বুনো হাঁস প্রশ্ন ও উত্তর | Class 5 Buno Hans Question Answer |

ক্লাস 5 বুনো হাঁস | ক্লাস V বাংলা পাতাবাহার প্রশ্ন উত্তর |

বুনোহাঁস 

লীলা মজুমদার 

লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পের হাতে-কলমে প্রশ্ন ও উত্তর।

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো: 


১.১) আকাশের দিকে তাকালে তুমি দেখ_______ (ঘরবাড়ি/গাছপালা/পোকামাকড়/মেঘ-রোদ্দুর)।

উত্তর - আকাশের দিকে তাকালে তুমি দেখ- মেঘ-রোদ্দুর।


১.২) হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হল _________ (কিলিমানজারো /আরাবল্লী/ আন্দিজ রকি)।

উত্তর - হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হল - আরাবল্লী |


১.৩) এক রকমের হাঁসের নাম হল ______ (সোনা/ কুনো/কালি/বালি)- হাঁস

উত্তর - এক রকমের হাঁসের নাম হল - বালি হাঁস।


১.৪) পাখির ডানার_____  (বো৺ বো৺ / শন শন/ শো৺ শো৺/গাঁক গাঁক ) শব্দ শোনা যায়।

উত্তর - পাখির ডানার-  শো৺ শো৺ শব্দ শোনা যায়।


২. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখ:

 
বরফ শুরু
বুনো হিমানী
কুড়ি বন্য
চঞ্চল কলি
আরম্ভ অধীর

উত্তর - 
বরফ হিমানী
বুনো বন্য
কুড়ি কলি
চঞ্চল অধীর
আরম্ভ শুরু

৩. সঙ্গী - ( ঙ্ +গ্ ) - এমন 'ঙ্গ্' রয়েছে -- এরকম পাঁচটি শব্দ লেখ।
উত্তর- সঙ্গী - ( ঙ্ +গ্ ) - এমন 'ঙ্গ্' রয়েছে -- এরকম পাঁচটি শব্দ হল - ভঙ্গ, অঙ্গ, রঙ্গ, সঙ্গ, বঙ্গ ।


৪. ঘটনাক্রম সাজিয়ে লেখ:

৪.১) দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। 

৪.২) হাঁসের ডানা যখন হলো।

৪.৩) সারা শীত কেটে গেল।

৪.৪) বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।

৪.৫) আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।


উত্তর - ঘটনাক্রম সাজিয়ে লিখলাম -

৪.৪) বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।

৪.২) হাঁসের ডানা যখন হলো।

৪.৫) আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।

৪.৩) সারা শীত কেটে গেল।

৪.১) দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। 


৫. শূন্যস্থান পূরণ কর: 

৫.১) _______ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ______ একটা ঘাঁটি ছিল।

৫.২) জোয়ানদের _______ রাখার খালি জায়গা ছিল। 

৫.৩) আস্তে আস্তে হাঁসের ____ সারল।

৫.৪) দলে দলে ______ তীরের ফলার আকারে, কেবলই __________ দিকে উড়ে চলেছে।

৫.৫) ______ গাছে পাতার আর ফুলের ______ ধরল।


উত্তর - 

৫.১) লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।

৫.২) জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 

৫.৩) আস্তে আস্তে হাঁসের ডানা সারল।

৫.৪) দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।

৫.৫) ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।


৬. শব্দঝুরি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখ:
   
শব্দঝুরি বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল।
                                                        
বিশেষ্য বিশেষণ
_______ _______
______ _______
______ ______
_______ _______
______ ______

উত্তর - 

বিশেষ্য বিশেষণ
জখম বুনো
লাডাক গরম
শীতকাল ন্যাড়া
বেচারি, বরফ নির্জন,
সঙ্গী, তাঁবু চঞ্চল।
                             

৭. ক্রিয়ার নীচে দাগ দাও :

৭.১) বাড়ির জন্য ওদের মন কেমন করত।
উত্তর - বাড়ির জন্য ওদের মন কেমন করত

৭.২) পাখিরা আবার আসতে আরম্ভ করল।
উত্তর - পাখিরা আবার আসতে আরম্ভ করল।

৭.৩) দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।
উত্তর -  দেশে ফিরে ওরা বাসা বাঁধবে


৭.৪) সেখানে বুনো হাঁসরা রইল।
উত্তর -  সেখানে বুনো হাঁসরা রইল

৭.৫) নিরাপদে তাদের শীত কাটে।
উত্তর -  নিরাপদে তাদের শীত কাটে


৮. বাক্য বাড়াও: 

৮.১) একদিন একটা বুনো হাত দল ছেড়ে নেমে পড়ল। (কোথায় নেমে পড়ল?)

উত্তর - একদিন একটা বুনো হাত দল ছেড়ে নিচে ছোপের ওপর নেমে পড়ল।


৮.২) ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে।(কোথায় এবং কখন ফিরে যাচ্ছে ? )

উত্তর - ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে।


৮.৩) পাহাড়ের বরফ গলতে শুরু করল। (কোথাকার পাহাড় ? )

উত্তর - লাডাক পাহাড়ের নীচের দিকে বরফ গলতে শুরু করল। 


৮.৪) আবার ঝোপঝাপ দেখা গেল। ( কেমন ঝোপঝাপ ? )

উত্তর - আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল।


৮.৫) গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে ? )

উত্তর - ন্যাঁড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।


৯) বাক্য রচনা করো - রেডিয়ো, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু।

উত্তর - 

রেডিয়ো - দাদু রেডিয়োতে খবর শোনে।

চিঠিপত্র - পিয়ন চিঠিপত্র বাড়িতে দিয়ে যায়।

থরথর - মানুষটি ঠান্ডায় থরথর করে কাঁপছে।

জোয়ান - আমি জোয়ানদের শ্রদ্ধা করি।

তাঁবু - মাঠে তাঁবু খাটিয়ে পিকনিক করছে।


১০) তোমার বইতে যে বনো হাঁসের ছবি দেওয়া আছে, সেটি দেখে আঁকো ও রং করো।

উত্তর - বইয়ের ছবি দেখে আঁকার চেষ্টা কর।


১২) কোন পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখ। 

উত্তর - একদিন বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই সময় একটা ঘুঘু পাখি উড়ে এসে আমাদের উঠানে পরে। তা দেখে আমি বৃষ্টিতে দৌড়ে গিয়ে পাখিটাকে ঘরে নিয়ে আসি। দেখি প্রচন্ড ঠান্ডায় পাখিটা কাঁপছে। তখন আমি গামছা দিয়ে পাখিটাকে মুড়ে রেখে দেই এবং খেতে দেই। পরে বৃষ্টি থেমে গেলে পাখিটাকে ছেড়ে দেই। সেদিন থেকে প্রতিদিন পাখিটা উড়ে এসে আমাদের ঘরের চালে বসে এবং আমি তাকে খেতে দেই।


১১) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো: 

১১.১) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?

উত্তর - লীলা মজুমদারের লেখা "বুনোহাঁস" গল্পে লাডাখকের একটা নির্জন বরফে থাকা জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল।


১১.২) জোয়ানরা কি কাজ করে ?

উত্তর - লীলা মজুমদারের লেখা "বুনোহাঁস" গল্পে জোয়ানদের কথা বলা হয়েছে। জোয়ানরা আমাদের দেশের সীমানা পাহারা দেয় এবং বাইরের শত্রুদের থেকে আমাদের রক্ষা করে।


১১.৩) দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?

উত্তর - লীলা মজুমদারের লেখা "বুনোহাঁস" গল্পে একটা বুনোহাঁস ডানায় আঘাত পেয়ে দল ছেড়ে নিচে ঝোপের উপরে নেমে পড়ে। তারপর আর একটা বুনো হাঁসও নিচে নেমে এসে আহত হাঁসটির চারদিকে উড়ে বেড়াতে থাকে। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। 


১১.৪) বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত ?

উত্তর - লীলা মজুমদারের লেখা "বুনোহাঁস" গল্পে বুনো  হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত।


১১.৫) হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল' ?

উত্তর - লীলা মজুমদারের লেখা "বুনোহাঁস" গল্পে বুনো হাঁসেরা গোটা শীতকাল জওয়ানদের তাঁবুতে কাটিয়ে ডানা সারলে শীতের শেষে , আবার নিজেদের দেশে ফিরে গেল। 


১১.৬) ' এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল'-- কেমন করে সারা শীতকাল কাটল ? এরপর কি ঘটনা ঘটল ? 

উত্তর - লীলা মজুমদারের লেখা "বুনোহাঁস" গল্পে  লাডাকের প্রচন্ড ঠান্ডায় দুটো বুনো হাঁস দলছুট হয়ে নিচে ঝোপের উপরে পড়ে। জোয়ানরা গিয়ে সেই আহত হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসে তাদের মুরগি রাখার খালি জায়গায় রাখে। সেখানে টিনের মাছ,তরকারি, ভুট্টা,ভাত, ফলের কুচি এইসব খেতে দেয়। এইভাবে ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে ওঠে। আস্তে আস্তে হাঁসের ডানা সেরে ওঠে।এমনি করে তাদের সারা শীতকাল কেটে যায় জওয়ানদের তাঁবুতে।

এরপর নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করে। আবার সবুজ ঝোপঝাপ দেখা যায়। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরে। শীতের শেষে তারা আবার নিজেদের দেশে ফিরে যায়। 



১৩.১) লীলা মজুমদারের জন্ম কোন শহরে? 

উত্তর - লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। 



১৩.২) তার শৈশব কোথায় কেটেছে? 

উত্তর - তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে। 



১৩.৩) ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখ? 

উত্তর - ছোটদের জন্য লেখা তার দুটি বই হল - বদ্যিনাথের বাড়ি , টংলিং ও মাকু।



১৪) এখন আকাশের দিকে চেয়ে দেখলে কি দেখতে পাবে? 

উত্তর - বুনো হাঁস দেখতে পাবে। 




১৫) বুনো হাঁস কিসের আকারে উড়ে চলে ? 

উত্তর - বুনো হাঁস তীরের ফলার মত উড়ে চলে। 



১৬) বুনো হাঁস কোনদিকে উড়ে চলেছে ? 

উত্তর - বুনোহাঁস উত্তর দিকে উড়ে চলেছে। 



১৭) বুনো হাঁস কিভাবে ডাকে ? 

উত্তর - বুনোহাঁস গাঁক,গাঁক,গাঁক করে ডাকে।



১৮) জোয়ানরা কিসে খবর শুনত ?

উত্তর - জোয়ানরা রেডিওতে খবর শুনতো। 



১৯) কটা বুনো হাঁস দলছুট হয়েছিল ?

উত্তর - দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। 



২০) দেশে ফিরে বুনো হাঁস কি করবে ?

উত্তর - দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। 








শেষ কথা ঃ-

এই পোস্টে পঞ্চম শ্রেণীর বাংলা বুনো হাঁস গল্পের প্রশ্ন উত্তর আলচনা করা হলো। পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর আপডেট দেওয়া হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url