পঞ্চম শ্রেণি পরিবেশ দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর
পঞ্চম শ্রেণি পরিবেশ দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ প্রশ্ন ও উত্তর | Class 5 Poribesh second chapter Bhouto paribesh question answer |
পঞ্চম শ্রেণী
পরিবেশ দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ
প্রশ্ন ও উত্তর :-
1) তলার মাটি কেমন তা কি করে জানা যায় ?উত্তর - তলার মাটি কেমন তা কল বসানোর সময় জানা যায়।
2) উপরের মাটি আর তলার মাটি কি আলাদা ?
উত্তর - উপরের মাটি আর তলার মাটি কিছুটা আলাদা। উপরের মাটি মিহি। এবং নিচের মাটিতে নুড়ি কাকর বেশি থাকে।
3) শুকনো মাটির দলা গ্লাসের জলে ফেলে দিলে কি হবে ?
উত্তর - শুকনো মাটির দলা গ্লাসে ফেলে দিলে সেখান থেকে বুজ বুজ করে বাতাস উঠবে।
4) লেন্স এর বাংলা কি ?
উত্তর - লেন্স এর বাংলা আতশকাঁচ।
5) কাদা মাটির ফাঁকে ফাঁকে কি থাকে? এই মাটি শুকোলে শক্ত হয় কেন ?
উত্তর - কাদামাটির ফাঁকে ফাঁকে জল আর বাতাস থাকে। জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে কাদা মাটি শক্ত হয়ে যায়।
6) আগের দিনে মানুষ কিভাবে ইট গাঁথত ?
উত্তর - আগের দিনে কাদায় মিহি বালি মিশিয়ে মানুষ ইট গাঁথত |
7) আমাদের দেশে কত বছর আগে সিমেন্ট তৈরি হয়েছিল ?
উত্তর - আমাদের দেশে প্রায় একশো কুড়ি বছর আগে সিমেন্ট তৈরি হয়েছিল।
8) কোন মাটিতে কাদার কনা বেশি থাকে ?
উত্তর - এটেল মাটিতে কাদার কন বেশি থাকে
9) কোন মাটিতে বালির কণা বেশি থাকে ?
উত্তর - বেলে মাটিতে বালির কনা বেশি থাকে।
10) দোয়াস মাটি কাকে বলে ?
উত্তর - যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে তাকেই দোয়াস মাটি বলে।
11) মাটির কয়েকটি জৈব পদার্থের নাম লেখ।
উত্তর - গোবর, মাছের কাঁটা, পঁচাপাতার কুচি এগুলো সবই জৈব পদার্থ।
12) মাটির কয়েকটি অস্বাভাবিক উপাদানের নাম লেখ।
উত্তর- পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো ,পেন্সিলের শিস ইত্যাদি।
13) তাড়াতাড়ি জল বেরিয়ে যায় কোন মাটি থেকে ?
উত্তর - বেলে মাটি থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়।
14) বেশি জল ধরে রাখতে পারে কোন মাটি ?
উত্তর - এটেল মাটি বেশি জল ধরে রাখতে পারে।
15) মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখ ?
উত্তর- মাটির একটি সজীব জৈব উপাদানের নাম কেঁচো |
16) কয়েকটি রাসায়নিক সারের নাম লেখ ?
উত্তর - নাইট্রোজেন সার, ফসফেট সার।
17) সার থেকে গাছ কি কি উপাদান নেয় ?
উত্তর - নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম।
18) একটি জৈব সারের নাম লেখ ?
উত্তর - কম্পোস্ট সার।
19) পলিথিন, প্লাস্টিক এগুলো কিভাবে মাটির ক্ষতি করে ?
উত্তর - পলিথিন প্লাস্টিক এগুলো ভাঙ্গে না। মাটি কি আলো হাওয়া পেতে বাধা দেয়। গাছের শিকড় গুলোকে মাটিতে ঢুকতে বাধা দেয়।
20) মাটির সজীব উপাদান কিভাবে সাহায্য করে ?
উত্তর - মাটির ভিতরে থাকা অনেক ছোট ছোট জীব এবং জীবাণুরা আত পচা পাতা ভাঙতে সাহায্য করে। এবং তা থেকে কম্পোস্ট সার বা জৈব সার তৈরি হয়। এতে মাটি উর্বর হয়।
21) বীজ ধান কি ?
উত্তর - প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়। এটা বীজতলা ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয়। সেই গাছগুলোকেই বলে বীজ ধান।
22) রোয়া কাকে বলে ?
উত্তর - বীজ ধানগুলো হাতখানায় হলে সেগুলো তুলে সারি সারি জমিতে বসাতে হয়। সেই চারা বসানো কে বলে রোয়া।
23) কোন মাটি ধান চাষের পক্ষে ভালো ?
উত্তর - যে মাটি সহজে কাদা করা যায় যাতে সহজে জল জমে সেই মাটি ধান চাষের পক্ষে ভালো।
24) কেমন মাটিতে চা চাষ হয়?
উত্তর - পাহাড়ের ঢালু মাটিতে চাষ করা হয়।
25) কোথা কার চা জগৎ বিখ্যাত?
উত্তর - দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত।
26) পাহাড়ে কিভাবে চাষ বাস করা হয় ?
উত্তর - পাহাড়ের ঢালী চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয়। অনেকটা সিঁড়ির মত। সেখানে জল আটকে চাষবাস করা হয় একে ঝুম চাষ বলে।
27) পাহাড়ে কি কি ফসলের চাষ হয় ?
উত্তর - পাহাড়ে কপি, চা, ধানবা শাক-সবজির চাষ হয়।
28) চাষ করতে কতটা গভীর মাটি লাগে ?
উত্তর - চাষ করতে এক-দেড় ফুট গভীর মাটি লাগে।
29) পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে ?
উত্তর - ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিপাতে পাথর ফেটে গুড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি তৈরি হয়। মস, ফার্নরাও মাটি তৈরিতে সাহায্য করে। এভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে।
30) ধস কি ? কি ভাবে হয় ?
উত্তর - পাহাড়ি অঞ্চলে ঝড় বৃষ্টি ,বন্যা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক কারণে উপরের মাটি গলে বা ভেঙে কিছু গাছ পাথর, বাড়ি ঘর, রাস্তাসহ নিচে পড়ে একে ধস বলে।
31) ধস কোথায় দেখা যায় ?
উত্তর - পাহাড়ে ধস দেখা যায়।
32) ভূমিক্ষয় কাকে বলে ?
উত্তর - ঝড়-বৃষ্টিতে মাটির উপরের অংশ ভেঙে বা গলে অন্যত্র সরে যাওয়াকে বলে ভূমিকায়।
33) কি কি করলে ভূমিক্ষয় কমবে ?
উত্তর - পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোরক ফেলা যাবে না। গাছ কাটা যাবে না । গাছ মাটি ধরে রাখতে সাহায্য করে। এবং বেশি করে গাছ লাগাতে হবে। তাহলেই ধস কমবে।
34) জলাশয় বা পুকুরের চারপাশ পাকা করলে কি ক্ষতি হবে ?
উত্তর - পুকুরে চারপাশ পাকা করলে তাতে কচ্ছপ ও ব্যাঙের মতো অনেক জীবের বিপদ হতে পারে।
35) বাওড় কি ?
উত্তর - নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়। তাকে বলে বাওড়।
36) ঝরা কি ?
উত্তর - পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্না আছে তাদের বলে ঝোরা।
37) কয়েকটা জলের উৎসের নাম লেখ।
উত্তর - নদী পুকুর, টিউব ওয়েল, কুয়ো ইত্যাদি জলের উৎস।
38) কোথায় স্রোতের জল দেখা যায় ?
উত্তর - পাহাড়ের বেশিরভাগ জলাশয়ে স্রোতের জল দেখা যায়। যেমন- নদী ,ঝরনা ইত্যাদি।
39) স্থির জল কোথায় দেখা যায় ?
উত্তর - পুকুর,ডোবা,ভেরি ইত্যাদিতে স্থির জল দেখা যায়।
40) দুধে লেবুর রস দিলে কি হয় ?
উত্তর - দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়।
41) কাপড়ে কোন দাগ লাগলে লেবুর রস দিলে কি হয় ?
উত্তর - কাপড়ের দাগে লেবুর রস দিলে সেই দাগ উঠে যায়।
42) রাসায়নিক বিক্রিয়া কি ?
উত্তর - দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়। ছানা আর ছানার জল আলাদা হয়ে যায়। কিন্তু ছানা আর দুধ হয় না। একেই রাসায়নিক বিক্রিয়া বলে।
43) জলের নোংরা কিভাবে নষ্ট হয় ?
উত্তর - বাতাসের অক্সিজেন জলে গুলে যায়। জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো নষ্ট করে দেয়।
44) চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে কি হবে ?
উত্তর - চকচকে লোহার পেরেকে মরিচা ধরবে ।
45) জল দূষণ কিভাবে কমানো যায় ?
উত্তর - জল দূষণ কমাতে পুকুরে গবাদি পশুর স্নান করানো, মলমূত্র ত্যাগ করা, বাড়ির আবর্জনা, পলিথিন ইত্যাদি ফেলা ও বাসন মাজা নিষিদ্ধ করতে হবে।
46) মাছের ঘা সারাতে জলে কি ওষুধ দেওয়া হয় ?
উত্তর - মাছের ঘা সারাতে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়। তা জলশোধনও করে।
47) গরুকে পুকুরের স্নান করা বারণ কেন ?
উত্তর - গরুকে পুকুরে স্নান করালে নানা রকম রোগ জীবাণু জলে ছড়াতে পারে।
48) সুন্দর বনের জল নোনতা কেন ?
উত্তর - সুন্দরবন সাগরের কাছে তাই মাটির নিচে সাগরের জল চুইয়ে আসে, বলে সুন্দরবনের জল নোনতা হয়।
49) কি কি কাজে মাটির নিচের জল ব্যবহার হয় ?
উত্তর - মাটির নিচের জল পানীয় জল হিসেবে, গৃহস্থলীর কাজে ও কৃষি কাজে ব্যবহার হয়।
50) কোন কাজে পুকুরের জল ব্যবহার করা উচিত নয় ?
উত্তর - রান্নার কাজে পুকুরের জল ব্যবহার করা উচিত নয়।
51) কিভাবে কাজ করলে জল খরচ কমবে ?
উত্তর - ট্যাপকল খোলা রাখা যাবে না। টিউব ওয়েলে প্রয়োজন মত বালতি বা পাত্রে জল এনে খেতে হবে ও ব্যবহার করতে হবে। বেসিনের কল খুলে মুখ ধোয়া যাবেনা । তার পরিবর্তে কোন পাত্রে জল নিয়ে মুখ ধুতে হবে। স্নান করা ও বাড়ির কাজে পাত্রে জল নিয়ে ব্যবহার করতে হবে।
52) কচ্ছপ ধরা যাবেনা কেন ?
উত্তর - কচ্ছপ একটি লুপ্তপ্রায় মাছ। তাই কচ্ছপ ধরা বেআইনি।
53) পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত জলাশয়ের নাম লেখ।
উত্তর - পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেববাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত জলাশয়।
54) কত সালে কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু হয়ে ?
উত্তর - ১৮৫৭ সালে।
55) কত সালে পূর্ব কলকাতাযর বদ্ধ জলাশয়ে মাছের ঘাট তৈরি হয় ?
উত্তর - ১৮৭২ সালে।
56) কত সালে পূর্ব কলকাতায় বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় ?
উত্তর - ১৯২৯ সালে।
57) বুনো হাস দেখা যায় কোথায় ?
উত্তর - সাঁতরাগাছির ঝিলে বুনো হাঁস দেখা যায়।
58) জলদাপাড়ার জঙ্গলে কোন প্রাণীর দেখা পাওয়া যায়।
উত্তর - জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মত জন্তু আছে। যার নাম গৌর। অনেকে বলে ভারতীয় বাইসন।
59) কোন প্রাণী প্রথম পোষ মেনে ছিল ?
উত্তর - কুকুর প্রথম পোষ্ট মেনে ছিল।
60) কয়েকটি পালিত পশুর নাম লেখ।
উত্তর - কয়েকটি পালিত পশু হলো হাঁস, মুরগি, গরু ছাগল, ভেড়া ইত্যাদি।
61) কয়েকটি বন্য প্রাণীর নাম লেখ।
উত্তর - কয়েকটি বন্যপ্রাণী হলো হাতি ,বাঘ ,ভালুক, বেজি ,কাক,চড়াই ইত্যাদি।
62) কয়েকটি বাড়িতে আসা বুনো প্রাণীর নাম লেখ।
উত্তর - বাড়িতে আসা বন্যপ্রাণী হল কেন্ন ,মশা, উই, আরশোলা, ইঁদুর, ছুঁচো ইত্যাদি।
63) কয়েকটি ঝোপ জঙ্গলের বন্য প্রাণীর নাম লেখ।
উত্তর - টিকটিকি, গিরগিটি, মাকড়সা হলো ঝোপ জঙ্গলের বুনো প্রাণী।
64) কয়েকটি মেরুদন্ডী প্রাণীর নাম লেখ।
উত্তর - মাছ ,গরু ,ছাগল , বিড়াল, কুকুর ,মানুষ প্রভৃতি হলো মেরুদন্ডী প্রাণী।
65) কয়েকটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখ।
উত্তর - কয়েকটি অমেরুদন্ডী প্রাণী হল কেঁচো, মশা,মাছি, প্রজাপতি, শামুক,চিংড়ি ইত্যাদি
66) কয়েকটি আঁশযুক্ত মাছের নাম লেখ।
উত্তর - কয়েকটি আঁশযুক্ত মাছ হল রুই ,কাতলা, শোল শোল ইত্যাদি।
67) কয়েকটি আশহীন মাছের নাম লেখ।
উত্তর - কয়েকটি আশ্বিন মাছ হল শিঙ্গি ,মাগুর,টেংরা ইত্যাদি।
68) লতানো গাছে আকর্ষ দেখা যায় কেন ?
উত্তর - মাতানো গাছ খাড়া হয়ে দাঁড়াতে পারে না। পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে চায়। তাই আকর্ষ্ বের করে।
69) বট গাছের ঝুড়ি নামে কেন?
উত্তর - বট গাছের চারপাশে মোটা ডাল গুলো ভারে ভেঙে যেতে পারে ।সেগুলোর ভর দেওয়ার জন্য ঝুরি নামায়।
70) কোন পাখি খাবার লুকিয়ে রাখে ?
উত্তর - কাক খাবার লুকিয়ে রাখে।
71) কোন প্রাণীর লেজ কেটে গেলে আবার গজায় ?
উত্তর - টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়।
72) কয়েকটি শিকারি মাছের নাম লেখ।
উত্তর - কয়েকটি শিকারি মাছ হল শোল , শাল,চ্যাং ও ল্যাটা।
73) কয়েকটি হারিয়ে যাওয়া মাছের নাম লেখ।
উত্তর - কয়েকটি হারিয়ে যাওয়া মাছ হল শোল , চ্যাং, পুটি, মৌরলা, খুলসে,বেলে ইত্যাদি।
74) একটি হারিয়ে যাওয়া পাখির নাম লেখ ?
উত্তর - একটি হারিয়ে যাওয়া পাখি হল শকুন।
75) শকুন কেন হারিয়ে যাচ্ছে ?
উত্তর - শকুনরা মরা মাংস খেত। পরিবেশের দুর্গন্ধ হতো না। এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়। তাই তাদের মাংস বিষ। সেই মাংস খেয়ে শকুনরা হারিয়ে যাওয়ার মুখে।
76) কয়েকটি ঔষধি গাছের নাম লেখ ?
উত্তর - কয়েকটি ঔষধি গাছ হল সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তঝুরি ইত্যাদি।
77) জীববৈচিত্র্য কাকে বলে ?
উত্তর - আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখি সেটাকে বলে জীববৈচিত্র্য।
শেষ কথা ঃ -
এই পোস্টে পঞ্চম শ্রেণির পরিবেশ দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ থেকে প্রশ্ন ও উত্তর আলচনা করা হলো।পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর আপডেট দেওয়া হবে।
Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url