অবিবাহিত সনদপত্র: লেখার নিয়ম | Unmarried Certificate লেখার নিয়ম

অবিবাহিত সনদপত্র: লেখার নিয়ম | Unmarried Certificate লেখার নিয়ম



এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বা প্রধান বা ওয়ার্ড মেম্বারের আন-মেরিট বা অবিবাহিত সার্টিফিকেট বাংলা ও ইংরেজিতে কি ভাবে লিখবেন ? কারা এই সার্টিফিকেটের যোগ্য , এই সার্টিফিকেট কি কি কাজে লাগে ? তা আলোচনা করব।



বাংলায় অবিবাহিত সার্টিফিকেট লেখার নিয়ম দেখে নিন ঃ-

অবিবাহিত সনদপত্র 


আমি এতদ্বারা সাক্ষ্য দিতেছি যে,নাম :- ______(আবেদনকারীর নাম), পিতার নাম :- ____________, গ্রাম / শহর :- ___________, পো:- ________(পোস্ট অফিস), থানা :- __________, জেলা :- _________, পিন:- ________ । সে আমার পরিচিত। আমার জানা মতে, সে একজন অবিবাহিত/অবিবাহিতা এবং নৈতিক চরিত্রের অধিকারী। 

আমি তার সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করি। 

                                                                                                  স্বাক্ষর / ইতি 
  তারিখ : ___/___/_____/           




ইংরেজিতে অবিবাহিত সার্টিফিকেট লেখার নিয়ম দেখুন ঃ-


প্রথম পদ্ধতি ঃ- 

Unmarried Certificate


It is hereby certify that, _______ (Applicant's Name) , S/o D/o :- ___________ (Father's / Mother's Name) , Village / Town :- ___________, P.O :-_________, P.S :-  __________, Dist :- _________, and PIN :- _________. He/She is personally known to me. He/She is un-married.

I wish him/her success in life.
                                                                                            Yours faithfully,
Date : ____/____/_____/
                            



দ্বিতীয় পদ্ধতি ঃ-

Unmarried Certificate


This is to state that ___________(Applicant's Name)  S.o / D.o __________(Father's/Mother's Name)is permanent residence under mentioned address.


Villedge / Town :_____________
P.O : ______________
P.S : ______________
Dist : ______________
Pin : _______________



This is also to state that I Know ____(Applicant's Name)_________ S.o/D.O _____________(Father's/Mother's Name)___ Very well and  he / she is unmarried.


Date : ___/____/____/     
 Yours faithfully,

                               


অবিবাহিত বা Ummarried সার্টিফিকেট  কি কি কাজে লাগে ঃ-

অবিবাহিত সার্টিফিকেট এমন একটি নথি যা প্রমাণ করে যে, একজন ব্যক্তি আইনত অবিবাহিত। বিভিন্ন আইনি ও প্রশাসনিক কাজে এই সার্টিফিকেটটি প্রয়োজন হয়ে থাকে। যেমন -

 ১) বিদেশ ভ্রমণ ও বসবাসের জন্য পাসপোর্ট ও ভিসা আবেদন করতে।

 ২) সরকারি ও বেসরকারি চাকরির আবেদন করতে।

 ৩) ব্যাংক অ্যাকাউন্ট খুলতে।

 ৪) সম্পত্তি কেনা-বেচা করতে।

 ৫)বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আইনি জটিলতা প্রভৃতি।

 ৬) ছাত্র ছাত্রীদের স্কলারশিপ পেতে।

 ৭) বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করতে এই সার্টিফিকেটের প্রয়োজন হয়। 


8) এই অবিবাহিত সার্টিফিকেটটি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে বাধ্যতামুলক।



অবিবাহিত বা Unmarried সার্টিফিকেটের জন্য কারা যোগ্য ঃ- 

পশ্চিমবঙ্গের সকল স্থায়ী বাসিন্দা যাদের এখন পর্যন্ত বিবাহ হয়নি। তারা সবাই অবিবাহিত বা Unmarried সার্টিফিকেটের যোগ্য ও আবেদন কোরতে পারবে। 


অবিবাহিত বা Unmarried সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যায় ঃ- 

অবিবাহিত বা Unmarried সার্টিফিকেট গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েত বা প্রধান দিয়ে থাকে এবং শহরের ক্ষেত্রে ্কাউন্সীলার বা ওয়ার্ড মেম্বার বা পৌরপতি ডীয়ে থাকেন। 



অবিবাহিত বা Unmarried সার্টিফিকেট আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগে ঃ-

আবেদনকারির জন্ম শংসাপত্র , আধার কার্ড এবং পিতা বা মাতার  আধার ও ভোটার কার্ড  ওরিজিনাল সাথে নিয়ে যেতে হবে। 



শেষ কথা:- 

অবিবাহিত সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি, যা বিভিন্ন আইনি ও প্রশাসনিক কাজে প্রয়োজন হয়। বিশেষ করে স্কুল ও কলেজে পাঠরত ছাত্র ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ পেতে আবিবাহিত সার্টিফিকেট প্রয়োজন হয়। আবিবাহিত সার্টিফিকেট লেখার সময় সঠিক তথ্য প্রদান করা বাঞ্ছনীয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url