Class XI Semester 1 Computer Application First Chapter WBCHSE
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর | Class XI Semester-1 Computer Application Chapter 1 WBCHSE
কম্পিউটার সিস্টেম ও সংগঠন :-
প্রশ্ন ও উত্তর -
১) কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে ?
উত্তর - কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট।
২) কম্পিউট শব্দের অর্থ কি ?
উত্তর - কম্পিউট শব্দের অর্থ হলো গণনা করা।
৩) ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার কোনটি ?
উত্তর - ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার হলো PARAM -10000
৪) সুপার কম্পিউটারের ব্যাবহার কি ?
উত্তর - সুপার কম্পিউটার ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস দিতে।
৫) কোন কম্পিউটার জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে?
উত্তর - অ্যানালগ কম্পিউটার জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে।
৬) বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করে কোন কম্পিউটার ?
উত্তর - মেইনফ্রেম কম্পিউটার বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করে।
৭) CAD এর পূর্ণরূপ কি ?
উত্তর - CAD এর পূর্ণরূপ হল কম্পিউটার এইডেড ডিজাইন।
৮) CPU এর ক্ষমতা পরিমাপ করার একক কি ?
উত্তর - CPU এর ক্ষমতা পরিমাপ করার একক হল গিগা হার্জ বা GHz
৯) সবচেয়ে বড় আকারের কম্পিউটার কোনটি ?
উত্তর - সবচেয়ে বড় আকারের কম্পিউটার হল সুপার কম্পিউটার।
১০) সহজে বহনযোগ্য কম্পিউটার কোনটি ?
উত্তর - সহজে বহনযোগ্য কম্পিউটার হলো ল্যাপটপ বা নোটবুক।
১১) স্ক্রল বাটন কোন যন্ত্রে থাকে ?
উত্তর - স্ক্রল বাটন মাউসে থাকে।
১২) কয়েকটি ইনপুট যন্ত্রের নাম লেখো।
উত্তর - কয়েকটি ইনপুট যন্ত্র হলো মাউস, কিবোর্ড, লাইট পেন, OMR, MICR, টাচস্ক্রিন, জয়স্টিক, বারকোড রিডার ইত্যাদি।
১৩) কয়েকটি আউটপুট যন্ত্রের নাম লেখ।
উত্তর - কয়েকটি আউটপুট যন্ত্র হলো মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি।
১৪) কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে ?
উত্তর - কীবোর্ডে ১২ টি ফাংশন কি থাকে।
১৫) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে ব্যবহার করা হয় কোন যন্ত্র।
উত্তর - পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে OMR যন্ত্র ব্যবহার করা হয়।
১৬) ব্যাংকের চেক যাচাই করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর - ব্যাংকের চেক যাচাই করা হয় MICR যন্ত্রের সাহায্যে।
১৭) মনিটরের ছোট ছোট বিন্দুগুলিকে কি বলে ?
উত্তর - পিক্সেল বলে।
১৮) CRT এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - CRT এর সম্পূর্ণ নাম হল ক্যাথোড রে টিউব।
১৯) LCD এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - LCD এর সম্পূর্ণ নাম হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে।
২০) ইম্প্যাক্ট প্রিন্টার এর উদাহরণ দাও ?
উত্তর - ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হল ডট - ম্যাট্রিক্স প্রিন্টার।
২১) টোনার ব্যবহৃত হয় কোন প্রিন্টারে ?
উত্তর - টুনার ব্যবহৃত হয় লেজার প্রিন্টারে।
২২) কালি স্প্রে করে প্রিন্টিং হয় কোন প্রিন্টারে ?
উত্তর - কালি স্প্রে করে প্রিন্টিং হয় ইঙ্কজেট প্রিন্টারে।
২৩) VDU এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - VDU এর সম্পূর্ণ নাম হল ভিসুয়াল ডিসপ্লে ইউনিট।
২৪) প্রিন্টারে প্রিন্টিং এর মান পরিমাপ করা হয় কোন এককে ?
উত্তর - Dot Per Square inch এককে।
২৫) প্লোটারের ব্যবহার কি ?
উত্তর - ভৌগোলিক মানচিত্র অঙ্কন, কারিগরি শিক্ষায় ছবি তৈরি, বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফ তৈরি প্রভৃতি কাজে প্লোটার ব্যবহৃত হয়।
২৬) অ্যাকিউমুলেটর কোন যন্ত্রে থাকে ?
উত্তর - অ্যাকিউমুলেটর ALU তে থাকে।
২৭) ALU এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - ALU এর সম্পূর্ণ নাম হল অ্যারিথমেটিক লজিক ইউনিট।
২৮) RAM এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - RAM এর সম্পূর্ণ নাম হলো Random Access Memory.
২৯) ROM এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - ROM এর সম্পূর্ণ নাম হলো Read Only Memory.
৩০) BIOS এর পূর্ণরূপ কি ?
উত্তর - BIOS এর পূর্ণরূপ হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম।
৩১) LCD মনিটরে কি জাতীয় পদার্থ ব্যবহৃত হয় ?
উত্তর - তরল স্ফটিক পদার্থ ব্যবহৃত হয়।
৩২) RAM কত ধরনের হয় ? ও কি কি ?
উত্তর - RAM ২ ধরনের হয়। স্ট্যাটিকর্যাম ও ডায়নামিক র্যাম
৩৩) ফ্ল্যাশ মেমোরির উদাহরণ দাও ।
উত্তর - ফ্ল্যাশ মেমোরির উদাহরণ হলো পেন ড্রাইভ।
৩৪) 1 নিবল = কত বিট ?
উত্তর - 1 নিবল = 4 বিট।
৩৫) IC এর পূর্ণরূপ কি ?
উত্তর - IC এর পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড সার্কিট।
৩৬) AI এর পূর্ণরূপ কি ?
উত্তর - AI এর পূর্ণরূপ হলো - আর্টিফিয়াল ইন্টেলিজেন্স
৩৭) CPU এর পূর্ণরূপ কি ?
উত্তর - CPU এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
৩৮) শপিং মলে বিল তৈরির জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তর - বারকোড রিডার ব্যাবহার করা হয়।
৩৯) LED এর পূর্ণরূপ কি ?
উত্তর - LED এর পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড।
৪০) CD এর পূর্ণরূপ কি ?
উত্তর - CD এর পূর্ণরূপ হলো কম্প্যাক্ট ডিস্ক।
৪১) DVD এর পূর্ণরূপ কি ?
উত্তর - ডিভিডি এর পূর্ণরূপ হলো Digital Versatile Disk.
৪২) USB এর পূর্ণরূপ কি ?
উত্তর - USB এর পূর্ণরূপ হলো Universal Serial Bus.
৪৩) ডিজিটাল ক্যামেরায় কোন ধরনের মেমোরি থাকে ?
উত্তর - ডিজিটাল ক্যামেরায় ফ্ল্যাশ মেমোরি থাকে।
৪৪) ক্যাশ মেমোরি কোথায় অবস্থান করে ?
উত্তর - ক্যাশ মেমোরি RAM ও CPU এর মাঝখানে অবস্থান করে।
৪৫) হসপিটালের ICU - তে কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয় ?
উত্তর - হসপিটালের ICU - তে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।
সফটওয়্যারের ধারনা :-
প্রশ্ন ও উত্তর
১) সফটওয়্যার সাধারণত কত প্রকারের হয় ও কি কি ?
উত্তর - সফটওয়্যার সাধারণত তিন প্রকারের হয়।
ক) সিস্টেম সফটওয়্যার খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার গ) ইউটিলিটি সফটওয়্যার।
২) ল্যাঙ্গুয়েজ প্রসেসর এর কাজ কি ?
উত্তর - ল্যাঙ্গুয়েজ প্রসেসর এর কাজ হল প্রোগ্রাম লেখা ও সংশোধন করা, অনুবাদ করা , ফলাফল দেখানো।
৩) অপারেটিং সিস্টেমের কাজ কি ?
উত্তর - অপারেটিং সিস্টেমের কাজ হল কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করা, ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করা ও মেমোরি পরিচালনা করা।
৪) সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম এর উদাহরণ দাও ।
উত্তর - সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ হল MS DOS .
৫) ______ ছাড়া কম্পিউটার চালু করা সম্ভব নয়।
উত্তর - অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালু করা সম্ভব নয়।
৬) অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয়না কোন ল্যাঙ্গুয়েজে ?
উত্তর - মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদকের প্রয়োজন হয় না।
৭) কে প্রথম সফটওয়্যার শব্দটি ব্যবহার করেছিলেন ?
উত্তর - জন ডব্লু টাকি প্রথম সফটওয়্যার কথাটি ব্যবহার করেছিলেন।
৮) সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ দাও ।
উত্তর - সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ হল উইন্ডোজ, লিনাক্স, MS DOS, Unix ইত্যাদি।
৯) অ্যাপ্লিকেশন সফটওয়ারের উদাহরন দাও।
উত্তর - অ্যাপ্লিকেশন সফটওয়ারের উদাহরন হলো Wordpad, Notepad, Ms Word, Tally, Google Chrome ইত্যাদি।
১০) ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ দাও ।
উত্তর - ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ হলো Scandisk, Disk Formatting, Antivirus [Quick Heal, McAfee, Norton] ইত্যাদি।
১১) এক্সেল শিট এক ধরনের _____ সফটওয়ার।
উত্তর - এক্সেল শিট এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়ার।
১২) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে কি বলে ?
উত্তর - সোর্স কোড বলে।
১৩) মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও ?
উত্তর - Linux মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম।
১৪) CUI এর পূর্ণরূপ কি ?
উত্তর - CUI এর পূর্ণরূপ হলো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস।
১৫) GUI এর পূর্ণরূপ কি ?
উত্তর - GUI এর পূর্ণরূপ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
১৬) CUI বেসড অপারেটিং সিস্টেম হলো _____
উত্তর - CUI বেসড অপারেটিং সিস্টেম হলো DOS.
১৭) কম্পিউটারে পাওয়ার সুইচ অন করার পর যে পদ্ধতিতে অপারেটিং সিস্টেম চালু হয় তাকে কি বলে ?
উত্তর - শীতল বুটিং বলে।
১৮) রি - স্টার্ট বাটন চেপে কম্পিউটার চালু করা কে কি বলে ?
উত্তর - উষ্ণ বুটিং বলে।
১৯) ইউটিলিটি সফটওয়্যার এর কাজ কি ?
উত্তর - চিঠি লিখে সফটওয়্যার এর কাজ ফাইল ব্যাকাপ ও ডিস্ক ফরম্যাটিং ও এডিটিং ও রক্ষণাবেক্ষণ।
২০) UNIX এ একটি ফাইল কে রিমুভ করতে কোন কমান্ড ব্যবহৃত হয় ?
উত্তর - rm কমান্ড ব্যবহৃত হয়।
২১) ডাইরেক্টরি সমূহকে বৃক্ষের মতো দেখতে কোন কমান্ড ব্যবহৃত হয় ?
উত্তর - tree কমান্ড ব্যবহৃত হয়।
২২) 1s কমান্ডের সাথে কোন অপশন ব্যবহার করলে লুকানো ফাইল দেখা যায় ।
উত্তর - 1s কমান্ডের সাথে -a ব্যবহার করলে লুকানো ফাইল দেখা যায় ।
২৩) Unix এ ব্যবহৃত Wild Card ক্যারেক্টার হলো ______
উত্তর - *, ?, [.....]
২৪) ইউনিক্সে পাইপিং এর জন্য ব্যবহৃত চিহ্ন কোনটি ?
উত্তর - ইউনিক্সে পাইপিং এর জন্য ব্যবহৃত চিহ্ন |
২৫) ইউনিক্স বা লিনাক্স টার্মিনালে কোন লেখা প্রদর্শনের কমান্ড কোনটি ?
উত্তর - echo
২৬) C ল্যাঙ্গুয়েজে কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় ?
উত্তর - কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়।
২৭) ইউনিক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এডিটর হলো _____
উত্তর - vi
২৮) প্রসেসরকে নিয়ন্ত্রণ করে ______
উত্তর - অপারেটিং সিস্টেম।
২৯) একটি ফাইলে অবশ্যই থাকবে _____
উত্তর - প্রাইমারি নাম ও সেকেন্ডারি নাম।
৩০) নোটপ্যাড একটি _____
উত্তর - ওয়ার্ড প্রসেসর।
৩১) ব্যবহারকারী ও হার্ডওয়ার এর মধ্যে সংযোগ সাধন করে ______
উত্তর - সফটওয়্যার।
৩২) হাইলেভেল প্রোগ্রাম গুলি মেশিন করে পরিণত করে _____
উত্তর - কম্পাইলার ও ইন্টারপ্রিটার।
৩৩) Start মেনুতে থাকে ____
উত্তর - প্রোগ্রামস।
৩৪) ডাইরেক্টরি মুছে ফেলার DOS কমেন্ট হলো ___
উত্তর - RD
৩৫) Copy Con কম্যান্ডের কাজ কি ?
উত্তর - Copy Con কম্যান্ডের কাজ একটি ফাইল তৈরি করা।
৩৬) DEL কমান্ডের কাজ কি ?
উত্তর - DEL কমান্ডের কাজ প্রোফাইল মোছা বা ডিলিট করা।
৩৭) DIR/L কমান্ডটি প্রয়োগ করলে কি হবে ?
উত্তর - ডিস্কের ফাইল গুলি ও সাব ডাইরেক্টরিগুলি ছোট হাতের অক্ষরে দেখাবে।
৩৮) CD কম্যান্ড এর কাজ কি ?
উত্তর - CD কম্যান্ড এর কাজ ডিরেক্টরি পরিবর্তন করা।
৩৯) অ্যাসেম্বলার কি কাজ করে ?
উত্তর - অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
৪০) ইন্টারপ্রিটার কি কাজ করে ?
উত্তর - হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
সংখ্যা পদ্ধতি :-
প্রশ্ন ও উত্তর
১) সংখ্যা পদ্ধতির স্বতন্ত্র সংখ্যাগুলিকে তার ____ বলে।
উত্তর - বেস বা র্যাডিক্স বলে।
২) ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত ?
উত্তর - ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10.
৩) হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত ?
উত্তর - হেক্সাডেসিমেল সংখ্যার বেস 16.
৪) LSB হলো _____
উত্তর - বাইনারি সংখ্যার সবচেয়ে ডানদিকের বিট।
৫) LSB এর পূর্ণরূপ কি ?
উত্তর - LSB এর পূর্ণরূপ হলো Least Significant Bit.
৬) MSB এর পূর্ণরূপ কি ?
উত্তর - MSB এর পূর্ণরূপ হলো Most Significant Bit.
৭) অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত ?
উত্তর - অক্টাল সংখ্যা পদ্ধতির বেস ৮
৮) BCD এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - BCD এর সম্পূর্ণ নাম হলো Binary Coded Decimal.
৯) ASCII কোডে _____ বিট সংকেত তৈরিতে ব্যবহৃত হয় ।
উত্তর - ৭ টি।
১০) ASCII কোর্টের মাধ্যমে ____ টি বর্ণ বা চিহ্ন প্রকাশ করা যায়।
উত্তর - ১২৮ টি।
১১) ASCII এর পূর্ণরূপ কি ?
উত্তর - ASCII এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এন্টার চেঞ্জ।
১২) Unicode কয়টি বিট সংকেত তৈরিতে ব্যবহৃত হয়।
উত্তর - ১৬ টি।
১৩) EBCDIC কোডের মাধ্যমে কয়টি বর্ণ বা চিহ্ন প্রকাশ করা যায় ।
উত্তর - ২৫৬ টি।
১৪) হেক্সা ডেসিমেল পদ্ধতিতে E এর মান কত ?
উত্তর - ১৪ ।
১৫) BCD কোড কয়টি বিট সংকেত তৈরিতে ব্যবহৃত হয় ।
উত্তর - 4 টি
১৬) BCD কোডের অন্য নাম কি ?
উত্তর - 8421 Code.
১৭) হেক্সাডেসিমেলে A থেকে F পর্যন্ত সংখ্যার ডেসিমেল মান কত ?
উত্তর = 10 - 15
১৮) বাইনারি চিহ্নমান সংখ্যা পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যার MSB মান কত ?
উত্তর = 1
১৯) জোড় সংখ্যার LSB এর মান কত ?
উত্তর - 0.
২০) কোন কোডিং পদ্ধতি ৮ বিটের ?
উত্তর - EBCDIC ও ISCII.
২১) 9 এর BCD কোড কত ?
উত্তর - 1001.
২২) ASCII পদ্ধতিতে Z এর সমান ডেসিমাল সংখ্যা কত ?
উত্তর - 90
২৩) 0.53210 এই সংখ্যার LSB মান কত ?
উত্তর - 1.
২৫) 2- পরিপূরক নির্ণয়ের সূত্র কি ?
উত্তর = 1- এর পরিপূরক +1.
২৬) হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে B+2 = ?
উত্তর - D
২৭) (110.101)2 এর 1's Complement কত ?
উত্তর = (001.010)2
২৮) 20 80 100 160 এর মান কত ?
উত্তর - 20 80 100 160 এর মান 1
২৯) ISCII এর পূর্ণরূপ কি ?
উত্তর - ISCII এর পূর্ণরূপ হলো - ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এন্টার চেঞ্জ।
৩০) বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত ?
উত্তর - 2
৩১) ASCII হলো একটি _____ বিট সংখ্যা পদ্ধতি।
উত্তর - 7
৩২) হেক্সাটিসিমেল সংখ্যা পদ্ধতিতে F এর মান কত ?
উত্তর - ১৫.
৩৩) BCD হলো ____ বিট সংখ্যা পদ্ধতি।
উত্তর - 4
বুলিয়ান বীজগণিত :-
প্রশ্ন ও উত্তর
১) বুলিয়ান বীজগনিতে চলরাশির মান কি কি হতে পারে ?
উত্তর - 0 অথবা 1
২) বুলিয়ান বীজগনিতে অপারেশন গুলি হলো ______
উত্তর - যোগ, গুণ, পরিপূরক।
৩) বুলিয়ান বীজগণিত 1+1= ____
উত্তর = 1
৪) বুলিয়ান বীজগনিতে সুইচিং লজিক প্রবর্তন করেন কে ?
উত্তর - ক্লদ শ্যানন
৫) বুলিয়ান এক্সপ্রেশন এর জলরাশিগুলির সম্ভাব্য সমস্ত মানকে টেবিলের আকারে প্রকাশ করাকে ____ বলে।
উত্তর - ট্রুথ টেবিল।
৬) সুইচিং লজিকে AND গেটের ইলেকট্রনিক্স সার্কিটে তার গুলি ____ থাকে।
উত্তর - শ্রেণী সমবায়।
৭) 2 ইনপুট AND গেটের আউটপুট 1 হবে যখন ইনপুট দুটি _____ হবে।
উত্তর - 1,1
৮) OR গেটের আউটপুট 0 হবে যোদি _____
উত্তর - সব ইনপুট লো হয়।
৯) OR গেটের বুলিয়ান ফাংশন লেখ ।
উত্তর = F(A,B)=A+B
১০) AND গেটের বুলিয়ান ফাংশন লেখো ।
উত্তর = F(A,B)=A.B
১১) পরিপূরক বা Complement নির্ণয়ের জন্য কোন গেট ব্যবহৃত হয়?
উত্তর - NOT
১২) OR গেটের 2টি ইনপুট 1,1 হলে আউটপুট হবে ____ ?
উত্তর = 1
১৩) একটি NOT গেটের ইনপুট লাইনের সংখ্যা হয় ____ ?
উত্তর = 1
১৪) 4 ইনপুট বিশিষ্ট AND গেটের ট্রুথ টেবিলে ইনপুটের সংখ্যা ______ টি।
উত্তর - ১৬
১৫) A . (A+B) = ?
উত্তর - A
১৬) বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট 1 হবে কোন গেটে ?
উত্তর - OR গেটে।
১৭) NOT গেটের আউটপুট সব সময় ইনপুটের ____ হয়।
উত্তর - বিপরীত হয়।
১৮) NOT গেটের মাধ্যমে বাইনারি ____ বের করা হয়।
উত্তর - পরিপূরক বের করা হয়।
১৯) A + A'B সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে ?
উত্তর - OR গেট।
২০) OR গেটের ইনপুট যদি A ও B হয় তবে আউটপুট হবে _____
উত্তর - A + B
২১) লজিক গেটকে অনেক সময় বাইনারি লজিক গেট বলা হয় কেন ?
উত্তর - অপারেশন টি বাইনারি নাম্বারের উপরে হয় তাই লজিক গেট কে বাইনারি লজিকের বলা হয়।
২২) বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে AND, OR, NOT ফাংশন গুলিকে কি বলে ?
উত্তর - লজিক গেট বলে।
২৩) SOP এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - SOP এর সম্পূর্ণ নাম হলো Sum of Product.
২৪) POS এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর - POS এর সম্পূর্ণ নাম হলো Product of Sum.
২৫) SOP এবং POS অপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ____
উত্তর - Two Level circuit.
২৬) কোন ডিজিটাল সিস্টেম তৈরি করতে কোন গেট আবশ্যক ?
উত্তর - AND গেট আবশ্যক।
২৭) NOR ফাংশন কোন ফাংশনের Dual ?
উত্তর - NAND ফাংশনের Dual.
২৮) AND গেটের পরিপূরক গেট কোনটি ?
উত্তর - NAND
২৯) AND,OR, NOT সমন্বয়ে ____ গেট তৈরি হয় ।
উত্তর - XOR
৩০) XOR গেটের সঙ্গে NOT গেট যুক্ত হয়ে কোন গেট তৈরি হয় ?
উত্তর = X - NOR
৩১) দুটি ইউনিভার্সাল গেটের নাম লেখ ?
উত্তর - NAND ও NOR গেট।
৩২) বুলিয়ান বীজগণিত প্রবর্তন করেন ____________
উত্তর - জর্জ বুল
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url