Class Vi history chapter 1 question answer Wbbse
ষষ্ঠ শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায় "ইতিহাসের ধারণা" থেকে প্রশ্ন ও উত্তর
Class VI
ইতিহাসের ধারণা
*** এক কথায় উত্তর দাও ***
১) প্রাচীনকালে সভ্যতা গড়ে উঠেছিল_________কে কেন্দ্র করে ?
উত্তর - প্রাচীনকালে নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল।
২.______ দিনের কথায় ইতিহাসের কথা।
উত্তর - পুরনো দিনের কথায় ইতিহাসের কথা।
৩. ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ এই দুই অংশে ভাগ করে দিয়েছে কোন পর্বত ?
উত্তর - ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে বিন্ধ্য পর্বত।
৪. উত্তর ভারতে আর্যদের বসতি অঞ্চলকে কি বলা হত ?
উত্তর - উত্তর ভারতে আর্যদের বসতি অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো।
৫. বিন্ধ পর্বতের দক্ষিণ দিককে কি বলা হত ?
উত্তর - বিন্ধ পর্বতের দক্ষিণ দিককে বলা হতো দাক্ষিণাত্য।
৬. দাক্ষিণাত্য অঞ্চলের ভাষা গুলিকে কি বলা হত ?
উত্তর - দাক্ষিণাত্য অঞ্চলের ভাষা গুলিকে দ্রাবিড় ভাষা বলা হত।
৭. মানুষ কোন সময় তামা, ব্রোঞ্জ , লোহার ব্যবহার শেখে ?
উত্তর - মানুষ ধাতুর যুগে তামা,ব্রোঞ্জ ও লোহার ব্যবহার শেখে।
৮. পৃথিবী যখন বরফে ঢাকা ছিল সেই সময়কে কি বলা হয় ?
উত্তর - পৃথিবী যখন বরফে ঢাকা ছিল সেই সময় কে বলা হয় তুষার যুগ।
৯. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর - কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক।
১০. জিশু খ্রিস্টের জন্মের আগের সময়কে কি বলা হয় ?
উত্তর - যিশুখ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ।
১১. যিশুখ্রিস্টের জন্ম কে ধরে যে সাল গুনাহ হয় তাকে কি বলে ?
উত্তর - খ্রিষ্টাব্দ।
১২. মাটির নিচে খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকে কি বলে ?
উত্তর - প্রত্ন বস্তু।
১৩. মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদান গুলো যারা খুঁজে বের করে তাদেরকে কি বলা হয় ?
উত্তর - প্রত্নতত্ত্ববিদ বা প্রত্নতাত্ত্বিক।
১৪. প্রশস্তি কাকে বলে ?
উত্তর - শাসকের গুণগান লেখ হিসেবে খোদাই করাকে বলা হয় প্রশস্তি।
১৫. এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত আছে ?
উত্তর - সমুদ্র গুপ্ত
১৬. পুরনো বাড়িঘর ,প্রাসাদ, মন্দির কে কি বলা হয় ?
উত্তর - স্থাপত্য।
১৭. ' হর্ষচরিত' এর রচয়িতা কে ?
উত্তর - বানভট্ট।
*** দু এক কথায় উত্তর দাও ***
১. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চলে ?
উত্তর - ১৮৫৩ সালে ১৬ ই এপ্রিল।
২. খ্রিষ্টাব্দ কি ?
উত্তর - যিশুখ্রিস্টের জন্মকে ধরে যে সাল গুনাহ হয় তাকে খ্রিস্টাব্দ বলে।
৩. শিলা লেখ কি ?
উত্তর - পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলা লেখো বলে।
৪. আর্যাবর্ত কাকে বলে ?
উত্তর - আর্যরা ভারতবর্ষের উত্তর অংশে বসবাস করত এই অঞ্চলকে আর্যাবর্ত বলে।
৫. নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো ?
উত্তর - প্রাচীনকালে নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল তাদের নদীমাতৃক সভ্যতা বলা হয়।
৬. ভারত কথাটির অর্থ কি ?
উত্তর - ভারত কথাটির অর্থ হল ' ভরত' নামক জনগোষ্ঠীর বংশধর।
৭. গুপ্তাব্দ কাকে বলে ?
উত্তর - গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত যে সাল গননা চালু করেন তাকে গুপ্তাব্দ বলা হয়।
৮. প্রাচীন সভ্যতা গুলোকে নদীমাতৃক সভ্যতা বলা হয় কেন ?
উত্তর - প্রাচীনকালে অনেক সভ্যতাই নদীর উপর নির্ভর করে গড়ে উঠেছিল। সেখানকার লোকজনের কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সবথেকে বেশি নদীকে ঘিরেই তাদের রোজগার বেশিরভাগ কাজ চলতো। নদীর জল তারা পান করত, নদীর পারের উর্বর জমিতে কৃষি কাজ ভালো হতো। নদীর জলকে কৃষিকাজে ব্যবহার করত। নদীপথে যাতায়াত করত ।নদী থেকে মাছ সংগ্রহ করে খেত। সেইসব সভ্যতার লোকেদের কাছে নদী ছিল মায়ের মত। প্রাচীনকালে বেশিরভাগ সভ্যতায় নদীর পাশে গড়ে উঠেছিল।সেই কারণে সে সব সভ্যতা গুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হত।
১০. আর্যাবর তো বলতে কোন অঞ্চল কে বোঝানো হতো ?
উত্তর - ভারতবর্ষের মাঝখানে বিন্ধ পর্বত অবস্থিত। এই বিন্ধ পর্বত ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ এই দুটি অংশে ভাগ করেছে। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বসবাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হত। আর্যাববর তো বলতে উত্তর ভারতকে বোঝানো হতো।
১১. ইতিহাসের উপাদান হিসেবে লেখমালা ও প্রশস্তের গুরুত্ব লেখ ?
উত্তর - ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হল 'লেখমালা' ও 'প্রশস্তি '।পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলালেখ বলা হয়। লেখমারা গুলিতে নানা অব্দের ব্যবহার দেখা যায়।
"প্রসস্তি" মানে গুণগান করা। অনেক সময় শাসকের গুণগান লেখ হিসেবে খোদাই করা হতো। বিভিন্ন লেখমালা ও প্রশস্তি থেকে তৎকালীন শাসকদের বিষয়ে অনেক কিছু জানা যায় যা ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১২. টীকা লেখ : 'জাদুঘর'
উত্তর - জাদুঘর কে ইংরেজিতে মিউজিয়াম বলা হয়। সেখানে মাটির নিচ থেকে খুঁজে পাওয়া প্রাচীনকালে নানা প্রত্তন বস্তু, মাটির উপরে পাওয়া পুরনো দিনের নানা জিনিসপত্র, হারিয়ে যাওয়া জন্তুর হার ,রাজা-রাণীদের পোশাক, অস্ত্রশস্ত্র ,দেবদেবীর মূর্তি ,ছবি ,পুঁথি, মুদ্রা ইত্যাদি যত্ন সহকারে রাখা থাকে। যা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়।
শেষ কথা ঃ-
এই পোস্টে ষষ্ঠ শ্রেনির ইতিহাস প্রথম আধ্যায় ইতিহাসের ধারণা থেকে আনুশীলনী ও অন্যান্য প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। পরবর্তী সময়ে আরও পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপডেট দেওয়া হবে
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url