দ্বাদশ শ্রেণী সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৬ (ভারতের বৈদেশিক নীতি) প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ভারতের বৈদেশিক নীতি প্রশ্ন উত্তর (Semester 3) | Class XII Semester 3 Political Science Chapter 6 Question Answer WBCHSE
-: ভারতের বৈদেশিক নীতি :-
পরীক্ষায় চাকরি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আমরা এখানে শুধু উত্তরটি পড়বো।
-: প্রশ্ন ও উত্তর :-
১) আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক -
উত্তর - জওহরলাল নেহরু।
২) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন -
উত্তর - প্রধানমন্ত্রী।
৩) ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হল -
উত্তর - পঞ্চশীল নীতির অনুসরণ।
৪) বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল -
উত্তর - জাতীয় স্বার্থ রক্ষা।
৫) ভারতের বিদেশ নীতির তাত্যিক ভিত্তি হল -
উত্তর - জোট নিরপেক্ষতা।
৬) পররাষ্ট্র নীতি রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল -
উত্তর - জাতীয় স্বার্থ।
৭) পররাষ্ট্রীয় নীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল -
উত্তর - ভৌগোলিক অবস্থান।
৮) ভারত-পাক প্রথম যুদ্ধ হয় ?
উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দে।
৯) ১৯৬৫ খ্রিস্টাব্দের যুদ্ধের পর ভারত-পাকিস্তানের শান্তি পুনস্থাপন হয়েছিল -
উত্তর - তাসখন্দে ।
১০) তাসখন্দে চুক্তির মাধ্যমে অবসান হয় -
উত্তর - ভারত-পাক যুদ্ধের।
১১) ভারত - পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
উত্তর - ১৯৭২ খ্রিস্টাব্দে।
১২) সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল -
উত্তর - ভারত ও পাকিস্তানের মধ্যে।
১৩) কারগিল যুদ্ধ কবে সংঘটিত হয় ?
উত্তর - ১৯৯৯ খ্রিস্টাব্দে।
১৪) 'কারগিল দিবস' পালিত হয় -
উত্তর - ২৬ জুলাই।
১৫) ভারত-পাকিস্তানের মধ্যে কারগিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন -
উত্তর - নওয়াজ শরিফ।
১৬) ভারত-পাকিস্তানের মধ্যে কারগিল যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন -
উত্তর - অটল বিহারী বাজপেয়ি।
১৭) দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয় --
উত্তর - ইন্দিরা গান্ধীর আমলে।
১৮) সার্ক একটি -
উত্তর - আঞ্চলিক সংগঠন।
১৯) সার্ক গঠিত হয়েছে -
উত্তর - দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা।
২০) সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হল -
উত্তর - বাংলাদেশ।
২১) সার্ক প্রতিষ্ঠিত হয় -
উত্তর - ১৯৮৫ খ্রিস্টাব্দে।
২২) সার্কের বর্তমান সদস্য সংখ্যা হল -
উত্তর - ৮
২৩) সার্কির স্থায়ী সচিবালায় অবস্থিত -
উত্তর - কাঠমান্ডুতে।
২৪) ভারত শ্রীলংকার জল সীমান্ত নির্ধারিত -
উত্তর - পক প্রণালী দ্বারা।
২৫) তিস্তা জল বন্টন সমস্যা কোন দুই দেশের মধ্যে সমস্যা ?
উত্তর - ভারত - বাংলাদেশ।
২৬) পেট্রাপোল-বেনাপোল কোন দুই দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর - ভারত ও বাংলাদেশ।
২৭) ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?
উত্তর - ৬ ডিসেম্বর।
২৮) ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো -
উত্তর - উদবাস্তু সমস্যা।
২৯) ভারত - নেপাল শান্তি ও বন্ধুত্বের চুক্তি সম্পাদিত হয় -
উত্তর - ১৯৫০ খ্রিস্টাব্দে।
৩০) "মহাকালী" চুক্তি কার আমলে ? কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয় ?
উত্তর - পি ভি নরসীমা রাও এর আমলে, ভারত ও নেপালের মধ্যে সম্পাদিত হয়।
৩১) কোন দেশ প্রথম ভারতের অনলাইন পেমেন্ট এপ্লিকেশন BHIM গ্রহণ করেছে ?
উত্তর - ভুটান।
৩২) কত খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কায় ভারতীয় শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করেন ?
উত্তর - ১৯৮৭ খ্রিস্টাব্দে।
৩৩) ভারত শ্রীলংকা মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরী (ISFTA) হয় -
উত্তর - ২০০০ সালে।
৩৪) ভারত শ্রীলংকার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা CEPA স্বাক্ষরিত হয় -
উত্তর - ২০০৩ সালে।
৩৫) ভারত শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়াটির নাম হল -
উত্তর - মিত্রশক্তি।
৩৬) কাশ্মীর সমস্যা ভারতের সঙ্গে কোন দেশের প্রধান সমস্যা ?
উত্তর - পাকিস্তান।
৩৭) সামপুর সৌর বিদ্যুৎ প্রকল্প কোন কোন দেশের মধ্যে গড়ে উঠেছে ?
উত্তর - ভারত ও শ্রীলংকা।
৩৮) কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় -
উত্তর - Instrument of Accession এর মাধ্যমে।
৩৯) " Instrument of Accession" স্বাক্ষরিত হয় -
উত্তর - ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ শে অক্টোবর।
৪০) নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের জন্ম হয় -
উত্তর - ১৯৭১ খ্রিস্টাব্দে।
৪১) ভারত পাকিস্তান বিপাক্ষিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয় -
উত্তর - ১৯৯৯ খ্রিস্টাব্দে নওয়াজ শরিফ ও বাজপেয়ীর মধ্যে।
৪২) ভারত কবে পাকিস্তানের সঙ্গে Most Favoured (MFN) চুক্তি স্বাক্ষর করে ?
উত্তর - ১৯৯৬ খ্রিস্টাব্দে।
৪৩) দিল্লি-লাহোর বাস পরিষেবা চালু হয় -
উত্তর - বাজপেয়ির আমলে।
৪৪) মোদি সরকার ২০১৯ সালে ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিলোপের কারণে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকে ?
উত্তর - ৩৭০ নং ধারা।
৪৫) ১৯৭১ খ্রিস্টাব্দে ভারত কোন দেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে ?
উত্তর - বাংলাদেশ।
৪৬) বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ সামরিক বাহিনীর নাম ছিল -
উত্তর - মুক্তিবাহিনী।
৪৭) মুক্তিবাহিনীর দ্বারা পরিচালিত অপারেশনটির নাম হলো -
উত্তর - অপারেশন জ্যাকপট।
৪৮) ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় -
উত্তর - ১৯৭৪ খ্রিস্টাব্দে।
৪৯) ভারত - বাংলাদেশ চিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয় -
উত্তর - ২০১৫ সালে।
৫০) BECA হলো -
উত্তর - ভারত আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি।
৫১) BECA এর পূর্ণরূপ হল -
উত্তর - Basic Exchange and Cooperation Agreement.
৫২) ভারত মহাসাগরে চিনার শক্তিকে প্রতিরোধের উদ্দেশ্যে ভারত আমেরিকার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক নৌ মহড়ার নাম হল -
উত্তর - মালাবার অনুশীলন।
৫৩) ' ভারত হলো মার্কিন কৌশলের লিনচপিন ' উক্তিটি করেছেন -
উত্তর - ওবামা।
৫৪) "লিনচপিন" এর অর্থ -
উত্তর - অপরিহার্য অঙ্গ।
৫৫) ১২৩ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে -
উত্তর - আমেরিকার।
৫৬) ১২৩ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে ?
উত্তর - ২০০৭ সালে।
৫৭) ভারত কবে মার্কিন যুক্তরাষ্ট্রকে "Natural Global Partner" বলে ঘোষণা করে ?
উত্তর - ২০১৪ সালে ২৬ শে সেপ্টেম্বর।
৫৮) ভারত-রাশিয়ার আন্তঃসরকারি কমিশন হল -
উত্তর - IRIGC.
৫৯) INDRA কী ?
উত্তর - ভারত-সোভিয়েত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন।
৬০) ভারত রাশিয়া যৌথভাবে কোন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ?
উত্তর - ব্রহ্মস।
৬১) রাশিয়ার সহায়তায় নির্মিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল -
উত্তর - আর্যভট্ট।
৬২) সামরিক প্রযুক্তির সহযোগিতা (২০২১-২০৩১) চুক্তিটি ভারত ও রাশিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর - ডিসেম্বর, ২০২১.
৬৩) ২০২৪ সালে অনুষ্ঠিত ভারত রাশিয়ার মধ্যে সম্পাদিত সর্বশেষ চুক্তিটি হলো -
উত্তর - ভিসামুক্ত ভ্রমণ চুক্তি।
৬৪) কত সালে চীন সিকিমের উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল -
উত্তর - ২০০৩ সালে।
৬৫) কত সালে ভারত - চীন আন্ত:সীমান্ত বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা গিরিপথ উন্মুক্ত করা হয় ?
উত্তর - ২০০৬ সালে।
৬৬) ২০২৫ সালের এক এপ্রিল ভারত চীন কূটনৈতিক সম্পর্ক কততম বছর পূর্ণ করবে ?
উত্তর - ৭৫ বছর।
৬৭) ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কবে স্থাপন করা হয় ?
উত্তর - ১৯৬২ খ্রিস্টাব্দে।
৬৮) ডোকলাম বিরোধ আবর্তিত হয় -
উত্তর = চীন - ভুটান - ভারতের মধ্যে।
৬৯) ডোকলাম বিরোধ সংঘটিত হয় -
উত্তর - ২০১৭ সালে।
৭০) শিলিগুড়ি করিডর কে ভূ-কৌশলগত ভাষায় বলা হয় -
উত্তর - চিকেনস নেক।
৭১) পঞ্চশিলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন -
উত্তর - জওহরলাল নেহেরু।
৭২) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় --
উত্তর - ভারতের নেহেরুর সঙ্গে চীনের চৌ এন লাইয়ের।
৭৩) ভারতের সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় -
উত্তর - ১৯৫৪ খ্রিস্টাব্দে।
৭৪) চীন কবে তিব্বত আক্রমণ করে ?
উত্তর - ১৯৫৯ খ্রিস্টাব্দে।
৭৫) ভারত চীন সীমান্ত সংঘর্ষ সংঘটিত হয় -
উত্তর - ১৯৬২ খ্রিস্টাব্দে।
৭৬) গালেবান উপত্যকা সংঘর্ষ কবে সংঘটিত হয় ?
উত্তর - ২০২০ সালে।
৭৭) চীনের আগ্রাসনীতির মধ্যে অন্যতম হলো -
উত্তর - পাম অ্যান্ড ফাইভ ফিঙ্গার নীতি, স্ট্রিং অফ পার্লস, বেল্ড অ্যান্ড রোড ইনিসিয়েটিভ।
৭৮) চীন অনুসৃত CPEC এর পুরো অর্থ কি ?
উত্তর - চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর।
৭৯) চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ সূচিত হয় -
উত্তর - ২০১৩ সালে।
৮০) ভারত মহাসাগরের চীনের আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য জোট হল -
উত্তর - কোয়াড।
৮১) চীনা আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপ টি হল -
উত্তর - হীরের মালা নীতি।
৮২) ভারত চীন সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ?
উত্তর - সীমান্ত বিরোধ।
৮৩) ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল -
উত্তর - ভারত চীন সীমান্ত টহল চুক্তি।
৮৪) বিশ্বের সর্বপ্রথম কোন দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ?
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র।
৮৫) ভারতের পরমাণু নীতির মূল কথা হলো -
উত্তর - No First Strike.
৮৬) ভারতের No First Strike এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী ?
উত্তর - অটল বিহারী বাজপেয়ি।
৮৭) ভারত 'পোখরানে' দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কবে ?
উত্তর - ১৯৯৮ খ্রিস্টাব্দে।
৮৮) ভারতী কার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচির উদ্যোগ গৃহীত হয় ?
উত্তর - হোমি জাহাঙ্গীর ভাবা।
৮৯) ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ?
উত্তর - ১৯৭৪ খ্রিস্টাব্দে।
৯০) ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হল -
উত্তর - স্মাইলিং বুদ্ধ।
৯১) কার উদ্যোগে ভারতের প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয় ?
উত্তর - ইন্দিরা গান্ধী।
৯২) পোখরান - ১ পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর - রাজা রামান্না।
৯৩) ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের নাম হল -
উত্তর - অপারেশন শক্তি।
৯৪) কার প্রধানমন্ত্রীত্ব কালে ভারতের দ্বিতীয় বার সফল পরমাণু পরীক্ষার সম্পাদিত হয় ?
উত্তর - অটল বিহারি বাজপেয়ি।
৯৫) "দ্য মেকিং অফ ইন্ডিয়া'স ফরেন পলিসি" - গ্রন্থটির লেখক হলেন -
উত্তর - জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়।
৯৬) আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটে কার প্রধানমন্ত্রীত্ব কালে ?
উত্তর - রাজীব গান্ধী
শেষ কথা ঃ-
এই পোষ্টে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৬ ভারতের বৈদেশিক নীতি থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যুক্ত করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url