একাদশ শ্রেণি সেমিস্টার ১ দর্শন প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ প্রশ্ন উত্তর
class 11 semester 1 philosophy chapter 1 question answer Wbchse | একাদশ শ্রেণি সেমিস্টার ১ দর্শন প্রথম অধ্যায় "দর্শন শব্দের অর্থ" প্রশ্ন উত্তর
-ঃ একাদশ শ্রেণি সেমিস্টার ১ দর্শন প্রথম অধ্যায় "দর্শন শব্দের অর্থ ঃ-
সঠিক উত্তরটি নির্বাচন করো :-
১) " দর্শন " শব্দে উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে ?
(ক) দশ্
(খ) দৃশ্
(গ) দৃ
(ঘ) শ
উত্তর = (ক) দৃশ্
২) "দর্শন" শব্দটি এসেছে যে দুটি শব্দ যোগ করে -
(ক) দৃশ + অনট্
(খ) দৃশ্ + তনট
(গ) দৃশ + নট
(ঘ) দৃশ + সনট
উত্তর = (ক) দৃশ + অনট্
৩) "দৃশ" ধাতুর বাংলা অর্থ হলো -
(ক) পড়া
(খ) করা
(গ) জ্ঞান
(ঘ) দেখা
উত্তর = (ঘ) দেখা
৪) "দর্শন" শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো -
(ক) দেখা বা প্রত্যক্ষ করা
(খ) জ্ঞানের প্রতি অনুরাগ
(গ) দর্শন
(ঘ) অনুরাগ
উত্তর = (ক) দেখা বা প্রত্যক্ষ করা
৫) "Philosophy" শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো -
(ক) অনুরাগ
(খ) জ্ঞান
(গ) সত্য
(ঘ) জ্ঞানের প্রতি অনুরাগ
উত্তর = (ঘ) জ্ঞানের প্রতি অনুরাগ
৬) ভারতীয় দর্শনের উদ্দেশ্য হল -
(ক) তত্ত্ব
(খ) সত্য বা তত্ত্ব উপলব্ধি
(গ) সত্য
(ঘ) জ্ঞানের প্রতি অনুরাগ
উত্তর = (খ) সত্য বা তত্ত্ব উপলব্ধি
৭) দর্শনের উৎপত্তি হয় -
(ক) ক্ষিদে থেকে
(খ) আবেগ থেকে
(গ) কৌতূহল থেকে
(ঘ) অনুরাগ থেকে
উত্তর = (গ) কৌতূহল থেকে
৮) ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে -
(ক) ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে
(খ) বুদ্ধি থেকে
(গ) জ্ঞান থেকে
(ঘ) রাজনৈতিক প্রয়োজনবোধ থেকে
উত্তর = (ক) ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে
৯) গ্রীক শব্দ "Philos" এর অর্থ হল -
(ক) নবরাগ
(খ) অনুরাগ
(গ) বিরুপ
(ঘ) পূর্বরাগ
উত্তর = (খ) অনুরাগ
১০) "Sophia" শব্দটির অর্থ হলো -
(ক) তর্ক
(খ) সংশয়
(গ) জ্ঞান
(ঘ) অনুরাগ
উত্তর = (গ) জ্ঞান
১১) "ফিলসফি" এর অর্থ হল -
(ক) জ্ঞানের প্রতি অনুরাগ
(খ) সত্যদর্শন
(গ) সত্য উপলব্ধি
(ঘ) তত্ত্ব দর্শন
উত্তর = (ক) জ্ঞানের প্রতি অনুরাগ
১২) ভারতীয় দর্শনের লক্ষ্য হলো -
(ক) আচরণ নিয়ন্ত্রণ করা
(খ) বিস্ময়কে নিরসন করা
(গ) কোনোটিই নয়
(ঘ) ক ও খ উভয়ই
উত্তর = (ঘ) ক ও খ উভয়ই
১৩) ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ -
(ক) আধ্যাত্মিক
(খ) জ্ঞানতাত্ত্বিক
(গ) ব্যবহারিক
(ঘ) উদ্দেশ্যমূলক
উত্তর = (গ) ব্যবহারিক
১৪) ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য হলো -
(ক) বৌদ্ধিক উন্নতি
(খ) মানব সত্তার সামগ্রিক উন্নতিসাধন
(গ) শারীরিক উন্নতি
(ঘ) তাত্ত্বিক উন্নতি
উত্তর = (খ) মানব সত্তার সামগ্রিক উন্নতিসাধন
১৫) ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের পার্থক্য -
(ক) তত্ত্বের দিক থেকে
(খ) সত্যতার দিক থেকে
(গ) তত্ত্বের প্রয়োগের দিক থেকে
(ঘ) তত্ত্বের প্রকৃতির দিক থেকে
উত্তর = (গ) তত্ত্বের প্রয়োগের দিক থেকে
১৬) ভারতীয় দর্শনের অপর নাম কি ?
(ক) ন্যায়শাস্ত্র
(খ) বিচারশাস্ত্র
(গ) মোক্ষশাস্ত্র
(ঘ) ধর্মশাস্ত্র
উত্তর = (গ) মোক্ষশাস্ত্র
১৭) দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন -
(ক) ভারতীয় দার্শনিকরা
(খ) পাশ্চাত্য দার্শনিকরা
(গ) পণ্ডিতরা
(ঘ) বিজ্ঞানীরা
উত্তর = (ক) ভারতীয় দার্শনিকরা
১৮) ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য -
(ক) বিবিধ দুঃখের আত্যন্তিক বিনাশ
(খ) সত্যের অনুসন্ধান করা
(গ) অর্থ উপার্জনের পথ নির্দেশ করা
(ঘ) ত্রিবিধ দুঃখের অত্যন্তিক বিনাশ
উত্তর = (ঘ) ত্রিবিধ দুঃখের অত্যন্তিক বিনাশ
১৯) ত্রিবিধ দুঃখ হল -
(ক) আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক দুঃখ
(খ) আধ্যাত্মিক, মানসিক, ভৌতিক দুঃখ
(গ) আধিদৈবিক, শারীরিক, মানসিক দুঃখ
(ঘ) কোনোটিই নয়
উত্তর = (ক) আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক দুঃখ
২০) ভারতীয় দর্শনের মূল উৎস কি ?
(ক) মহাভারত
(খ) গীতা
(গ) রামায়ণ
(ঘ) বেদ
উত্তর = (ঘ) বেদ
২১) যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় -
(ক) জড়বাদী
(খ) সুখবাদী
(গ) বৈদিক
(ঘ) অবৈতিক
উত্তর = (গ) বৈদিক
২২) "বিদ্' কথাটির অর্থ হল -
(ক) দেখা
(খ) অনুভব
(গ) জ্ঞান
(ঘ) স্বপ্ন
উত্তর = (গ) জ্ঞান
২৩) বেদের অপর নাম
(ক) বেদান্ত
(খ) শ্রুতি
(গ) স্মৃতি
(ঘ) উপনিষদ
উত্তর = (গ) স্মৃতি
২৪) "বেদ' কথাটির অর্থ হল
(ক) জ্ঞান
(খ) অনুভব
(গ) প্রত্যক্ষ
(ঘ) জানা
উত্তর = (ক) জ্ঞান
২৫) ভারতীয় দর্শন-
(ক) যুক্তিহীনমূলক
(খ) অযৌক্তিকমূলক
(গ) বিচারমূলক
(ঘ) নির্বিচারমূলক
উত্তর = (গ) বিচারমূলক
২৬) ভারতীয় দর্শনে "ঋত"বলতে বোঝানো হয়েছে -
(ক) যুক্তিতর্কের নিয়ম কি
(খ) খেলার নিয়মকে
(গ) বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে
(ঘ) জীবনযাপনের নিয়ম কি
উত্তর = (গ) বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে
২৭) কর্মবাদ অনুসারে দুই প্রকার কর্ম হলো -
(ক) সকাম কর্ম ও নিষ্কাম কর্ম
(খ) ভালো কর্ম ও মন্দকর্ম
(গ) বন্ধকর্ম ও ভালো কর্ম
(ঘ) ভালো কর্ম ও নিষ্কাম কর্ম
উত্তর = (ক) সকাম কর্ম ও নিষ্কাম কর্ম
২৮) ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হল-
(ক) প্রমাণ
(খ) প্রমেয়
(গ) প্রমাতা
(ঘ) প্রমা
উত্তর = (ঘ) প্রমা
২৯) যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে -
(ক) প্রমা
(খ) প্রমাণ
(গ) প্রমাতা
(ঘ) প্রমেয়
উত্তর = (খ) প্রমাণ
৩০) প্রমার করণ হলো -
(ক)প্রমা
(খ) প্রমাতা
(গ) প্রমেয়
(ঘ) প্রমাণ
উত্তর = (ঘ) প্রমাণ
৩১) ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে -
(ক)প্রমা
(খ) প্রমাতা
(গ) প্রমেয়
(ঘ) প্রমাণ
উত্তর = (গ) প্রমেয়
৩২) ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল -
(ক) পাঁচটি
(খ) চারটি
(গ) তিনটি
(ঘ) ছয়টি
উত্তর = (খ) চারটি
৩৩) চতুরবর্গ পুরুষার্থ হলো -
(ক) ধর্ম - অর্থ - কাম - মোক্ষ
(খ) ঈশ্বর - আত্মা - ধর্ম - মোক্ষ
(গ) অধর্ম - অর্থ - কাম - মোক্ষ
(ঘ) ধর্ম - অর্থ - স্বর্গ - মোক্ষ
উত্তর = (ক) ধর্ম - অর্থ - কাম - মোক্ষ
৩৪) ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল -
(ক) ধর্ম
(খ) মোক্ষ
(গ) কাম
(ঘ) অর্থ
উত্তর = (খ) মোক্ষ
৩৫) শ্রেষ্ঠ পুরুষার্থ হল -
(ক) ধর্ম
(খ) মোক্ষ
(গ) কাম
(ঘ) অর্থ
উত্তর = (খ) মোক্ষ
শূন্যস্থান পূরণ করো :-
১) _______ ধাতু ও __________ প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে।
(ক) দৃশ্ ও নট্
(খ) দৃশ্ ও অনট্
(গ) দৃশ্ ও অন্
(ঘ) দৃশ ও অনট্
উত্তর = (খ) দৃশ্ ও অনট্
২) ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় _________
(ক) ধর্ম
(খ) অর্থ
(গ) মুক্ষ
(ঘ) আত্মা
উত্তর = (ঘ) আত্মা
৩) ভারতীয় দর্শন হল _______ ও ________ এর সমন্বয়।
(ক) চর্চা ও চর্যা
(খ) চরম ও পরম
(গ) দেখা ও শোনা
(ঘ) চিন্তা ও ধর্ম
উত্তর = (ক) চর্চা ও চর্যা
৪) ______ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি।
(ক) বুদ্ধি
(খ) বেদ
(গ) জ্ঞান
(ঘ) অভিজ্ঞতা
উত্তর = (খ) বেদ
৫) ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো _______
(ক) মোক্ষলাভ করা
(খ) সুখ লাভ করা
(গ) জ্ঞানলাভ করা
(ঘ) বুদ্ধি লাভ করা
উত্তর = (ক) মোক্ষলাভ করা
৬) ভারতীয় দর্শনে ______ হলো প্রমা।
(ক) জ্ঞান
(খ) অযথার্থ জ্ঞান
(গ) যথার্থ জ্ঞান
(ঘ) অনুভব
উত্তর = (গ) যথার্থ জ্ঞান
৭) ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হল _____
(ক) ধর্ম
(খ) অর্থ
(গ) মোক্ষ
(ঘ) কাম
উত্তর = (গ) মোক্ষ
৮) ভারতীয় দর্শনে _____ প্রকার পুর স্বার্থ স্বীকৃত।
(ক) চার
(খ) পাঁচ
(গ) তিন
(ঘ) ছয়
উত্তর = (ক) চার
৯) _____ দর্শন ছাড়া ভারতীয় দর্শনের সব সম্প্রদায় মোক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষ স্বার্থ বলেন।
(ক) ন্যায়
(খ) চার্বাক
(গ) জৈন
(ঘ) বৌদ্ধ
উত্তর = (খ) চার্বাক
১০) প্রমা এর অর্থ হল -
(ক) নিকৃষ্ট জ্ঞান
(খ) মিথ্যা জ্ঞান
(গ) যথার্থ জ্ঞান
(ঘ) উৎকৃষ্ট জ্ঞান
উত্তর = (ঘ) উৎকৃষ্ট জ্ঞান
১১) চার্বাক মতে একমাত্র প্রমাণ হলো _________
(ক) অনুমান
(খ) উপমান
(গ) প্রত্যক্ষ
(ঘ) শব্দ
উত্তর = (গ) প্রত্যক্ষ
১২) ______ ভারতীয় দার্শনিক সম্প্রদায় মোক্ষকে পুরুষার্থ রূপে স্বীকার করেননি।
(ক) ন্যায়
(খ) জৈন
(গ) বৌদ্ধ
(ঘ) চার্বাক
উত্তর = (ঘ) চার্বাক
১৩) ______ ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য।
(ক) সহিষ্ণু হওয়া
(খ) সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া
(গ) যুক্তিনিষ্ঠ হওয়া
(ঘ) একনিষ্ঠ হওয়া
উত্তর = (খ) সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া
১৪) _______ কর্ম হল কামনাবিহীন কর্ম।
(ক) সকাম
(খ) কাম্য
(গ) নিষ্কাম
(ঘ) ভালো
উত্তর = (গ) নিষ্কাম
১৫) ভারতীয় মতে, দর্শন বলতে বোঝায় ___________ ও __________ কে।
(ক) তত্ত্বদর্শন ও তত্ত্বদর্শনের উপায়
(খ) ন্যায় দর্শন ও যোগ দর্শন
(গ) হিন্দু দর্শন ও বৌদ্ধ দর্শন
(ঘ) জীবজগৎ ও জড় জগৎ
উত্তর = (ক) তত্ত্বদর্শন ও তত্ত্বদর্শনের উপায়
শেষ কথা ঃ-
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় "দর্শন শব্দের অর্থ" থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেলে তা এখানে আপডেট দেওয়া হবে। ছাত্রছাত্রীরা এই প্রশ্ন ও উত্তরগুলি পরে উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে বলে মনে করি।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url