Class 8 history chapter 1 wbbse question answer

অষ্টম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 8 history chapter 1 wbbse question answer 

প্রশ্ন ও উত্তর ঃ-

১) আধুনিক শব্দ টা এসেছে কোন শব্দ থেকে? 

উত্তর - আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে।

২) রাজাবলি বইটি কার লেখা?

উত্তর - রাজাবলি বইটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর লেখা। 

৩) History of British India বইটি কার লেখা? 

উত্তর - History of British India বইটি জেমস মিলের লেখা। 


৪) মিল ভারতের ইতিহাসে কয়টি ভাগে ভাগ করেন ও কি কি? 

উত্তর - মিল ভারতের ইতিহাস কে তিনটি ভাগে ভাগ করেন -
 i. হিন্দু যুগ,  ii. মুসলিম যুগ,  iii. ব্রিটিশ যুগ ।


৫)  মিল কোন যুগকে ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ বলে উল্লেখ করে?

উত্তর - মিল মুসলিম যুগকে ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ বলেন।

৬) ওরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? 

উত্তর - ঔরঙ্গজেব ১৭০৭ খ্রিস্টাব্দে মারা যান।


৭) পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর - পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিস্টাব্দে হয়। 


৮) দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? 

উত্তর - দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া ।


৯) উইলিয়াম ওয়েডারবার্ন কার জীবনী লিখেছিল? 

উত্তর - উইলিয়াম ওয়েডারবার্ন, অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন।


১০) ভারত ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে জানার অন্যতম উপাদান কি ?

উত্তর - ফটোগ্রাফ ।


১১) হরিপুরা কংগ্রেস অধিবেশন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 

উত্তর - ১৯৩৮ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস অধিবেশন সংগঠিত হয়।


২। সংক্ষিপ্ত প্রশ্নও উত্তর 


১) আমরা কেন ইতিহাস পড়ব ?

উত্তর - ইতিহাস পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কল্পনার শক্তি বৃদ্ধি পায়। ইতিহাস পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি ও বিচার শক্তি বৃদ্ধি পায় এতে স্বাধীনচিন্তা বিশ্লেষণী ক্ষমতা ও তথ্যের সত্য বিচারের ক্ষমতা বৃদ্ধি পায়। ইতিহাস পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জগরিত হয়। ইতিহাস পাঠ শিক্ষার্থীদের নিজের দেশকে চিনতে শেখায়। আমাদের মহান সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত প্রভৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং গণতান্ত্রিক আদর্শ অধিকার ও কর্তব্য সম্পর্কে অবহিত করে।


২) সম্রাজ্যবাদ বলতে কী বোঝো ? 

উত্তর - সাম্রাজ্যবাদ হল একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ অপর একটি দুর্বল দেশের উপর প্রভুত্ব করে এবং তাকে নিজের দখলে আনে। শক্তিশালী দেশের অধীনে থাকা দুর্বল দেশের জনগণ ও সম্পদ সবকিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করে সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলে। 


৩) উপনিবেশবাদ বলতে কী বোঝো ? 

উত্তর - উপনিবেশবাদ কথাটি এসেছে কলোনী থেকে। যখন কোন দেশ অন্য দেশের ভূখণ্ডকে নিজের অধীনস্থ করে তখন এই অধীনস্থ ভূখণ্ডকে উপনিবেশ বলা হয়। অন্য ভৌগোলিক এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করে সেখানকার অর্থনীতির, রাজনীতি ,সভ্যতা ও সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ করা হলো উপনিবেশবাদ।



৪) জাতীয়তাবাদ বলতে কী বোঝো ? 

উত্তর -জাতীয়তাবাদ হলো একটি মানসিক অনুভূতি যা একটি সমাজের মধ্যে বংশ ,ভাষা ,ধর্ম, সংস্কৃতি প্রভৃতি নানা কারণে একাত্মবোধ সৃষ্টি হলে এবং ওই একাত্মবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে।


৫) ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান গুলি কি কি ? 

উত্তর - ইতিহাস লেখার জন্য যেসব বিষয়ের সাহায্য নেওয়া হয় সেগুলিকে ইতিহাসের উপাদান বলা হয়। 

আধুনিক যুগের ইতিহাস লেখার জন্য নানা রকম উপাদান ব্যবহার করা হয় যেমন- 

i) চার পাঁচশো বছরের পুরনো কাগজপত্র,  ii) বিভিন্ন বই,  iii) আঁকা ও ক্যামেরায় তোলা ছবি,  iv) ডায়রি,  v)চিঠি, vi)দোকান বাজারের ফর্দ, vii) সংবাদপত্র, viii)বিজ্ঞাপন, ix)পোস্টার, x)ডাক টিকিট, xi)সাধারণ মানুষের ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিসপত্র।


৬) আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী, ফটোগ্রাফ ও প্রশাসনিক নথিপত্রের গুরুত্ব আলোচনা কর ?

উত্তর -

আত্মজীবনী - আত্মজীবনী থেকে কোন ব্যক্তির এবং তার সময়ের অনেক তথ্য পাওয়া যায়। তবে যিনি আত্মজীবনী লিখেছেন তিনি নিজের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা থেকেই সবকিছু ব্যাখ্যা করেন। এক্ষেত্রে এক কৃষি বক্তব্য পরিবেশিত হওয়ার সম্ভাবনা থাকে। 


ফটোগ্রাফ- আধুনিক যুগের ইতিহাস লেখার অন্যতম উপাদান হলো ফটোগ্রাফ। ফটোগ্রাফ থেকে সমকালের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়।


প্রশাসনিক নথিপত্র- প্রশাসনিক নথিপত্র ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান। এই নথি থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ বলে বিশেষভাবে স্বীকৃত হয়।


৭) ভারতবর্ষের ইতিহাস প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় :

উত্তর -

রবীন্দ্রনাথ ঠাকুর :- রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস পছন্দ করতেন। অনেক ঐতিহাসিক ঘটনাকে ভিত্তি করে তিনি সাহিত্য রচনা করেছেন। কিন্তু তিনি ভারতের সেই ইতিহাস পছন্দ করেন না, যে ইতিহাসে কোথা থেকে বিদেশীরা এসে শুধু মারামারি, কাটাকাটি করে এবং বাপের ছেলেতে ,ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে টানাটানি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, ইতিহাস মানুষকে তার দেশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারাই ভাগ্যবান যারা তার স্বদেশকে ইতিহাসের মধ্যে খুঁজে পায়। তিনি বলেছেন, আমাদের কথা আমাদেরই লিখতে হবে, এতে আমাদের দেশের মানুষের প্রকৃত ইতিহাস জানা যাবে। 


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন-বাঙালির ইতিহাস চাই। বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতেই হবে। তিনি বলেছেন, বিদেশীদের লেখা বাঙালির ইতিহাস ভুলে ভরা। তাই বাঙালির ইতিহাস বাঙালিকেই লিখতে হবে। কে লিখবে ইতিহাস ? 

বঙ্কিমচন্দ্র বলেছেন- আমি, তুমি,যে পারবে সবাই। তাই আমাদের ইতিহাস পড়তে হবে, জানতে হবে আর আমাদের ইতিহাস আমাদের লিখতে হবে।



শেষ কথা ঃ-

এই পোস্টে আষ্টম শ্রেনির ইতিহাস প্রথম আধ্যায় ইতিহাসের ধারণা থেকে আনুশীলনী ও অন্যান্য প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরবর্তী সময়ে আরও পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপডেট দেওয়া হবে 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url