MCQ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ একাদশ শ্রেণি সেমিস্টার ১
MCQ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ একাদশ শ্রেণি সেমিস্টার ১ | Semester 1 Class XI Philosophy Chapter 2 Question Answer Wbchse
-: ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ :-
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :-
১) ভারতীয় দর্শন হলো -
(ক) নাস্তিক দর্শন
(খ) আস্তিক দর্শন
(গ) তত্ত্ব দর্শন
(ঘ) কোনোটিই নয়
উত্তর = (গ) তত্ত্ব দর্শন
২) ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি হলো -
(ক) বেদ
(খ) গীতা
(গ) রামায়ণ
(ঘ) উপনিষদ
উত্তর = (ক) বেদ
৩) ভারতীয় দর্শনের বিভাগ হলো -
(ক) তিনটি
(খ) চারটি
(গ) দুটি
(ঘ) পাঁচটি
উত্তর = (গ) দুটি
৪) ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হলো -
(ক) দশটি
(খ) নয়টি
(গ) ছয়টি
(ঘ) আটটি
উত্তর = (খ) নয়টি
৫) আস্তিক কাদের বলা হয় ?
(ক) যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে না।
(খ) যারা বাইবেল কে একমাত্র ধর্মগ্রন্থ মনে করে।
(গ) যারা বেদ নিরপেক্ষ।
(ঘ) যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে।
উত্তর = (ঘ) যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে।
৬) ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো -
(ক) দুটি
(খ) তিনটি
(গ) ছয়টি
(ঘ) আটটি
উত্তর = (গ) ছয়টি
৭) ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন হলো -
(ক) কোন কিছুর অস্তিত্বে অবিশ্বাসী
(খ) ঈশ্বরের অবিশ্বাসী
(গ) বেদে অবিশ্বাসী
(ঘ) কোনোটিই নয়
উত্তর = (গ) বেদে অবিশ্বাসী
৮) ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হলো -
(ক) ছয়টি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তর = (খ) তিনটি
৯) চরমপন্থী নাস্তিক দর্শন হলো -
(ক) বৌদ্ধ দর্শন
(খ) চার্বাক দর্শন
(গ) জৈন দর্শন
(ঘ) ন্যায় দর্শন
উত্তর = (খ) চার্বাক দর্শন
১০) আস্তিক দর্শন গুলির বিকাশ হয় -
(ক) বেদ ও উপনিষদকে কেন্দ্র করে
(খ) ঈশ্বরকে কেন্দ্র করে
(গ) ঈশ্বরে অবিশ্বাস কে কেন্দ্র করে
(ঘ) বেদে অবিশ্বাসকে কেন্দ্র করে
উত্তর = (ক) বেদ ও উপনিষদকে কেন্দ্র করে
১১) ভারতীয় দর্শনের মূল উৎস হলো -
(ক) মহাভারত
(খ) গীতা
(গ) বেদ
(ঘ) রামায়ণ
উত্তর = (গ) বেদ
১২) বেদের অপর নাম -
(ক) বেদান্ত
(খ) শ্রুতি
(গ) স্মৃতি
(ঘ) উপনিষদ
উত্তর = (খ) শ্রুতি
১৩) বেদের অংশ নয় -
(ক) উপনিষদ
(খ) অরণ্যক
(গ) সাম
(ঘ) ব্রাহ্মণ
উত্তর = (গ) সাম
১৪) বেদের প্রথম অংশের নাম -
(ক) ব্রাহ্মণ
(খ) অরণ্যক
(গ) উপনিষদ
(ঘ) সংহিতা
উত্তর = (ঘ) সংহিতা
১৫) প্রধান উপনিষদের সংখ্যা হলো -
(ক) ১২ টি
(খ) ৭ টি
(গ) ১০ টি
(ঘ) ১৫ টি
উত্তর = (ক) ১২ টি
১৬) বেদাঙ্গগুলি -
(ক) বেদের অন্তর্ভুক্ত
(খ) বেদের অন্তর্ভুক্ত নয়
(গ) বেদান্তের অন্তর্ভুক্ত
(ঘ) উপনিষদের অন্তর্ভুক্ত
উত্তর = (খ) বেদের অন্তর্ভুক্ত নয়
১৭) একটি বেদ বিরোধী দর্শন হলো -
(ক) ন্যায় দর্শন
(খ) অদ্বৈত বেদান্ত
(গ) জৈন দর্শন
(ঘ) বৈশেষিক
উত্তর = (গ) জৈন দর্শন
১৮) প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত -
(ক) বেদান্ত
(খ) ন্যায়
(গ) জৈন
(ঘ) চার্বাক দর্শন
উত্তর = (ক) বেদান্ত
১৯) সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন -
(ক) মহর্ষি গৌতম
(খ) মহর্ষি জৈ্মিনি
(গ) আচার্য শংকর
(ঘ) মহর্ষি কপিল
উত্তর = (ঘ) মহর্ষি কপিল
২০) সাংখ্য দর্শনকে বলা হয় -
(ক) সেশ্বর সাংখ্য
(খ) অদ্বৈতবাদী
(গ) নিরীশ্বর সাংখ্য
(ঘ) কোনোটিই নয়
উত্তর = (গ) নিরীশ্বর সাংখ্য
২১) ভারতীয় কোন দর্শনে পুরুষ ও প্রকৃতি দুটি মূলতত্ত্ব হিসেবে স্বীকৃত ?
(ক) সাংখ্য
(খ) ন্যায়
(গ) মীমাংসা
(ঘ) বেদান্ত
উত্তর = (ক) সাংখ্য
২২) সাংখ্য দর্শনে পুরুষ হল -
(ক) অনিত্য, শুদ্ধ ও বন্ধনচৈতন্যস্বরূপ
(খ) নিত্য, শুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ
(গ) অনিত্য, শুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ
(ঘ) অনিত্য, অশুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ
উত্তর = (খ) নিত্য, শুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ
২৩) ত্রিগুণের সাম্যাবস্থা হল -
(ক) আত্মা
(খ) পুরুষ
(গ) প্রকৃতি
(ঘ) ঈশ্বর
উত্তর = (গ) প্রকৃতি
২৪) রজ:গুণের বৈশিষ্ট্য হল -
(ক) তামসিক ও আলস্য উৎপাদক
(খ) লঘুতা ও প্রকাশক
(গ) নিস্পৃহতা ও জড়তা
(ঘ) দুঃখ উৎপাদক ও চঞ্চলতা
উত্তর = (ঘ) দুঃখ উৎপাদক ও চঞ্চলতা
২৫) মোহের কারণ হলো -
(ক) সত্ব গুণ
(খ) রজ: গুণ
(গ) তম: গুন
(ঘ)সুখ গুণ
উত্তর = (গ) তম: গুন
২৬) সাংখ্য দর্শনে মোট স্বীকৃত তত্ত্ব -
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চব্বিশটি
(ঘ) পঁচিশ টি
উত্তর = (ঘ) পঁচিশ টি
২৭) সাংখ্যরা কোন প্রমাণ স্বীকার করেন নি ?
(ক) অনুমান
(খ) উপমান
(গ) প্রত্যক্ষ
(ঘ) শব্দ
উত্তর = (খ) উপমান
২৮) মুক্তিকে কৈবল্য বলা হয় -
(ক) যোগ শাস্ত্রে
(খ) সাংখ্য দর্শনে
(গ) ন্যায় শাস্ত্রে
(ঘ) বৌদ্ধ দর্শনে
উত্তর = (খ) সাংখ্য দর্শনে
২৯) যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন -
(ক) মহর্ষি পতঞ্জলি
(খ) মহর্ষি গৌতম
(গ) মহর্ষি কনাদ
(ঘ) মহর্ষি কপিল
উত্তর = (ক) মহর্ষি পতঞ্জলি
৩০) যোগ দর্শনের প্রধান ভাষ্যকার হলেন -
(ক) বাচস্পতি মিশ্র
(খ) ব্যাসভাষ্য
(গ) তত্ববৈশারদী
(ঘ) শারীরক ভাষ্য
উত্তর = (খ) ব্যাসভাষ্য
৩১) যোগ দর্শনের সঙ্গে মিল লক্ষ্য করা যায় ভারতীয় কোন দর্শনের ?
(ক) বৈশেষিক
(খ) ন্যায়
(গ) সাংখ্য
(ঘ) বেদান্ত
উত্তর = (গ) সাংখ্য
৩২) ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন -
(ক) মহর্ষি গৌতম
(খ) জৈমিনি
(গ) মহর্ষি কোকিল
(ঘ) আচার্য শংকর
উত্তর = (ক) মহর্ষি গৌতম
৩৩) মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন -
(ক) জৈমিনি
(খ) বেদব্যাস
(গ) পতঞ্জলি
(ঘ) কনাদ
উত্তর = (ক) জৈমিনি
৩৪) ঈশ্বরে অবিশ্বাস কিন্তু বেদে বিশ্বাস করে যে আস্তিক দর্শনটি তা হল -
(ক) ন্যায়
(খ) যোগ
(গ) মীমাংসা
(ঘ) বৈশেষিক
উত্তর = (গ) মীমাংসা
৩৫) "ব্রহ্মসূত্র"গ্রন্থটির রচয়িতা হলেন -
(ক) মহর্ষি কপিল
(খ) মহর্ষি বাদরায়ণ
(গ) মহর্ষি জৈমিনি
(ঘ) মহর্ষি গৌতম
উত্তর = (খ) মহর্ষি বাদরায়ণ
৩৬) ভূতচতুষ্টয়বাদ মেনেছেন -
(ক) অদ্বৈত বেদান্ত
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ
(ঘ) ন্যায় দার্শনিকেরা
উত্তর = (খ) চার্বাক
৩৭) চার্বাক দেহাত্ববাদের অপর নাম হল -
(ক) কর্মবাদ
(খ) স্বভাববাদ
(গ) ভূতচৈতন্যবাদ
(ঘ) জড়বাদ
উত্তর = (গ) ভূতচৈতন্যবাদ
৩৮) "মৃত্যুই হচ্ছে মোক্ষ" এ কথা বলেন -
(ক) ন্যায়
(খ) বেদান্ত
(গ) সাংখ্য
(ঘ) চার্বাক
উত্তর = (ঘ) চার্বাক
৩৯) চার্বাক মতে, মুখ্য পুরুষার্থ হল -
(ক) অর্থ
(খ) কাম
(গ) ধর্ম
(ঘ) মোক্ষ
উত্তর = (খ) কাম
৪০) জৈনদের প্রথম তীর্থঙ্কর হলেন -
(ক) মহাবীর
(খ) ঋষভদেব
(গ) মহর্ষি গৌতম
(ঘ) লোকপুত্র বৃহস্পতি
উত্তর = (খ) ঋষভদেব
৪১) বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো -
(ক) অবিদ্যা
(খ) জন্ম
(গ) জাতি
(ঘ) বিজ্ঞান
উত্তর = (ক) অবিদ্যা
৪২) " প্রতীত্যস্মুৎপাদ " - এই ধারণাটি কোন আর্য সত্যি আছে ?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তর = (খ) দ্বিতীয়
৪৩) বৌদ্ধ ক্ষণিকত্ববাদের অর্থ কি ?
(ক) সবকিছুই সত্য
(খ) সবকিছুই শ্বাশ্বত
(গ) সবকিছুই অনিত্য
(ঘ) কোনোটিই নয়
উত্তর = (গ) সবকিছুই অনিত্য
৪৪) বৌদ্ধ আত্মতত্ত্বের নাম হল -
(ক) নৈরাত্ম্যবাদ
(খ) বেহাত্মাবাদ
(গ) অদ্বৈতবাদ
(ঘ) বাহ্যপ্রত্যক্ষবাদ
উত্তর = (ক) নৈরাত্ম্যবাদ
৪৫) বৌদ্ধ মতে, পঞ্চস্কন্ধের সমষ্টিকে কি বলা হয় ?
(ক) মন
(খ) আত্মা
(গ) দেহ
(ঘ) চড়
উত্তর = (খ) আত্মা
৪৬) বস্তুবাদী বৌদ্ধ দর্শনের সংখ্যা হল -
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর = (খ) দুই
৪৭) যোগাচার মতবাদ হল -
(ক) বাহ্যপ্রত্যক্ষবাদ
(খ) বাহ্যানুমেয়বাদ
(গ) ভাববাদ
(ঘ) বস্তুবাদ
উত্তর = (গ) ভাববাদ
৪৮) আর্যসত্যচতুষ্টয় মেনেছেন -
(ক) চার্বাক
(খ) ন্যায়
(গ) বেদান্ত
(ঘ) বৌদ্ধ
উত্তর = (ঘ) বৌদ্ধ
৪৯) জৈন জ্ঞানতাত্ত্বিক মতবাদ কি নামে পরিচিত ?
(ক) সাধুবাদ
(খ) স্যাদবাদ
(গ) বহুতত্ত্ববাদ
(ঘ) ভাববাদ
উত্তর = (খ) স্যাদবাদ
৫০) বুদ্ধদেবের চতুর্থ আর্য সত্যটি হলো -
(ক) দুঃখ-নিরোধ-মার্গ
(খ) দুঃখ-সমুদয়
(গ) দুঃখ
(ঘ) দুঃখ-নিরোধ
উত্তর = (ক) দুঃখ-নিরোধ-মার্গ
শূন্যস্থান পূরণ করো :-
১) বেদনিষ্ঠ দর্শন হলো _________
(ক) আস্তিক
(খ) নাস্তিক
(গ) অবৈদিক
(ঘ) মধ্যপন্থী
উত্তর = (ক) আস্তিক
২) ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন হলো ________ টি।
(ক) তিন টি
(খ) চার টি
(গ) দুই টি
(ঘ) পাঁচ টি
উত্তর = (গ) দুই টি
৩) মহর্ষি কপিল হলেন _______ দর্শনের প্রতিষ্ঠাতা।
(ক) যোগ
(খ) ন্যায়
(গ) বৈশেষিক
(ঘ) সাংখ্য
উত্তর = (ঘ) সাংখ্য
৪) ন্যায় দর্শনে _______ টি প্রমাণ স্বীকৃত।
(ক) ৩
(খ) ৪
(গ) ২
(ঘ) ৫
উত্তর = (খ) ৪
৫) ______দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত।
(ক) সাংখ্য
(খ) ন্যায়
(গ) মীমাংসা
(ঘ) যোগ
উত্তর = (গ) মীমাংসা
৬) শংকরাচার্যের বেদান্ত দর্শন ______ নামে পরিচিত।
(ক) বিশিষ্টাদ্বৈতবাদ
(খ) সংকার্যবাদ
(গ) শূন্যবাদ
(ঘ) বিশুদ্ধাদ্বৈতবাদ
উত্তর = (ঘ) বিশুদ্ধাদ্বৈতবাদ
৭) বেদের প্রমাণ্যে অবিশ্বাস করেন ______ দর্শন সম্প্রদায়।
(ক) আস্তিক
(খ) নাস্তিক
(গ) বৈদিক
(ঘ) বেদান্ত
উত্তর = (খ) নাস্তিক
৮) চার্বাক মতে জীবনের মূল লক্ষ্য হলো ______।
(ক) আত্মসুখবাদ
(খ) নৈতিক সখবাদ
(গ) অসুখবাদ
(ঘ) পরসুখবাদ
উত্তর = (ক) আত্মসুখবাদ
৯) জৈন দর্শন ______ টি সম্প্রদায় বিভক্ত।
(ক) ৩
(খ) ৪
(গ) ২
(ঘ) ৫
উত্তর = (গ) ২
১০) বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন ________ ।
(ক) মহর্ষি গৌতম
(খ) মহর্ষের জৈমিনি
(গ) মহর্ষি বেদব্যাস
(ঘ) গৌতম বুদ্ধ
উত্তর = (ঘ) গৌতম বুদ্ধ
১১) দ্বৈতবাদী নাস্তিক দর্শন হলো ________ ।
(ক) জৈন দর্শন
(খ) বৌদ্ধ দর্শন
(গ) চার্বাক দর্শন
(ঘ) ন্যায় দর্শন
উত্তর = (ক) জৈন দর্শন
১২) চিত্তবৃত্তি নিরোধ _______ দর্শনের লক্ষ্য।
(ক) সাংখ্য
(খ) বৌদ্ধ
(গ) জৈন
(ঘ) যোগ
উত্তর = (ঘ) যোগ
১৩) অষ্টযোগাঙ্গ ______ দর্শনের স্বীকৃত।
((ক) সাংখ্য
(খ) যোগ
(গ) জৈন
(ঘ) বৌদ্ধ
উত্তর = (খ) যোগ
১৪) যোগ দর্শনে ______ প্রমাণ স্বীকৃত নয়।
(ক) প্রত্যক্ষ
(খ) অনুপলব্ধি
(গ) শব্দ
(ঘ) অনুমান
উত্তর = (খ) অনুপলব্ধি
১৫) ন্যায় মতে পদার্থ ______ প্রকার।
(ক) ১২
(খ) ১৪
(গ) ১৬
(ঘ) ১৮
উত্তর = (গ) ১৬
১৬) বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থের নাম _______
(ক) সাংখ্যসূত্র
(খ) মীমাংসা সূত্র
(গ) জৈমিনি সূত্র
(ঘ) বৈশেষিক সূত্র
উত্তর = (ঘ) বৈশেষিক সূত্র
১৭) বৈশেষিক মতে সপ্তম পদার্থ হল ________।
(ক) দ্রব্য
(খ) অভাব
(গ) গুণ
(ঘ) কর্ম
উত্তর = (খ) অভাব
১৮) মীমাংসা দর্শন বেদের ________ কান্ডের উপর নির্ভরশীল।
(ক) জ্ঞানকান্ড
(খ) উত্তরকান্ড
(গ) পূর্বকান্ড
(ঘ) কোনোটিই নয়
উত্তর = (গ) পূর্বকান্ড
১৯) " সর্বদর্শনসংগ্রহ " রচনা করেন _________।
(ক) মধ্বাচার্য
(খ) শংকরাচার্য
(গ) বল্লভাচার্য
(ঘ) নিম্বার্কাচার্য
উত্তর = (ক) মধ্বাচার্য
২০) বেদের অংশগুলি ______ কাণ্ডে বিভক্ত।
(ক) ৩
(খ) ২
(গ) ৪
(ঘ) ৫
উত্তর = (খ) ২
২১) বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল _______ ।
(ক) উপনিষদ
(খ) গীতা
(গ) চন্ডী
(ঘ) মহাভারত
উত্তর = (ক) উপনিষদ
২২) " শ্রীভাষ্য " ___________ এর লেখা।
(ক) মধ্বাচার্য
(খ) শংকরাচার্য
(গ) রামানুজ
(ঘ) নিম্বার্কাচার্য
উত্তর = (গ) রামানুজ
২৩) কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন _________।
(ক) রামানুজ
(খ) বৃহস্পতি
(গ) শংকরাচার্য
(ঘ) গৌতম
উত্তর = (গ) শংকরাচার্য
২৪) শংকরাচার্য ______ প্রকার সত্তা স্বীকার করেন।
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর = (খ) তিন
২৫) অদ্বৈত বেদান্ত মতে, মায়া _________
(ক) সৎ
(খ) অসৎ
(গ) সদসৎ
(ঘ) অনির্বাচনীয়
উত্তর = (ঘ) অনির্বাচনীয়
২৬) ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল _____
(ক) চার
(খ) তিন
(গ) পাঁচ
(ঘ) ছয়
উত্তর = (খ) তিন
২৭) ভারতীয় দর্শনের নাস্তিক শিরোমনি বলা হয় _____
(ক) চার্বাকদের
(খ) বৈশেষিকদের
(গ) বৌদ্ধদের
(ঘ) নৈয়ায়িকদের
উত্তর = (ক) চার্বাকদের
২৮) _______ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়।
(ক) জৈন
(খ) বৌদ্ধ
(গ) ন্যায়
(ঘ) চার্বাক
উত্তর = (ঘ) চার্বাক
২৯) চার্বাক মতে, যথার্থ জ্ঞানের উৎস হল ______
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ
উত্তর = (ক) প্রত্যক্ষ
৩০) চার্বাক মতে, প্রমাণ _______ টি।
(ক) তিন
(খ) চার
(গ) এক
(ঘ) পাঁচ
উত্তর = (গ) এক
৩১) চার্বাক দর্শন হলো ______
(ক) আধ্যাত্মবাদী দর্শন
(খ) জড়বাদী দর্শন
(গ) ভাববাদী দর্শন
(ঘ) বস্তুবাদী দর্শন
উত্তর = (খ) জড়বাদী দর্শন
৩২) চার্বাক জড়বাদের ভিত্তি হলো _______
(ক) চৈতন্যবাদ
(খ) দেহাত্মবাদ
(গ) নৈরাত্মবাদ
(ঘ) ভূতচতুষ্টয়বাদ
উত্তর = (ঘ) ভূতচতুষ্টয়বাদ
৩৩) চার্বাক মতে, গৌণ পুরুষার্থ ____
(ক) ধর্ম
(খ) অর্থ
(গ) কাম
(ঘ) মোক্ষ
উত্তর = (খ) অর্থ
৩৪) অনাত্মবাদী নয় _____
(ক) চার্বাক
(খ) বৌদ্ধ
(গ) জৈন
(ঘ) বৈভাষিক
উত্তর = (গ) জৈন
৩৫) " প্রতিত্যসমুৎপাতবাদ " শব্দটির অর্থ হলো __________।
(ক) কার্যকারণ নিয়ম
(খ) নৈতিক নিয়ম
(গ) যুক্তিবিজ্ঞানের নিয়ম
(ঘ) পুরুষার্থের নিয়ম
উত্তর = (ক) কার্যকারণ নিয়ম
৩৬)
তালিকা - ১ | তালিকা - ২ | ||
---|---|---|---|
(a) | ন্যায় দশান | (i) | মহর্ষি বাদরায়ণ |
(b) | যোগ দর্শন | (ii) | মহর্ষি গৌতম |
(c) | বেদান্ত দর্শন | (iii) | গৌতম বুদ্ধ |
(d) | বৌদ্ধ দর্শন | (iv) | মহর্ষি পতঞ্জলি |
(a) (b) (c) (d)
(ক) iv i iii ii
(খ) i ii iii iv
(গ) ii iv i iii
(ঘ) iv ii i iii
উত্তর = (গ) ii iv i iii
শেষ কথা ঃ-
এখানে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ একাদশ শ্রেণি সেমিস্টার ১ থেকে MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপডেট করা হবে। আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url