দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণি সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় (রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা) প্রশ্ন উত্তর আলোচনা | Class 12 Semester 3 Political Science Chapter 5 (Political Parties and Party System) Question Answer WBCHSE 

-: রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা :-

পরীক্ষায় চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে | আমরা এখানে শুধু উত্তরটি পড়বো |

-: প্রশ্ন ও উত্তর :-

১) সব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টিকে বলে -

উত্তর - রাজনৈতিক দল। 



২) আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হয় --

উত্তর - দলীয় শাসন ব্যবস্থা। 



৩) দল ব্যবস্থা অপরিহার্য -

উত্তর - গণতন্ত্রে। 



৪) রাজনৈতিক দলের উত্থান সরাসরি যুক্ত -

উত্তর - প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে। 



৫) রাজনৈতিক দল গঠন করতে পারে -

উত্তর - নাগরিকরা। 



৬) সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন -

উত্তর - নিউম্যান।



৭) রাজনৈতিক দলকে "স্বার্থ সমন্বয়ের কাঠামো" বলেছেন ----

উত্তর - অ্যালমন্ড ও পাওয়েল।



৮) "যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই" কথাটি বলেছেন -

উত্তর - আইভর জেনিংস। 



৯) রাজনৈতিক দলকে "আধুনিককরণের বাহক" বলেছেন --

উত্তর - অ্যাপটার।



১০) " The English Parliament"-- গ্রন্থটির লেখক --

উত্তর - কেনেথ ম্যাকেনজি।



১১) ইংল্যান্ডে রানী এলিজাবেথের আমলে সৃষ্ট দুটি রাজনৈতিক দল হল ---

উত্তর - হুইগ ও টোরি।




১২) ভারতের রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে ---

উত্তর - নির্বাচন কমিশন। 



১৩) "Capitalism, Socialism and Democracy"- গ্রন্থটির লেখক ---

উত্তর - শ্যুমপিটার।



১৪) ভারতবর্ষে রাজনৈতিক দল ব্যবস্থাকে প্রাধান্য কারী দলীয় ব্যবস্থা বলে উল্লেখ করেছেন -

উত্তর - মরিচ জোন্স। 



১৫) সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে -

উত্তর - ইংল্যান্ডে। 



১৬) যে শাস্ত্রে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয় তা পরিচিত -

উত্তর - স্ট্যাসিওলজি নামে। 



১৭) "দ্যা অরিজিন অফ পারটিস" গ্রন্থটি কার লেখা --

উত্তর - মরিস দ্যুভারজার ।



১৮) " Parties and Party System" গ্রন্থটির লেখক হলেন --

উত্তর - জিয়োভানি সরতোরি।



১৯) " পলিটিকাল বিহেভিয়ার "- গ্রন্থটির লেখক হলেন --

উত্তর - গ্রেজিয়া।



২০) সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি ---

উত্তর - একদলীয়। 



২১) একদলীয় রাজনৈতিক ব্যবস্থা দেখা যায় --

উত্তর - চিনে।



২২) নাৎসি  জার্মানি হল --

উত্তর - সর্বাত্মক একদলীয় ব্যবস্থা। 



২৩) সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় -

উত্তর -  ব্রিটেন যুক্তরাজ্য। 



২৪) ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হলো --

উত্তর - লেবার পার্টি। 



২৫) তানজানীয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হল একটি --

উত্তর - রাজনৈতিক দল। 



২৬) রাজনৈতিক দলের একটি কাজ --

উত্তর - সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। 



২৭) রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে -

উত্তর - রাজনৈতিক দল। 



২৮) রাজনৈতিক দলের একটি গুণ হলো - 

উত্তর - রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো। 



২৯) রাজনৈতিক দলের একটি ত্রুটি হল --

উত্তর - সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে। 



৩০) ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা -

উত্তর - বহুদলীয়। 



৩১) ভারতের সংবিধানে দল ব্যবস্থার উল্লেখ ---

উত্তর - আছে। 



৩২) ভারতে রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে -

উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে। 



৩৩) ৫২ তম সংবিধান সংশোধন সংঘটিত হয়েছিল --

উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে। 



৩৪) ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি ?

উত্তর - জাতীয় কংগ্রেস। 



৩৫) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল --

উত্তর - ১৮৮৫ খ্রিস্টাব্দে।



৩৬) রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দান করে --

উত্তর - নির্বাচন কমিশন। 



৩৭) ভারতে দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রানা যুগিয়ে ছিল ?

উত্তর - ব্রিটেন। 



৩৮) ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণীবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় --

উত্তর - নির্বাচন কমিশন। 



৩৯) রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করে --

উত্তর - নির্বাচন কমিশন। 



৪০) জাতীয় দল হল -

উত্তর - জাতীয় ঐক্যের প্রতীক। 



৪১) বর্তমান ভারতে স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা হল --

উত্তর - ৬ টি। 



৪২) ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে -

উত্তর - কংগ্রেস দল থেকে। 



৪৩) ভারতীয় জাতীয় কংগ্রেস একটি -

উত্তর - জাতীয় দল। 



৪৪) ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হলো -

 উত্তর - ব্যক্তি কেন্দ্রিক। 



৪৫) ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে ?

উত্তর - ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে। 



৪৬) ভারতীয় জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য কোন রাজনৈতিক দলকে কমপক্ষে কয়টি রাজ্যে উপস্থিত থাকতে হবে ?

উত্তর - ৪ টি।



৪৭) ভারতের প্রথম নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে ?

উত্তর - জাতীয় কংগ্রেস। 



৪৮) ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল ?

উত্তর - ৫৪ টি। 



৪৯) ভারতে এখন পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে - 

উত্তর - ১৮ টি।



৫০) ভারতে শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় -

উত্তর - ২০২৪ সালে।



৫১) জাতীয় কংগ্রেস হলো একটি -

উত্তর - ডানপন্থী দল। 



৫২) কংগ্রেস দলের বর্তমান সভাপতি হলেন -

উত্তর - মোল্লিকার্জুন খর্গে।



৫৩) ভারতে একটি জাতীয় রাজনৈতিক দল হল -

উত্তর - বহুজন সমাজ পার্টি।



৫৪) ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত -

উত্তর - বিজেপি। 



৫৫) ভারতে বিজেপি প্রতিষ্ঠিত হয় -

উত্তর - ১৯৮০ খ্রিস্টাব্দে। 



৫৬) বিজেপি একটি -

উত্তর - দক্ষিণপন্থী দল। 



৫৭) ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম হল -

উত্তর - কংগ্রেস। 



৮) ভারতের মার্কসীয় সাম্যবাদে বিশ্বাসী একটি দল হল -

উত্তর - সিপিআইএম। 



৫৯) ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় -

উত্তর - কেরলে।



৬০) যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে বলে -

উত্তর - জোট রাজনীতি। 



৬১) লোকসভায় যদি কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে বলে -

উত্তর - ত্রিশঙ্কু লোকসভা। 



৬২) কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় ?

উত্তর - মুরারজি দেশাই।



৬৩) NDA এর সম্পূর্ণ রূপ কি ?

উত্তর - National Democratic Alliance.



৬৪) এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল ?

উত্তর - বিজেপির নেতৃত্বে। 



৬৫) UPA বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট -

উত্তর - না।



৬৬) UPA বলতে কী বোঝায় ?

উত্তর - সংযুক্ত প্রগতিশীল জোট। 



৬৭) কার নেতৃত্বে ভারতের প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল ?

উত্তর - মনমোহন সিং। 



৬৮) UPA এর সম্পূর্ণ রূপ কি ?

উত্তর - United Progressive Alliance.



৬৯) ২০২৪ সালের সাধারণ নির্বাচনে উদীয়মান নতুন জোট শক্তির নাম কি ?

উত্তর - INDIA .



৭০) INDIA জোটের পুরো নাম কি ?

উত্তর - Indian National Development Inclusive Alliance.



৭১) ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে -

উত্তর - তামিলনাড়ুতে। 



৭২) DMK --

উত্তর - তামিলনাড়ু এর প্রধান রাজনৈতিক দল। 



৭৩) ভারতে প্রথম আঞ্চলিক দলের নাম হলো -

উত্তর - ডিএমকে। 



৭৪) একটি ভাষাভিত্তিক দল হল -

উত্তর - IADMK.



৭৫) জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দল হল -

উত্তর - শিবসেনা। 



৭৬) ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন -

উত্তর - সুভাষচন্দ্র বসু। 



৭৭) হিন্দু মহাসভা একটি -

উত্তর - সাম্প্রদায়িক দল। 



৭৮) পাঞ্জাবের অকালি দল হল -

উত্তর - আঞ্চলিক দল। 



৭৯) পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল হল -

উত্তর - তৃণমূল কংগ্রেস। 



৮০) উত্তরপ্রদেশের প্রধান আঞ্চলিক দলের নাম -

উত্তর - বহুজন সমাজ পার্টি।



৮১) ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল কি ?

উত্তর - ঝাড়খন্ড মুক্তি মোর্চা। 



৮২) ভারতে দলত্যাগ নিরোধ আইন পাস হয় -

উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে। 



৮৩) "রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থাকে কল্পনা করা যায় না।"-- উক্তিটি কার ?

উত্তর - অ্যালান বল। 



-: শূন্যস্থান পূরণ কর :-


১) ভারতে বিদ্যমান ________ ব্যবস্থা। 

উত্তর - বহুদলীয়। 



২) একটি রাজনৈতিক দল স্বীকৃতি পায় ______ দ্বারা। 

উত্তর - ভারতীয় নির্বাচন কমিশনের। 



৩) জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ______ রাজ্যে স্বীকৃতি পেতে হবে। 

উত্তর - ৪ টি।



৪) __________ একটি আঞ্চলিক দল। 

উত্তর - সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 



৫) রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হল সরকারকে ______ ও দলীয় নীতিসমূহকে _______ করা।

উত্তর - নিয়ন্ত্রণ, বাস্তবায়ন। 


৬) DMK একটি _______ দল।

উত্তর - ভাষাভিত্তিক। 



৭) ভারতীয় কমিউনিস্ট পার্টি হল একটি ______ দল।

উত্তর - বামপন্থী। 



৮) কংগ্রেসের বিকল্প দল হিসেবে কেন্দ্রে সর্বপ্রথম ক্ষমতাসীন দল হল _______।

উত্তর - জনতা পার্টি। 



৯) নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হল ______ ।

উত্তর - ফরোয়ার্ড ব্লক। 



১০) স্ট্যাসিওলজি _______ বিষয়ের অধ্যায়ন। 

উত্তর - রাজনৈতিক দল।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url