কন্যাশ্রী প্রকল্প ২০২৫ : যোগ্যতা, আবেদন প্রক্রিয়া,স্ট্যাটাস চেক, নথি ও সুবিধা

কন্যাশ্রী প্রকল্প ২০২৫ : যোগ্যতা, আবেদন প্রক্রিয়া,স্ট্যাটাস চেক, নথি ও সুবিধা 


কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম সফল প্রকল্প। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের  পাঠরত সকল ১৩ বছর বয়স থেকে ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া ও বাল্যবিবাহ বন্ধ করতে চালু করা হয়।

কান্যাশ্রী স্ব- ঘোষণাপত্র কিভাবে লিখবেন দেখুন


কারা কন্যাশ্রী প্রকল্প পাবে ?

১. বিদ্যালয় বা কলেজ বা ইউনিভার্সিটিতে পাঠরত যে কোনও মেয়ে যে অবিবাহিতা এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
২. বয়স ১৩ থেকে ১৯ এর মধ্যে হতে হবে।
৩. সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পাঠরতা হতে হবে 
৪. নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।


কন্যাশ্রী আবেদনপত্রের সাথে কি কি নথি জমা দিতে হবে ?

(a) বাবা-মা/আইনি-অভিভাবকের ভোটার কার্ডের জেরক্স।

(b) আবেদনকারীর  জন্মের প্রমাণপত্রের জেরক্স।

(c) আবেদনকারীর বৈবাহিক অবস্থার ঘোষণা (বয়স ১৮ র কম হলে মা-বাবা বা আইনি অভিভাবক দেবে, ১৮ র বেশি বয়স হলে আবেদনকারী দেবে)।

(d) ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকারি তথ্যসহ পাশবইয়ের প্রথম পাতার জেরক্স।

(e) আবেদনকারী যদি ১৩ বছর বা তার বেশি (১৯ বছর বয়সের মধ্যে) বয়সের হয় কিন্তু অষ্টম শ্রেণীর নিচে পাঠরতা হয় এবং তার ৪০% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে তবে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে গৃহীত ‘প্রতিবন্ধকতার' শংসাপত্র'র জেরক্স।

(f) সাদা ব্যাকগ্রাউন্ডে রঙ্গিন পাসপোর্ট ছবি।


কন্যাশ্রী প্রকল্পের সুবিধা কি ?

এই প্রকল্পের দুটি বিভাগ :

১) বাৎসরিক অনুদান (K1) - অষ্টম শ্রেণী বা তার ঊর্দ্ধে পাঠরতা ১৩ থেকে ১৮ বছরের অবিবাহিতা মেয়েরা K1 পাওয়ার উপযুক্ত ও বাৎসরিক ১০০০ টাকা (এক হাজার টাকা) পাবে।


২) এককালীন অনুদান (K2) -অষ্টম শ্রেণী বা তার ঊর্দ্ধে পাঠরতা ১৮ থেকে ১৯ বছরের অবিবাহিতা মেয়েরা K2 পাওয়ার উপযুক্ত ও এককালীন ২৫০০০ টাকা (পঁচিশ হাজার টাকা) পাবে।



কন্যাশ্রী   আবেদনপত্র কোথায় জমা দেবে ?

যোগ্য মেয়েরা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাদের স্কুল/কলেজ-এ আবেদনপত্র জমা দেবে। ফর্ম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান (স্কুল/কলেজ) থেকে পাওয়া যাবে।



কিভাবে কন্যাশ্রীর সুবিধা পাওয়া যাবে ?

আবেদন অনুমোদিত (Sanction) হলে টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে কোন কোন ছাত্রী ফরম জমা দেওয়ার ১৫ দিনে, কেউ কেউ ৩০ দিনের মধ্যে ব্যাংক একাউন্টে টাকা পেয়ে থাকে। যদি কোন কারনে টাকা না পায় তাহলে সেই ছাত্রীকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মোটামুটি প্রত্যেক বছরের মার্চ মাসের মধ্যে সমস্ত ছাত্রী তাদের টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যাবে। এক্ষেত্রে স্কুলের ছাত্রীরা আগে টাকা পেয়ে থাকে এবং কলেজের ছাত্রীরা একটু পরে টাকা পেয়ে থাকে। 


স্ট্যাটাস চেক্ করবে কি ভাবে ?

আবেদন Sanction হলে ছাত্রীরা তাদের একাউন্টে টাকা পেয়ে যায়। আবেদনটি অনুমোদিত হলো কিনা তা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। স্ট্যাটাস চেক করতে হলে কন্যাশ্রী ওয়েবসাইট www.wbkanyashree.gov.in এ গিয়ে বা গুগলে কন্যাশ্রী স্ট্যাটাস চেক বলে সার্চ করলে প্রথমে যে লিংকটি আসবে সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে আসতে পারেন। এই ওয়েবসাইটটিতে আসার পরে। 

প্রথমেই আবেদনের বছর নির্বাচন করতে হবে তারপরে টাইপ অফ স্কিম থেকে K1 বা K2 নির্বাচন করতে হবে। এরপর কন্যাশ্রী ফরমের যে আইডি সেটি বসিয়ে দিতে হবে। তারপরে আবেদনকারীর জন্মতারিখ বসিয়ে দিতে হবে এবং সবশেষে ক্যাপচা বসিয়ে দিয়ে সাবমিট এ ক্লিক করতে হবে। সাবমিট হওয়ার সাথে সাথেই সেই ফরমটির স্ট্যাটাস দেখাবে। 


এই স্ট্যাটাসে SANCTION FINALIZED এ সবুজ টিক চিহ্ন থাকলে বুঝতে হবে আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকে গেছে বা কিছুদিনের মধ্যেই ঢুকবে। SANCTION FINALIZED হলে আপনাকে ব্যাংকে লেনদেন করতে হবে এবং দেখতে হবে ব্যাংক একাউন্টে kyc যেন আপডেট থাকে অর্থাৎ অ্যাকাউন্টটি যেন চালু থাকে। নইলে অনেক ক্ষেত্রেই টাকা ফেরত চলে যায়। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টটি যেন আবেদনকারীর নামে হয় অর্থাৎ জয়েন্ট একাউন্ট হলে টাকা ঢুকবে না।


বিস্তারিত জানতে ভিডিও দেখুন ঃ- 




কন্যাশ্রী K3 এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা ?

১. আবেদনকারীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. কন্যাশ্রী K3  আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কোন কলেজ অথবা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন (MA/M.Sc/M.Com) কোর্সে ভর্তি হতে হবে।

৩. যে সমস্ত ছাত্রীরা কোন‌ ওপেন ইউনিভার্সিটি থেকে PG কোর্স করছে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

৪. কন্যাশ্রী K3 স্কলারশিপের আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই কন্যাশ্রী K2 আইডি থাকতে হবে। K2 আইডি না থাকলে কন্যাশ্রী K3 স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।

৫. আবেদনকারীর অবশ্যই গ্রাজুয়েশনে 45% নাম্বার থাকতে হবে, তবেই সে কন্যাশ্রী K3 স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

৬. বিবাহিত এবং অবিবাহিত ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।



শেষ কথা ঃ-

আজকের প্রতিবেদনে কন্যাশ্রী প্রকল্প 2025 যোগ্যতা, আবেদন প্রক্রিয়া,স্ট্যাটাস চেক, নথি ও সুবিধা নিয়ে আলচনা করা হলো । যারা কন্যাশ্রী প্রকল্পের জন্য যোগ্য তারা দ্রুত আবেদন করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url