Aikyashree Scholarship Last Date Update 2025 | ঐক্যশ্রী স্কলারশিপ

Aikyashree Scholarship Last Date Update 2024 | ঐক্যশ্রী স্কলারশিপ | Aikyashree Scholarship Last Date Update 2024 

Aikyashree স্কলারশিপ 2024 :-

পশ্চিম বঙ্গের সকল মাইনোরিটি ছাত্রছাত্রী যারা এখনো ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করেন নী তাঁদের জন্য একটি খুশির খবর আবারো বাড়ানো হলো এই স্কলারশিপের শেষ তারিখ। এর আগের বার 31 শে অক্টোবর পর্যন্ত শেষ তারিখ বাড়ানো হয়। কিন্তু তাতেও অনেক ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারে নি। এইবার সকল ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে তা আবারো বাড়ানো হলো। এতে অনেক ছাত্র ছাত্রীরা উপকৃত হবে ।

2024-2025-এর জন্য Aikyashree স্কলারশিপের জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ শে মে 2025 পর্যন্ত। এতে পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিনস, SVMCM এবং TSP স্কলারশিপের জন্য নতুন এবং পুনর্নবীকরণ উভয় আবেদনই অন্তর্ভুক্ত রয়েছে৷ 

 এছাড়াও আপনি Aikyashree স্টুডেন্ট প্যানেল ব্যবহার করতে পারেন, আপনার আবেদন রিনিউ, নতুন অ্যাপ্লিকেশনের জন্য নিবন্ধন, একজন নিবন্ধিত ছাত্র হিসেবে লগ ইন, পশ্চিমবঙ্গের বাইরে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দেখা এবং আপনার আবেদন ট্র্যাক সবকিছুই করতে পারবেন। ঐক্যাশ্রী পোর্টালের বাধ্যামে।

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ টাকা দেওয়া শুরু হয়েছে | আপনার টাকা ঢুকলো কি না তার জন্য স্টেটাস চেক করে দেখুন । কিভাবে স্ট্যাটাস চেক করবেন তা নিচে আলোচনা করা হলো-


স্ট্যাটাস চেক :

স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে আমাদের চলে আসতে হবে wbmdfc scholarship.in এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পারবেন Track Application বলে একটি অপশন রয়েছে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে select the district of your institute এই পেজটি খুলে যাবে। এখান থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি যে জেলায় অবস্থিত তা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচনের পর Track Application পেজটি খুলবে। সেখানে প্রথমে Yours Registration এ ক্লিক করে ২০২৪- ২৫ বর্ষ নির্বাচন করতে হবে। এরপর Dustrict থেকে পুনরায় আবার জেলা নির্বাচন করতে হবে এখানে এর আগের ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের যে জেলা নির্বাচন নির্বাচন করেছেন তাই থাকবে। এরপর Track By থেকে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার যেকোনো একটি সিলেক্ট করতে হবে। এরপর যদি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করেন তাহলে অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে অথবা যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। পরবর্তী ধাপে আপনার জন্ম তারিখ দিন মাস ও বছর এই হিসাবে লিখতে হবে। তারপর নিচে একটি ক্যাপচা কোট দেখতে পাবেন সেটি দেখে দেখে লিখতে হবে। তারপর সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশন কোন অবস্থায় রয়েছে তা দেখতে পাবেন।

যদি আপনার একাউন্টে টাকা ঢুকে যায় সেক্ষেত্রে Disbursement Status এ Payment Success লেখা থাকবে। সাথে পেমেন্ট তারিখ দেওয়া থাকবে। এইভাবে আপনি আপনার ঐক্যশ্রী স্কলার্শিপের স্ট্যাটাস দেখতে পারবেন।


শেষ কথা ঃ- 

এখানে ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪-২৫ আবেদনের শেষ তারিখ কবে , কিভাবে স্ট্যাটাস চেক করবেন ? তা আলোচনা করা হল । পরবর্তী সময়ে আরও আপডেট আসলে এখানে জানানো হবে। আবেদন করতে কি কি প্রমানপত্র লাগে তাও পরে জানানো হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url