Class 6 History Chapter 2 Question Answer Wbbse

ষষ্ঠ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় ( ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ) প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। Class 6 History Chapter 2 Question Answer Wbbse 

ষষ্ঠ শ্রেণির ইতিহাস 

দ্বিতীয় অধ্যায়


১। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর: 


১.১) আদিম মানুষ প্রথমে - (রান্না করা খাবার/পোড়া মাংস/কাঁচা মাংস ও ফলমূল) খেত। 

উত্তর - আদিম মানুষ প্রথমে- কাঁচা মাংস ও ফলমূল খেত।

২.২) আদিব মানুষের প্রথম হাতিয়ার ছিল - (ভোঁতা পাথর/হালকা ছুঁচালো পাথর/পাথরের কুঠার)।

উত্তর - আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল- ভোঁতা পাথর।

৩.৩) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার -(ধাতু/ চাকা/আগুন)।

উত্তর -আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার- আগুন।



২। ক- স্তম্ভের সঙ্গে খ- স্তম্ভ মিলিয়ে লেখ:

ক-স্তম্ভ খ-স্তম্ভ
কৃষিকাজ মধ্যপ্রদেশ
পশুপালন নতুন পাথরের যুগ
ভীমবেটকা মাঝের পাথরের যুগে
হুন্সগি কর্ণাটক


উত্তর

ক-স্তম্ভ      খ-স্তম্ভ
কৃষিকাজ     নতুন পাথরের যুগ
পশুপালন  মাঝের পাথরের যুগ
ভীমবেটকা মধ্যপ্রদেশ
হুন্সগি             কর্ণাটক



৩। নিজের ভাষায় ভেবে লেখ (তিন/চার) লাইন: 


৩.১) আদিম মানুষ যাযাবর ছিল কেন? 

উত্তর - আদিম মানুষ ভারী নিরেট পাথরের হাত কুঠার ব্যবহার করে খাবার যোগাড় করত। নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারতো না। পশু পালন তাদের জানা ছিল না। স্বীকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাত। ফলে নানান জায়গায় ঘুড়ি ঘুড়িয়ে দিন কাটতো তাদের। তাই আদিম মানুষ যাযাবর ছিল। 


৩.২) আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? 

উত্তর - আগুনের ব্যবহার আদিম মানুষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিষয়। আগুন জ্বালিয়ে বন্য হিংস্র পশুকে ভয় দেখিয়ে দাঁড়াতে পারতো, গুহা আলোকিত রাখত, আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে রক্ষা পেত, তাছাড়াও কাঁচা মাংস আগুনে ঝোলসে খেত। এভাবে আগুনের ব্যবহার আদিম মানুষের খাদ্য অভ্যাসও বদলে দেয়। এতে চেহারায় নানারকম বদল আসে। আদিম মানুষের শরীরের জোর বাড়ে এবং বুদ্ধির ও বিকাশ ঘটে।


 ৩.৩) আদিম মানুষ কেন জোট বেঁধে ছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল?

 উত্তর - প্রাকৃতিক বন্য পরিবেশে হিংস্র জন্তু জানোয়ারদের ভয় সর্বত্রই। রঘুনাথ গোপাল একা কোন মানুষের পক্ষে তা মোকাবিলা করা সম্ভব নয়। কিন্তু জোট বেঁধে যে কোন হিংস্র পশুকেই প্রতিহত করা যেত। এছাড়াও একা কাজ করতে অনেক সময় লাগে, কিন্তু দল বেঁধে করলে সহজে তা হয়ে যায় তাই আদি মানুষ জোট বেঁধেছিল। 

জোট বেঁধে থাকার ফলে মানুষ নিজেদের খাদ্য নিজে তৈরি করতে শেখে। কৃষিকাজ আয়ত্ত করে, পশুপালন করতে আরম্ভ করে। জোট বেঁধে থাকার ফলে কোন মানুষ কি শোক ও কোন মানুষ কারিগর হতে পেরেছিল।


৪) আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? 

উত্তর - আদিম মানুষ জঙ্গলে কাঠের সঙ্গে কাঠের ঘষা লেগে জ্বলে ওঠা আগুন অর্থাৎ দাবানল থেকে আগুন জ্বালাতে শিখে। তাছাড়াও আদিম মানুষ যখন পাথর দিয়ে পাথরঠুকি হাতিয়ার তৈরি করতো তখন চকমকি জাতীয় পাথরের টোকাটুকিতে আগুন জ্বলে ওঠে তা দেখে তারা আগুন জ্বালাতে শিখেছিল। 


৫) আদিম মানুষ কিভাবে শস্য উৎপাদন করতে শিখলো? 

উত্তর - অথবা গল্পের সমষ্টি নতুন পাথরের যুগে ছেলেরা দলবেঁধে শিকার বা পশু চড়াতে যেত। মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত। এইভাবে একসময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারল কিভাবে বীজ থেকে চারা গাছ হয়, আবার চারা থেকে বড়ো গাছ।তখন শুধু খাবার খোঁজা নয় খাবার তৈরি করতে পারল তারা এভাবে মানুষ শস্য উৎপাদন করতে শিখেছিল।


৬) পুরনো পাথরের যুগে মানুষের জীবন কেমন ছিল?

উত্তর - পুরনো পাথরের যুগে মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের । তারা পাকাপাকিভাবে কোন বস্তি করে তুলতে পারেনি। কিন্তু কিছু সময়ের জন্য গুহায় থাকলেও বেশিরভাগ সময়টা কাটাতে হতো খোলা আকাশের নিচে। দল বেঁধে তারা পশু শিকার করত। মিলেমিশে খাবার ভাগ করে খেত। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া গাছের ছাল পড়তো।


৭) আদিম মানুষ কিভাবে শস্য উৎপাদন করতে শিখলো? 

উত্তর - নতুন পাথর যুগে স্বীকার করতে বা পশ পশু চরাতে ছেলেরা দল বেঁধে যেত। মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত। এইভাবে এক সময়ে গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারল কিভাবে বীজ থেকে চারা গাছ হয়, যারা কাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতে পারল তারা। এইভাবে মানুষ শস্য উৎপাদন করতে শিখলো।



অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


১) আদিম মানুষ ঠান্ডা থেকে বাঁচতে কি পরত?
উত্তর - গাছের ছাল ও পশুর চামড়া। 


২) এপ কি ?
উত্তর -লেজবিহীন এক প্রকার বানর হল এপ। শিম্পাঞ্জি ও গরিলা জাতীয় প্রাণীদের এপ বলা হয়।


৩) হোমিনিড কি?
উত্তর -মানুষের পরিবারকে হোমিনিড বলে।


৪) সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? 
উত্তর -পূর্ব আফ্রিকাতে। 


৫) নহর - রাইতে কী পাওয়া যায়?
উত্তর - ধারালো ছুড়ি ,হাড়ের তৈরি তীরের ফলা, জাতার মত যন্ত্র। 


৬) নতুন পাথরের যুগে আর এক উল্লেখযোগ্য আবিষ্কার কি?
উত্তর -কুমোরের চাকা। 


৭) ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? 
উত্তর - মধ্যপ্রদেশে। 


৮) ফাদার জায়গাটি কোন মহাদেশ? 
উত্তর - আফ্রিকায়। 


৮) লুসির কঙ্কালটি কত বছর পুরানো? 
উত্তর - ৩২ লক্ষ বছর আগের।


৯) প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কারা ?
উত্তর - হোমো ইরেক্টাস।


১০) হোমো সেপিয়েন্স দের বলা হয়? 
উত্তর - বুদ্ধিমান মানুষ। 


১১) আদিম মানুষ প্রথমে কি খেত? 
উত্তর -কাঁচা মাংস ও ফলমূল খেত ।


১২) আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? 
উত্তর - ভোতা পাথর।


১৩) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি? 
উত্তর - আগুন। 


১৪) টীকা লেখ : হুন্সগি উপত্যকা 

উত্তর - কর্নাটকের গুলবর্গা জেলার উত্তর-পশ্চিমে হুন্সগি উপত্যকায় ইসামপুর গ্রাম। তার পাশ দিয়ে বয়ে গেছে কাথটা হাল্লা খাল। ১৯৮৩ খ্রিস্টাব্দে মাটি খুঁড়তে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। সেগুলি আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ বছর আগের পুরনো। এর বেশি ভাগই হাত-কড়ুল, ছোরা, চাছুঁনি জাতীয় জিনিস। অনেকের মতে হুন্সগিতে পাথরের হাতিয়ার তৈরি হতো। খালের জল ,নানা রকম বন্য জন্তু ও গাছপালা ওই অঞ্চলে ছিল। সম্ভবত সেই জন্যই ওই জায়গাটা বেছে নিয়েছিল আদিম মানুষ।



শেষ কথা ঃ-

এই পোস্টে ষষ্ঠ শ্রেনির ইতিহাস দ্বিতীয় আধ্যায় ভারতীয় উপমাহাদেশে আদিম মানুষ থেকে আনুশীলনী ও অন্যান্য প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরবর্তী সময়ে আরও পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপডেট দেওয়া হবে 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url