WBCHSE Class 11 Semester 2 Computer Application Chapter 5 Question Answer

WBCHSE Class XI Semester 2 Computer Application Chapter 5 Question Answer | একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 

একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার কম্পিউটার আপ্লিকেশন পঞ্চম অধ্যায় নেটওয়ার্কের প্রকারভেদ ও টপোলজি থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হলো


সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :- 

১) LAN কাকে বলে? এর একটি সুবিধা লেখ ? 

উত্তর - সীমিত পরিধির মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক একটি ঘর, একটি অফিস, এক বা একাধিক বিল্ডিং এর মধ্যে হতে পারে।

সুবিধা -

i. এই নেটওয়ার্ক তৈরিতে খরচ খুব কম।

ii. এই নেটওয়ার্কের নিরাপত্তা বেশি। 

iii. এই নেটওয়ার্কের গঠন অত্যান্ত সহজতর অর্থাৎ খুব সহজে এই নেটওয়ার্ক তৈরি করা যায়।


২) WAN কাকে বলে ? একটি সুবিধা লেখ ?

উত্তর - বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটার গুলির মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করতে হলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর প্রয়োজন। পৃথিবীর মধ্যে বিভিন্ন কম্পিউটারের সঙ্গে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।

সুবিধা -

ক) এই নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজেই তথ্য আদান প্রদান করা যায়।

খ) বিশ্বব্যাপী বিস্তৃত হওয়ায় এই নেটওয়ার্কের ব্যবহারকারী সংখ্যায় অনেক বেশি।

গ) এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যবহার, ইমেইল ,ভিডিও কলিং, চ্যাটিং ই-কমার্স এর ব্যবহার করা যায়।


৩) MAN কাকে বলে ? একটি সুবিধা লেখ ?

উত্তর - একটি শহর বা শহরতলীর মধ্যে যে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হয় তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।

সুবিধা - 

ক) MAN সব ধরনের তথ্য প্রেরণ করতে পারে।

খ) এই নেটওয়ার্কের বিস্তৃতি অনেকটাই বেশি হয়।

গ) খুব সহজেই তথ্য আদান প্রদান করা যায়। বিভিন্ন তার ব্যবহার করার ফলে তথ্য আদান-প্রদানের গতি বেশি হয়।

ঘ) এই নেটওয়ার্ক এ উন্নত সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়


৪) LAN এর দুটি বৈশিষ্ট্য লেখ ?

উত্তর - ল্যানের দুটি বৈশিষ্ট্য হলো-

ক) এই নেটওয়ার্ক এ যুক্ত কম্পিউটার গুলিকে বলা হয় নোড।

খ) এই নেটওয়ার্কের বিস্তৃতি অতি ক্ষুদ্র। এই নেটওয়ার্ক একটি ঘর, অফিস বা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।

গ) এই নেটওয়ার্ক খারাপ হলে খুব সহজেই তা মেরামত করা যায়। 


৫) MAN এর দুটি বৈশিষ্ট্য লেখ ?

উত্তর -

ক) এই নেটওয়ার্ক ব্যবস্থা শুধু শহরতলীর মধ্যেই সীমাবদ্ধ।

খ) এই নেটওয়ার্কে রাউটার,টেলিফোন,মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদির ব্যবহার করা হয়। 

গ) এই নেটওয়ার্কের খরচ ল্যানের চেয়ে অনেকটাই বেশি।


৬) WAN এর দুটি বৈশিষ্ট্য লেখ ?

উত্তর - WAN এর বৈশিষ্ট্য হলো -

ক) WAN নেটওয়ার্ক ব্যবস্থা একাধিক শহর ,রাজ্য ,দেশ, এমনকি মহাদেশে ও হতে পারে।

খ) এই নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি।

গ) এই নেটওয়ার্ক ব্যবস্থায় যোগাযোগের মাধ্যম হিসেবে তার ও উপগ্রহ ব্যবহৃত হয়।


৭) নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে ? টোপোলজির প্রকার গুলি কি কি ? 

উত্তর - নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন কম্পিউটার এবং সাহায্যকারী ডিভাইস গুলোর জ্যামিতিক বিন্যাসকে নেটওয়ার্ক টোপোলজি বলা হয়। নেটওয়ার্কের সাথে যুক্ত প্রতিটি কম্পিউটারকে নোড বলা হয়। 

কতকগুলি নেটওয়ার্ক টোপোলজি হলো - 

ক) বাস টোপোলজি, 

খ) স্টার টোপোলজি, 

গ) রিং টোপোলজি, 

ঘ) ট্রি টোপোলজি, 

ঙ) মেস টোপোলজি।


৮) বাস টোপোলজির দুটি বৈশিষ্ট্য লেখ ?

উত্তর - বাস টোপোলজির দুটি বৈশিষ্ট্য হলো-

ক) এই টোপোলজিতে একটি লম্বা তারের সঙ্গে কম্পিউটার গুলি যুক্ত থাকে। এই তার কে বলা হয় ব্যাকবোন কেবল।

খ) একসাথে একটি মাত্র নোড তথ্য পাঠাতে পারে।


৯) বাস টোপোলজির সুবিধা ও অসুবিধা লেখো ? 

উত্তর - বাস টোপোলজির সুবিধা

ক) এই নেটওয়ার্ক গঠনে খরচ কম হয়।

খ) এই নেটওয়ার্ক বিস্তৃত করা বেশ সহজ।যে কোন স্থানে বর্ধিত করা যেতে পারে।

গ) কোন একটি কম্পিউটার ক্ষতিগ্রস্ত হলে নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয় না। 

বাস টোপোলজির অসুবিধা 

ক) বাস টোপোলজি সহজ সরল হলেও এর ত্রুটি নির্ধারণ করা খুবই কঠিন।

খ) এই নেটওয়ার্কের ব্যাকবোন কেবল খারাপ হলে সমগ্র নেটওয়ার্ক ব্যবস্থাটি বিকল হয়ে পড়ে।

গ) যত বেশি সংখ্যক নোট যুক্ত করা হবে ডেটা পরিবহন ক্ষমতা তত হ্রাস পাবে।


১০) স্টার্ টোপোলজি কাকে বলে ? স্টার্ টোপোলজির একটি করে সুবিধা ও অসুবিধা উল্লেখ কর ?

উত্তর - এই ট্রপলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে বাকি সব সাধারণ কম্পিউটার বা নোড। কেন্দ্রীয় কম্পিউটার থাকে যাকে HUB বলা হয়। অন্যান্য কম্পিউটার গুলি এই কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে। কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে অন্যান্য কম্পিউটার গুলি তারার মতো জ্যামিতিক বিন্যাসে যুক্ত থাকে তাই এই টোপোলজিকে স্টার্ টোপোলজি বলা হয়।

সুবিধা -

ক) এটি মনিটরিং করার সোজা।

খ) সরল এক্সেস প্রটোকল ব্যবহার করা।

গ) এই টোপোলজিতে নেটওয়ার্কের কোন ত্রুটি দেখা দিলে সেটি নির্ধারণ করা অপেক্ষাকৃত সোজা। 

অসুবিধা -

ক) কেবল অনেক বড় হতে পারে।

খ) কেন্দ্রীয় কম্পিউটার নষ্ট হয়ে গেলে সমগ্র ব্যবস্থা একেবারে নষ্ট হয়ে যায়।

গ) এই প্রকার টোপোলজিতে অধিক কম্পিউটার যুক্ত করলে তথ্য আদান-প্রদানের ক্ষমতা কমে যায়।


১১) রিং টোপোলজি বলতে কী বোঝো ? এই টোপোলজির একটি করে সুবিধা ও অসুবিধা লেখ 

উত্তর - এই টোপোলজিতে কম্পিউটার গুলি একটিমাত্র তারের মাধ্যমে চক্রাকারে অর্থাৎ রিং এর আকারে সজ্জিত থাকে। তাই এই টোপোলজিকে রিং টোপোলজি বলা হয়।

সুবিধা -

ক) সংযোগের পরিমাণ কম হয়।

খ) ডেটা সংঘর্ষ হয় না।

গ) এই টোপোলজির গঠন অপেক্ষাকৃত সোজা। তাই কম্পিউটারের ত্রুটি নির্ধারণ অতি সহজেই করা যায়।

অসুবিধা -

ক) এই ট্রপোলজির কোন কম্পিউটার খারাপ হলে সমগ্র নেটওয়ার্ক ব্যবস্থাটি বিকল হয়ে পড়ে।

খ) এই টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্ককে ছোট বড় করা বা গঠন শৈলীর পরিবর্তন করা অনেক কঠিন।

গ) বাস টোপোলজির তুলনায় খরচ বেশি।


১২) স্টার টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কোন যন্ত্রটি ব্যবহৃত হয় ? 

উত্তর - স্টার টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব (HUB) ব্যবহার করা হয়।


১৩) ট্রি  টোপোলজির একটি বৈশিষ্ট্য লেখ ? ট্রি টোপোলজিট একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ কর ? 

উত্তর - ট্রি  টোপোলজির  বৈশিষ্ট্য  :-

i. এই টোপোলজির প্রথম স্তরে কেন্দ্রীয় কম্পিউটারটি থাকে।

ii. দ্বিতীয় স্তরে নোড বা শাখা গুলি অবস্থান করে।

iii. এই নেটওয়ার্কটি ট্রি বা বৃক্ষের মতো আকার ধারণ করে।

সুবিধা -

ক) এই নেটওয়ার্ক টোপোলজি অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়।

খ) এই নেটওয়ার্ক টোপোলজিতে প্রয়োজন অনুসারে নতুন নোড যুক্ত করা যায়।

গ) HUB নষ্ট হয়ে গেলে সেই HUB এর সংলগ্ন কম্পিউটার গুলো ক্ষতিগ্রস্ত হয়। বাকি কম্পিউটার গুলো একইভাবে কাজ করতে থাকে।

অসুবিধা -

ক) এই নেটওয়ার্কের গঠন অন্যান্য নেটওয়ার্কের তুলনায় জটিল।

খ) এই ট্রপোলজিতে অনেক দূরের নোডে তথ্য প্রেরণ করতে হলে তথ্য প্রেরণের গতি ক্ষীণ হয়ে পড়ে।


১৪) HTTP এর সম্পূর্ণ নাম কি ? নেটওয়ার্কে এর ব্যবহার কি ? 

উত্তর - HTTP এর পূর্ণরূপ হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 
www তে তথ্যের যে বিশাল ভান্ডার আছে http এর মাধ্যমে সেগুলি পাওয়া যায়। http ক্লায়েন্ট বা সার্ভার নীতি অনুসরণ করে কাজ করে। এক্ষেত্রে ক্লায়েন্টের অনুরোধ সার্ভার গ্রহণ করে সাড়া দেয়। এই অনুরোধের ফলে http উৎসটিকে সনাক্ত করে সার্ভারকে সেই মতো কাজ করার নির্দেশ দেয়। সার্ভার তখন সেই অনুরোধ গ্রহণ করে HTTP মারফত কাজ সম্পন্ন করে। এর সাহায্যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অধীনে থাকা কোন ওয়েবসাইটের কিছু অংশ ডাউনলোড বা ব্রাউজ করে অন্য কোন সার্ভারের সাথে যুক্ত হতে পারি।


১৫) HTTP এর দুটি বৈশিষ্ট্য লেখ ? 

উত্তর - HTTP এর বৈশিষ্ট্য -

ক) HTTP তথ্য এবং ফাইল ডাউনলোড করার অনুমতি দেয়।

খ) HTTP অন্যান্য ইন্টারনেট এক্সেস প্রটোকল এক্সেস করার সুবিধা প্রদান করে। 


১৬) FTP এর পূর্ণরূপ লেখ ? FTP এর ব্যবহার লেখ ?

উত্তর - FTP এর পূর্ণরূপ হল ফাইল ট্রান্সফার প্রোটোকল। 
ব্যাবহার - ইন্টারনেটের অধীনে কোন ফাইল বা ওয়েব সার্ভার থেকে বড় আকৃতির কোন ফাইল বার্থডেটা ডাউনলোড এবং আপলোড এর জন্য FTP প্রটোকল ব্যবহৃত হয়।


১৭) ডাউনলোড ও আপলোড কাকে বলে ? 

উত্তর - ইন্টারনেট থেকে কোন ফাইল বা ডেটা নিজের কম্পিউটারে নিয়ে আসার পদ্ধতিকে ডাউনলোড বলা হয়। এবং কম্পিউটারের কোন ফাইল বা ডেটাকে ইন্টারনেটের ফাইল বা ওয়েব সার্ভারে প্রেরণ করাকে আপলোড বলা হয়।


১৮)  SMTP এর পূর্ণরূপ কি ? এর একটি বৈশিষ্ট্য লেখ ? 

উত্তর - SMTP এর পূর্ণরূপ হল সিম্পল মেল ট্রান্সফার প্রটোকল। 

বৈশিষ্ট্য -

 ক) SMTP বার্তা বা মেইল গুলি সঠিক প্রাপকের কাছে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করে।

খ) প্রমাণিকরণের জন্য প্রেরকের পরিচয় যাচাই করে।


১৯) TCP এর পূর্ণরূপ কি ? এর একটি বৈশিষ্ট্য লেখ ? 

উত্তর - TCP - এর পূর্ণরূপ হল ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল।
বৈশিষ্ট্য - ট্রান্সপোর্ট স্তরে TCP ডাটা কি ছোট ছোট ভাগে ভাগ করে যাকে সেগমেন্ট বলা হয়। ডেটা স্থানান্তরের আগে ডিভাইস গুলির মধ্যে সংযোগ স্থাপন করে। যানজট রোধ করে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। 


২০) IP এর পূর্ণরূপ কি ? এর বৈশিষ্ট্য ?

উত্তর - IP এর পূর্ণরূপ হল ইন্টারনেট প্রটোকল। 

বৈশিষ্ট্য - 

IP ঠিকানা ব্যবহার করে নেটওয়ার্ক গুলির মধ্যে ডাটা প্যাকেট গুলিকে রুট করে। প্রাপ্তির শেষে খন্ডিত প্যাকেট গুলি পুনরায় একত্রিত করে। এটি নেটওয়ার্ক ঠিকানা এর দায়িত্ব পালন করে।


২১) TCP/IP কোন ক্ষেত্র গুলিতে ব্যবহৃত হয় ? VPN এর পূর্ণরূপ কি ?

উত্তর - ইন্টারনেট যোগাযোগ, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডিভাইস(যেমন রাউটার, সুইচ, ফায়ারওয়াল) অপারেটিং সিস্টেম (যেমন windows ম্যাকওয়েস লিনাক্স) ইত্যাদিতে TCP/IP ব্যবহৃত হয়।

VPN এর পূর্ণরূপ হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।


২২) টেলনেট কি ?

উত্তর - টেলনেট হল একটি নেটওয়ার্ক প্রটোকল
 যা ইন্টারনেট বা স্থানীয় নেটওয়ার্কের সাহায্যে দূরবর্তী কম্পিউটারে লগইন করা যায়।এর ফলে ব্যবহারকারী একটি কম্পিউটারে বসেই অন্য কোন কম্পিউটারে লগইন করে সেই কম্পিউটারের তথ্য ও প্রোগ্রাম ব্যবহার করতে পারে।


২৩) টেলনেটের দুটি বৈশিষ্ট্য ও ব্যবহার লেখ ?

উত্তর - টেলনেটের বৈশিষ্ট্য হলো- 

 i. যোগাযোগের জন্য পোর্ট ২৩ ব্যবহার করে।

ii. টেনের সাধারণত টেক্সটে যেটা প্রেরণ করে, এটি সংবেদনশীল তথ্যের জন্য ও নিরাপদ করে তোলে।


২৪) HTTPS-এর পূর্ণরূপ লেখ ? HTTPS- এর একটি বৈশিষ্ট্য লেখ ?

উত্তর - HTTPS এর পূর্ণরূপ হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর। 

বৈশিষ্ট্য - 

I) ওয়েবসাইটের পরিচয় যাচাই করে এবং ব্যবহারকারীরা উদ্দিষ্ট সার্ভার এর সাথে সংযোগ নিশ্চিত করে।

II) ডেটা পরিবহনের সময় যাতে কোন পরিবর্তন বা টেম্পার না হয় তা নিশ্চিত করে।


২৫) VoIP এর পূর্ণরূপ কি ? কয়েকটি VoIP অ্যাপ্লিকেশন ও পরিষেবা গুলির নাম লেখ ?

উত্তর - VoIP এর পূর্ণরূপ হল ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল। 
কয়েকটি VoIP অ্যাপ্লিকেশন ও পরিষেবাগুলি হলো স্কাইপ,জুম, গুগল ভয়েস, মাইক্রোসফটটিম ইত্যাদি।


২৬) VoIP এর দুটি সুবিধা লেখ ?

উত্তর VoIP এর সুবিধা হল-

I) একটি অ্যানালক সংকেতের তুলনায় মসৃণ সংযোগ প্রধান করা যেতে পারে।

II) এই প্রযুক্তি কার যত ব্যবসা এবং ব্যক্তিগত উভয় ব্যবহারের জন্য ফোন যোগাযোগের খরচ দূর করে। 


২৭) OSI মডেলের ফিজিক্যাল স্তরের দুটি কাজ উল্লেখ করো ?

উত্তর - ফিজিক্যাল লেয়ারের কাজ- 

I) ডেটা পাঠানোর হার নিয়ন্ত্রণ করা।

II) তার অনুযায়ী ডেটাকে পরিবর্তন করা।

III) ডেটা আদান-প্রদান পদ্ধতি কেমন হবে তা নির্ধারণ করা।


২৮) OSI মডেলের ডেটালিংক স্তরের দুটি কাজ উল্লেখ করো ?

উত্তর - ডাটা লিংক লেয়ারের কাজ- 

I) এই স্টট ডাটা প্রবাহকে নিয়ন্ত্রণ করে।

II) এই স্তর বিভিন্ন সংযোগ রক্ষাকারী যন্ত্রের ঠিকানা নির্ধারণ করে।

III) এই স্তর ডেটা ফ্রেমগুলির ত্রুটি খুঁজে বার করে ও সংশোধন করে। 


২৯) OSI মডেলের নেটওয়ার্ক স্তরের দুটি কাজ উল্লেখ করো ?

উত্তর - নেটওয়ার্ক লেয়ারের কাজ- 

I) এই স্তরে ডেটা প্যাকেজগুলি ত্রুটি সংশোধন সম্পাদিত হয়।

II) ডেটা গুলিকে উৎস থেকে কোন যন্ত্র বার ডিভাইসের সঠিক ঠিকানায় প্রেরণ করে।

III) একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা প্রেরণ সংক্রান্ত সমস্ত কাজই এই নেটওয়ার্ক এ হয়। 
 

৩০) OSI মডেলের ট্রান্সপোর্ট স্তরের দুটি কাজ উল্লেখ করো ?

উত্তর - ট্রান্সপোর্ট লেয়ারের কাজ - 

I) application নেটওয়ার্ক স্তর থেকে পাওয়া ছোট ছোট ডাটাগুলিকে এই লেয়ার পুনরায় সংযোজিত করে।

II) একইসঙ্গে এই স্তর ­ডেটা পাঠানোর হার নিয়ন্ত্রণ, ডেটা পুনরুদ্ধার, ত্রুটি নির্ধারণ ও সংশোধন ইত্যাদি করে।


৩১) OSI মডেলের সেশন স্তরের দুটি কাজ উল্লেখ করো ?

উত্তর - সেশন লেয়ারের কাজ- 

I) পেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে ডায়ালগকে নিয়ন্ত্রণ করে।

II) এর সাহায্যে ডাটা আদান-প্রদান শুরু হয়েছে না বন্ধ আছে, যেটা পাঠালে সেটি সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে জানা যায়।


৩২) OSI মডেলের প্রেজেন্টেশন  স্তরের দুটি কাজ উল্লেখ করো ?

উত্তর - প্রেজেন্টেশন লেয়ারের কাজ - 

I) পেরক কম্পিউটার থেকে প্রেরিত বিভিন্ন সংকেত যুক্ত ডাটা কে দর্শন আকারে উপস্থাপিত করা।

II) এই স্তরের ডেটার গোপনীয়তা রক্ষা করার কারণে ডেটাকে সংকেত পাঠানোর জন্য গোপন কোড দ্বারা অনুবাদিত করা হয় তাকে ডেটা এনক্রিপশন বলা হয়।


৩৩) OSI মডেলের অ্যাপ্লিকেশন স্তরের দুটি কাজ উল্লেখ করো ?

উত্তর - অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ- 

i) এই স্তরেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে ব্যবহারকারী ইমেইল এর মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারে।

ii) ফাইল ট্রান্সফার প্রটোকল এর মাধ্যমে ফাইল প্রেরণ বা ফাইল ডাউনলোড বা আপলোড ইত্যাদি করতে পারে।


৩৪) www এর পূর্ণরূপ কি ? এর দুটি সুবিধা লেখ ? 

উত্তর - www এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 

সুবিধা -

 ক) ওয়েব ডকুমেন্টের একটি লিঙ্ক থেকে অন্যান্য ডকুমেন্ট খোলা যায়। 

খ) ওয়েবপেজে মাল্টিমিডিয়ার প্রয়োগ করা যায়। 

গ) www ব্যবহারকারীকে বিভিন্ন তথ্যের সন্ধান দেয় এবং বিশেষ তথ্য এক্সেস করে।


৩৫) HTML-এর পূর্ণরূপ কি ? এর প্রবর্তক কে ? 

উত্তর - HTML এর পূর্ণরূপ হল হাইপার টেক্সট মার্কআপ লেঙ্গুয়েজ। এর প্রবর্তক হলেন টিম বার্নার্স লি।


৩৬) XML এর পূর্ণরূপ লেখ। এর দুটি বৈশিষ্ট্য লেখ। 

উত্তর - XML এর পূর্ণরূপ হল এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 

বৈশিষ্ট্য - 

ক) XML ডকুমেন্টে ডেটার গঠন এবং বিষয়বস্তু সম্পর্কে তথ্য থাকে।

খ) XML ডকুমেন্ট কেস সংবেদনশীল।

গ) XML কোন একটি প্রোগ্রামিং ভাষার জন্য নির্দিষ্ট নয়।


৩৭) XML এর দুটি ব্যাবহার লেখো ?

উত্তর - 
ক) XML এমন একটি ফরমেটে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয় যা পড়তে এবং লিখতে সহজ।

খ) XML ওয়েব পরিষেবার মধ্যে আদান প্রদান করা ডেটার গঠন সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়।

গ) XML বিভিন্ন সিস্টেম, এপ্লিকেশন বা সংস্থার মধ্যে ডাটা আদান প্রদান করতে ব্যবহৃত হয়।


৩৮) IP এড্রেস কাকে বলে ? 

উত্তর - IP কথাটির পুরো নাম হলো ইন্টারনেট প্রটোকল।TCP/IP প্রটোকলের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য একই নেটওয়ার্কের সংযুক্ত প্রতিটি কম্পিউটারের পৃথক পৃথক ঠিকানা বা এড্রেস প্রয়োজন হয়। তথ্য পাঠানোর সময় বলে দেওয়া হয় কোন এড্রেসে ওই তথ্যটি যাবে। একেই বলা হয় আইপি অ্যাড্রেস। নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটারের IP অ্যাড্রেস কখনোই এক হবে না। একটি আইপি অ্যাড্রেসের দুটি অংশ থাকে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস।


৩৯) ডোমেন নেম বা Domain Name বলতে কি বোঝ ? ডোমেইন এর দুটি বৈশিষ্ট্য লেখ ? 

উত্তর - ডোমেইন নেম একটি নাম যা একটি ওয়েবসাইটকে চিহ্নিত করে। ডুমেন নেম মানুষের নামের মতোই। যেমন একজন ব্যক্তির নাম তার পরিচয় বহন করে, তেমনি একটি ডোমেন নেইম একটি ওয়েবসাইটের পরিচয় বহন করে। মানুষের নামের সাথে ডোমেইনের মূল পার্থক্য হল, একটি নাম একাধিক মানুষের হতে পারে কিন্তু একাধিক ডোমেইনের নাম এক হবে না। সর্বদা ডোমেইন নাম unique হয়। ডোমেইন নেম বলতে ইন্টারনেটে ব্যবহৃত যে কোন ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস, ডিভাইস ,ইমেইল ইত্যাদিকে বোঝানো হয়। যেমন-www.google.com, www.youtube.com, www.eduhostar.in ইত্যাদি।

Domain Name এর প্রকারভেদ 

1. টপ লেভেল ডোমেইন - ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন,সরকারি প্রতিষ্ঠান, ইনফরমেশন ও নেটওয়ার্কিং ইত্যাদি ওয়েবসাইটের জন্য টপ লেভেল ডোমেন ব্যবহৃত হয়। যেমন- .com, .org, .gov, .net ইত্যাদি।

2. মেইন ডোমেইন - এটি প্রধান ওয়েবসাইটের নাম কি চিহ্নিত করে। যেমন - google, Facebook, Microsoft ইত্যাদি।

3. সাব ডোমেইন - সাব ডোমেইন হল মূল একটি ডোমেনের অতিরিক্ত অংশ যার মধ্যে একটি ওয়েবসাইটকে বিভিন্ন বিভাগের সংঘটিত করে আলাদা আর একটি ওয়েবসাইট তৈরি করা যায়। একটি মেইন রুমে থেকে একাধিক সাব ডোমেইন তৈরি করা যায়।
যেমন - google.com এর সাব ডোমেন হল translate.google.com, drive.google.com ইত্যাদি।


4. কান্ট্রি কোড টপ লেভেল ডোমিন - কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন বলতে কোন দেশের নিজস্ব ডোমেন যেটার দ্বারা কোন দেশ বা রাষ্ট্র একটি দেশের কোডের সাথে চিহ্ন অঞ্চল হিসেব ব্যবহৃত হয়। যেমন - .in, .au, .usa ইত্যাদি।

বৈশিষ্ট্য - 

1. প্রতিটি ডোমেন নেইম অবশ্যই অনন্য বা ইউনিক হতে হবে।

2. একটি ভালো ডোমের নাম মনে রাখা এবং শনাক্ত করা সহজ হওয়া উচিত।

3. ডোমের নাম সর্বাধিক ৬৩ অক্ষর পর্যন্ত লম্বা হতে পারে। 


৪০) google.com এর দুটি সাব ডোমেইনের নাম লেখ। 

উত্তর - google.com এর দুটি সাব ডোমেইন হলো translate.google.com এবং drive.google.com


৪১) URL এর পূর্ণরূপ লেখ ? এর দুটি সুবিধা লেখ।

উত্তর - url এর পূর্ণরূপ হল ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এদের url বলে।

সুবিধা - 

1. ওয়েব এড্রেস গুলিকে সহজে খুঁজে পেতে url সাহায্য করে।

2. IP অ্যাড্রেস এর মত সাংকেতিক চিহ্ন না থাকায় এগুলি মনে রাখা সহজ।

3. প্রতিটি url পৃথক হওয়ায় সেগুলিকে সহজে সনাক্ত করা যায়।


৪২) ISP এর পূর্ণরূপ কি ? ISP এর দুটি পরিষেবা উল্লেখ কর ?

উত্তর - ISP এর পূর্ণরূপ হল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যে সকল সংস্থা ইন্টারনেট পরিষেবা প্রদান করে তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলে। 

ISP এর পরিষেবা গুলি হল-

1. গ্রাহকদের ইন্টারনেট সংযোগ প্রদান করে।

2. ইমেইল একাউন্ট এবং হোস্টিং পরিষেবা প্রদান করে।

3.ISP গুলি ওয়েভ হোস্টিং পরিষেবা প্রদান করতে পারে।

4. সাধারণত গ্রাহকদের সমস্যার সমাধান এবং সংযোগ সমস্যার সমাধানে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।


৪৩) ভারতে অবস্থিত দুটি ISP এর নাম লেখ।

উত্তর - ভারতে অবস্থিত দুটি ISP হল- জিও, এয়ারটেল, ভোডাফোন ,বিএসএনএল, এমটিএনএল ইত্যাদি।


৪৪) ওয়েবসাইট বলতে কি বোঝ ? ওয়েবসাইটের দুটি উপাদানের নাম লেখ ? 

উত্তর - একটি ওয়েবসাইট হলো ওয়েব পেজ ছবি, ভিডিও এবং সার্ভারে হোস্ট করা এবং ইন্টারনেটের মাধ্যমে এক্সেস যোগ্য অন্যান্য ডিজিটাল সামগ্রীর একটি সংগ্রহ  গুলি সাধারণত একটি ডোমেইন নাম বা ওয়েব ঠিকানা দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস করা যায়।

ওয়েবসাইটের দুটি উপাদান হলো- হোমপেজ, নেভিগেশন, ডিজাইন ইত্যাদি। 


৪৫) ওয়েব ব্রাউজার কাকে বলে ? দুটি ওয়েব ব্রাউজার এর নাম লেখ ? 

উত্তর - ওয়েব ব্রাউজার হল একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহারকারীদের ইন্টারনেটে ওয়েবসাইট গুলি ট্যাক্সেস করতে এবং দেখতে দেয়। যে সফটওয়্যার বা প্রোগ্রাম দ্বারা ইন্টারনেটের সমস্ত কাজকর্ম সম্পাদিত হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে হাইপার লিঙ্ক এর সাহায্যে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে বিচরণ করার পদ্ধতিকে ওয়েব ব্রাউজিং বলে। এছাড়াও ওয়েব ব্রাউজিংকে নেট সার্ফিং বলা হয়। 

দুটি ওয়েব ব্রাউজার হল- গুগল ক্রম ইন্টারনেট, এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স , মোজাইক ইত্যাদি।


৪৬) ওয়েব হোস্টিং বলতে কি বোঝো ? এর দুটি সুবিধা লেখ ?

উত্তর - ওয়েব হোস্টিং হল এমন একটি পরিষেবা যা ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের তৈরি ওয়েবসাইট গুলি ইন্টারনেটে হোস্ট করতে দেয় অর্থাৎ ওয়েবসাইটের ডেটা (যেমন - ইমেইজ, টেক্সট, ভিডিও, অডিও ইত্যাদি) রাখার জন্য সার্ভার স্পেস ভাড়া করা হয়। একটি ওয়েবসাইট যাবতীয় ফাইল এবং ডেটাবেজ যেখানে জমা থাকে এবং ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে সেই ওয়েবসাইটটিতে ভিজিট করা যায়।

সুবিধা - 

1. ওয়েব হোস্টিং প্রদানকারীরা ওয়েবসাইটের ফাইল, ডেটাবেজ এবং ই-মেইল এর জন্য স্টোরেজ প্রদান করে।

2. ওয়েব হোস্টিং প্রদানকারীরা এমন সার্ভার গুলি বজায় রাখে যা ওয়েবসাইট ফাইলগুলি সংরক্ষণ করে এবং পরিবেশন করে।

3. ওয়েব হোস্টিং প্রদানকারীরা ডোমেন নেম নিবন্ধন এবং পরিচালনা পরিষেবা প্রদান করে


৪৭)  LAN ও WAN এর পার্থক্য লেখ। 

উত্তর -
LANWAN
1. LAN এর পূর্ণরূপ হল লোকাল এরিয়া নেটওয়ার্ক।1. WAN এর পূর্ণরূপ হল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
2. LAN এর মালিকানা ব্যক্তিগত।2. WAN এর মালিকানা ব্যক্তিগত নয়।
3. ল্যানের বিস্তৃতি স্বল্প স্থানের মধ্যে সীমিত।3.ওয়ান সমগ্র বিশ্বব্যাপী বিস্তৃত
4. এই নেটওয়ার্কের প্রধান যোগাযোগ মাধ্যম হলো তার বা কেবল।4. এই নেটওয়ার্কের প্রধান যোগাযোগ মাধ্যম হলো টেলিফোন নেটওয়ার্ক মাইক্রোওয়েভ ও উপগ্রহ।
5. ব্যবহারকারীর সংখ্যা কম।5. ব্যবহারকারীর সংখ্যা প্রচুর।
 

৪৮) PPP এর পূর্ণরূপ কি ? সুবিধা ও অসুবিধা গুলি লেখ ? 

উত্তর - PPP এর পূর্ণরূপ হল - পয়েন্ট টু পয়েন্ট প্রটোকল। 

সুবিধা -
ক) একাধিক প্রটোকল এবং ডিভাইস সাপোর্ট করে।

খ) ত্রুটিমুক্ত ডাটা স্থানান্তর নিশ্চিত করে।

গ) ট্রান্সমিশন সময় কমাতে ডেটা সংকুচিত করে। 

অসুবিধা -

ক) সীমিত ব্রান্ডউইথ।

খ) সিরিয়াল লিঙ্ক এর উপর নির্ভরশীলতা।

গ) কনফিগারেশন এবং সমস্যার সমাধানের জটিলতা।


৪৯) SMTP এর পূর্ণরূপ কি ? 

উত্তর - SMTP এর পূর্ণরূপ হল সিম্পিল মেল ট্রান্সফার প্রোটোকল।


৫০) www এর সুবিধা গুলি উল্লেখ করো ? 

উত্তর - www এর সুবিধা গুলি হল-

WWW (World Wide Web) হলো ইন্টারনেটের একটি সিস্টেম, যা ওয়েবপেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে তথ্য বিনিময়ের সুবিধা দেয়। এটি মূলত HTTP প্রটোকল ব্যবহার করে ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। WWW ব্যবহারের কিছু প্রধান সুবিধা হলো:-

i. তথ্য প্রবাহ এবং অ্যাক্সেস:- WWW মাধ্যমে পৃথিবীর যেকোনো কোণ থেকে তথ্য পাওয়া সম্ভব। ইন্টারনেট ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং পেজ ব্রাউজ করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় তথ্য মুহূর্তেই খুঁজে পেতে পারেন।

ii. গ্লোবাল কমিউনিকেশন:- WWW মানুষদের মধ্যে বিশ্বব্যাপী যোগাযোগের সুযোগ দেয়। ইমেইল, চ্যাট, ভিডিও কনফারেন্সের মতো সেবা দিয়ে সহজেই যোগাযোগ করা সম্ভব।

iii. ব্যবসা এবং বাণিজ্য:- WWW ব্যবসায়িক ওয়েবসাইট এবং ই-কমার্স সাইটের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্য ও সেবার প্রচার এবং বিক্রি করতে সাহায্য করে। যেমন, Amazon, eBay, কিংবা অন্যান্য অনলাইন স্টোর।

iv. শিক্ষা ও প্রশিক্ষণ:- WWW শিক্ষার্থীদের জন্য অসংখ্য শিক্ষামূলক কনটেন্ট, কোর্স, ভিডিও, টিউটোরিয়াল ইত্যাদি সরবরাহ করে। এটি শিক্ষা সিস্টেমের উন্নতিতে সহায়তা করে এবং শিক্ষার সহজলভ্যতা বৃদ্ধি করে।

v. বিনোদন:- WWW এর মাধ্যমে স্ট্রিমিং সেবা যেমন Netflix, YouTube, Spotify ইত্যাদি ব্যবহার করে আপনি বিনোদন উপভোগ করতে পারেন। এছাড়া অনলাইন গেমিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (যেমন Facebook, Instagram) বিনোদনের আরেকটি প্রধান উৎস।


৫১) HTML ও XML এর মধ্যে পার্থক্য লেখ ? 

উত্তর -
HTMLXML
1. HTML কেস সংবেদনশীল নয়।1.XML কেস সংবেদনশীল।
2.HTML নামস্থান সমর্থিত নয়।2.XML নামস্থান সমর্থিত।
3.HTML তুলনামূলকভাবে বড় ডকুমেন্ট।3.XML তুলনামূলকভাবে ছোট ডকুমেন্ট।
4.HTML হোয়াইট স্পেস সংরক্ষণ করে না।4.XML হোয়াইট স্পেস সংরক্ষিত করে।


৫২) নেটওয়ার্ক কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?

উত্তর - নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করা যায়। 
যেমন - LAN, MAN, WAN


৫৩) LAN এর পূর্ণরূপ কি ?

উত্তর - LAN এর পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। 
 

৫৪) MAN এর পূর্ণরূপ কি ? 

উত্তর - MAN এর পূর্ণরূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ।


৫৫) WAN এর পূর্ণরূপ কি ?

উত্তর - WAN এর পূর্ণরূপ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।


৫৬) POP3 প্রটোকলের কাজ কি ?

উত্তর - POP3 (Post Office Protocol 3) হলো ইমেইল প্রটোকলের তৃতীয় সংস্করণ, যা ইমেইল ক্লায়েন্ট এবং ইমেইল সার্ভারের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এর প্রধান কাজ হলো ইমেইল সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করে ব্যবহারকারীর কম্পিউটার বা মোবাইলে স্টোর করা।

POP3 প্রটোকল কিভাবে কাজ করে:

  1. ইমেইল সংগ্রহযখন আপনি POP3 ব্যবহার করেন, তখন আপনার ইমেইল ক্লায়েন্ট (যেমন Outlook, Thunderbird, ইত্যাদি) সার্ভারে থাকা ইমেইলগুলো আপনার ডিভাইসে ডাউনলোড করে নেয়।

  2. ইমেইল ডিলিট: POP3 প্রটোকলে একবার ইমেইল ডাউনলোড হলে, সাধারণত সে ইমেইল সার্ভার থেকে মুছে ফেলা হয়, যাতে সার্ভারে জায়গা না নষ্ট হয়। কিছু প্রোগ্রাম সেটিংসে আপনাকে এটি পরিবর্তন করার অপশন দেয়, যাতে ইমেইল সার্ভারে রেখে দেওয়া যায়।

  3. অফলাইন এক্সেস: একবার ইমেইল ডাউনলোড হলে, আপনি ইন্টারনেট ছাড়া (অফলাইন) সেই ইমেইল পড়তে বা প্রক্রিয়াকরণ করতে পারেন।



৫৭) লেন ম্যান ও ওয়ান এর পার্থক্য লেখ ?

উত্তর -
LAN MAN WAN
১) এটি একটি ছোট ভৌগলিক পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকে। ১) এটি মেট্রোপলিটন শহর বা সাধারণ শহরতলীর মধ্যে সীমাবদ্ধ। এর বিস্তৃতি ল্যান অপেক্ষা বৃহত্তর। ১) এর বিস্তৃতি রাজ্য, দেশ, মহাদেশ এমনকি পৃথিবীব্যাপী হয়।
২) ডেটা প্রেরনের গতি অন্য দুই নেটওয়ার্কের থেকে অনেক বেশি। ২) ডেটা প্রেরণের গতি ল্যান্ অপেক্ষা কম এবং ওয়ান অপেক্ষা বেশি। ২) ডেটা প্রেরণের গতি ল্যান অপেক্ষা অনেক কম।
৩) ডেটা প্রেরণে ত্রুটি অনেক কম। ৩) যেটা প্রেমের ত্রুটি ল্যানের তুলনায় বেশি এবং ওয়ানের তুলনায় কম হয়। ৩) ডেটা প্রেরণের সময় অনেক ত্রুটি দেখা যায়।
৪) ডেটা সম্প্রচারণের খরচ অন্য দুই নেটওয়ার্কের তুলনায় অনেক কম। ৪) ডেটা সম্প্রচারণের খরচ ল্যানের তুলনায় বেশি। কিন্তু ওয়ানের তুলনায় কম। ৪) ডেটা সম্প্রচারের খরচ অন্য দুই নেটওয়ার্কের তুলনায় অনেক বেশি



৫৮) টীকা লেখ : রিং টোপোলজি 

উত্তর এই টোপোলজিতে কম্পিউটার গুলি একটিমাত্র তারের মাধ্যমে চক্রাকারে অর্থাৎ রিং এর আকারে সজ্জিত থাকে। এইজন্য এই টোপোলজিকে রিং টোপোলজি বলা হয়।

রিং টপোলজির সুবিধা :-
 i) এই টোপোলজির বিশ্বাসযোগ্যতা অনেক বেশি।
ii) তথ্য প্রেরণের গতি অনেক বেশি।
iii) এই টোপোলজির গঠন অপেক্ষাকৃত সোজা।

রিং টপোলজির অসুবিধা:-
 i) এই টোপোলজির অন্তর্গত কোন কম্পিউটার খারাপ হলে সমগ্র নেটওয়ার্ক টি বিকল হয়ে পড়ে।
ii) এই টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্ককে ছোট বড় করা যথেষ্ট কঠিন।
iii) এই ট্রপোলজি ভালোভাবে কার্যকর করতে জটিল হার্ডওয়ারের প্রয়োজন হয়।



৫৯) ট্রি টোপোলজি সম্পর্কে যা জানো লেখো ?

উত্তর - এই প্রকার টোপোলজিতে মূল কম্পিউটারের সঙ্গে অন্যান্য কম্পিউটার গুলি ট্রি বা গাছের মতো জ্যামিতিক আকারে সংযুক্ত থাকে। এই টোপোলজির প্রথম স্তরে মূল কম্পিউটারটি অবস্থান করে। দ্বিতীয় স্তরে নোডগুলি অবস্থান করে যা তারের সাহায্যে মূল মেশিনটির সঙ্গে যুক্ত থাকে। তৃতীয় স্তরে নোডের পরবর্তী নোড বা শাখাগুলি অবস্থান করে এই উপ শাখা গুলি নোটের সঙ্গে তারের মাধ্যমে যুক্ত থাকে। এভাবে নেটওয়ার্কটি ট্রি বা বৃক্ষের মতো আকার ধারণ করে।

ট্রি টপোলজির সুবিধা :-
 i) এই নেটওয়ার্ক টোপোলজি অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়।
ii) এই প্রকার টোপোলজিতে প্রয়োজন অনুসারে নতুন নোট যুক্ত করা যায়।


ট্রি টপোলজির অসুবিধা :-
 i) এই টোপোলজিতে অনেক দূরের নোডে তথ্য প্রেরণ করতে হলে তথ্যটি মধ্যবর্তী অনেকগুলি নোড এর মধ্য দিয়ে যায় ফলে তথ্য প্রেরণের গতি ক্ষীণ হয়ে পড়ে।
ii) এই নেটওয়ার্কের গঠন অন্যান্য নেটওয়ার্কের তুলনায় জটিল হয়।



৬০) HTTPS সম্পর্কে যা জানো লেখো ?

উত্তর - এটি HTTP এর সুরক্ষিত সংস্করণ। এটি ইন্টারনেটের মাধ্যমে প্রেরিত ডাটা কে নিরাপত্তা এবং এনক্রিপশনের একটি অতিরিক্ত স্তর যোগ করে। এটি নিশ্চিত করে যে একটি ওয়েবসাইট এবং ব্যবহারকারীর মধ্যে আদান প্রদান করা ডেটা গোপনীয় এবং টেম্পার প্রুভ থাকে। এই প্রোটোকল দুটি কম্পিউটারের মধ্যে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে। যেখানে একটি ব্রাউজারের মাধ্যমে অনুরোধ পাঠায় এবং অন্যটি ওয়েব সার্ভার থেকে ডাটা নিয়ে আসে। 

HTTPS এর বৈশিষ্ট্য - 

i) ওয়েবসাইটের পরিচয় যাচাই করে এবং ব্যবহারকারীরা উদ্দিষ্ট সার্ভারের সঙ্গে সংযোগ নিশ্চিত করে।

ii) ডেটা পরিবহনের সময় যাতে কোনো পরিবর্তন না হয় তা নিশ্চিত করে।

iii) ব্যবহারকারীর ব্রাউজার এবং ওয়েবসাইটের সার্ভার এর মধ্যে একটি নিরাপদ সংযোগ স্থাপন করে।


আন্তিম কথা  ঃ-

এই  প্রতিবেদনে  
একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার কম্পিউটার আপ্লিকেশন পঞ্চম অধ্যায় নেটওয়ার্কের প্রকারভেদ ও টপোলজি থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। আশাকরি, ছাত্রছাত্রীদের উপকারে আসবে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Edu হোস্টারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url