোন দুটি শব্দের সমন্বয় ?
উত্তর - 'Demos' এবং 'Kratos'.
৭০) 'Demos' কথার অর্থ হল ---
উত্তর - জনসাধারণ।
৭১) 'Kratos' কথার অর্থ হল --
উত্তর - ক্ষমতা বা শক্তি।
৭২) গণতন্ত্র বলতে বোঝায় --
উত্তর - জনগণের শাসন।
৭৩) "গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত।" -- এটি কে বলেছেন ?
উত্তর - আব্রাহাম লিংকন।
৭৪) "গণতন্ত্র হয় এক ধরনের রাষ্ট্র বা সরকার অথবা সমাজের একটি রূপ অথবা এই তিনটির সমষ্টিকে বোঝাতে পারে।"--
উত্তর - গিডিংস।
৭৫) এরিস্টটলের মতে আইন কত প্রকার ?
উত্তর - দুই।
৭৬) প্লেটো আইন বলতে কোন আইনের কথা বলেন ?
উত্তর - প্রাকৃতিক আইন।
৭৭) প্লেটো রচিত কোন গ্রন্থে আইন সম্পর্কে আলোচনা করা হয় ?
উত্তর - দ্যা রিপাবলিক ও দ্যা স্টেটসম্যান।
৭৮) আইনের প্রাচীনতম উৎস হলো --
উত্তর - প্রথা।
৭৯) আধুনিক রাষ্ট্রে আইনের প্রত্যক্ষ ও সর্বপ্রথম উৎস হলো --
উত্তর - আইনসভা।
৮০) নৈরাজ্যের প্রবক্তা হলেন ---
উত্তর - মিখাইল বাকুনিন।
৮১) LAW শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে ?
উত্তর - Lag.
-: শূন্যস্থান পূরণ করো :-
১) ফান্ডামেন্টালস অফ সোসাইটি গ্রন্থের লেখক হলেন ___________।
উত্তর - গিসবার্ট ।
২) সমাজ বিজ্ঞানী _______ বলেছেন, সমাজ হল সামাজিক সম্পর্কের জটিল জাল।
উত্তর - ম্যাকাইভার।
৩) সমাজ হল ______ ।
উত্তর - বিমুর্ত সামাজিক সম্বন্ধ।
৪) পৃথিবীর প্রাচীনতম সংগঠন হলো _______।
উত্তর - সমাজ।
৫) নির্দিষ্ট অঞ্চলের একটি জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় _________ ।
উত্তর - সম্প্রদায়।
৬) সমাজতাত্ত্বিকদের ব্যাখ্যা অনুসারে, যখন কোন জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একত্রে বসবাস করে, তখন সমাজের সেই অংশকে বলা হয় ______।
উত্তর - সম্প্রদায়।
৭) ম্যাকাইভার সম্প্রদায় গত মনোভাবের যে তিনটি উপাদানের উল্লেখ করেছেন সেগুলি হল - (ক) ______, (খ) নিচ ভূমিকা সম্পর্কে মনোভাব এবং (গ) নির্ভরতা মনোভাব।
উত্তর - আমরা মনোভাব।
৮) সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে, সংকীর্ণ অর্থে _______ কি প্রতিষ্ঠান বলা হয়।
উত্তর - বিবাহ।
৯) সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় বিধি বা আইনের সঙ্গে সামাজিক প্রথার প্রদান পার্থক্য হল _______ এর প্রয়োগ নিঃশর্ত, কিন্তু _________ ও _______ সকলের কাছে অবশ্য পালনীয় নয়।
উত্তর - আইন, সামাজিক প্রথা, আচার-বিধি।
১০) ______ হল সমাজের সর্বাপেক্ষা বেশি শক্তিশালী সংগঠন।
উত্তর - রাষ্ট্র।
১১) সমাজের নিয়ন্ত্রণ ও পরিচালনার দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ______ ও _______।
উত্তর - আইন, প্রথা।
১২) সরকারকে রাষ্ট্রের __________ বলা হয়।
উত্তর - মস্তিষ্ক।
১৩) আইন সর্বদাগতিশীল ও _________।
উত্তর - পরিবর্তনশীল।
১৪) _______ দার্শনিকরা মনে করেন ন্যায় ও যুক্তিবোধ হল প্রাকৃতিক আইন।
উত্তর - স্টোয়িক।
১৫) প্লেটো, অ্যারিস্টটল ছাড়াও আধুনিক কালের অনেক দার্শনিক রাষ্ট্রকে একটি নৈতিক _____ হিসেবে গণ্য করেছেন।
উত্তর - সত্তা।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url