Class XI Semester 2 Computer Application Chapter 7 Wbchse

একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অধ্যায় ৭ প্রশ্ন ও উত্তর | Class XI Semester 2 Computer Application Chapter 7 Wbchse


Chapter - 7

Digital Footprint and Data Protection


-: সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর :-

1. সাইবার এথিক্স কি ? এটিকেট (Etiquette) ও নেটিকেট ( Netiquette) কাকে বলে ?

উত্তর - বর্তমান সময়ে প্রতিটি মানুষই ইন্টারনেটের উপর নির্ভরশীল। প্রতিটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এই ইন্টারনেট ব্যবহারের কিছু নিয়মাবলী রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের কিছু নিয়ম ও নীতি মেনে কাজ করতে হয় একেই সাইবার এথেক্স বলে।


এটিকেট (Etiquette) :- এটিকেট কথার অর্থ হলো শিষ্টাচার বা ভদ্রতা। সমাজে চলাফেরা করতে গেলে কিছু শিষ্টাচার বা ভদ্রতা মেনে চলতে হয় যাকে বলা হয় এটিকেট বা গুড ম্যানার। 


 নেটিকেট ( Netiquette):- নেটিকেট কথার অর্থ হলো ইন্টারনেট শিষ্টাচার বা আদব। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে সকল নিয়মাবলী মেনে চলতে হয় তাকে ন্যাটিকেট বলা হয়। 




2. ডিজিটাল ফুড প্রিন্ট কি ? ডিজিটাল ফুড প্রিন্ট কত প্রকার ও কি কি ? 

উত্তর - ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনে কাজ করার সময় অনলাইনে কি কি খুঁজছেন, কোন কোন সাইটে প্রবেশ করেছেন, কি কি পছন্দ করেছেন, অর্থাৎ ওয়েব ব্রাউজিং ইতিহাস,সোসিয়াল মিডিয়া পোস্ট, ইমেল এবং অন্যান্য ডিজিটাল রেকর্ড এই ডিজিটাল পরিমণ্ডলে রেখে যায় তাকেই ডিজিটাল ফুড প্রিন্টস বলা হয়। 

ডিজিটাল ফুড প্রিন্ট দুই ধরনের হয়ে থাকে-

 ১. অ্যাক্টিভ ডিজিটাল ফুড প্রিন্ট - যখন কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের তথ্য শেয়ার করে তখন অ্যাক্টিভ ফুটপ্রিন্ট তৈরি হয়। যেমন- কোন ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে লগইন করা, কোন ফরম ফিলাপ করা ইমেইল পাঠানো ইত্যাদি অ্যাক্টিভ ডিজিটাল ফুড প্রিন্টের অংশ।

২. প্যাসিভ ডিজিটাল ফুড প্রিন্টস - যখন কোন ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাদের সম্পর্কে তথ্য সংগৃহীত করা হয় তখন তাকে প্যাসিভ ডিজিটাল ফুড প্রিন্স বলে। যেমন - যখন ইন্টারনেটে আমরা কোন কিছু সার্চ করি সেই বিষয়গুলির ফুটপ্রিন্টস আমরা রেখে যাই। ব্যবহারকারীর অজান্তে রেখে যাওয়া এই সকল ফুট প্রিন্টস গুলি ব্যবহার করে বিজ্ঞাপনের মাধ্যমে  ব্যবহারকারীর কাছে তা উপস্থাপন করে। আমরা ইউটিউব বা ওয়েবসাইটে যে সমস্ত বিজ্ঞাপন দেখতে পাই ,তা আমাদের ডিজিটাল ফুড প্রিন্স ব্যবহার করেই আমাদের সামনে উপস্থাপন করে।




3. ডিজিটাল ফুড প্রিন্টস রক্ষা করবে কিভাবে ? 

উত্তর -
১.যেকোনো ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের ব্যক্তিগত ইনফরমেশন কোন ব্যক্তি বা সংস্থার কাছে সীমিত পরিমাণে শেয়ার করতে হবে।

২. পুরনো একাউন্ট বা তথ্য ডিলিট করতে হবে, 

৩. আমাদের অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

৪. অনিরাপদ ওয়েবসাইট গুলিতে ভিজিট করা যাবে না।

৫. নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে। 




4. একটি শক্তিশালী Password কিভাবে তৈরি করা যায় ? 

উত্তর - একটি শক্তিশালী পাসওয়ার্ড সর্বদা Upper Case,Lower Case, অ্যালফাবেট, symbol (@#&₹*) ও নাম্বারের (1,2,3......9) সমন্বয়ে তৈরি করতে হবে। পাসওয়ার্ড কোন অজ্ঞাত ব্যক্তি কে শেয়ার করা যাবে না। এবং একই পাসওয়ার্ড সমস্ত অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না।




5. VPN  এর পূর্ণরূপ কি ? VPN ব্যবহার করে আমরা কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্টস গোপন রাখতে পারি ?

উত্তর- VPN এর পূর্ণরূপ হল - ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।
 সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীর ডিজিটাল ফুটপ্রিন্টস তার নিজস্ব আইপি অ্যাড্রেস এর সাহায্যে পাওয়া যায়। যা থেকে তাকে আলাদাভাবে সনাক্ত করা যায়। কিন্তু ভি.পি.এন ব্যবহার করলে ব্যবহারকারীর আই.পি অ্যাড্রেস শনাক্ত করা সম্ভব হয় না। কারণ ভি.পি.এন আইপি এড্রেসকে বদলে দেয়। তাই ভি.পি.এন ব্যবহার করে আমরা আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টস গোপন রাখতে পারি।




6. কপি রাইট কি ? একজন কপি রাইট হোল্ডার কোন কোন বিষয়ের উপর কপিরাইট দাবি করতে পারে ? 

উত্তর - কপিরাইট হলো একটি আইনি শব্দ যা মালিক কে তার কাজের জন্য একচেটিয়া আইনে অধিকার দেয়। 

ভারতে 1957 সালে কপিরাইট আইন চালু হয়। এই আইন কোন ব্যক্তি বা সংস্থার কোন শৈল্পিক, সাহিত্যকর্ম, গান,বাদ্যযন্ত্র, সিনেমা ইত্যাদি সৃষ্ট কর্মের সুরক্ষার জন্য আইনি কাঠামো প্রতিষ্ঠা করে।

এই আইন ভারতে কোন ব্যক্তির মনের ক্ষমতা দ্বারা তৈরি করা কোন সাহিত্য, শৈল্পিক কাজ, নকশা, বাণিজ্যে ব্যবহৃত প্রতীক, নাম, ছবি ইত্যাদি এবং প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক কাজের অনুমতি দেয়। কপিরাইটের সিম্বল © দ্বারা বোঝানো হয়।

সাহিত্যকর্ম ,শৈল্পিক কাজ, বাদ্যযন্ত্রের কাজ, সিনেমাটোগ্রাফিক ও ফিল্ম, নাটকীয় কাজ, সাউন্ড রেকর্ডিং প্রভৃতি  বিষয়ের উপর কপিরাইট দাবি করতে পারে।




7. পেটেন্ট কি ? পেটেন্ট কয় প্রকার ও কি কি ? 

উত্তর - পেটেন্ট হলো সরকার কর্তৃক আবিষ্কর্তাকে এক ধরনের অধিকার প্রদানের অনুমোদন পত্র। যে অধিকারের বলে আবিষ্কর্তা একমাত্র তার উদ্ভাবনের প্রস্তুতি ব্যবহার বা বিক্রয় করতে পারেন। আবিষ্কারটি হতে পারে যেকোনো পণ্য বা পদ্ধতি যা শিল্প ও বাণিজ্যিকভাবে মানুষের কাজে আসে।

পেটেন্ট পাঁচ ধরনের হয়ে থাকে - 

১. প্রোডাক্ট পেটেন্ট 

২. প্রসেস পেটেন্ট 

৩. প্রভিশনাল পেটেন্ট 

৪. ডিজাইন পেটেন্ট 

৫. ইউটিলিটি পেটেন্ট।



8. ট্রেডমার্ক কি ? ট্রেডমার্কের সাথে কি কি চিহ্ন ব্যবহার করতে পারি।

উত্তর - ব্যবসার ক্ষেত্রে কোন পণ্যকে অন্যের পণ্য থেকে আলাদাভাবে চিহ্নিত করতে যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ট্রেডমার্ক বলে। ট্রেডমার্ক হল একটি স্বতন্ত্র নাম লোগো টেকলাইন বা স্লোগান।

আমরা আমাদের ট্রেডমার্ক ব্যবহার করার সময় ট্রেডমার্কের সাথে একটি প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারি। 

TM :- TM হল অনিবন্ধিত পণ্যের ট্রেডমার্ক প্রতীক। তবে নিবন্ধিত পণ্যেও TM প্রতীক ব্যবহার করা যায়। প্রকৃতপক্ষে একটি পণ্য নিবন্ধিত হওয়ার আগে পর্যন্ত পণ্যটিকে ক্রেতাদের কাছে পরিচিত করানোর জন্য TM প্রতীক ব্যবহার করা হয়।

SM :-  পণ্যের মতোই বিভিন্ন পরিষেবার কাজে SM প্রতীক ব্যবহার করা হয়। যখন সেটি অনিবন্ধিত পরিষেবা হয়। হাসপাতাল, বিমান, হোটেল ইত্যাদি পরিষেবায় SM প্রতীক ব্যবহার করা হয়।

® :- যেসব পণ্যের নাম ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন হয়ে যায় ,তখন ট্রেডমার্কের সাথে ® চিহ্ন ব্যবহার করা হয়। অনিবন্ধিত ট্রেডমার্কে ® প্রতীক ব্যবহার করা যায় না।




9. প্ল্যাজিয়ারিজম বলতে কি বোঝ ? প্ল্যাজিয়ারিজেম কয় প্রকার ও কি কি ?

উত্তর -  প্ল্যাজিয়ারিজম বলতে অন্যের ধারণা শব্দ বা কাজকে নিজের মতো করে বা নিজের নামে উপস্থাপন করা। কোন উৎস থেকে কপি করা ব্যাখ্যা করা এবং অন্যের কাজ নিজের নামে জমা দেওয়া। যদি বোঝায়।

প্ল্যাজিয়ারিজম দুই ধরনের হয় - 

১. ইচ্ছাকৃত প্ল্যাজিয়ারিজম :- অন্যের লেখা, শিল্পকর্ম, কাজ ইত্যাদি সরাসরি নিজের নামে ব্যবহার করা।

২. অনিচ্ছাকৃত প্ল্যাজিয়ারিজম :- অন্যের লেখা কাজ শিল্পকর্ম ইত্যাদি অজান্তে ব্যবহার করা ও উপযুক্ত স্বীকৃতি না দেওয়া। 




10. ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে ? উদাহরণ দাও ? 

উত্তর - ওপেন সোর্স সফটওয়্যার হল এমন একটি সফটওয়্যার যা, যেকোনো ব্যক্তি বিনামূল্যে ব্যবহার করতে পারে। রিচার্ড ম্যাথিউ স্টলম্যান ওপেন সোর্স ফটওয়্যার এর প্রথম ডেভলপার।

উদাহরণ-  C, C++, Java, VIC মিডিয়া প্লেয়ার, মজিলা ফায়ারফক্স ইত্যাদি।




11. সফটওয়্যার লাইসেন্স কাকে বলে ? 

উত্তর - যখন কোন সফটওয়্যার আমরা ব্যবহার করি তখন আমাদের ব্যবহারের জন্য অনুমতির প্রয়োজন হয় একেই বলে সফটওয়্যার লাইসেন্স।




12. ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স বা CC কি ?

উত্তর- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহার করে লেখক তার যেকোন লেখা অন্যকে ব্যবহার বা শেয়ার করার অধিকার প্রদান করে। 
লরেন্স লেসিগ এবং এরিক এলড্রেড ২০০১ সালে সি.সি.এল ডিজাইন করেন এবং লাইসেন্সগুলি ২০০২ সালে প্রকাশিত হয়।




13. জি.পি.ল (GPL) কি ? এর সম্পূর্ণ নাম লেখ ?

উত্তর - জি.পি.এল এর সম্পূর্ণ নাম হলো জেনারেল পাবলিক লাইসেন্স।

GPL ওপেন সোর্স প্রজেক্টে কাজ করে এমন ডেভলপারদের কপি করতে, ডিস্ট্রিবিউশন করতে, সফটওয়্যার এর মোডিফিকেশন করতে আইনি অনুমতি প্রদান করে। 
উদাহরণ - Linux, MySQL,  WordPress ইত্যাদি।




14. অ্যাপাচি (Apache) কি ? অ্যাপাচি লাইসেন্স কি কি অধিকার প্রদান করে ? 

উত্তর - অ্যাপাচি ওপেন সোর্স সফটওয়্যার ফাউন্ডেশন এই লাইসেন্সটি প্রদান করে থাকে। এই লাইসেন্সটি ব্যবহারকারীকে কিছু অধিকার প্রদান করে। অধিকার গুলি কপিরাইট ও পেটেন্ট যুক্ত কাজ গুলির উপর প্রয়োগ করা হয়। 

অ্যাপাচি লাইসেন্স যে সকল অধিকার গুলি প্রদান করে তা হল :- 

১. চিরস্থায়ী অধিকার - একবার যদি এই লাইসেন্স কেউ পেয়ে যায় তা চিরকালের জন্য বলবৎ হবে। 

২. বিশ্বব্যাপী অধিকার - এই লাইসেন্সটি পৃথিবীর যেকোনো দেশে ব্যবহার করা যায়।

৩. নন - এক্সক্লুসিভ অধিকার - যদি আমরা এই প্রকার লাইসেন্স নেই তাহলে এই লাইসেন্সের মালিক শুধুমাত্র আমরাই হব না। অন্য যেকোনো ব্যক্তি এই লাইসেন্স নিয়ে তার যাবতীয় অধিকার পেতে পারে। 

এই লাইসেন্সটি ব্যবহারের জন্য কোনরকম ফিস লাগেনা। এটি একটি ফ্রি লাইসেন্স।



আন্তিম কথা  ঃ-

এই  প্রতিবেদনে  
একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার কম্পিউটার আপ্লিকেশন সপ্তম অধ্যায় ডিজিটাল ফুট প্রিন্ট এবং ডেটা প্রটেকশন থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। আশাকরি, ছাত্রছাত্রীদের উপকারে আসবে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আপডেট পেতে আমাদের সাথে থাকুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • স্টাডি কথা
    স্টাডি কথা রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ এ ৩:৪০:০০ PM IST

    Thank you

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url