দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণি সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় (রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা) প্রশ্ন উত্তর আলোচনা | Class 12 Semester 3 Political Science Chapter 5 (Political Parties and Party System) Question Answer WBCHSE
-: রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা :-
পরীক্ষায় চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে | আমরা এখানে শুধু উত্তরটি পড়বো |
-: প্রশ্ন ও উত্তর :-
১) সব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টিকে বলে -
উত্তর - রাজনৈতিক দল।
২) আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হয় --
উত্তর - দলীয় শাসন ব্যবস্থা।
৩) দল ব্যবস্থা অপরিহার্য -
উত্তর - গণতন্ত্রে।
৪) রাজনৈতিক দলের উত্থান সরাসরি যুক্ত -
উত্তর - প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে।
৫) রাজনৈতিক দল গঠন করতে পারে -
উত্তর - নাগরিকরা।
৬) সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন -
উত্তর - নিউম্যান।
৭) রাজনৈতিক দলকে "স্বার্থ সমন্বয়ের কাঠামো" বলেছেন ----
উত্তর - অ্যালমন্ড ও পাওয়েল।
৮) "যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই" কথাটি বলেছেন -
উত্তর - আইভর জেনিংস।
৯) রাজনৈতিক দলকে "আধুনিককরণের বাহক" বলেছেন --
উত্তর - অ্যাপটার।
১০) " The English Parliament"-- গ্রন্থটির লেখক --
উত্তর - কেনেথ ম্যাকেনজি।
১১) ইংল্যান্ডে রানী এলিজাবেথের আমলে সৃষ্ট দুটি রাজনৈতিক দল হল ---
উত্তর - হুইগ ও টোরি।
১২) ভারতের রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে ---
উত্তর - নির্বাচন কমিশন।
১৩) "Capitalism, Socialism and Democracy"- গ্রন্থটির লেখক ---
উত্তর - শ্যুমপিটার।
১৪) ভারতবর্ষে রাজনৈতিক দল ব্যবস্থাকে প্রাধান্য কারী দলীয় ব্যবস্থা বলে উল্লেখ করেছেন -
উত্তর - মরিচ জোন্স।
১৫) সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে -
উত্তর - ইংল্যান্ডে।
১৬) যে শাস্ত্রে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয় তা পরিচিত -
উত্তর - স্ট্যাসিওলজি নামে।
১৭) "দ্যা অরিজিন অফ পারটিস" গ্রন্থটি কার লেখা --
উত্তর - মরিস দ্যুভারজার ।
১৮) " Parties and Party System" গ্রন্থটির লেখক হলেন --
উত্তর - জিয়োভানি সরতোরি।
১৯) " পলিটিকাল বিহেভিয়ার "- গ্রন্থটির লেখক হলেন --
উত্তর - গ্রেজিয়া।
২০) সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি ---
উত্তর - একদলীয়।
২১) একদলীয় রাজনৈতিক ব্যবস্থা দেখা যায় --
উত্তর - চিনে।
২২) নাৎসি জার্মানি হল --
উত্তর - সর্বাত্মক একদলীয় ব্যবস্থা।
২৩) সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় -
উত্তর - ব্রিটেন যুক্তরাজ্য।
২৪) ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হলো --
উত্তর - লেবার পার্টি।
২৫) তানজানীয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হল একটি --
উত্তর - রাজনৈতিক দল।
২৬) রাজনৈতিক দলের একটি কাজ --
উত্তর - সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা।
২৭) রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে -
উত্তর - রাজনৈতিক দল।
২৮) রাজনৈতিক দলের একটি গুণ হলো -
উত্তর - রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো।
২৯) রাজনৈতিক দলের একটি ত্রুটি হল --
উত্তর - সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে।
৩০) ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা -
উত্তর - বহুদলীয়।
৩১) ভারতের সংবিধানে দল ব্যবস্থার উল্লেখ ---
উত্তর - আছে।
৩২) ভারতে রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে -
উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে।
৩৩) ৫২ তম সংবিধান সংশোধন সংঘটিত হয়েছিল --
উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে।
৩৪) ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি ?
উত্তর - জাতীয় কংগ্রেস।
৩৫) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল --
উত্তর - ১৮৮৫ খ্রিস্টাব্দে।
৩৬) রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দান করে --
উত্তর - নির্বাচন কমিশন।
৩৭) ভারতে দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রানা যুগিয়ে ছিল ?
উত্তর - ব্রিটেন।
৩৮) ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণীবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় --
উত্তর - নির্বাচন কমিশন।
৩৯) রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করে --
উত্তর - নির্বাচন কমিশন।
৪০) জাতীয় দল হল -
উত্তর - জাতীয় ঐক্যের প্রতীক।
৪১) বর্তমান ভারতে স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা হল --
উত্তর - ৬ টি।
৪২) ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে -
উত্তর - কংগ্রেস দল থেকে।
৪৩) ভারতীয় জাতীয় কংগ্রেস একটি -
উত্তর - জাতীয় দল।
৪৪) ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হলো -
উত্তর - ব্যক্তি কেন্দ্রিক।
৪৫) ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে ?
উত্তর - ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে।
৪৬) ভারতীয় জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য কোন রাজনৈতিক দলকে কমপক্ষে কয়টি রাজ্যে উপস্থিত থাকতে হবে ?
উত্তর - ৪ টি।
৪৭) ভারতের প্রথম নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে ?
উত্তর - জাতীয় কংগ্রেস।
৪৮) ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল ?
উত্তর - ৫৪ টি।
৪৯) ভারতে এখন পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে -
উত্তর - ১৮ টি।
৫০) ভারতে শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় -
উত্তর - ২০২৪ সালে।
৫১) জাতীয় কংগ্রেস হলো একটি -
উত্তর - ডানপন্থী দল।
৫২) কংগ্রেস দলের বর্তমান সভাপতি হলেন -
উত্তর - মোল্লিকার্জুন খর্গে।
৫৩) ভারতে একটি জাতীয় রাজনৈতিক দল হল -
উত্তর - বহুজন সমাজ পার্টি।
৫৪) ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত -
উত্তর - বিজেপি।
৫৫) ভারতে বিজেপি প্রতিষ্ঠিত হয় -
উত্তর - ১৯৮০ খ্রিস্টাব্দে।
৫৬) বিজেপি একটি -
উত্তর - দক্ষিণপন্থী দল।
৫৭) ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম হল -
উত্তর - কংগ্রেস।
৫৮) ভারতের মার্কসীয় সাম্যবাদে বিশ্বাসী একটি দল হল -
উত্তর - সিপিআইএম।
৫৯) ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় -
উত্তর - কেরলে।
৬০) যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে বলে -
উত্তর - জোট রাজনীতি।
৬১) লোকসভায় যদি কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে বলে -
উত্তর - ত্রিশঙ্কু লোকসভা।
৬২) কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় ?
উত্তর - মুরারজি দেশাই।
৬৩) NDA এর সম্পূর্ণ রূপ কি ?
উত্তর - National Democratic Alliance.
৬৪) এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল ?
উত্তর - বিজেপির নেতৃত্বে।
৬৫) UPA বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট -
উত্তর - না।
৬৬) UPA বলতে কী বোঝায় ?
উত্তর - সংযুক্ত প্রগতিশীল জোট।
৬৭) কার নেতৃত্বে ভারতের প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল ?
উত্তর - মনমোহন সিং।
৬৮) UPA এর সম্পূর্ণ রূপ কি ?
উত্তর - United Progressive Alliance.
৬৯) ২০২৪ সালের সাধারণ নির্বাচনে উদীয়মান নতুন জোট শক্তির নাম কি ?
উত্তর - INDIA .
৭০) INDIA জোটের পুরো নাম কি ?
উত্তর - Indian National Development Inclusive Alliance.
৭১) ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে -
উত্তর - তামিলনাড়ুতে।
৭২) DMK --
উত্তর - তামিলনাড়ু এর প্রধান রাজনৈতিক দল।
৭৩) ভারতে প্রথম আঞ্চলিক দলের নাম হলো -
উত্তর - ডিএমকে।
৭৪) একটি ভাষাভিত্তিক দল হল -
উত্তর - IADMK.
৭৫) জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দল হল -
উত্তর - শিবসেনা।
৭৬) ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন -
উত্তর - সুভাষচন্দ্র বসু।
৭৭) হিন্দু মহাসভা একটি -
উত্তর - সাম্প্রদায়িক দল।
৭৮) পাঞ্জাবের অকালি দল হল -
উত্তর - আঞ্চলিক দল।
৭৯) পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল হল -
উত্তর - তৃণমূল কংগ্রেস।
৮০) উত্তরপ্রদেশের প্রধান আঞ্চলিক দলের নাম -
উত্তর - বহুজন সমাজ পার্টি।
৮১) ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল কি ?
উত্তর - ঝাড়খন্ড মুক্তি মোর্চা।
৮২) ভারতে দলত্যাগ নিরোধ আইন পাস হয় -
উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে।
৮৩) "রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থাকে কল্পনা করা যায় না।"-- উক্তিটি কার ?
উত্তর - অ্যালান বল।
-: শূন্যস্থান পূরণ কর :-
১) ভারতে বিদ্যমান ________ ব্যবস্থা।
উত্তর - বহুদলীয়।
২) একটি রাজনৈতিক দল স্বীকৃতি পায় ______ দ্বারা।
উত্তর - ভারতীয় নির্বাচন কমিশনের।
৩) জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ______ রাজ্যে স্বীকৃতি পেতে হবে।
উত্তর - ৪ টি।
৪) __________ একটি আঞ্চলিক দল।
উত্তর - সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
৫) রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হল সরকারকে ______ ও দলীয় নীতিসমূহকে _______ করা।
উত্তর - নিয়ন্ত্রণ, বাস্তবায়ন।
৬) DMK একটি _______ দল।
উত্তর - ভাষাভিত্তিক।
৭) ভারতীয় কমিউনিস্ট পার্টি হল একটি ______ দল।
উত্তর - বামপন্থী।
৮) কংগ্রেসের বিকল্প দল হিসেবে কেন্দ্রে সর্বপ্রথম ক্ষমতাসীন দল হল _______।
উত্তর - জনতা পার্টি।
৯) নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হল ______ ।
উত্তর - ফরোয়ার্ড ব্লক।
১০) স্ট্যাসিওলজি _______ বিষয়ের অধ্যায়ন।
উত্তর - রাজনৈতিক দল।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url