Class XI Semester 1 Computer Application First Chapter WBCHSE

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রথম অধ্যায়  প্রশ্ন ও উত্তর | Class XI Semester-1 Computer Application Chapter 1 WBCHSE

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার

 কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রথম অধ্যায়

(মৌলিক কম্পিউটার সংগঠন ও শ্রেণীবিভাগ, সফটওয়্যারের ধারণা, সংখ্যা পদ্ধতি ও বুলিয়ান বীজগণিত)


 কম্পিউটার সিস্টেম ও সংগঠন :- 


প্রশ্ন ও উত্তর -

১) কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে ?

উত্তর - কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট।



২) কম্পিউট শব্দের অর্থ কি ?

উত্তর - কম্পিউট শব্দের অর্থ হলো গণনা করা।



৩) ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার কোনটি ?

উত্তর - ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার হলো PARAM -10000



৪) সুপার কম্পিউটারের ব্যাবহার কি ?

উত্তর - সুপার কম্পিউটার ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস দিতে। 



৫) কোন কম্পিউটার জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে?

উত্তর - অ্যানালগ কম্পিউটার জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে।



৬) বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করে কোন কম্পিউটার ? 

উত্তর - মেইনফ্রেম কম্পিউটার বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করে। 



৭) CAD এর পূর্ণরূপ কি ?

উত্তর - CAD এর পূর্ণরূপ হল কম্পিউটার এইডেড ডিজাইন।



৮)  CPU এর ক্ষমতা পরিমাপ করার একক কি ?

উত্তর - CPU এর ক্ষমতা পরিমাপ করার একক হল গিগা হার্জ বা GHz 



৯) সবচেয়ে বড় আকারের কম্পিউটার কোনটি ?

উত্তর - সবচেয়ে বড় আকারের কম্পিউটার হল সুপার কম্পিউটার। 



১০) সহজে বহনযোগ্য কম্পিউটার কোনটি ?

উত্তর - সহজে বহনযোগ্য কম্পিউটার হলো ল্যাপটপ বা নোটবুক। 



১১) স্ক্রল বাটন কোন যন্ত্রে থাকে ?

উত্তর - স্ক্রল বাটন মাউসে থাকে।



১২) কয়েকটি ইনপুট যন্ত্রের নাম লেখো।

উত্তর - কয়েকটি ইনপুট যন্ত্র হলো মাউস, কিবোর্ড, লাইট পেন, OMR, MICR, টাচস্ক্রিন, জয়স্টিক, বারকোড রিডার ইত্যাদি। 



১৩) কয়েকটি আউটপুট যন্ত্রের নাম লেখ। 

উত্তর - কয়েকটি আউটপুট যন্ত্র হলো মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি।



১৪) কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে ?

উত্তর - কীবোর্ডে ১২ টি ফাংশন কি থাকে।



১৫) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে ব্যবহার করা হয় কোন যন্ত্র।

উত্তর - পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে OMR যন্ত্র ব্যবহার করা হয়। 



১৬) ব্যাংকের চেক যাচাই করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উত্তর - ব্যাংকের চেক যাচাই করা হয় MICR যন্ত্রের সাহায্যে। 



১৭) মনিটরের ছোট ছোট বিন্দুগুলিকে কি বলে ?

উত্তর - পিক্সেল বলে। 



১৮) CRT এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - CRT এর সম্পূর্ণ নাম হল ক্যাথোড রে টিউব। 



১৯) LCD এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - LCD এর সম্পূর্ণ নাম হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। 



২০) ইম্প্যাক্ট প্রিন্টার এর উদাহরণ দাও ?

উত্তর - ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হল ডট - ম্যাট্রিক্স প্রিন্টার।



২১) টোনার ব্যবহৃত হয় কোন প্রিন্টারে ?

উত্তর - টুনার ব্যবহৃত হয় লেজার প্রিন্টারে।



২২) কালি স্প্রে করে প্রিন্টিং হয় কোন প্রিন্টারে ?

উত্তর - কালি স্প্রে করে প্রিন্টিং হয় ইঙ্কজেট প্রিন্টারে।



২৩) VDU এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - VDU এর সম্পূর্ণ নাম হল ভিসুয়াল ডিসপ্লে ইউনিট। 



২৪) প্রিন্টারে প্রিন্টিং এর মান পরিমাপ করা হয় কোন এককে ?

উত্তর - Dot Per Square inch এককে। 



২৫) প্লোটারের ব্যবহার কি ?

উত্তর - ভৌগোলিক মানচিত্র অঙ্কন, কারিগরি শিক্ষায় ছবি তৈরি, বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফ তৈরি প্রভৃতি কাজে প্লোটার ব্যবহৃত হয়।



২৬) অ্যাকিউমুলেটর কোন যন্ত্রে থাকে ?

উত্তর - অ্যাকিউমুলেটর ALU তে থাকে।



২৭) ALU এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - ALU এর সম্পূর্ণ নাম হল অ্যারিথমেটিক লজিক ইউনিট।



২৮) RAM এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - RAM এর সম্পূর্ণ নাম হলো Random Access Memory.



২৯) ROM এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - ROM এর সম্পূর্ণ নাম হলো Read Only Memory.



৩০) BIOS এর পূর্ণরূপ কি ?

উত্তর - BIOS এর পূর্ণরূপ হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম।



৩১) LCD মনিটরে কি জাতীয় পদার্থ ব্যবহৃত হয় ?

উত্তর - তরল স্ফটিক পদার্থ ব্যবহৃত হয়।



৩২) RAM কত ধরনের হয় ? ও কি কি ?

উত্তর - RAM ২ ধরনের হয়। স্ট্যাটিকর‍্যাম ও ডায়নামিক র‍্যাম 



৩৩) ফ্ল্যাশ মেমোরির উদাহরণ দাও ।

উত্তর - ফ্ল্যাশ মেমোরির উদাহরণ হলো পেন ড্রাইভ।



৩৪) 1 নিবল = কত বিট ?

উত্তর - 1 নিবল = 4 বিট।



৩৫) IC এর পূর্ণরূপ কি ?

উত্তর - IC এর পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড সার্কিট।



৩৬) AI এর পূর্ণরূপ কি ?

উত্তর - AI এর পূর্ণরূপ হলো - আর্টিফিয়াল ইন্টেলিজেন্স 



৩৭) CPU এর পূর্ণরূপ কি ?

উত্তর - CPU এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।



৩৮) শপিং মলে বিল তৈরির জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

উত্তর - বারকোড রিডার ব্যাবহার করা হয়।



৩৯) LED এর পূর্ণরূপ কি ?

উত্তর - LED এর পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড।



৪০) CD এর পূর্ণরূপ কি ?

উত্তর - CD এর পূর্ণরূপ হলো কম্প্যাক্ট ডিস্ক।



৪১) DVD এর পূর্ণরূপ কি ?

উত্তর - ডিভিডি এর পূর্ণরূপ হলো Digital Versatile Disk.



৪২)  USB এর পূর্ণরূপ কি ?

উত্তর - USB এর পূর্ণরূপ হলো Universal Serial Bus.



৪৩) ডিজিটাল ক্যামেরায় কোন ধরনের মেমোরি থাকে ?

উত্তর - ডিজিটাল ক্যামেরায় ফ্ল্যাশ মেমোরি থাকে।



৪৪) ক্যাশ মেমোরি কোথায় অবস্থান করে ?

উত্তর - ক্যাশ মেমোরি RAM ও CPU এর মাঝখানে অবস্থান করে।



৪৫) হসপিটালের ICU - তে কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয় ?

উত্তর - হসপিটালের ICU - তে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।



সফটওয়্যারের ধারনা :-


প্রশ্ন ও উত্তর 

১) সফটওয়্যার সাধারণত কত প্রকারের হয় ও কি কি ?

উত্তর - সফটওয়্যার সাধারণত তিন প্রকারের হয়। 
ক) সিস্টেম সফটওয়্যার খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার গ) ইউটিলিটি সফটওয়্যার। 



২) ল্যাঙ্গুয়েজ প্রসেসর এর কাজ কি ?

উত্তর - ল্যাঙ্গুয়েজ প্রসেসর এর কাজ হল প্রোগ্রাম লেখা ও সংশোধন করা, অনুবাদ করা , ফলাফল দেখানো।



৩) অপারেটিং সিস্টেমের কাজ কি ? 

উত্তর - অপারেটিং সিস্টেমের কাজ হল কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করা, ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করা ও মেমোরি পরিচালনা করা।



৪) সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম এর উদাহরণ দাও ।

উত্তর - সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ হল MS DOS .



৫) ______ ছাড়া কম্পিউটার চালু করা সম্ভব নয়। 

উত্তর - অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালু করা সম্ভব নয়। 



৬) অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয়না কোন ল্যাঙ্গুয়েজে ?

উত্তর - মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদকের প্রয়োজন হয় না।



৭) কে প্রথম সফটওয়্যার শব্দটি ব্যবহার করেছিলেন ?

উত্তর - জন ডব্লু টাকি প্রথম সফটওয়্যার কথাটি ব্যবহার করেছিলেন। 



৮) সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ দাও ।

উত্তর - সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ হল উইন্ডোজ, লিনাক্স, MS DOS, Unix ইত্যাদি।



৯) অ্যাপ্লিকেশন সফটওয়ারের উদাহরন দাও।

উত্তর - অ্যাপ্লিকেশন সফটওয়ারের উদাহরন হলো Wordpad, Notepad, Ms Word, Tally, Google Chrome ইত্যাদি।



১০) ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ দাও ।

উত্তর - ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ হলো Scandisk, Disk Formatting, Antivirus [Quick Heal, McAfee, Norton] ইত্যাদি।



১১) এক্সেল শিট এক ধরনের _____ সফটওয়ার।

উত্তর - এক্সেল শিট এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়ার।



১২) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে কি বলে ?

উত্তর - সোর্স কোড বলে।



১৩) মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও ?

উত্তর - Linux মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম।



১৪) CUI এর পূর্ণরূপ কি ?

উত্তর - CUI এর পূর্ণরূপ হলো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। 



১৫) GUI এর পূর্ণরূপ কি ?

উত্তর - GUI এর পূর্ণরূপ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 



১৬) CUI বেসড অপারেটিং সিস্টেম হলো _____

উত্তর - CUI বেসড অপারেটিং সিস্টেম হলো DOS.



১৭) কম্পিউটারে পাওয়ার সুইচ অন করার পর যে পদ্ধতিতে অপারেটিং সিস্টেম চালু হয় তাকে কি বলে ?

উত্তর - শীতল বুটিং বলে।



১৮) রি - স্টার্ট বাটন চেপে কম্পিউটার চালু করা কে কি বলে ?

উত্তর - উষ্ণ বুটিং বলে।



১৯) ইউটিলিটি সফটওয়্যার এর কাজ কি ?

উত্তর - চিঠি লিখে সফটওয়্যার এর কাজ ফাইল ব্যাকাপ ও ডিস্ক ফরম্যাটিং ও এডিটিং ও রক্ষণাবেক্ষণ। 



২০) UNIX এ একটি ফাইল কে রিমুভ করতে কোন কমান্ড ব্যবহৃত হয় ?

উত্তর - rm কমান্ড ব্যবহৃত হয়।



২১) ডাইরেক্টরি সমূহকে বৃক্ষের মতো দেখতে কোন কমান্ড ব্যবহৃত হয় ?

উত্তর - tree কমান্ড ব্যবহৃত হয়।



২২) 1s কমান্ডের সাথে কোন অপশন ব্যবহার করলে লুকানো ফাইল দেখা যায় ।

উত্তর - 1s কমান্ডের সাথে -a ব্যবহার করলে লুকানো ফাইল দেখা যায় ।

২৩) Unix এ ব্যবহৃত Wild Card ক্যারেক্টার হলো ______
উত্তর - *, ?, [.....]

২৪) ইউনিক্সে পাইপিং এর জন্য ব্যবহৃত চিহ্ন কোনটি ?
উত্তর - ইউনিক্সে পাইপিং এর জন্য ব্যবহৃত চিহ্ন  |



২৫) ইউনিক্স বা লিনাক্স টার্মিনালে কোন লেখা প্রদর্শনের কমান্ড কোনটি ?

উত্তর - echo 



২৬) C ল্যাঙ্গুয়েজে কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় ?

উত্তর - কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। 



২৭) ইউনিক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এডিটর হলো _____

উত্তর - vi 



২৮) প্রসেসরকে নিয়ন্ত্রণ করে ______

উত্তর - অপারেটিং সিস্টেম। 



২৯) একটি ফাইলে অবশ্যই থাকবে _____

উত্তর - প্রাইমারি নাম ও সেকেন্ডারি নাম। 



৩০) নোটপ্যাড একটি _____

উত্তর - ওয়ার্ড প্রসেসর। 



৩১) ব্যবহারকারী ও হার্ডওয়ার এর মধ্যে সংযোগ সাধন করে ______

উত্তর - সফটওয়্যার। 



৩২) হাইলেভেল প্রোগ্রাম গুলি মেশিন করে পরিণত করে _____

উত্তর - কম্পাইলার ও ইন্টারপ্রিটার।



৩৩) Start মেনুতে থাকে ____

উত্তর - প্রোগ্রামস।

 

৩৪) ডাইরেক্টরি মুছে ফেলার DOS কমেন্ট হলো ___

উত্তর - RD 



৩৫) Copy Con কম্যান্ডের কাজ কি ?

উত্তর - Copy Con কম্যান্ডের কাজ একটি ফাইল তৈরি করা।



৩৬) DEL কমান্ডের কাজ কি ?

উত্তর - DEL কমান্ডের কাজ প্রোফাইল মোছা বা ডিলিট করা। 



৩৭) DIR/L কমান্ডটি প্রয়োগ করলে কি হবে ?

উত্তর - ডিস্কের ফাইল গুলি ও সাব ডাইরেক্টরিগুলি ছোট হাতের অক্ষরে দেখাবে।



৩৮) CD কম্যান্ড এর কাজ কি ?

উত্তর - CD কম্যান্ড এর কাজ ডিরেক্টরি পরিবর্তন করা। 



৩৯) অ্যাসেম্বলার কি কাজ করে ?

উত্তর - অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।



৪০) ইন্টারপ্রিটার কি কাজ করে ?

উত্তর - হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।



সংখ্যা পদ্ধতি :-


প্রশ্ন ও উত্তর

১) সংখ্যা পদ্ধতির স্বতন্ত্র সংখ্যাগুলিকে তার ____ বলে।

উত্তর - বেস বা র‍্যাডিক্স বলে।


২) ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত ?

উত্তর - ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10.



৩) হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত ?

উত্তর - হেক্সাডেসিমেল সংখ্যার বেস 16.



৪) LSB হলো _____

উত্তর - বাইনারি সংখ্যার সবচেয়ে ডানদিকের বিট।



৫) LSB এর পূর্ণরূপ কি ?

উত্তর - LSB এর পূর্ণরূপ হলো Least Significant Bit.



৬) MSB এর পূর্ণরূপ কি ?

উত্তর - MSB এর পূর্ণরূপ হলো Most Significant Bit.



৭) অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত ?

উত্তর - অক্টাল সংখ্যা পদ্ধতির বেস ৮



৮) BCD এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - BCD এর সম্পূর্ণ নাম হলো Binary Coded Decimal.



৯) ASCII কোডে _____ বিট সংকেত তৈরিতে ব্যবহৃত হয় ।

উত্তর - ৭ টি।



১০) ASCII কোর্টের মাধ্যমে ____ টি বর্ণ বা চিহ্ন প্রকাশ করা যায়।

উত্তর - ১২৮ টি।



১১) ASCII এর পূর্ণরূপ কি ?

উত্তর - ASCII এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এন্টার চেঞ্জ।



১২) Unicode কয়টি বিট সংকেত তৈরিতে ব্যবহৃত হয়।

উত্তর - ১৬ টি।



১৩) EBCDIC কোডের মাধ্যমে কয়টি বর্ণ বা চিহ্ন প্রকাশ করা যায় ।

উত্তর - ২৫৬ টি।



১৪) হেক্সা ডেসিমেল পদ্ধতিতে E এর মান কত ?

উত্তর - ১৪ ।



১৫) BCD কোড কয়টি বিট সংকেত তৈরিতে ব্যবহৃত হয় ।

উত্তর - 4 টি 



১৬) BCD কোডের অন্য নাম কি ?

উত্তর - 8421 Code.



১৭) হেক্সাডেসিমেলে A থেকে F পর্যন্ত সংখ্যার ডেসিমেল মান কত ?

উত্তর = 10 - 15



১৮) বাইনারি চিহ্নমান সংখ্যা পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যার MSB মান কত ?

উত্তর =  1



১৯) জোড় সংখ্যার LSB এর মান কত ?

উত্তর - 0.



২০) কোন কোডিং পদ্ধতি ৮ বিটের ?

উত্তর - EBCDIC ও ISCII.



২১) 9 এর BCD কোড কত ?

উত্তর - 1001.



২২) ASCII পদ্ধতিতে Z এর সমান ডেসিমাল সংখ্যা কত ?

উত্তর - 90



২৩) 0.53210 এই সংখ্যার LSB মান কত ?

উত্তর - 1.



২৫) 2- পরিপূরক নির্ণয়ের সূত্র কি ?

উত্তর = 1- এর পরিপূরক +1.



২৬) হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে B+2 = ?

উত্তর -  D



২৭) (110.101)2 এর 1's Complement কত ?

উত্তর = (001.010)2



২৮) 20    80    100    160 এর মান কত ?

উত্তর - 20    80    100    16এর মান 1



২৯) ISCII এর পূর্ণরূপ কি ?

উত্তর - ISCII এর পূর্ণরূপ হলো - ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এন্টার চেঞ্জ।



৩০) বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত ?

উত্তর - 2



৩১) ASCII হলো একটি _____ বিট সংখ্যা পদ্ধতি।

উত্তর - 7



৩২) হেক্সাটিসিমেল সংখ্যা পদ্ধতিতে F এর মান কত ?

উত্তর - ১৫.



৩৩) BCD হলো ____ বিট সংখ্যা পদ্ধতি। 

উত্তর - 4



বুলিয়ান বীজগণিত :-

প্রশ্ন ও উত্তর 

১) বুলিয়ান বীজগনিতে চলরাশির মান কি কি হতে পারে ?

উত্তর - 0 অথবা 1



২) বুলিয়ান বীজগনিতে অপারেশন গুলি হলো ______

উত্তর - যোগ, গুণ, পরিপূরক।



৩) বুলিয়ান বীজগণিত 1+1= ___

উত্তর = 1




৪) বুলিয়ান বীজগনিতে সুইচিং লজিক প্রবর্তন করেন কে ?

উত্তর - ক্লদ শ্যানন 



৫) বুলিয়ান এক্সপ্রেশন এর জলরাশিগুলির সম্ভাব্য সমস্ত মানকে টেবিলের আকারে প্রকাশ করাকে ____ বলে।

উত্তর - ট্রুথ টেবিল।



৬) সুইচিং লজিকে AND গেটের ইলেকট্রনিক্স সার্কিটে তার গুলি ____ থাকে।

উত্তর - শ্রেণী সমবায়। 



৭) 2 ইনপুট AND গেটের আউটপুট 1 হবে যখন ইনপুট দুটি _____ হবে।

উত্তর - 1,1



৮) OR গেটের আউটপুট 0 হবে যোদি _____

উত্তর - সব ইনপুট লো হয়। 



৯) OR গেটের বুলিয়ান ফাংশন লেখ ।
উত্তর =  F(A,B)=A+B



১০) AND গেটের বুলিয়ান ফাংশন লেখো ।

উত্তর = F(A,B)=A.B



১১) পরিপূরক বা Complement নির্ণয়ের জন্য কোন গেট ব্যবহৃত হয়?

উত্তর - NOT 



১২) OR গেটের 2টি ইনপুট 1,1 হলে আউটপুট হবে ____ ?

উত্তর = 1



১৩)  একটি NOT গেটের ইনপুট লাইনের সংখ্যা হয় ____ ?

উত্তর =



১৪) 4 ইনপুট বিশিষ্ট AND গেটের ট্রুথ টেবিলে ইনপুটের সংখ্যা ______ টি।

উত্তর - ১৬



১৫) A . (A+B) = ?

উত্তর - A

১৬) বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট 1 হবে কোন গেটে ?
উত্তর - OR গেটে।



১৭) NOT গেটের আউটপুট সব সময় ইনপুটের ____ হয়।

উত্তর - বিপরীত হয়।



১৮) NOT গেটের মাধ্যমে বাইনারি ____ বের করা হয়।

উত্তর - পরিপূরক বের করা হয়। 



১৯) A + A'B সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে ?

উত্তর - OR গেট।



২০) OR গেটের ইনপুট যদি A ও B হয় তবে আউটপুট হবে _____

উত্তর - A + B



২১) লজিক গেটকে অনেক সময় বাইনারি লজিক গেট বলা হয় কেন ?

উত্তর - অপারেশন টি বাইনারি নাম্বারের উপরে হয় তাই লজিক গেট কে বাইনারি লজিকের বলা হয়। 



২২) বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে AND, OR, NOT ফাংশন গুলিকে কি বলে ?

উত্তর - লজিক গেট বলে।



২৩) SOP এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - SOP এর সম্পূর্ণ নাম হলো Sum of Product.



২৪) POS এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর - POS এর সম্পূর্ণ নাম হলো Product of Sum.



২৫) SOP এবং POS অপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ____

উত্তর - Two Level circuit.



২৬) কোন ডিজিটাল সিস্টেম তৈরি করতে কোন গেট আবশ্যক ?

উত্তর - AND গেট আবশ্যক। 



২৭) NOR ফাংশন কোন ফাংশনের Dual ?

উত্তর - NAND ফাংশনের Dual.



২৮) AND গেটের পরিপূরক গেট কোনটি ?

উত্তর - NAND 



২৯) AND,OR, NOT সমন্বয়ে ____ গেট তৈরি হয় ।

উত্তর - XOR 



৩০) XOR গেটের সঙ্গে NOT গেট যুক্ত হয়ে কোন গেট তৈরি হয় ?

উত্তর = X - NOR 



৩১) দুটি ইউনিভার্সাল গেটের নাম লেখ ?

উত্তর - NAND ও NOR গেট।


৩২) বুলিয়ান বীজগণিত প্রবর্তন করেন ____________

উত্তর - জর্জ বুল 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url