Wbchse Class 11 Semester 1 Computer Application Chapter 3 Solution

Wbchse Class 11Semester 1 Computer Application Chapter 3 Solution | Modern Computer Application Class 11 Semester 1 Wbchse Solution | একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন তৃতীয় অধ্যায় স্প্রেডশিট ব্যবহার করে ডেটা ভিজুয়ালাইজেশন প্রশ্ন উত্তর আলোচনা ।



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১) একটি ইলেকট্রনিক স্প্রেডশিটের উদাহরণ হল -

(A) কম্পাইলার 
(B) এমএস এক্সেল 
(C) এমএস এক্সেস 
(D) এমএস ওয়ার্ড। 

উত্তর - (B) এমএস এক্সেল



২) স্প্রেডশীট হলো -

(A) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
(B) সিস্টেম সফটওয়্যার
(C) ইউটিলিটি সফটওয়্যার
(D) কোনোটিই নয় 

উত্তর - (A) অ্যাপ্লিকেশন সফটওয়্যার



৩) Ms Excel - এ তৈরি ফাইল এর এক্সটেনশন হল - 

(A) .docx
(B) .xlsx
(C) .pptx
(D) কোনোটিই নয় 

উত্তর - (B) .xlsx



৪) একটি ইলেকট্রনিক স্প্রেডশিটের উদাহরণ হল 

(A) Lotus 1-2-3
(B) Quart pro
(C) Calc
(D) সবকটি 

উত্তর - (D) সবকটি



৫) Ms Excel এর ওয়ার্কশিটের কলামগুলির নামকরণে ব্যবহৃত হয় - 

(A) নাম্বার
(B) আলফাবেট
(C) টেক্সট
(D) সবকটি 

উত্তর - (B) আলফাবেট



৬) Ms Excel এর ওয়ার্কশীটে রো (Row) গুলির নামকরণে ব্যবহৃত হয় - 

(A) আলফাবেট
(B) নাম্বার
(C) স্পেশাল ক্যারেক্টার
(D) কোনোটিই নয় 

উত্তর - (B) নাম্বার



৭) A,B,C,D....... দিয়ে ওয়ার্কশিটে চিহ্নিত করা হয় -

(A) কলাম
(B) রো 
(C) সেল
(D) কোনোটিই নয় 

উত্তর - (A) কলাম



৮) Ms Excel এর ওয়ার্কশীটে রো এবং কলামের সংযোগস্থলকে বলে -

(A) বক্স
(B) ম্যাক্রো
(C) সেল
(D) পেজ 

উত্তর - (C) সেল



৯) Ms Excel ২০১০ এ মোট রো - এর সংখ্যা হল -

(A) ১০,৪৮,৬০০
(B) ১০,৪৭,৫৭৬
(C) ১০,৪৮,৫৭৬
(D) ১০,৪৮,০০০

উত্তর - (C) ১০,৪৮,৫৭৬



১০) Ms Excel ২০১০ এ মোট কলামের সংখ্যা হল -

(A) ১৬,৩,৮৪
(B) ১৬,২,৪৬
(C) ১৬,৪,৪৫
(D) ১৬,৩,৮৬

উত্তর - (A) ১৬,৩,৮৪



১১) Excel এর একটি সেলে সর্বাধিক অক্ষর লেখা যায় -

(A) ১০২৪
(B) ২৫৬
(C) ১২৪
(D) ৫১২

উত্তর - (A) ১০২৪



১২) Excel এর একটি কলামের By Default Width হয় -

(A) ৮.৮৩
(B) ৮.৩৪
(C) ৮.৪৩
(D) কোনোটি নয়

উত্তর - (C) ৮.৪৩



১৩) Excel এর একটি Row এর By Default Height হয় - 

(A) ১৫.৪৩
(B) ১৫.৭৫
(C) ১৫
(D) ১২.৭৫

উত্তর - (C) ১৫



১৪) Excel 2010 এ রিবনের সংখ্যা হল -

(A) ৮
(B) ১১
(C) ৭
(D) ১৫

উত্তর - (C) ৭



১৫) ওয়ার্কশীটের প্রথম ছেলের অ্যাড্রেস হলো -

(A) B1
(B) C1
(C) ৭
(D) D1

উত্তর - (C) ৭



১৬) ওয়ার্কশিটের সর্বশেষ ছেলের অ্যাড্রেস হলো -

(A) XFD1048576
(B) 1048576XDF
(C) ZCA16386
(D) কোনটি নয় 

উত্তর - (A) XFD1048576



১৭) Ms Excel এর কোন ছেলের ডেটা পরিবর্তন বা Edit করার জন্য ব্যবহৃত হয় - 

(A) F4
(B) F2
(C) F5
(D) F1

উত্তর - (B) F2



১৮) Excel 2010 ওয়ার্কশীটে কোন সেলের নাম্বার কোন এলাইনমেন্টে থাকবে -

(A) রাইট 
(B) লেফট 
(C) জাস্টিফাই 
(D) সেন্টার 

উত্তর - (A) রাইট 



১৯) Worksheet - এর একটি Cell - এ নতুন লাইন শুরু করার শর্টকাট হলো -

(A) Alt+Enter
(B) Shift+Tab
(C) Ctrl+Enter
(D) কোনোটি নয় 

উত্তর - (A) Alt+Enter



২০) Worksheet এ Cell pointer টি বর্তমানে রো- এর প্রথম কলামে আনবার শর্টকাট কী হলো -

(A) Tab
(B) Page Up
(C) Home
(D) কোনোটিই নয় 

উত্তর - (C) Home 



২১) ওয়ার্কশীট এ ফিল হ্যান্ডেল শব্দটি যুক্ত -

(A) রো-এর সঙ্গে
(B) সেলের সঙ্গে
(C) এক্টিভ সেলের সঙ্গে
(D) কোনোটিই নয় 

উত্তর - (C) এক্টিভ সেলের সঙ্গে



২২) Ms Excel 2010 এ কয়টি View বাটন থাকে ?

(A) 3 টি 
(B) 5 টি 
(C) 4 টি 
(D) 6 টি 

উত্তর - (A) 3 টি 



২৩) Ms Excel - এ ওয়ার্কশীট এর পাশাপাশি বা উপর নিচে অনেকগুলি সেলফি একত্রে বলে -

(A) Fill Handle 
(B) Cell Range 
(C) Active Cell 
(D) কোনোটিই নয় 

উত্তর - (B) Cell Range 



২৪) Ms Excel - এ কত ধরণের Cell Reference থাকে ?

(A) 3
(B) 4
(C) 5
(D) 2

উত্তর - (A) 3



২৫) সমগ্র ওয়াকশিট সিলেক্ট করার শর্টকাট হলো 

(A) Ctrl + A
(B) Ctrl + Shift + Spacebar 
(C) Alt + A
(D) সব কটি

উত্তর - (D) সব কটি



২৬) Workbook বন্ধ করার শর্টকাট হলো 

(A) Alt + F4
(B) Ctrl + F4
(C) Alt  Tab
(D) Shift + Alt

উত্তর - (A) Alt + F4



২৭) Ms Excel এর Home রিবনে কমান্ড গ্রুপে সংখ্যা হলো 

(A) 5
(B) 3
(C) 7
(D) 6

উত্তর - (C) 7



২৮) Home রিবনের কমান্ড গ্রুপ হলো -

(A) স্টাইল
(B) সেল
(C) ফন্ট
(D) সব কটি

উত্তর - (D) সব 



২৯) Date রিবনের কমান্ড গ্রুপ হল 

(A) Sort & Filter
(B) Data Tools
(C) Connections
(D) সব কয়টি 

উত্তর - (D) সব কয়টি 



৩০) Save অপশনটি থাকে -

(A) Home রিবনে 
(B) Quick Access Toolbar এ 
(C) Insert রিবনে 
(D) Microsoft office button এ 

উত্তর - (D) Microsoft office button এ 



৩১) Active Cell Address টি দেখা যায় - 

(D) Name Box এ 
(B) Formula Box এ 
(C) Home Ribbon এ 
(D) Format Ribbon এ 

উত্তর - (D) Name Box এ 



৩২) সেলের মধ্যে অক্ষরগুলির কোন Alignment হয় -

(A) Left 
(B) Right 
(C) Center 
(D) Justify 

উত্তর - (A) Left 



৩৩) ওয়ার্কশীটে ছেলের তথ্যের সঙ্গে হাইপার লিঙ্ক করতে ব্যবহৃত হয় -

(A) Text 
(B) Link 
(C) Charts
(D) কোনোটি নয় 

উত্তর - (B) Link 



৩৪) একটি ওয়ার্ক বুকে শিট থাকে -

(A) ২ টি 
(B) ৪ টি 
(C) ৩ টি 
(D) ১ টি 

উত্তর - (B) ৩ টি 



৩৫) Excel এ Save বা Save As অপশন থাকে -

(A) Home ট্যাবে 
(B) File ট্যাবে 
(C) Insert ট্যাবে 
(D) কোনোটিই নয় 

উত্তর - (B) File ট্যাবে 



৩৬) Currency ডে টা ফরমেটে সংখ্যার পূর্বে কোন চিহ্ন প্রকাশ পায় ?

(A) &
(B) @
(C) $
(D) ₹

উত্তর - (C) $



৩৭) Data ফর্ম্যাটে কোন চিহ্নটি ব্যবহৃত হয় ?

(A) /
(B) \
(C) ' '
(D) ?

উত্তর - (A) /



৩৮) Auto Fill করার পদ্ধতি হলো -

(A) Fill Handle ব্যবহার করে
(B) Fill with series নির্দেশের মাধ্যমে
(C) A ও B উভয়ই
(D) কোনোটিই নয়

উত্তর - (C) A ও B উভয়ই 



৩৯)Ms Excel 2010 এ Series অপশন থাকে কোন রিবনে ?

(A) Home 
(B) Data
(C) View
(D) Insert 

উত্তর - (A) Home



৪০) Ms Excel এ 2,4,6,8,10...... সংখ্যাগুলির পরপর প্রিন্ট করাকে বলে 

(A) Conditional Formatting 
(B) Data Series 
(C) Sorting 
(D) Filtering 

উত্তর - (B) Data Series 



৪১) ওয়ার্কশিটে ভগ্নাংশে প্রকাশিত সংখ্যাকে পুর্ণ সংখ্যারূপে প্রকাশ করার ডেটা টাইপ হলো -

(A) Fraction 
(B) Currency 
(C) Data
(D) Number 

উত্তর - (A) Fraction 



৪২) ওয়ার্কশিটে কোন রো বা কলাম সিলেক্ট থাকা অবস্থায় নতুন রো বা কলাম যোগ করার শর্টকাট হলো -

(A) Shift + Crtl + $
(B) Shift + Ctrl + =
(C) Shift + Ctrl ++
(D) Shift + Ctrl + N

উত্তর - (B) Shift + Ctrl + =



৪৩) ওয়ার্কশীটের সর্বশেষ কলামের নাম হলো -

(A) XFC
(B) XFD
(C) XFX
(D) ZFZ

উত্তর - (B) XFD



৪৪) HOME  রিবনের অন্তর্গত কমান্ড গ্রুপ নয়  -

(A) Style 
(B) Font
(C) Sort & Filter 
(D) Cell

উত্তর - (C) Sort & Filter 



৪৫) $B$5 কোন ধরনের ছেলে রেফারেন্স পদ্ধতি 

(A) Absolute বা নির্দিষ্ট
(B) Mixed বা মিশ্র
(C) Relative বা আপেক্ষিক
(D) কোনোটিই নয় 

উত্তর - (A) Absolute বা নির্দিষ্ট 




৪৬) ওয়ার্কশীটের কোন সেলে Level এর Alignment হলো

(A) Center 
(B) Justify 
(C) Left 
(D) Right 

উত্তর - (C) Left




৪৭) ওয়ার্কশিটে Concatenate ফাংশন ছাড়াও কোন চিহ্ন ব্যবহার করে দুটি বা তার বেশি শব্দ বা স্ট্রিং যুক্ত করা যায়

(A) !
(B) &
(C) |
(D) =

উত্তর - (B) &




৪৮) ওয়ার্ক সিটি ব্যবহৃত > চিহ্ন হলো -

(A) Operator 
(B) Formula 
(C) Function 
(D) কোনোটিই নয়

উত্তর - (A) Operator



৪৯) ওয়ার্কশিটে একাধিক সেলকে একটি সেলে জুড়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়  -

(A) Shrink to fit
(B) Merge Cells 
(C) Wrap text
(D) Orientation
 
উত্তর - (B) Merge Cells 




৫০) ওয়ার্কশিটে কোন সেলের বড়লেখা কি সংকুচিত করে সেলের মধ্যেই অবস্থান করানো কে বলে

(A) Merge cells
(B) Shrink to fit 
(C) Wrap Text 
(D) কোনোটিই নয়

উত্তর - (B) Shrink to fit 




৫১) ওয়ার্কশীটে কোনো সেলের প্রসারতা কম থাকলে সেলের বড়লেখা সেলের নিচের দিকে আনার প্রক্রিয়াকে বলে 

(A) Merge Cells
(B) Orientation
(C) Wrap text 
(D) কোনোটিই নয়

উত্তর - (C) Wrap text 




৫২) ওয়ার্কশিটে কোন সেলে উলম্বভাবে লেখার জন্য ব্যবহৃত অপশন হল 

(A) Horizontal 
(B) Diagonally 
(C) Vertical 
(D) কোনোটিই নয়

উত্তর - (C) Vertical




৫৩) ওয়ার্কশীটের কোন সেলে 732.67 লেখা থাকলে সেলের ডেটা ফরমার্ট টি হল 

(A) Number 
(B) Accountancy 
(C) General 
(D) Text

উত্তর - (A) Number



৫৪) Excel এ wrap text অপশনটি কোন রিবনে থাকে ?

(A) Insert 
(B) Page layout 
(C) View
(D) Home

উত্তর - (D) Home 




৫৫) নিচের কোনটি গাণিতিক বা Mathematical ফাংশন ?

(A) Product 
(B) Sum
(C) Round 
(D) সব ক - টি

উত্তর - (D) সব ক - টি 



৫৬) ওয়ার্কশিটের কোন সেলে দশমিক সংখ্যার মান থাকলে তাকে নির্দিষ্ট সংখ্যার আসন্ন মানে পরিবর্তন করার জন্য ব্যবহৃত ফাংশন হল 

(A) Round
(B) Count
(C) Product 
(D) Sum

উত্তর - (A) Round




৫৭) নিচের কোনটি Statistical ফাংশন 

(A) Count 
(B) Ciuntif
(C) Max
(D) সবগুলো

উত্তর - (D) সবগুলো 



৫৮) নিচের কোনটি Logical ফাংশন 

(A) And
(B) OR
(C) Not
(D) সব ক-টি

উত্তর - (D) সব ক-টি 



৫৯) Ms Excel এ কোনো কলামের একাধিক সেলের মধ্যে সব থেকে বড় সংখা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়

(A) MIN( )
(B) AVERAGE ( )
(C) MAX ( )
(D) SUM ( )

উত্তর - (C) MAX ( )




৬০) ওয়ার্কশীটে একাধিক সেলগুলির গড় নির্ণয় করার ফাংশন হল 

(A) AVERAGE ( )
(B) MAX ( )
(C) PRODUCT ( )
(D) SUM ( )

উত্তর - (A) AVERAGE ( )




৬১) ওয়ার্কশিটে কোনটি লজিক্যাল ফাংশন হিসেবে ব্যবহৃত হয় না

(A) IF ( )
(B) NOT ( )
(C) TIME ( )
(D) OR ( )

উত্তর - (C) TIME




৬২) Mixed Cell Reference বা মিশ্র সেল রেফারেন্স এর উদাহরণ 

(A) = C3 * D4
(B) = $B$3 * $C$4
(C) = $B3 * $C4
(D) কোনোটিই নয়

উত্তর - (C) = $B3 * $C4




৬৩) Auto Fill করার পদ্ধতির প্রকারভেদ হলো
(A) 4
(B) 3
(C) 2
(D) 5

উত্তর - (C) 2




৬৪) Ms Excel এ কোনো সেলের নির্দিষ্ট ফর্মুলায় একটি নির্দিষ্ট মান জানা থাকলে একটি ইনপুট ডেটার যে কোনো মানের জন্য ফর্মুলার সেই নির্দিষ্ট মান জানার জন্য ব্যবহৃত হয়

(A) Goal Seek
(B) Filtering 
(C) Sorting 
(D) কোনোটিই নয়

উত্তর - (A) Goal Seek 




৬৫) Ms Excel এ গ্রা ফ বা চার্ট থাকে কোন রবনে ?

(A) Data
(B) Insert 
(C) Page layout 
(D) কোনটি নয়

উত্তর - (B) Insert 




৬৬) Ms Excel এ what-if-analysis থাকে কোন রিবনে ?

(A) Insert 
(B) Home
(C) Page layout 
(D) Data

উত্তর - (D) Data 




৬৭) Ms Excel এ Default page layout টি হলো

(A) Landscape 
(B) Potrait 
(C) A ও B
(D) সব কটি

উত্তর - (B) Potrait 




৬৮) Auto Sum ফাংশনটি টুলবারে যে চিহ্ন দ্বারা প্রকাশিত হয়, সেটি হল -

(A) €
(B) @
(C) π
(D) কোনোটিই নয় 

উত্তর - (D) কোনোটিই নয় 



৬৯) Calculation করা হয় কি ব্যাবহার করে ?

(A) Auto Sum পদ্ধতি
(B) ফর্মুলা 
(C) ফাংশন
(D) সব কটি

উত্তর - (C) ফাংশন 




৭০) Excel এ Get External Data কমান্ড গ্রুপ দেখা যায় কোন রিবনে 

(A) Page layout 
(B) Home
(C) Formulas
(D) Data

উত্তর - (D) Data 




৭১) সেলের কনটেন্ট বোল্ড করার শর্টকাট হলো

(A)  SHIFT+ F8
(B) CTRL + F6
(C) CTRL + 2
(D) SHIFT + 1

উত্তর - (C) CTRL + 2




৭২) Ms Excel 2003 এ কোন warksheet সংরক্ষিত থাকলে তার এক্সটেনশন হতো

(A) .xlsx
(B) .xls
(C) .docx
(D) .Pdf

উত্তর - (B) .xls




৭৩) ওয়ার্কশিটে কোনো সেলের ডেটা Edit করতে কোন কি প্রয়োগ করতে হয় ?

(A)  F3
(B) F1
(C)  F8
(D) F2

উত্তর - (D) F2




৭৪) এক বা একাধিক রো Hide করার শর্টকাট কোনটি

(A)  Ctrl + Alt + 9
(B) Ctrl + 9
(C) Alt + 9
(D) Shift + 9

উত্তর - (B) Ctrl + 9



৭৫) Fill Handle টি সেলের কোন দিকে দেখা যায়

(A)  উপরের বামদিকে
(B) উপরের ডানদিকে
(C) নিচের বামদিকে
(D) নিচের ডানদিকে

উত্তর - (D) নিচের ডানদিকে



শূন্যস্থান পূরণ করো  :- 

১) Count হলো একটি ____ ফাংশন।

উত্তর - Math 



২) কোন সংখ্যাকে Text হিসেবে প্রকাশ করতে সংখ্যার পূর্বে _______ চিহ্নটি ব্যবহৃত হয়।

উত্তর -  ' 



৩) আজকের তারিখ ও বার জানা যায় ______ ফাংশনটির সাহায্য। 

উত্তর:  =Now()



৪) কলাম ও রো এর আগে $ চিহ্ন দ্বারা ______ সূচিত করে।

উত্তর - Absolute Cell Reference 



৫) কোন ছেলের ফর্মুলা পরের সেল গুলিতে কপি করা যায় ______ দ্বারা। 

উত্তর - Auto Fill 



৬) Excel এর একটি সেলে সর্বাধিক _____ ক্যারেক্টার লেখা যায়। 

উত্তর - 1024



৭) দুটি সেলের সংখ্যার গুণফল নির্ণয় করার ফাংশনটি হল _________

উত্তর - Product



৮) Ms Excel হল এক ধরনের ______ ।

উত্তর - ইলেকট্রনিক স্প্রেডশিট। 



৯) ফর্মুলা বা ফাংশন লেখা শুরু করা হয় _____ চিহ্নটি দ্বারা। 

উত্তর :  =



১০) Name Box এ দেখা যায় _______।

উত্তর - Cell Address 



১১) IF হলো ______ ফাংশন।

উত্তর - লজিক্যাল 



১২) Excel - এ সেল ফরমেটিং করার সমস্ত অপশনগুলি পাওয়া যায় ______ রিবনে।

উত্তর - Home রিবনে ।



শেষ কথা :-

এখানে একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশনের তৃতীয় অধ্যায় "স্প্রেডশিট ব্যবহার করে ডেটা ভিজুয়ালাইজেশন" থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়া গেলে তা এখানে আপডেট করা হবে।


প্রথম অধ্যায়ের প্রশ্ন ও উত্তর পড়তে :-  এখানে ক্লিক করুন 

দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ও উত্তর পড়তে :-  এখানে ক্লিক করুন 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url