Modern Computer Application Chapter 2 Class 11 Semester 1 Question Answer Wbchse

Class 11 First Semester Modern Computer Application Chapter 2 Question Answer | একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন দ্বিতীয় অধ্যায় প্রোগ্রামিং এর ধারণা প্রশ্ন উত্তর  |



পরীক্ষায় চারটে করে বিকল্প উত্তর দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। এই অধ্যায় থেকে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নর মান ১ অর্থাৎ মোট ১০ নম্বর এই অধ্যায় থেকে থাকবে। মোট ৩৫ নম্বরে পরীক্ষা হবে।

-: প্রশ্নাবলি :-

**** প্রোগ্রামিং-এর ধারণা থেকে প্রশ্ন উত্তর ****


১) লো-লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর অপর নাম কি ?

উত্তর - মেশিন লেভেল ল্যাংগুয়েজ।



২) মেশিন ভাষায় কোনদিত হয় -

উত্তর - অপারেশন কোড। 



৩) ব্যবহারকারীর ক্ষেত্রে সবচেয়ে সুবিধা জনক প্রোগ্রামিং ভাষা হল -

উত্তর - হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ।



৪) দ্বিতীয় প্রজন্মের ভাষা হল -

উত্তর - এসেম্বলি ল্যাঙ্গুয়েজ। 



৫) মেশিন লেভেল বা লো লেভেল প্রোগ্রাম এর সুবিধা হল -

উত্তর - বিভিন্ন মেশিনের ক্ষেত্রে কোড বিভিন্ন।



৬) চতুর্থ প্রজন্মের ভাষা হল -

উত্তর - SQL.



৭) বাইনারি ডিজিট 0 এবং 1 পদ্ধতি ব্যবহার করে যে ভাষা লেখা হয়, তাকে বলে -

উত্তর - মেশিন লেভেল ল্যাংগুয়েজ। 



৮) কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না ?

উত্তর - মেশিন। 



৯) এসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত সংকেত কে কি বলে ?

উত্তর - নিমোনিকস।



১০) ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য ?

উত্তর - অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং। 



১১) GPSS কোন প্রজন্মের ভাষা ?

উত্তর - তৃতীয় প্রজন্মের। 



১২) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হল -

উত্তর - C++, JAVA .



১৩) সফটওয়্যার সাধারণত কত প্রকারের হয় ?

উত্তর - তিন প্রকার। 



১৪) সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হল -

উত্তর - এসেম্বলি ল্যাংগুয়েজ।



১৫) PROGRAM কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি ?

উত্তর - সমস্যা বিশ্লেষণ। 



১৬) ভিজুয়াল বেসিক কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ?

উত্তর - হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ।



১৭) "C" কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে ?

উত্তর - স্ট্রাকচার্ড।



১৮) প্রোগ্রামের ভুল সংশোধনকে কি বলে ?

উত্তর - ডিবাগিং। 



১৯) সুডো কোড কখন করা হয় ?

উত্তর - প্রোগ্রাম কোডিং এর আগে। 



২০) মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে কি বলে ?

উত্তর - অফসেপ্ট কোড।



২১) কুয়েরি ল্যাংগুয়েজ এর উদাহরণ হল -

উত্তর - SQL, QBE, QUEL .



২২) ট্রান্সলেটরের উদাহরণ হল -

উত্তর - কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার।



২৩) বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা হল - 

উত্তর - FORTRAIN, ALGOL .



২৪) সরাসরি কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করে কোন ভাষা ?

উত্তর - মেশিন। 



২৫) কম্পিউটার ভাষার পদ্ধতি হলো -

উত্তর - বাইনারি পদ্ধতি। 



২৬) হাই-লেভেল ল্যাংগুয়েজ হলো -

উত্তর - পাইথন। 



২৭) ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয় -

উত্তর - RAD টুল।



২৮) IDE এর পূর্ণরূপ কি ?

উত্তর - Integrated Development Environment.



২৯) 4GL বলতে বোঝায় -

উত্তর - অতি উচ্চ স্তরের ভাষা। 



৩০) চতুর্থ প্রজন্মের ভাষা হল - 

উত্তর - INTELLECT .



৩১) প্রত্যেক প্রোগ্রামের প্রধানত কয়টি অংশ থাকে ও কি কি ?

উত্তর - তিনটি অংশ থাকে। যথা -  ইনপুট, প্রসেসিং ও আউটপুট।



৩২) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে বৈশিষ্ট্য অনুযায়ী কয়টি স্তরে ভাগ করা যায় ?

উত্তর - পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যায়। 



৩৩) "C" সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে তৈরি করেন ?

উত্তর - ডেনিস রিচি। 


 *** অ্যালগোরিদমের মৌলিক ধারণা ও  সমস্যার সমাধান থেকে প্রশ্ন উত্তর ***



৩৪) অ্যালগোরিদম হলো -

উত্তর - ধাপে ধাপে সমস্যার সমাধান করার পদ্ধতি। 



৩৫) কোন বিজ্ঞানীর নাম থেকে অ্যালগোরিদম নামটি এসেছে ?

উত্তর - আল খারিজমি।



৩৬) একই কাজ একাধিকবার সম্পন্ন করতে কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয় ?

উত্তর - আবর্তন গঠন। 



৩৭) ফ্লোচার্টে O এই প্রথিকটির অর্থ কি ?

উত্তর - সংযোগ। 



৩৮) প্রোগ্রামে --[ এই চিহ্নটি দ্বারা কি বোঝানো হয় ?

উত্তর - টিকা। 



৩৯) রম্বসের প্রতীকটি কোন কাজে ব্যবহার হয় ?

উত্তর - সিদ্ধান্ত গ্রহণ। 



৪০) প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয় ?

উত্তর - আয়তক্ষেত্রের 




৪১) প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি ?

উত্তর - প্রোগ্রাম কোডিং। 



৪২) প্রোগ্রামের ভুলকে কত ভাগে ভাগ করা যায় ?

উত্তর - ৩ ভাগে। 



৪৩) অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরীর পরবর্তী ধাপ কোনটি ?

উত্তর - কোড লেখা।



৪৪) প্রোগ্রাম বাস্তবায়নের প্রধান কাজ হল -

উত্তর - প্রোগ্রাম ডিবাগিং ও প্রোগ্রাম টেস্টিং। 



৪৫) প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয় ?

উত্তর - সিনট্যাক্স ভুল।



৪৬) প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি ?

উত্তর - প্রোগ্রাম ডিজাইন। 



৪৭) প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতি কে কি বলে ?

উত্তর - ডিবাগিং।



৪৮) একটি ________ ফাংশন শর্তসাপেক্ষে নিজেকে কল করে। রিকার্শন প্রব্লেম _____ নীতি ব্যবহার করে একটি সমস্যার সমাধান হয়। 

উত্তর - রিকার্সন, রিডাকশন।



৪৯) O(n log n) নোটেশনের জটিল কোন এলগরিদম এর ক্ষেত্রে দেখা যায় ?

উত্তর - Heap sort.



৫০) OOP এর পূর্ণরূপ কি ?

উত্তর - অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। 



৫১) কোন লোক থেকে বেরিয়ে আসতে এবং পরবর্তী স্টেটমেন্ট গুলি সম্পাদন শুরু করার জন্য কি ব্যবহার করা হয় ?

উত্তর - Break Statement.



৫২) সি প্রোগ্রামে কোনরকম শর্ত ছাড়া প্রোগ্রামের এক স্থান থেকে অন্য স্থানে সম্পাদন প্রক্রিয়া শুরু করার জন্য কি ব্যবহার করা হয় ?

উত্তর - goto statement .



৫৩) Purely Structured Programming Language বলা হয় কোন প্রোগ্রামকে ?

উত্তর - C প্রোগ্রামকে। 



৫৪) লুকিং স্টেটমেন্টের মূলত কয়টি অংশ থাকে ?

উত্তর - ২ টি।



৫৫) যার মধ্যে কোন ডেটা সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায় তাকে কি বলে ?

উত্তর - চলোরাশি বা Variable.



৫৬) বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত যে মান গুলি অপরিবর্তিত থাকে তাদের কি বলে ?

উত্তর - ধ্রুবক বা Constant.

 

৫৭) অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হলো -

উত্তর - এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স। 



৫৮) উৎস প্রোগ্রাম -----> ? ------> বস্তু প্রোগ্রাম। 

(?) চিহ্নিত  স্থানে কি হবে ?

উত্তর - ইন্টারপ্রেটার।



৫৯) প্রসিডিওর অরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হলো -

উত্তর - i) কাজ করার উপর জোর দেওয়া (ii) বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা শেয়ার করে।



শেষ কথা ঃ-

এখানে প্রগ্রামিং এর মৌলিক ধারনা আধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর আলচনা করা হলো । পরবর্তী সময়ে যদি আরও প্রশ্ন উত্তর পাওয়া যায় তা এখানে আপডেট করা হবে। আশাকরি, উক্ত প্রশ্ন উত্তরগুলি শিক্ষার্থীদের কাজে আসবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url